Insight Out

Insight Out Public Opinion.

15/04/2025
04/08/2024

নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ আইনশৃঙ্খলা পরিস্থিতি | Narayanganj | Student Protest | News

03/08/2024

আন্দোলনের সঙ্গে একত্মতা ছাত্র-শিক্ষক-শ্রমজীবীর | Narayanganj Chashara | Quota

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ | Quota Movement

02/08/2024

নিজেকে সতেজ করতে কিংবা কাজের চাপে একটু চাঙ্গা হতে চাইলে ধোঁয়া ওঠা এক কাপ চায়ের জুড়ি মেলা ভার। আলাপ আলোচনা থেকে শুরু করে অতিথি আপ্যায়নে চায়ের কোন বিকল্প নাই।

নারায়ণগঞ্জের বিখ্যাত চা !! নারায়ণগঞ্জ জেলার বিখ্যাত চা উপভোগ করার জন্য আমি এবং আমার বন্ধু রাহাত সাথে প্রকাশ সহ আমরা তিনজন মনির ভাইয়ের চায় দোকানে যাই।সত্যি বলতে চায় সাতটা অসাধারণ ছিল।

লোকেশন: নারায়ণগঞ্জ, চাষাড়া-সুগন্ধা বেকারের সামনে।

24/07/2024

Shokhi amare!! সখি আমার

08/05/2024

৮ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে প্রতিবছর ৮ মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হয়।

থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তস্বল্পতাজনিত রোগ। এসব রোগী ছোট বয়স থেকেই রক্তস্বল্পতায় ভোগে। এদের বৈশিষ্ট্য হচ্ছে- তারা যেহেতু তাদের শরীরে নির্দিষ্ট পরিমাণ রক্ত তৈরি করতে পারে না, তাই অন্যের রক্ত ট্রান্সফিউশন নিয়ে তাদের জীবন চালাতে হয়।

বাবা ও মা উভয়েই থ্যালাসেমিয়ার বাহক হলে, তাদের সন্তানদের মধ্যে কেউ কেউ থ্যালাসেমিয়ার রোগী হতে পারে।

যেহেতু বাবা-মা থ্যালাসেমিয়ায় আক্রান্ত হলে সন্তানদের ঝুঁকি তৈরি হয় সেহেতু থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ করার জন্য দুজন বাহকের মধ্যে বিবাহ বর্জন করা প্রয়োজন। তাই বিবাহের আগে অবশ্যই থ্যালাসেমিয়া রোগ পরীক্ষা করা প্রয়োজন।
থ্যালাসেমিয়া সম্পর্কে নিজে জানুন অন্যকে সচেতন করুন।
থ্যালাসেমিয়া প্রতিরোধের অন্যতম উপায় জনসচেতনতা।
থ্যালাসেমিয়া নিয়ে জিজ্ঞাসাবাদঅথবা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন।


18/04/2024

বছরখানেক আগে মেট্রোরেলের যুগে প্রবেশ করে বাংলাদেশ। মেট্রোরেল আমাদের দেশের জনসংখ্যাকে প্রযুক্তিগত অগ্রগতির একটি নতুন যুগে আবদ্ধ করেছে। উন্নত দেশগুলোয় মেট্রোরেল এবং অন্যান্য পাবলিক ট্রান্সপোর্টেশন মাধ্যমগুলোকে একত্রিত করে একটি উন্নত রুট সিস্টেম তৈরি করা হয়েছে যাতে মানুষ শুধু একটি পেমেন্ট কার্ডের মাধ্যমে তাদের গন্তব্যে ভ্রমণ করতে পারে। বাংলাদেশে এরই মধ্যে মেট্রোরেলে এ ব্যবস্থা তৈরি করা হয়েছে।এই আধুনিক গণপরিবহনটিতে যাতায়াতে সিঙ্গেল, এমআরটি ও র‌্যাপিড–এই তিন ধরনের পাস ব্যবহার করছেন নিয়মিত যাত্রীরা।
এমআরটি পাসঃ
এমআরটি পাস হলো অত্যাধুনিক প্রযুক্তিভিত্তিক সংযোগবিহীন স্মার্ট আইসি কার্ড। এর মাধ্যমে ঝামেলা ছাড়াই সহজে মেট্রোরেলের ভাড়া পরিশোধ করা যায়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটে বলা হয়েছে, এমআরটি পাস ব্যবহারকারীরা অদূরভবিষ্যতে বিভিন্ন পরিবহন ব্যবহারে এই কার্ড ব্যবহার করতে পারবেন।

