30/10/2025
কানাডাতে ট্রিটমেন্ট সিস্টেম নিয়ে কিছু অনুকরনীয় কথা...
যদিও কানাডার ট্রিটমেন্ট খরচ অকল্পনীয়। তবে অধিকাংশ ট্রিটমেন্টের খরচ সরকার বহন করে। অল্প কিছু ট্রিটমেন্ট খরচ সরকার দেয় না। যেমন চোখ, দাঁত, কান ইত্যাদি। তবে এগুলোর মধ্যেও বিশেষ ক্ষেত্রে সরকার কিছু অংশ পে করে।
যাই হোক, কিছুদিন আগে আমার বুকে ব্যাথা হয়। ডাক্তার দেখালে ডাক্তার আমাকে বেশ কিছু টেস্ট দেন। এবং বলেন, এই টেস্টে যদি কিছু না আসে তাহলে টেনশনের কিছু নাই। বুঝবেন, ওগুলো নর্মাল ব্যাথা।
মজার ব্যাপার হল, এই টেস্টের দিন ক্ষণ ঠিক করার জন্য Diagnostic Center থেকে ওরাই আমাকে কল দেয়। কেন জানেন? কারণ, টেস্টের রিকুইজিশন ডাক্তারই সরাসরি ঐ Diagnostic সেন্টারে ফ্যাক্স করে দেয়। এবং নোট লিখে দেয়: Urgent. কি অদ্ভুত এক সিস্টেম।
এই সব টেস্টের জন্য আমাকে ৪ দিন যেতে হবে। আজ ছিল তৃতীয় দিন। আজ অন্যান্য টেস্টের পাশাপাশি আমার শরীরে ECG ম্যাশিন সেট করে দিয়েছে। এই ম্যাশিনের মাধ্যমে আমার ২৪ ঘন্টা ধরে ECG হতে থাকবে। কাল ম্যাশিন রিটার্ণ দিয়ে আসতে হবে। এই ২৪ ঘন্টার মধ্যে ম্যাশিন নষ্ট হয়ে গেলে আমাকে ২ লাখ টাকা ফাইন দিতে হবে 🙆♂️ বুঝতেই পারছেন, ম্যাশিনটা কতো দামী।
আমার খুব ভালো লাগে এদেশের ট্রিটমেন্ট সেক্টরের মানুষগুলোর রেস্পন্সিবিলিটি দেখে। মনে হয় যেন, আমার ট্রিটমেন্টের সমস্ত টেনশন তাদের। প্রতিটা টেস্টের আগেই টেস্ট কিভাবে হবে, টেস্টের জন্য কি কি প্রিপারেশন নিতে হবে - সব কিছু তারা ইমেইল করে জানিয়ে দেন। এমনকি রিমাইন্ডার পর্যন্ত মোবাইলে মেসেজ আকারে চলে আসে। এবং, তাঁদের সুন্দর ব্যবহারের কথা না হয় না-ই বললাম। তবে, কিছু ক্ষেত্রে যে ব্যতিক্রম নাই, তা কিন্তু না।
যাই হোক, ইচ্ছা আছে ট্রিটমেন্ট নিয়ে আমার আরো একটি ভিডিও রিলিজ করার। যেটা দেখে, অনেকেই হয়তো কানাডা আসার জন্য আরো একবার ইচ্ছাপোষন করবেন 🙂 সেই গল্পটা হবে আমার আম্মার ওপেন হার্ট সার্জারী নিয়ে।