
15/09/2025
ছাত্রশিবির কোটি কোটি টাকা খরচ করে
এ বছর প্রায় ৭০ হাজার এ+ প্রাপ্ত মেধাবীদের সংবর্ধনা দিয়েছে।
এখন পর্যন্ত দিয়েই যাচ্ছে।
আজকেও ফ্রেশারদের নিয়ে
ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রাম আয়োজন করেছে।
জাতীয়তাবাদী ছাত্রদল
আপনারা ১০০ জনকেও দেননি।
বরং প্রশ্ন করেছেন,শিবির এত টাকা কোথায় পেলো?
ছাত্রশিবির কোটি টাকা
খরচ করে বিজ্ঞান মেলা করেছে আপনারা সেটা
না করে প্রশ্ন করেছেন,শিবির এত টাকা কোথায় পেলো?
ছাত্রদলের কাছে আমার সহজ সরল প্রশ্ন:
মাত্র ৩টা কারণ বলেন,যার ফলে
একজন মেধাবী শিক্ষার্থী ছাত্রদল করতে আগ্রহী হবে?
যারা ছাত্রদল করেন বা শ'হীদ
জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শে রা'জ'নীতি করেন।
একদম সততার সাথে বলেন তো:
গত এক বছরে আপনারা
জিয়াউর রহমানের ওপর কয়টা বই পড়েছেন?
বাংলাদেশের রা'জ'নীতি,জাতীয়তাবাদ,
নীতি-নৈতিকতা বা চরিত্র গঠনের জন্য কয়টা বই পড়েছেন?
ছাত্রদলের যাদেরকে আপনারা নেতা মানেন বা
যাদের পেছনে ঘুরেন,তাদের অধিকাংশেরই ছাত্রত্ব নেই।
পড়াশোনার সাথে কোনো সম্পর্ক নেই।
কেন্দ্র তো বাদই দিলাম,
জেলা সভাপতি-সেক্রেটারি হতে চাওয়া অনেক
নেতা কবে বই-পুস্তক ধরেছে সেটা তারাও বলতে পারবে না।
এমন নেতাদের খবরও আমরা জানি।
এই নেতারা কর্মীদের যোগ্যতা
বৃদ্ধির জন্য কোনো ক্রিয়েটিভ প্রোগ্রাম করে না,মেধাবী শিক্ষার্থীদের আকৃষ্ট করার জন্য কোনো উদ্যোগ নেয় না।
আপনাদের মধ্যে কোনো
আত্মসমালোচনা নেই,আছে শুধু শিবিরের পিছনে লেগে থাকা।
এই ভুং'ভাং রা'জনী'তি বাদ দিন।
দলটাকে নতুন করে সাজানোর উদ্যোগ নিন।
আর না হয় গত ১৭ বছরের
জে*ল-জু*লু'ম,দুঃখ-কষ্টের ফলাফল
শুধুই লজ্জাজনক পরিণতি আর তীব্র মানসিক যন্ত্রণার।