Robin Hosen

Robin Hosen Hi this is Robin Hosen .This is trevel page. Here we normally upload information and travel video.

আলহামদুলিল্লাহ পোল্যান্ডের একদিনে তিনটা ডেট পাইছি গত সোমবারের ড্রতে 🇵🇱🇪🇺✨। কিন্তু কপাল খারাপ ডেট চেয়েও  কেউ পাইতাছে না ...
12/06/2025

আলহামদুলিল্লাহ পোল্যান্ডের একদিনে তিনটা ডেট পাইছি গত সোমবারের ড্রতে 🇵🇱🇪🇺✨।
কিন্তু কপাল খারাপ ডেট চেয়েও কেউ পাইতাছে না । আর এই ডেট গুলা পেয়েও যাবে না । এটা একটা পার্সোনাল কারণ এখানে নাই বলি । ডেট গুলা আমাদের এলাকার এক ভাইয়ের পোল্যান্ডে থাকে । ৬ মাস আগে এপ্লাই করছিলাম এখন ডেট পাইছে

পোল্যান্ডের ভিসা রেশিও খারাপ অনেক নতুন কেউ এপ্লাই না করায় ভালো । তারপরেও যাদের ওয়ার্ক পারমিট আসসে তারা কি করবেন ? পোল্যান্ডে ডেটের জন্য রেজিস্ট্রেশন করে পাশপাশি অন্য দেশেও চেষ্টা করেন । এখনো যারা রেজিস্ট্রেশন করেন নাই চাইলে আমার থেকে রেজিস্ট্রেশন করতে পারেন আমার পেইজে ফলো দিয়ে নক দিতে পারেন Robin Hosen 🇵🇱🇪🇺✨।

06/06/2025

আলহামদুলিল্লাহ আলহামদুিল্লাহ গরু কিনছি, কিনছি গরু 🙂💔।
ভাই এইগুলা একটু থামান আল্লাহর নামে কুরবানী দিবেন নামাজ পইড়া আল্লাহ কে বলেন আলহামদুিল্লাহ , আল্লাহ আমি তুমার দয়াই এইবার কুরবানী দিতে সক্ষম হইছি । ফেসবুকে আইসা দেখাইতে হবে কেন, আপনার বাপের , আপনার এত টাকা আছে এতো সোঅফ করতে হবে না সব জিনিস নিয়ে🙂। আপনি হয়তো কোরবানি দিতে পারতেছেন কিন্তু যারা দিতে পারতেছে না তাদের এগুলা দেখে অবশ্যই কষ্ট হয় 🙂❤️। কেউ পার্সোনালি মাইন্ডে নিয়েন না , যারা কোরবানি দিতে পারে না যেমন ধরেন আপনার ফ্রেন্ড বন্ধুবান্ধব আছে তাদের দিকে একটু তাকালেই বুঝতে পারবেন তাদের কি পরিমান খারাপ লাগে , সবাই পোস্ট করা থেকে বিরত থাকেন এটাই ভালো আল্লাহকে খুশি করেন ❤️।

21/04/2025

ইউরোপের ভিসা হইতাছেনা হতাশ হবেনা সব সময় মনে রাখবেন আপনার আল্লাহ আপনার সাথে আছে 🇪🇺🤲✨ আমাকে দেখেন আমার ৩ বছর আমি তাও চেষ্টায় আছি🤲🇪🇺।

ইউরোপে টুরিস্ট ভিসায় যাওয়ার জন্য সম্পূর্ণ টুর  বিশ্লেষণ 🇪🇺✨।আপনার কমসে কম ৯ থেকে ১০ দেশ ঘুরতে হবে  । সেগুলার মধ্যে অন্...
19/04/2025

ইউরোপে টুরিস্ট ভিসায় যাওয়ার জন্য সম্পূর্ণ টুর বিশ্লেষণ 🇪🇺✨।

আপনার কমসে কম ৯ থেকে ১০ দেশ ঘুরতে হবে । সেগুলার মধ্যে অন্যতম হলো ।
ফাস্ট আপনি যাবেন ইন্ডিয়া যদি ইন্ডিয়া না যেতে পারেন ।

