Sayem's World

Sayem's World Video Creator
(1)

কানাডাতে ট্রিটমেন্ট সিস্টেম নিয়ে কিছু অনুকরনীয় কথা...যদিও কানাডার ট্রিটমেন্ট খরচ অকল্পনীয়। তবে অধিকাংশ ট্রিটমেন্টের খরচ ...
30/10/2025

কানাডাতে ট্রিটমেন্ট সিস্টেম নিয়ে কিছু অনুকরনীয় কথা...

যদিও কানাডার ট্রিটমেন্ট খরচ অকল্পনীয়। তবে অধিকাংশ ট্রিটমেন্টের খরচ সরকার বহন করে। অল্প কিছু ট্রিটমেন্ট খরচ সরকার দেয় না। যেমন চোখ, দাঁত, কান ইত্যাদি। তবে এগুলোর মধ্যেও বিশেষ ক্ষেত্রে সরকার কিছু অংশ পে করে।

যাই হোক, কিছুদিন আগে আমার বুকে ব্যাথা হয়। ডাক্তার দেখালে ডাক্তার আমাকে বেশ কিছু টেস্ট দেন। এবং বলেন, এই টেস্টে যদি কিছু না আসে তাহলে টেনশনের কিছু নাই। বুঝবেন, ওগুলো নর্মাল ব্যাথা।

মজার ব্যাপার হল, এই টেস্টের দিন ক্ষণ ঠিক করার জন্য Diagnostic Center থেকে ওরাই আমাকে কল দেয়। কেন জানেন? কারণ, টেস্টের রিকুইজিশন ডাক্তারই সরাসরি ঐ Diagnostic সেন্টারে ফ্যাক্স করে দেয়। এবং নোট লিখে দেয়: Urgent. কি অদ্ভুত এক সিস্টেম।

এই সব টেস্টের জন্য আমাকে ৪ দিন যেতে হবে। আজ ছিল তৃতীয় দিন। আজ অন্যান্য টেস্টের পাশাপাশি আমার শরীরে ECG ম্যাশিন সেট করে দিয়েছে। এই ম্যাশিনের মাধ্যমে আমার ২৪ ঘন্টা ধরে ECG হতে থাকবে। কাল ম্যাশিন রিটার্ণ দিয়ে আসতে হবে। এই ২৪ ঘন্টার মধ্যে ম্যাশিন নষ্ট হয়ে গেলে আমাকে ২ লাখ টাকা ফাইন দিতে হবে 🙆‍♂️ বুঝতেই পারছেন, ম্যাশিনটা কতো দামী।

আমার খুব ভালো লাগে এদেশের ট্রিটমেন্ট সেক্টরের মানুষগুলোর রেস্পন্সিবিলিটি দেখে। মনে হয় যেন, আমার ট্রিটমেন্টের সমস্ত টেনশন তাদের। প্রতিটা টেস্টের আগেই টেস্ট কিভাবে হবে, টেস্টের জন্য কি কি প্রিপারেশন নিতে হবে - সব কিছু তারা ইমেইল করে জানিয়ে দেন। এমনকি রিমাইন্ডার পর্যন্ত মোবাইলে মেসেজ আকারে চলে আসে। এবং, তাঁদের সুন্দর ব্যবহারের কথা না হয় না-ই বললাম। তবে, কিছু ক্ষেত্রে যে ব্যতিক্রম নাই, তা কিন্তু না।

যাই হোক, ইচ্ছা আছে ট্রিটমেন্ট নিয়ে আমার আরো একটি ভিডিও রিলিজ করার। যেটা দেখে, অনেকেই হয়তো কানাডা আসার জন্য আরো একবার ইচ্ছাপোষন করবেন 🙂 সেই গল্পটা হবে আমার আম্মার ওপেন হার্ট সার্জারী নিয়ে।

23/10/2025

নির্বাচন - কিন্তু নেই কোনো হই হট্টগোল | Mayor Election in Canada | Alberta | Sayem's World

16/10/2025

কানাডায় কখন কোন ঋতু | Seasons in Canada | Sayem's World

13/10/2025

কানাডার আলবার্টাতে ফল সিজন | Sayem's World

10/10/2025
আমার বাসার সামনে প্রায়ই এই Limousine টা পার্ক করা থাকে! এটা দ্বারা কি বোঝাতে চায়? 🤔
29/09/2025

আমার বাসার সামনে প্রায়ই এই Limousine টা পার্ক করা থাকে! এটা দ্বারা কি বোঝাতে চায়? 🤔

25/09/2025

😷 কানাডায় কি আসলেই শীত, নাকি আতংক? Winter of Canada | Sayem's World

আমরা অনেকেই বলি যে, কানাডা বসবাসের অনুপযোগী। কারণ, কানাডাতে প্রচুর শীত। কথাটা আসলে কতোটুকু সত্য? সেইটা নিয়েই আমার আজকের এপিসোড।

19/09/2025

সংসারের সব কিছু এক শো রুমে | IKEA Edmonton | Furniture in Canada | Sayem's World

আমার ইউটিউব চ্যানেলে এপিসোডটি রিলিজ করা হয়েছে।লিংক প্রথম কমেন্টে
18/09/2025

আমার ইউটিউব চ্যানেলে এপিসোডটি রিলিজ করা হয়েছে।
লিংক প্রথম কমেন্টে

আগামীকাল রিলিজ করবো কানাডার শীতের অভিজ্ঞতার গল্প।
17/09/2025

আগামীকাল রিলিজ করবো কানাডার শীতের অভিজ্ঞতার গল্প।

কানাডাতে কি দেশী তরকারী পাওয়া যায়?ভিডিও লিংক প্রথম কমেন্টে
18/08/2025

কানাডাতে কি দেশী তরকারী পাওয়া যায়?
ভিডিও লিংক প্রথম কমেন্টে

Work Permit, নাকি চোরাবালি?ভিডিও লিংক প্রথম কমেন্টে
07/08/2025

Work Permit, নাকি চোরাবালি?
ভিডিও লিংক প্রথম কমেন্টে

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sayem's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share