র‍্যাপিড পাস
দেশের গণপরিবহনের সমন্বিত ই-টিকিটিং ব্যবস্থা ও ভাড়া আদায়ে সর্বাধুনিক স্মার্ট কার্ড ‘র‍্যাপিড পাস’ সুবিধা চালু করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। দেশের বিভিন্ন গণপরিবহন যেমন: মেট্রোরেল, বাস র‍্যাপিড ট্রানজিট, বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন সার্ভিস, বিআইডব্লিউটিসির নৌযান সার্ভিস, সরকারি-বেসরকারি বিভিন্ন বাস সার্ভিসে স্বাচ্ছন্দ্যে ও নিরবচ্ছিন্নভাবে যাতায়াতে ঝামেলাহীন পেমেন্ট সুবিধা পেতেই র‍্যাপিড পাস সিস্টেম চালু করা হয়েছে।

এমআরটি ও র‍্যাপিড পাসের পার্থক্যঃ
এমআরটি বা র‌্যাপিড পাসে খুব একটা পার্থক্য নেই, প্রায় একই সুবিধা পাওয়া যাবে। একজন ব্যক্তি চাইলে একাধিক কার্ড ইস্যু করতে পারবেন। তবে একটি পরিচয়পত্রের বিপরীতে একটি কার্ড নেয়াই উত্তম।
র‍্যাপিড পাস কার্ডের প্রাথমিক মূল্য ৪০০ টাকা। এর মধ্যে ২০০ টাকা প্রাথমিক রিচার্জ এবং বাকি ২০০ টাকা কার্ডের মূল্য।

কেনার পর র‍্যাপিড পাস কার্ড ব্যবহারকারী (নন-রেজিস্টার্ড) ফেরত দিতে চাইলে জমা করা রিচার্জ টাকার ৫% কেটে অবশিষ্ট টাকা কার্ড জমা দেয়ার এক কর্মদিবস পর ফেরত দেয়া হবে।

কার্ড ব্যবহারকারী একবারে সর্বোচ্চ ১০০০ টাকা রিচার্জ করতে পারবেন। কিন্তু কার্ডের ব্যালেন্স ২০০০ টাকা অতিক্রম করতে পারবে না।
কার্ডে পর্যাপ্ত টাকা না থাকলেও ব্যবহারকারী শুধু একবার কার্ডটি ব্যবহারের সুবিধা পাবেন। তবে পরবর্তী রিচার্জের পরপরই উহা স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় হবে।
যেভাবে করবেন এমআরটি পাসঃ
ডিএমটিসিএল-এর ওয়েবসাইট বা মেট্রোরেল স্টেশন থেকে ফরম সংগ্রহ করে পূরণ করে মেট্রোরেলের টিকিট কাউন্টারে জমা দিলেই পাওয়া যাবে এমআরটি পাস কার্ড।
নিবন্ধন করতে নিজের নাম, মাতা-পিতার নাম, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা পাসপোর্ট নম্বর, মোবাইল নম্বর, ই-মেইল আইডি লাগবে। মেট্রোরেলের প্রতিটি স্টেশন থেকে সকাল সোয়া ৭টা থেকে রাত ৭টা ৪৫ মিনিট পর্যন্ত এমআরটি পাস কেনা যাবে।
এমআরটি পাসের খরচ কত?
এমআরটি কার্ড নিতে হলে খরচ হবে ৫০০ টাকা। এর মধ্যে ২০০ টাকা কার্ডের জামানত হিসেবে থাকবে, যা কার্ড জমা দিলেই ফেরত পাওয়া যাবে। বাকি ৩০০ টাকা ব্যালেন্স থাকবে যা দিয়ে ট্রেনে যাতায়াত করা যাবে।
এমআরটি টপআপঃ
যে কোনো স্টেশনের টিকিট কাউন্টার থেকে কার্ডে টাকা রিচার্জ করা যাবে। টিকিট বিক্রির মেশিনেই টপআপ অপশন রয়েছে। যেখান থেকে সহজেই টাকা দিয়ে রিচার্জ করে নেয়া যাবে।
Dhaka MetroRail Helpline ✅

11/04/2024

ইসলামিক কুইজ প্রতিযোগিতা ২০২৪ | Islamic Quiz Competition ৯০% মানুষেরই সাধারণ ইসলামিক জ্ঞান নেই

05/04/2024

আজকের শিশু আগামীকালের ভবিষ্যৎ || সুবিধা বঞ্চিত শিশু Episode 1

পথ শিশুরা একটু ভালোবাসা পেলেই, নিজেকে উজাড় করে দেয়। এমন হাজারো শিশু হাজার প্রতিভা নিয়ে জন্মায়, রাষ্ট্র এবং সমাজে তারা সুবিধা বঞ্চিত, চলুন এমন সুবিধাবঞ্চিত শিশুদের গল্প শুনি...


িশু

28/03/2024

Daily Vlog Lifestyle Shanto Pathan

Insight Out

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Insight Out posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share