আপনার কথা Apnar katha

আপনার কথা Apnar katha সংবাদ পড়া এবং লেখা

13/10/2025

দূর্গাপুরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৪ দফা লিফলেট বিতরণ করলেন মাহামুদা হাবিবা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৪ দফা কর্মসূচির পক্ষে জনসচেতনতা ও জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন ( দূর্গাপুর - পুঠিয়া) রাজশাহী ৫ আসনের মনোনীত ধানের শীষের এমপি পদপ্রার্থী বিএনপির মিডিয়া সেলের সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির নেত্রী যুগ্মসাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা।
সোমবার (১৩ আক্টবোর) সকাল ১১ টায় দূর্গাপুর -পৌরসভা সহ বিভিন্ন এলাকায় বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, বলা হয়েছে জনগণের ভোটে সরকার গঠনে বিএনপি'র পরিকল্পনা নারীর ক্ষমতায়ন প্রায় প্রান্তিক ৪ কোটি টাকা পরিবারের মধ্যে ৫০ লক্ষ্য দরিদ্র গ্রামীণ পরিবারের জন্য ফ্যামিলির কার্ড চালু করা হবে। এই কার্ড মূলত পরিবারের নারী প্রধানের নাম করা হবে। তাদের প্রতিমাসে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহযোগিতা অথবা প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করা হবে। এর মাধ্যমে নারী অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হবে এবং পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে।

(২)নারীদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। বিচারিক প্রক্রিয়া ধর্ষণ নিপীড়নদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা।
(৩) নারীদের জন্য ইউনিয়ন পর্যায়ে ডেডিকেটেড সাপোর্ট সেল প্রতিষ্ঠা করা হবে। যেখানে যে কোন লাঞ্ছিত নারীর জন্য প্রয়োজন মোতাবেক নারী ডাক্তার আইনজীবী মানবাধিকার কর্মী সর্বাঙ্গীণ সহযোগিতা নিশ্চিত করবে।

(৪) নারীদের স্বনির্ভরতা বাড়াতে ক্ষুদ্র কুঠিরও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে
স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা হবে ও তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ডেভেলপমেন্ট মার্কেটিং সাপোর্ট প্রদান করা হবে।

সাধারণ জনগণের উদ্দেশ্যে , তিনি আরো বলেন ৪ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা। রাষ্ট্র্র মেরামতে ৪ দফার প্রচারে কাজ করছি। গ্রামগঞ্জের সাধারণ জনগণ সহ সকলশ্রেণীর জনতা ৪ দফা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে।

গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি যে ৪ দফা কর্মসূচি ঘোষণা করেছে, তা বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায়বিচার, সমঅধিকার ও প্রকৃৃত স্বাধীনতা ভোগ করতে পারবে। আওয়ামী লীগ দেশের সম্পদ লুটপাট করে জনগণকে দুর্ভোগে ফেলেছে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং একটি আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তুলবে। লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

13/10/2025
13/10/2025

সুনামগঞ্জের ৫ আসনে তরুণও নবীনদের জয়গান, হাওরও ভাটির অঞ্চলে উন্নয়নের প্রতিশ্রুতি।

জয়নুল জাকেরিন,কলিম উদ্দিন,নূরুল ইসলাম,শিশির মনির,আনিসুল হক,কয়ছর এম আহমদ,মাহবুবুর রহমান ও মিজানুর রহমান।

নির্বাচনী হাওয়া বইছে হাওর-ভাটির জেলা সুনামগঞ্জে। আগামী ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সম্ভাবনা ঘিরে সরগরম জেলার পাঁচটি সংসদীয় আসন। মনোনয়নপ্রত্যাশীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। সদ্য শেষ হওয়া দুর্গাপূজায় মন্দিরে মন্দিরে গিয়ে সম্প্রীতি ভাগাভাগি করতে দেখা যায় তাঁদের। খোঁজ নিয়ে জানা গেছে, জেলার আসনগুলোতে তরুণ ও নবীন প্রার্থীদের সম্ভাবনা উজ্জ্বল। আলোচনায় আছেন প্রবীণেরাও।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায় থেকে এখনো এসব আসনে কাউকে কোনো সংকেত দেওয়া হয়নি। তবে জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস একক প্রার্থী ঘোষণা করেছে। তবে দিনভর প্রচার চালাচ্ছেন সব মনোনয়নপ্রত্যাশী।

