ছায়াছন্দ

ছায়াছন্দ ChayaChondo (ছায়াছন্দ) is your go-to destination for cinema lovers!

We share iconic movie moments, rare film facts, emotional scenes, powerful dialogues, and everything that celebrates the magic of films.

এই স্থানটির নাম কি?
14/08/2025

এই স্থানটির নাম কি?

সেই ঘোড়াকে পছন্দ করি, যে অনেকক্ষণ দৌড়াতে পারে : রিচিপ্রিয় অভিনেত্রীর অভিনয়ের সংখ্যা কমে যাওয়ায় রিচি সোলায়মানকে পর্দায় দে...
10/08/2025

সেই ঘোড়াকে পছন্দ করি, যে অনেকক্ষণ দৌড়াতে পারে : রিচি

প্রিয় অভিনেত্রীর অভিনয়ের সংখ্যা কমে যাওয়ায় রিচি সোলায়মানকে পর্দায় দেখা মেলে কদাচিৎ। অথচ একটা সময় রিচির ধারাবাহিক নাটক দেখার জন্য অপেক্ষায় থাকত দর্শক। নাটকের জনপ্রিয় মুখ রিচি সোলায়মানের প্রতি দর্শকদের আক্ষেপের শেষ নেই।

বেশ কিছু বছর ধরে রিচি সোলায়মান যুক্তরাষ্ট্রে আছেন স্বামী সন্তান নিয়ে। সুযোগ পেলে দেশে আসেন অভিনয়ের কাজে। সম্প্রতি তিনি দেশে এসেছেন। একটি নাটকে অভিনয়ও করেছেন। যেটি নিয়ে আশাবাদী তিনি। অভিনয়, বর্তমানের নাটক ও অভিনেতা-অভিনেত্রীদের বিষয়ে খোলামেলা কথা বলেছেন রিচি সোলায়মান।

সম্প্রতি ডকুড্রামা মৎস্যকন্যায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রিচি। নাটকের গল্পের বিষয়ে তিনি বলেন, জেলেদের গল্প। নারীরা যদি জেলে হতে চান, তাদের কী ধরনের বাধার মুখোমুখি হতে হয়, সেটাই দেখানো হয়েছে। মূলত নারীর ক্ষমতায়নের বিষয়টি দেখানো হয়েছে।

সহকর্মীদের মিস করেন রিচি। এ বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, আমার সহকর্মীরা যারা কাজ করছে, জায়গাটা ধরে রেখেছে, তাদের স্যালুট জানাই। কারণ, আমাদের কাজের পরিবেশটা তো এখনো সেভাবে তৈরি হয়নি। তারপরও তারা ধৈর্য ধরে টিকে আছে।

নতুনদের কাজেরও প্রশংসা ফুটে উঠেছে রিচির মুখে। অভিনেত্রীদের মধ্যে তাসনিয়া ফারিণ, মেহজাবীন (চৌধুরী), তানজিন তিশা—সবাইকে খুব সম্ভাবনাময়ী মনে হয়। আমি সেই ঘোড়াকে পছন্দ করি, যে অনেকক্ষণ দৌড়াতে পারে।

আশা করব, ওরা প্রতিষ্ঠিত হলেও নিজেদের জায়গা ধরে রেখে আরও অনেক দিন কাজ করবে। অভিনেতাদের মধ্যে জোভান, তৌসিফসহ যারা নতুন আসছে, সবাইকে খুব সম্ভাবনাময় মনে হয়।

কে এই মডেল?
09/08/2025

কে এই মডেল?

