21/07/2025
যারা উদ্ধারকাজে অংশ নিচ্ছেন, আহতদের হাসপাতালে নিচ্ছেন, প্লিজ ড্যামেজ কমাতে প্রাথমিক চিকিৎসা দিন।
১. পোড়া ত্বকে ক্রমাগত পানি ঢালুন। ট্যাপের পানি বা বোতলের পানি যাই হোক। পারলে ৩০-৪৫ মিনিট পানি ঢালতে থাকুন।
২. একটা পরিস্কার সূতি কাপড় দিয়ে ঢেকে দ্রুত হাসপাতালে নিন। ইনফেকশন প্রিভেনশন এর জন্য যত কম ভিড় হয়, যত কম স্পর্শ করা যায় তত ভালো।
৩. পোড়া ত্বক প্রচুর পানি হারাতে থাকে তাই বার বার মুখে পানি ও স্যালাইন খেতে দিন।
সব শেষ : নেতা ও ভিউ ব্যবসায়ীরা ভিড় জমাবেন না!
Dr.Tanjina Hossain Tanni