✅(১,২) নেপাল আর মালদ্বীপ যাবেন । দুই দেশ একসাথে ঘুরবেন টাকা অনেক কম যাবে ফ্লাইট কস্ট অনেক কম যাবে এই দুই দেশে কোন ভিসা লাগে না ।

✅ (৩,৪,৫) তারপর মালয়েশিয়া ,সিঙ্গাপুর ,থাইল্যান্ড ,
ভিসা ইজিলি পেয়ে যাবেন । তিন দেশ একসাথে ঘুরবেন টাকা অনেক কম যাবে ফ্লাইট কস্ট অনেক কম যাবে ।

✅(৬,৭) UAE মানে দুবাই , Egypt মানে মিশর । এই দুই দেশ একসাথে ঘুরার ট্রাই করবেন ফ্লাইট কস্ট কম যাবে অল্প টাকায় হয়ে যাবে।

✅ (৮) চিন , যাবেন ।

✅ (৯,১০) তুরুষকে আর মরক্কোর ভিসা ইজিলি পেয়ে যাবেন । এই দুই দেশ একসাথে ঘুরে আসবেন ফ্লাইট অনেক কম পড়বে ‌।

➡️এই কয়টা দেশ ঘুরলে আপনি অবশ্যই ইউরোপের ভিসা পাবেন কিন্তু কয়টা শর্ত আছে যেগুলো আমি নিচে বলে দিচ্ছি ।

➡️কয়দিনের জন্য টুর দিবেন ? যে দেশেই যাবেন কমসে কম (৪-৭) দিন থাকার ট্রাই করবেন । এটাতেই বুঝা যাবে আপনি একজন টুরিস্ট ।

➡️ আপনার একটা বিজনেস ট্রেড লাইসেন্স বানাবেন । ভালো একটা ব্যাংক স্টেটমেন্ট রাখবেন যেখানে আপনার প্রত্যেক মাসে লেনদেন হয় ধরেন ১৫ থেকে ২০ লাখ টাকার একটা স্টেটমেন্ট ইউরোপের এম্বাসি কে দেখাবেন ।
➡️ এখন আসি খরচ কত যাবে? এই দেশগুলো ঘুরতে খরচ আপনার উপরে ডিপেন্ড করে আপনি কিভাবে কি খরচ করবেন । যদি আপনি নরমালি টুর দেন এক্সট্রা কোন খরচ না করেন । তাহলে আপনার ৫ থেকে ৬ লাখ টাকার ভিতরে এই দেশগুলা ট্যুর দেওয়া হয়ে যাবে ।
আপনি ইউরোপের ভিসা পেয়ে যাবেন ৫ থেকে 6 লাখ টাকার ভিতরে । যার 5-6 লাখ টাকা খরচ করার মন-মানসিকতা আছে এবং নিজে নিজে ইউরোপে যেতে চান তারা এভাবে যেতে পারেন ।
আর বিস্তারিত একটা ভিডিও আমার পেইজে আপলোড দেবো এই রিলেটেড চাইলে আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন Robin Hosen ।

আলহামদুলিল্লাহ ইউরোপের এমন সিদ্ধান্তকে স্বাগত জানাই🇪🇺✨।এর ফলে বাংলাদেশের সকল নাগরিক; নামে কিংবা বেনামে - সকল ধরনের রাজনৈ...
17/04/2025

আলহামদুলিল্লাহ ইউরোপের এমন সিদ্ধান্তকে স্বাগত জানাই🇪🇺✨।

এর ফলে বাংলাদেশের সকল নাগরিক; নামে কিংবা বেনামে - সকল ধরনের রাজনৈতিক আশ্রয়ে ইউরোপের যে কোন দেশে থাকা কিংবা আবেদন করার সুযোগ হারিয়েছেন। এটাই অনেক ভালো হইছে ভিসা রেটিও আগের তুলনায় বাড়বে যোগ্য ব্যক্তিরা ইউরোপে থাকতে পারবে ইউরোপে ঢুকতে পারবে 🇪🇺✨।
ইউরোপের যেকোনো তথ্যের জন্য আমার পেজটা চাইলে ফলো দিয়ে রাখতে পারেন Robin Hosen ।

