19/04/2025
ইউরোপে টুরিস্ট ভিসায় যাওয়ার জন্য সম্পূর্ণ টুর বিশ্লেষণ 🇪🇺✨।
আপনার কমসে কম ৯ থেকে ১০ দেশ ঘুরতে হবে । সেগুলার মধ্যে অন্যতম হলো ।
ফাস্ট আপনি যাবেন ইন্ডিয়া যদি ইন্ডিয়া না যেতে পারেন ।
✅(১,২) নেপাল আর মালদ্বীপ যাবেন । দুই দেশ একসাথে ঘুরবেন টাকা অনেক কম যাবে ফ্লাইট কস্ট অনেক কম যাবে এই দুই দেশে কোন ভিসা লাগে না ।
✅ (৩,৪,৫) তারপর মালয়েশিয়া ,সিঙ্গাপুর ,থাইল্যান্ড ,
ভিসা ইজিলি পেয়ে যাবেন । তিন দেশ একসাথে ঘুরবেন টাকা অনেক কম যাবে ফ্লাইট কস্ট অনেক কম যাবে ।
✅(৬,৭) UAE মানে দুবাই , Egypt মানে মিশর । এই দুই দেশ একসাথে ঘুরার ট্রাই করবেন ফ্লাইট কস্ট কম যাবে অল্প টাকায় হয়ে যাবে।
✅ (৮) চিন , যাবেন ।
✅ (৯,১০) তুরুষকে আর মরক্কোর ভিসা ইজিলি পেয়ে যাবেন । এই দুই দেশ একসাথে ঘুরে আসবেন ফ্লাইট অনেক কম পড়বে ।
➡️এই কয়টা দেশ ঘুরলে আপনি অবশ্যই ইউরোপের ভিসা পাবেন কিন্তু কয়টা শর্ত আছে যেগুলো আমি নিচে বলে দিচ্ছি ।
➡️কয়দিনের জন্য টুর দিবেন ? যে দেশেই যাবেন কমসে কম (৪-৭) দিন থাকার ট্রাই করবেন । এটাতেই বুঝা যাবে আপনি একজন টুরিস্ট ।
➡️ আপনার একটা বিজনেস ট্রেড লাইসেন্স বানাবেন । ভালো একটা ব্যাংক স্টেটমেন্ট রাখবেন যেখানে আপনার প্রত্যেক মাসে লেনদেন হয় ধরেন ১৫ থেকে ২০ লাখ টাকার একটা স্টেটমেন্ট ইউরোপের এম্বাসি কে দেখাবেন ।
➡️ এখন আসি খরচ কত যাবে? এই দেশগুলো ঘুরতে খরচ আপনার উপরে ডিপেন্ড করে আপনি কিভাবে কি খরচ করবেন । যদি আপনি নরমালি টুর দেন এক্সট্রা কোন খরচ না করেন । তাহলে আপনার ৫ থেকে ৬ লাখ টাকার ভিতরে এই দেশগুলা ট্যুর দেওয়া হয়ে যাবে ।
আপনি ইউরোপের ভিসা পেয়ে যাবেন ৫ থেকে 6 লাখ টাকার ভিতরে । যার 5-6 লাখ টাকা খরচ করার মন-মানসিকতা আছে এবং নিজে নিজে ইউরোপে যেতে চান তারা এভাবে যেতে পারেন ।
আর বিস্তারিত একটা ভিডিও আমার পেইজে আপলোড দেবো এই রিলেটেড চাইলে আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন Robin Hosen ।