ধান, মাছ, খনিজ সম্পদ ও পর্যটনে সমৃদ্ধ সুনামগঞ্জ-১ আসন (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর)। এখানে আছে বাগলি, বড়ছড়া, চারাগাঁওসহ তিন শুল্ক স্টেশন। দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়া ছাড়াও জেলার সবচেয়ে বেশি হাওর, জলমহাল ও বালুমহাল আছে আসনটিতে। এ আসনে ধানের শীষ প্রতীক চাইছেন কেন্দ্রীয় যুবদল নেতা মাহবুবুর রহমান, প্রয়াত সংসদ সদস্য নজির হোসেনের স্ত্রী সালমা নজির, কেন্দ্রীয় কৃষক দলের সহসাধারণ সম্পাদক আনিসুল হক, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতালেব খান, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নিজাম উদ্দিন ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. রফিকুল ইসলাম চৌধুরী। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা আমির তুফায়েল আহমদ খান, খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী ফজর আলী, কমিউনিস্ট পার্টির অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার চালাচ্ছেন প্রচার।
দিরাই-শাল্লা উপজেলা নিয়ে ‘হেভিওয়েট’ আসন সুনামগঞ্জ-২। এখানে ভোটের মাঠে সক্রিয় নতুন মুখ। আলোচনার শীর্ষে আছেন জামায়াত মনোনীত ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী শিশির মনির ও নতুন দল এসসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও জুলাই গণ-অভ্যুত্থানে প্রথম সারির ছাত্রনেতা অনিক রায়। বিএনপির সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী, অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি যুক্তরাজ্যপ্রবাসী তাহির রায়হান চৌধুরী পাবেলও দলীয় মনোনয়ন চাইছেন। এ ছাড়া জমিয়তে উলামায়ে ইসলামের নেতা ড. শুয়াইব আহমদ, খেলাফত মজলিস মনোনীত সাখাওয়াত হোসেন মোহনও গণসংযোগ করছেন।

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পেতে সক্রিয় যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ। তাঁর মনোনয়ন ঠেকাতে এককাট্টা যুক্তরাজ্যের সুইন্ডন বিএনপির সভাপতি এম এ কাহারের নেতৃত্বাধীন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদির আহমদ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন, মেজর (অব.) সৈয়দ আলী আশফাক সামী বলয়। জামায়াতে ইসলামীর মনোনীত সিলেট মহানগরীর পেশাজীবী শাখার আমির ইয়াসিন খান, খেলাফত মজলিস মনোনীত শেখ মুশতাক আহমদ, জমিয়তে ইসলামীর কেন্দ্রীয় নেতা হাম্মাদ আহমদ গাজীনগরী, সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা চৌধুরী ভোটের মাঠে আছেন।

সদর-বিশ্বম্ভরপুর নিয়ে সুনামগঞ্জ-৪ আসন। এ আসনে গণসংযোগে অংশ নেওয়া প্রার্থীদের নজরদারিতে রাখছেন ৩ লাখ ৪১ হাজার ৮৩৩ জন ভোটার। আসনে ধানের শীষ প্রত্যাশীরা হলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন, প্রয়াত সাবেক সংসদ সদস্য ফজলুল হক আছপিয়ার ছেলে ব্যারিস্টার আবিদুল হক আবিদ, জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য আব্দুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল মনসুর শওকত। জামায়াতের মনোনীত প্রার্থী আইনজীবী মুহাম্মদ শামস উদদীন, খেলাফত মজলিস মনোনীত মাওলানা আমিরুল ইসলামও আছেন আলোচনায়।

শিল্পনগরী খ্যাত ছাতক, সীমান্তবর্তী উপজেলা দোয়ারাবাজার নিয়ে সুনামগঞ্জ-৫ আসনের অবস্থান। এখানে বিএনপির মনোনয়ন চাইছেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় বিএনপির সদস্য মিজানুর রহমান চৌধুরী। প্রচারে আছেন জামায়াতের প্রার্থী আব্দুস সালাম আল মাদানী, খেলাফত মজলিসের আবদুল কাদির, ইসলামী আন্দোলন জেলা শাখার সংখ্যালঘু সম্পাদক হাবিবুল্লাহ আশরাফী, খেলাফত মজলিসের (মামুনুল হক) সাদিক সালিম, স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম।

12/10/2025

ঝালকাঠি বন্দর

11/10/2025

ধন্যবাদ স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন এত সুন্দর একটা উদ্যোগ নেয়ার জন্য

Address

Dhaka

Telephone

+8801710022289

Website

Alerts

Be the first to know and let us send you an email when আপনার কথা Apnar katha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আপনার কথা Apnar katha:

Share