বাংলাদেশ ভিএফএস আছে মানে দুর্নীতি আছে ।জাপান ভি এফ এস শুরু হলো রিসেন্টলি কিছুদিন আগে । এখনই নাকি ডেট নাই ডেট নাকি টাকা দ...
16/04/2025

বাংলাদেশ ভিএফএস আছে মানে দুর্নীতি আছে ।
জাপান ভি এফ এস শুরু হলো রিসেন্টলি কিছুদিন আগে । এখনই নাকি ডেট নাই ডেট নাকি টাকা দিয়ে নিতে হয় 🇯🇵।
ভিএফএস এর দুর্নীতি কবে শেষ হবে ইতালি যেমন বরবাদ করে দিছে 🙂🇮🇹। এখন জাপান ভি এফ এস অন কইরা সাড়া পারলো না এটাও বরবাদ করে দিতাছে 🇯🇵🙂। সবাই আউজ তুলুন যার যার পক্ষ থেকে যদি না পারেন তাহলে পোস্টটা শেয়ার করে আন্দোলনের পাশে থাকেন🙂 ।

14/04/2025

আজকে পোল্যান্ডের ড্রতে কে কে ডেট পেলেন 🇵🇱🇪🇺? ওরা যা শুরু করছে কি আর বলবো না দেই আগের মত ডেট না দেই টাই 🙂।

12/04/2025

বিকল্প ব্যবস্থাপনায় বাংলাদেশিদের ভিসা দিতে সম্মত হয়েছে রোমানিয়া

হিট*লারের অমর বাণী,,,"আমি সামান্য কিছু ইহু*দী রেখে যাচ্ছি ''।আমি চাইলেই সব ইহু*দি হ*ত্যা করতে পারতাম। কিন্তু কিছু ইহু*দি...
06/04/2025

হিট*লারের অমর বাণী,,,
"আমি সামান্য কিছু ইহু*দী রেখে যাচ্ছি ''।

আমি চাইলেই সব ইহু*দি হ*ত্যা করতে পারতাম। কিন্তু কিছু ইহু*দি রেখে যাচ্ছি, যাতে বিশ্ববাসী বুঝতে পারে আমি কেন ইহু*দি হ*ত্যায় মেতে ছিলাম।

আগামী কাল ইনশা আল্লাহ আমাদের দেশের সবাই মাঠে নামবো ।
06/04/2025

আগামী কাল ইনশা আল্লাহ আমাদের দেশের সবাই মাঠে নামবো ।

গা-যা আজকেই শেষ হয়ে যাবে না ।যতদিন এই দুনিয়া আছে ততদিন গা-যা ও ফি-লিস্তান আছে । কারণ এটা কোরআনের ওয়াদা । এটা রাসূলের জবা...
06/04/2025

গা-যা আজকেই শেষ হয়ে যাবে না ।যতদিন এই দুনিয়া আছে ততদিন গা-যা ও ফি-লিস্তান আছে । কারণ এটা কোরআনের ওয়াদা । এটা রাসূলের জবান । কেয়ামতের আগে পৃথিবীর রাজধানী হবে আল-আকসা,সেন্টার পয়েন্ট হবে ফিলি-স্তিন। ঈমান শক্ত করেন একজন মুসলিমের ঈমান হবে লোহার চেয়ে বেশি শক্ত।

ইনশাআল্লাহ কখনোই না গাঁজা মুছে যাবে না। ইতিহাসে লিখা আছে এই যুদ্ধ চলবে চলতে চলতে সকল মুসলিম দেশে আস্তে আস্তে শুরু হবে যখন মুসলিম দেশ শূন্য হবার কাছে তখনি দাজ্জালের আগমন হবে । গাঁজা মুছে যদি এখনি যায় তাহলে কেয়ামত বেশি দূরে না । আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমিন।🤲🤲

05/04/2025

পোল্যান্ডের ভিএফএস আসার, আশায় যারা ফাইল জমা করতেছেন । তাদের উদ্দেশ্য আমি বলবো ভিএফএস আসবে না বললেই চলে এখন 🇪🇺🇵🇱✨ ‌।কেও ফাইল জমা কইরেন না।

Address

Dhaka
1324

Alerts

Be the first to know and let us send you an email when Robin Hosen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Robin Hosen:

Share

Category