Cybercrime Help Center

Cybercrime Help Center I work for public awareness.

02/02/2025

শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমের মেসেজ দেখে কেউ কারো সাথে আর্থিক লেনদেন করবেন না। প্রয়োজনে তার মোবাইল নম্বরে সরাসরি কল করেন।

01/02/2025

না জেনে বা পরিচিত না থাকলে অনলাইন বাজার হতে কেউ দয়া করে ইলিশ মাছ কিনবেন না।

সতর্ক থাকা জরুরি
09/02/2024

সতর্ক থাকা জরুরি

৫০০ টির অধিক ফেসবুক আইডি হ্যাক করা দুর্ধর্ষ হ্যাকার গ্রেফতার৫০০ টির অধিক ফেসবুক আইডির হ্যাকারকে গ্রেফতার করেছে ঢাকা মেট্...
14/11/2023

৫০০ টির অধিক ফেসবুক আইডি হ্যাক করা দুর্ধর্ষ হ্যাকার গ্রেফতার

৫০০ টির অধিক ফেসবুক আইডির হ্যাকারকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সিটিটিসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ কাউছার আহম্মেদ (২৭)। গ্রেফতারের সময় তার হেফাজত হতে হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল ফোন ও ৪ টি সিম কার্ড উদ্ধার করা হয়।
মঙ্গলবার (০৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে লক্ষীপুর জেলার সদর লক্ষীপুর থানার তেমহনী এলাকায় অভিযান চালিয়ে কাউছারকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দখলে থাকা প্রায় ৫০০ দেশি-বিদেশি ফেসবুক অ্যাকাউন্ট এর লগইন করার প্রয়োজনীয় ইউজার আইডি ও পাসওয়ার্ডের তথ্য পাওয়া যায়।
সিটিটিসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ এর ইন্টারনেট রেফারেল টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার মো. ইমরানুল ইসলাম জানান, গ্রেফতারকৃত হ্যাকার প্রথমে অনলাইনে ফিশিং লিংকের সাথে ছবি ও ভিডিও যুক্ত করে ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতো। শেয়ারকৃত লিংকে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করার চেষ্টা করা মাত্রই উক্ত পাসওয়ার্ড ও ইউজার নেম হ্যাকারের কাছে চলে যায়। হ্যাকার উক্ত আইডির পাসওয়ার্ড পরিবর্তন করে দ্রুত তার নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তারপর নিয়ন্ত্রণে নেয়া আইডির ম্যাসেঞ্জারে থাকা বিভিন্ন ব্যাক্তিগত তথ্য ও ছবি/ভিডিও সংগ্রহ করে ডাউনলোড করে তা সংরক্ষণ করে।
পরে কাউছার ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করে জানাত যে তাদের আইডি সে হ্যাক করেছে। তার চাহিদা মতো টাকা না দিলে আইডি থেকে নেওয়া গোপন তথ্য, ছবি ও ভিডিও সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবে এমন হুমকি দিত। তার এই হুমকিতে কেউ কেউ টাকা দিতে রাজি না হলে সে ভুক্তভোগীদের স্পর্ষকাতর ছবি ও ভিডিও ভাইরাল করে দিত। এভাবে ফেসবক অ্যাকাউন্ট হ্যাক করে ভূক্তভোগীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সে ব্লাকমেইলের মাধ্যমে আত্মসাৎ করে।
এমনই এক ভুক্তভোগী ডিএমপির খিলগাঁও থানায় গত ০৭ নভেম্বর অভিযোগ দায়ের করেন। সেই মামলাটি ছায়া তদন্ত শুরু করে সিটিটিসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ এর ইন্টারনেট রেফারেল টিম। মামলাটি তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (০৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে লক্ষীপুর জেলার সদর লক্ষীপুর থানার তেমহনী এলাকায় উপ-পুলিশ পরিদর্শক আফছার আহমেদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে হ্যাকার কাউছারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত কাউছারকে রিমান্ড শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

25/10/2023

অনলাইনে কোন Apps বা Add বা পোস্ট দেখে বিকাশ, নগদ, রকেট বা ব্যাংকের মাধ্যমে অগ্রিম টাকা দিয়ে কারো প্ররোচনায় ব্যবসা করতে যাবেন না।

24/10/2023

সকল প্রকার আর্থিক লেনদেন করার সময় ডকুমেন্টস রাখবেন, ব্যতিক্রম হলে পরে সমস্যায় পড়বেন।

