
19/04/2024
পরিবেশবিদদের মতে এই অতি গরম আবহাওয়া পরিবর্তন করতে পুরো বাংলাদেশে ৩০০ কোটি গাছের প্রয়োজন।একটি গাছ মোটামুটি বড় হতে পাঁচ থেকে সাত বছর সময় লাগে।এদেশে মানুষ আছে মোট ১৮ কোটি।
৩০০কোটি / ১৮ কোটি = ১৬.৬৬৬৭।জনপ্রতি ১৬/১৭ টি বনজ/ফলজ/ঔষধি গাছ লাগালে টাকা দিয়ে হাওয়া কিনবার দরকার পড়বে না পাঁচ বছর পর।
সময়ও একদম কম।এবছর ব্যবস্হা না নিলে আগামী বছর এই গরম বেড়ে দ্বিগুণ হবে।ধীরে ধীরে টাকা দিয়ে দম কিনতে হবে।এসি চালিয়ে গরম থেকে নাহয় মুক্তি পাচ্ছেন।কিন্তু গাছ ছাড়া নিঃশ্বাস নেবার কি উপায়?!
এদিকে উন্নয়নের কারণে কাটা পড়ছে শতবর্ষী গাছ।সে অনুযায়ী লাগাচ্ছি কি!!
তো এ বছর আপনার কয়টি গাছ লাগানোর প্ল্যাণ?ভবিষ্যতে নিজের সন্তানের নিশ্বাস নেবার জন্য কি ব্যবস্হা নিলেন?