Trending Source

Trending Source Stay connected, stay entertained, and never miss out on the next big trend!

Welcome to Trending Source – your go-to spot for the latest viral videos, trending moments, and must-see content from around the world. We bring you fresh, exciting clips that keep you in the loop with all things popular.

21/07/2025

অথচ এই সব সন্তানদের তাদের বাবা মা কখনো একটা ফুলের টোকাও লাগাতে দেয় নি

03/07/2025

কিডনি দিয়ে পুরুষ আটকানো যাচ্ছেনা,
আর তোমরা ভাবো বক্সে করে
নুডলস রান্না করে নিয়ে গেলে
পুরুষ আটকাবে।
🤔🤔🫣

সব ধরণের ভুল বো"ঝাবু"ঝি ও মান অভিমান ভুলে হিরো আলমের সাথে নতুন করে সংসার সাজাতে চান রিয়ামণি।হিরো আলমকে সেবা করার ছবিগুলো...
28/06/2025

সব ধরণের ভুল বো"ঝাবু"ঝি ও মান অভিমান ভুলে হিরো আলমের সাথে নতুন করে সংসার সাজাতে চান রিয়ামণি।
হিরো আলমকে সেবা করার ছবিগুলো তিনি পোস্ট করেন নিজের ফেসবুক পেইজে।😱😱😱

17/06/2025

নারী সে/ক্স চায়, কারণ সে ভালোবাসে। ❤️
পুরুষ সে/ক্স চায়, কারণ তার চাহিদাটা শরীরকেন্দ্রিক। 🔥

পুরুষের চোখে সেক্স মানে—দুই শরীরের সংযোগ। ⚡
নারীর কাছে সেক্স মানে—দুই মনের স্পর্শ, এক গভীর অনুভব। 🫂

নারী চায় আদর… তারপর আসে সে/ক্স। 🌸
পুরুষের আগে আসে চাহিদা… তারপর, যদি আসে, অনুভব। 🔥➡️❤️

নারী মনের ছোঁয়া না পেলে সহজ হয় না সে/ক্সে... ❌🧠
আর পুরুষ? সে শরীর না পেলে পায় না সেই মনের অনুভূতিটাও। ⛔️🩶

---

একই চাহিদা—ভিন্ন ব্যাখ্যা।
চাহিদাটা স্বাভাবিক, কিন্তু দেখা আর বোঝার দৃষ্টিভঙ্গিই আলাদা! 🔍

নারী যখন ভালোবাসে—সে চায় মন ছুঁয়ে যাক, তারপর দেহ। 💞
পুরুষ যখন চায়—সে আগে দেখে শরীর, পরে হয়তো খোঁজে মন। 👀➡️🧠

নারীর ভালোবাসা মানে—আবেগ, আদর, নির্ভরতা। 🫶
পুরুষের ভালোবাসা অনেক সময় মানে—আকর্ষণ, অধিকার, তাড়াহুড়ো। ⏩

নারী সম্পর্ক গড়তে চায় ধীরে ধীরে, ভিত তৈরি করে… 🏗️
পুরুষ অনেক সময় চায়, কতদূর যাওয়া যাবে, সেটা আগে বুঝে নিতে! 🛤️

---

নারী মনের গভীরে বাঁধা পড়ে, 🌊
পুরুষ অনেক সময় দেহ দিয়ে শুরু করে… পরে খোলে মনের দরজা। 🚪🧠

তাই—
সম্পর্কের শুরুতেই যদি সবকিছু ঘটে যায়,
বুঝে নিও— কেউ হয়তো ভালোবেসেছে,
আর কেউ কেবল চেয়েছে নিজ আগ্রহের আগুন নিভাতে! ❄️❤️‍🔥

ভালোবাসা সময় চায়। ⌛
সেক্স তা চায় না।
যে অপেক্ষা করে—সে তোমাকে চায়।
যে তাড়াহুড়ো করে—সে চায় শুধু মুহূর্তটা!

🙏 ভুল হলে ক্ষমা করবেন…
তবে যদি কিছুটা সত্যি মনে হয়—তাহলে শেয়ার করুন এই কথাগুলো।
অনেকেই আছে, যারা এই বোঝার মধ্যে দিয়ে যাচ্ছে—নীরবে, নিঃশব্দে।

26/05/2025

মনে শান্তি থাকলে ডাল ভাত ও মজা।
আর শান্তি না থাকলে গোস্তো পোলাও মজা পাওয়া যায় না।

26/05/2025

-আল্লাহ'পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলতে কেউ নেই..!!

25/05/2025

রুমমেট' রাও মাঝেমধ্যে এতো আপন হয়ে যায়,মনে হয় তাদের সাথে রক্তের সম্পর্ক!

ফ্যামিলির বাইরেও আরো একটা ফ্যামিলি! যারা নিজের বাসা থেকে দূরে থাকে,তারাই বুঝে একটা ভালো রুমমেট পাওয়া জীবনে কতোটা শান্তির!

Is it true?
14/05/2025

Is it true?

01/02/2025

রমজানের আগে থেকেই রাসূল সাঃ এই দোয়া টা পড়তেন।

“আল্লাহুম্মা বাল্লিগনা ফি রামাদান, ওয়া বারিকলানা ফিহি।”

অর্থঃ আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন, এবং সেখানে বরকত দিন।

পড়া শেষ হলে বলেন আমিন।🤲

31/01/2025

নতুন করে শুরু করার এই পথে আপনাদের ভালোবাসা আর সমর্থন চাই। প্রতিটি পদক্ষেপে আপনাদের পাশে পেলে এগিয়ে যাওয়া আরও সহজ হবে। সামনে অনেক ভালো কিছু নিয়ে আসতে চাই, শুধু আপনাদের একটু বিশ্বাস আর ভালোবাসা দিয়ে আমাকে অনুপ্রেরণা দিয়ে যাবেন। ❤️

29/01/2025

-যে দিন তুমি আমায় হারিয়ে ফেলবে..!
-সেদিন আমার গল্প বলতে গিয়ে তুমি নিজেই কেঁদে ফেলবে..!

02/01/2025

আমার নাম্বারটা ডিলিট করে দিও,আমিও করে দিবো!

আইডি থেকেও ব্লক করে দিও,তোমাকে চ্যাট এ দেখলে টেক্সট করতে ইচ্ছে করবে।

তাই তুমিই ব্লক করে দাও,যাতে মন চাইলেও আমি আর নক করতে না পারি!

কি লাভ হয় এই কথা গুলো বলে?

সেই অন্যের আইডি থেকে হলেও লুকিয়ে চেক করাই হয়,আর নাম্বারটা তো মুখস্থই, ডিলিট করে কি লাভ!

কি অদ্ভুত আমরা তাই না?

Address

Mirpur/10
Dhaka
1202

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trending Source posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category