To The Point

To The Point Assalamu Alaikum.

আলহামদুলিল্লাহ, প্যারেন্টিং নিয়ে আমার নতুন বইয়ের অল্প কিছু কপি আগে আগে মেলায় এসে গেছে। যদিও এখনো হাতে নিয়ে দেখার সুযোগ হ...
15/09/2025

আলহামদুলিল্লাহ, প্যারেন্টিং নিয়ে আমার নতুন বইয়ের অল্প কিছু কপি আগে আগে মেলায় এসে গেছে। যদিও এখনো হাতে নিয়ে দেখার সুযোগ হয়নি, তবু দীর্ঘ দিনের পরিশ্রম যখন মলাটবদ্ধ হয়ে পাঠকের হাতে যাওয়ার বন্দোবস্ত হয়, তখনকার অনুভূতিটা আসলেই দারুণ!

মেলায় যারা আসবেন, চাইলে এই প্রথম কপিগুলো থেকে নিতে পারেন।
আপনাদের দুআ ও মতামত পেলে খুব ভালো লাগবে।

বইটির প্রকাশক সন্ধান পাবলিকেশন্স
স্টল নং ৮-৯

আওয়াজ উঠা বাংলাদেশজঙ্গী কার্ডের দিন শেষ #এবার_ইটের_বদলে_পাটকেল   েজাউল_কারীম_আবরার
16/07/2025

আওয়াজ উঠা বাংলাদেশ
জঙ্গী কার্ডের দিন শেষ

#এবার_ইটের_বদলে_পাটকেল

েজাউল_কারীম_আবরার

গণতন্ত্র হটাওঈমান আনোমানুষ বাচাওইতি টানো~ Ahmed Rafique
13/07/2025

গণতন্ত্র হটাও
ঈমান আনো
মানুষ বাচাও
ইতি টানো

~ Ahmed Rafique

কিসাসই এসব কসাইয়ের সমাধান।কিসাস অর্থ সমপরিমাণ শাস্তি। যেভাবে যতটুকু জুলুম হবে, ঠিক সেভাবে ততটুকু প্রতিকার করা হলো কিসাস।...
12/07/2025

কিসাসই এসব কসাইয়ের সমাধান।

কিসাস অর্থ সমপরিমাণ শাস্তি। যেভাবে যতটুকু জুলুম হবে, ঠিক সেভাবে ততটুকু প্রতিকার করা হলো কিসাস। কেন কুরআনে কিসাসের কথা বলেছে, তা আমরা দেয়ালে পিঠ ঠেকলে উপলব্ধি করতে পারি।

এ ধরণের চাঞ্চল্যকর হত‍্যাকান্ডের বিচার সর্বোচ্চ দুই মাসের মধ্যে শেষ করতে পারলে অপরাধের প্রবণতা কমে যাবে। প্রচলিত পদ্ধতিতে বছরের পর বছর ধরে বিচার কাজ চললে, আইনের ফাঁকফোকর দিয়ে পার পাওয়ার পথ খোলা থাকলে এ ধরণের অপরাধ কখনো কমবে না।

~ শাইখ আহমাদুল্লাহ

বুয়েটে গ্রাফিতি।
24/06/2025

বুয়েটে গ্রাফিতি।

ছেলে ভালো, খেলেও ভালো। সমস্যা হলাে, পায়ে বল পায় না, গোলও দেয় না।~ Tanjil Arefin Adnan
16/06/2025

ছেলে ভালো, খেলেও ভালো। সমস্যা হলাে, পায়ে বল পায় না, গোলও দেয় না।

~ Tanjil Arefin Adnan

দুনিয়ার একমাত্র শক্তিধর দেশ বাংলাদেশ। যাদের রয়েছে ৭১-চেতনাদন্ড আর রঠা সংগীত। এটি দিয়েই তারা যু*দ্ধ করবে।~ আব্দুল্লাহ বিন...
15/06/2025

দুনিয়ার একমাত্র শক্তিধর দেশ বাংলাদেশ। যাদের রয়েছে ৭১-চেতনাদন্ড আর রঠা সংগীত। এটি দিয়েই তারা যু*দ্ধ করবে।

~ আব্দুল্লাহ বিন আবদুর রাজ্জাক (হাফি.)