12/04/2025
গাজাবাসীর পক্ষে আজকে রাস্তায় নেমেছে ভাটারা নাগরিক মঞ্চ সমর্থক গোষ্ঠি ও ভাটারা নাগরিক মঞ্চ সহ ভাটারার প্রায় সকল সামাজিক স...
12/04/2025

গাজাবাসীর পক্ষে আজকে রাস্তায় নেমেছে ভাটারা নাগরিক মঞ্চ সমর্থক গোষ্ঠি ও ভাটারা নাগরিক মঞ্চ সহ ভাটারার প্রায় সকল সামাজিক সংগঠন

নতুন দিনের সৌরভে ভাসছি নীল তরঙ্গে।ভাটারা নাগরিক মঞ্চ সমর্থক গোষ্ঠি
26/08/2022

নতুন দিনের সৌরভে ভাসছি নীল তরঙ্গে।
ভাটারা নাগরিক মঞ্চ সমর্থক গোষ্ঠি

ভাটারার সর্বকালের সেরা ক্রিকেট টূর্নামেন্ট
29/07/2022

ভাটারার সর্বকালের সেরা ক্রিকেট টূর্নামেন্ট

29/07/2022

ফিরে দেখা ২০১৩

07/04/2020

ত্রান বিতরণে ভাটারায় জনাব মাহমুদুর রহমান মান্না। মঙ্গলবার ২০০ পরিবার কে খাদ্য সহায়তা দিয়েছিলাম, আজ দিয়েছি ১১২ পরিবারকে।

কোন নির্দিষ্ট স্থান থেকে আমরা খাদ্য সহায়তা দিচ্ছি না, কারন তাতে আক্রান্ত কোন ব্যাক্তি থেকে ভাইরাস অন্যদের মাঝে ছড়িয়ে যাবে। দিনে তালিকা করে, রাত ১২টায় আমরা তা প্রকৃত অনাহারী পরিবারে পৌঁছে দিচ্ছি।

ভলান্টিয়ার হিসেবে যারা কাজ করছেন, তাঁরা নিজে সব ধরনের সুরক্ষা সামগ্রী ব্যাবহার করছেন এবং অন্যদের সচেতন করছেন। ওদের জন্য সবাই দোয়া করবেন।

সীমিত সম্পদের মধ্যে যতটুকু পারা যায়, ক্ষুধার বিরুদ্ধে নাগরিক ঐক্য এবং ভাটারা নাগরিক মঞ্চের এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ!!! সব সামর্থ্যবান নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

https://www.facebook.com/vataranagorikmanccha/videos/2549309565309051/?t=0

আসন্ন  ঢাকা  উওর  সিটি  কর্পোরেশন  নির্বাচনে যুব  সমাজের  অহংকার    গরীব  দুঃখী  মানুষের  পরম  বন্ধু  বিশিষ্ট    ব্যবসায...
23/12/2017

আসন্ন ঢাকা উওর সিটি কর্পোরেশন নির্বাচনে যুব সমাজের অহংকার গরীব দুঃখী মানুষের পরম বন্ধু বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ন্যায়ের প্রতিক আমাদের শ্রদ্ধার বড় ভাই প্রাণ প্রিয় যোগ্য নেতা @আনিসুর রহমান খসরু ভাইকে ভাটারা থানার অন্তর্গত ৪০নং ওয়ার্ডে এর কাউন্সিলের পদপ্রার্থী হিসাবে দেখতে চাই।

09/08/2017

গতকাল মঙ্গলবার বিকালে আনুমানিক ৬ টার সময় নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সদস্য ও ভাটারা নাগরিক মঞ্চের সভাপতি জনাব আনিসুর রহমান খসরু ভাই তার অফিস থেকে বের হয়ে বারিধারা জে ব্লকের ২০ নাম্বার রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় রাস্তার পাশের একটি এসি ও ফ্রিজ মেরামতের দোকান থেকে ছুটে আসা গ্যাস ভর্তি একটি কম্প্রেসার সিলিন্ডার ওনাকে প্রচন্ড গতিতে আাঘাত করে। বাম হাত ও কোমরে গুরুতর জখম নিয়ে ভাই মাটিতে লুটিয়ে পরেন। দ্রুত রাজধানীর এ্যাপোলো হাসপাতালের এমারজেন্সিতে নিয়ে গেলে সেখানে বাম হাতে কসমেটিক সার্জারী করা হয়। সফল অপারেশন শেষে বর্তমানে ওনি বাসায় আছেন এবং শারীরিক অবস্থা উন্নতির দিকে।
সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন।

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when ছায়াছন্দ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category