চাইল্ড পর্ণগ্রাফির সাথে যুক্ত তিনজন কিশোর অপরাধী গ্রেফতার করেছে সিটি- সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ডিজিটাল ফরেনসিক...
21/05/2023

চাইল্ড পর্ণগ্রাফির সাথে যুক্ত তিনজন কিশোর অপরাধী গ্রেফতার করেছে সিটি- সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ডিজিটাল ফরেনসিক টিম।

ইন্সটাগ্রাম থেকে ফারহিন নাম এর একজন ক্লাস ফাইভ এ পড়া মেয়েকে প্রেম এর প্রস্তাব দিলে ফারহিন তা প্রত্যাখান করে। এর পরিপ্রেক্ষিতে ফেইক ইন্সটাগ্রাম আইডি ইকরা_ফারহিন থেকে ফারহিন নামের মেয়েটিকে বলা হয় যে কাপড় বদল করার সময় তার কিছু নগ্ন ছবি কেও তুলেছে এবং সেগুলো তাদের হাতে চলে আসায় মেয়েটিকে সোশ্যাল মিডিয়াতে তার নগ্ন ছবি ছড়িয়ে দেয়ার ভয় দেখানো হয়। ফারহিনকে বলা হয় যে এই ছবিগুলো তার পরিচিত মানুষ তুলেছে এবং তাদের কাছে এইসব ছবি চলে এসেছে। ভাইরাল যেন না হতে হয়, সেইজন্য ক্লাস ফাইভে পড়া মেয়েটির কাছে নগ্ন ভিডিও চাওয়া হয় এবং এনোনিমাস নাম এর আর একটি ইন্সটাগ্রাম আইডিতে ভিডিওগুলো দিতে বলা হয়। ফারহিন ব্যাপারটি মান সম্মান এর ভয়ে কাওকে না বলে ভিডিও পাঠিয়ে দেয়। এরপর থেকেই প্রতিনিয়ত চাপ দেয়া হয় যেন আরো নগ্ন ভিডিও দেয়া হয় তাদের। এক পর্যায়ে ফারহিন কে প্রস্তাব করা হয় যেন ফারহিন তার মা এর নগ্ন ভিডিও তাদের কাছে দেয় নতুবা তার ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হবে। ফারহিন তার মা কে ঘটনাটি বলার পর তার মা বাদী হয়ে খিলগাঁও থানায় পর্ণগ্রাফি নিয়ন্ত্রন আইন, ২০১২ এর অধীন একটি মামলা দায়ের করেন।

অভিযুক্ত কিশোরদের সকলেই স্কুল পড়ুয়া এবং পর্ণগ্রাফিতে আসক্ত। তাদের গাজিপুর এবং চট্টগ্রাম থেকে গ্রেফতার করে সিটি-সাইবার ক্রাইম ডিভিশন এর ডিজিটাল ফরেনসিক টিম। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এর নেতৃত্বে এই অভিযানে অভিযুক্তদের কাছ থেকে যে মোবাইল ডিভাইস জব্দ করা হয়, সেখান থেকে ইন্সটাগ্রাম ছাড়াও টেলিগ্রাম এর অনেক প্রাইভেট চ্যানেল এর তথ্য সাইবার পুলিশের হাতে এসেছে। ইন্সটাগ্রাম থেকে তথ্য প্রাপ্তির উপর ভিত্তি করে এই তিনজন কিশোর অপরাধী সনাক্ত করে কাউন্টার টেরোরিজম ইউনিট এর সাইবার পুলিশ। ইন্সটাগ্রাম এবং টেলিগ্রাম এর এই সকল চাইল্ড পর্ণগ্রাফি চ্যানেল এবং গ্রুপ এর উপর নজরদারি বাড়ানো হয়েছে এবং এই সকল চ্যানেল এবং গ্রুপ এর মেম্বারদের ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।

সাইবার ক্রাইম তথা চাইল্ড এবিউজ প্রতিরোধে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার অভিভাভকদের অধিক সচেতন হতে পরামর্শ দিয়েছেন তথা সন্তানের ডিজিটাল ডিভাইস প্রতিনিয়ত চেক করার ব্যাপারে সচেষ্ট থাকতে বলেছেন।

বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তি
04/05/2023

বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তি

Address

36, Mintu Road, Ramna
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cybercrime Help Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cybercrime Help Center:

Share