এভাবেই আমেরিকার মানবাধিকারের ফাঁপা বুলির নিচে চাপা পড়ে আছে মুসলমানের সন্তান। শিশুটা বেঁচে গেছে অলৌকিকভাবে৷ মজলুমের কান্ন...
04/06/2025

এভাবেই আমেরিকার মানবাধিকারের ফাঁপা বুলির নিচে চাপা পড়ে আছে মুসলমানের সন্তান।

শিশুটা বেঁচে গেছে অলৌকিকভাবে৷

মজলুমের কান্না জমা হচ্ছে ,
খিলাফতের বৃক্ষের শিকড়ে পেশ করা হচ্ছে রক্তের নজরানা,
মৃত্যুর চোখে চোখ রেখে বড় হচ্ছে উম্মাহর সিংহরা।

একদিন এদের হাতেই আমেরিকার পতন হবে ইনশাআল্লাহ।

~ Mehedi Hasan

বাংগালী সুশীলরা পশ্চাৎপদ। কর্পোরেট ওয়ার্ল্ড এলজির দখলে ছিলো। ফরচুন ৫০০ কোম্পানীর ৯৫% এলজি বান্ধব ছিলো DEI (Diversity, Eq...
03/06/2025

বাংগালী সুশীলরা পশ্চাৎপদ। কর্পোরেট ওয়ার্ল্ড এলজির দখলে ছিলো। ফরচুন ৫০০ কোম্পানীর ৯৫% এলজি বান্ধব ছিলো DEI (Diversity, Equality, Inclusive) এর পলিসির মাধ্যমে। খেয়াল করেন, এখানে কোন সেই শব্দগুলো নেই, তারপরও এলজিটিভি! ট্রাম্প এবং জনগণের বয়কটের ভয়ে বড় কোম্পানিগুলো নীতি পরিবর্তনে বাধ্য হয়। যেখানেই ইনক্লুসিভ নীতি সেখানেই ট্রাম্প বায়োলজি দিয়ে আঘাত করেছে। আর এ দেশের সুশীলরা (যেমন ড সলিমুল্লাহ খান, ড আনু মুহাম্মদ) বৃদ্ধ বয়সে এসে পা-য়ু-সং-গম-বাদী হয়ে উঠছেন।

~Mohammad Sorowar Hossain

মুখ ফসকে বেরিয়ে গেলো নাকি
31/05/2025

মুখ ফসকে বেরিয়ে গেলো নাকি

মুসলিম উম্মাহর জন্য এর চেয়ে লজ্জার ব্যাপার আর কি হতে পারে?
27/05/2025

মুসলিম উম্মাহর জন্য এর চেয়ে লজ্জার ব্যাপার আর কি হতে পারে?

প্রায় ৯ সপ্তাহ বয়সের একটি ভ্রূণ এক্টোপিক (জরায়ু ব্যাতীত অন্য জায়গা) গর্ভাবস্থা থেকে বের করা হয়েছে।এভাবে একটি সম্পূর্ণ অক...
26/05/2025

প্রায় ৯ সপ্তাহ বয়সের একটি ভ্রূণ এক্টোপিক (জরায়ু ব্যাতীত অন্য জায়গা) গর্ভাবস্থা থেকে বের করা হয়েছে।

এভাবে একটি সম্পূর্ণ অক্ষত ভ্রূণকে প্রত্যক্ষ করা অত্যন্ত দূর্লভ অভিজ্ঞতা। এ সময় তার ছোট্ট হাত দুটো সামান্য নড়ছিল। কিন্তু দুঃখজনক কিন্তু অবধারিতভাবে, সেই হৃদয় স্পন্দন কয়েক সেকেন্ডের মধ্যেই থেমে যায়। সে নিঃশব্দে থেমে যায়… নিশ্চুপ হয়ে…

এই দৃশ্যের পর থেকে হৃদয়ের গভীরে বারবার আলোড়িত হচ্ছে কুরআনের সেই আয়াত:

“পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে।”
(সূরা আল-আলাক, আয়াত ১-২)

— Md. Shariful Islam

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when To The Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category