M Abdullah

M Abdullah welcome to my page

ছাত্রশিবির কোটি কোটি টাকা খরচ করে এ বছর প্রায় ৭০ হাজার এ+ প্রাপ্ত মেধাবীদের সংবর্ধনা দিয়েছে।এখন পর্যন্ত দিয়েই যাচ্ছে।আজ...
15/09/2025

ছাত্রশিবির কোটি কোটি টাকা খরচ করে
এ বছর প্রায় ৭০ হাজার এ+ প্রাপ্ত মেধাবীদের সংবর্ধনা দিয়েছে।

এখন পর্যন্ত দিয়েই যাচ্ছে।

আজকেও ফ্রেশারদের নিয়ে
ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রাম আয়োজন করেছে।

জাতীয়তাবাদী ছাত্রদল
আপনারা ১০০ জনকেও দেননি।
বরং প্রশ্ন করেছেন,শিবির এত টাকা কোথায় পেলো?

ছাত্রশিবির কোটি টাকা
খরচ করে বিজ্ঞান মেলা করেছে আপনারা সেটা
না করে প্রশ্ন করেছেন,শিবির এত টাকা কোথায় পেলো?

ছাত্রদলের কাছে আমার সহজ সরল প্রশ্ন:

মাত্র ৩টা কারণ বলেন,যার ফলে
একজন মেধাবী শিক্ষার্থী ছাত্রদল করতে আগ্রহী হবে?

যারা ছাত্রদল করেন বা শ'হীদ
জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শে রা'জ'নীতি করেন।

একদম সততার সাথে বলেন তো:

গত এক বছরে আপনারা
জিয়াউর রহমানের ওপর কয়টা বই পড়েছেন?

বাংলাদেশের রা'জ'নীতি,জাতীয়তাবাদ,
নীতি-নৈতিকতা বা চরিত্র গঠনের জন্য কয়টা বই পড়েছেন?

ছাত্রদলের যাদেরকে আপনারা নেতা মানেন বা
যাদের পেছনে ঘুরেন,তাদের অধিকাংশেরই ছাত্রত্ব নেই।

পড়াশোনার সাথে কোনো সম্পর্ক নেই।

কেন্দ্র তো বাদই দিলাম,
জেলা সভাপতি-সেক্রেটারি হতে চাওয়া অনেক
নেতা কবে বই-পুস্তক ধরেছে সেটা তারাও বলতে পারবে না।

এমন নেতাদের খবরও আমরা জানি।

এই নেতারা কর্মীদের যোগ্যতা
বৃদ্ধির জন্য কোনো ক্রিয়েটিভ প্রোগ্রাম করে না,মেধাবী শিক্ষার্থীদের আকৃষ্ট করার জন্য কোনো উদ্যোগ নেয় না।

আপনাদের মধ্যে কোনো
আত্মসমালোচনা নেই,আছে শুধু শিবিরের পিছনে লেগে থাকা।

এই ভুং'ভাং রা'জনী'তি বাদ দিন।
দলটাকে নতুন করে সাজানোর উদ্যোগ নিন।

আর না হয় গত ১৭ বছরের
জে*ল-জু*লু'ম,দুঃখ-কষ্টের ফলাফল
শুধুই লজ্জাজনক পরিণতি আর তীব্র মানসিক যন্ত্রণার।

আমরা আসলে যতই আধুনিক হইনা কেনো কবি'রাজি বিদ্যাই আমাদের দেশের মানুষের বিশ্বাস। চিন্তা করেন ডাক্তার দেখিয়ে প্লাস্টার করেছে...
15/09/2025

আমরা আসলে যতই আধুনিক হইনা কেনো কবি'রাজি বিদ্যাই আমাদের দেশের মানুষের বিশ্বাস।
চিন্তা করেন ডাক্তার দেখিয়ে প্লাস্টার করেছে। সুন্দর মত প্লাস্টার ডাক্তার করে দিয়েছে।কিন্তু রো'গীর ডাক্তারের উপর বিশ্বাস নাই তাই গিয়েছেন কবি'রা'জের কাছে।
কবিরাজ প্লাস্টারের উপর তেল মালিশ করতে বলছে। তাই প্লাস্টারের কালার এরকম।
এই তেল অলৌকিক ভাবে হা'ড়ের ভিতরে গিয়ে ভা!ঙা হা'ড়ের জোড়া লাগাবে।ডাক্তারি করে কি করবো?

চায়ের দাওয়াত রইলো।হাজার হাজার হিজড়ার অত্যাচারে মানুষ যখন অতিষ্ঠ, তখনই ব্যতিক্রমধর্মী এই কাজ করে মানুষের মনে জায়গা কর...
15/09/2025

চায়ের দাওয়াত রইলো।
হাজার হাজার হিজড়ার অত্যাচারে মানুষ যখন অতিষ্ঠ, তখনই ব্যতিক্রমধর্মী এই কাজ করে মানুষের মনে জায়গা করে নিয়েছেন তৃতীয় লিঙ্গের এই বোন। মানুষের কাছ থেকে হাততালি দিয়ে টাকা নেওয়ার পরিবর্তে সম্মানজনক একটি পেশা বেছে নিয়েছেন জীবন ধারণের জন্য। টিএসসি মোরে নিজে দিয়েছেন চায়ের দোকান। যাদের কাছ থেকে আগে টাকা তুলতেন, তারাই এখন তার দোকানে টাকা দিয়ে চা খেয়ে যাচ্ছে। চাইলেই সম্মানের সাথে বেঁচে থাকা যায় শুধু একটু চেষ্টা, পরিশ্রম আর ধৈর্যের প্রয়োজন। স্যালুট বোন তোমাকে।

15/09/2025

ডাকসু সদস্য নেতারা প্রথম দিনেই একশনে নেমে গেলেন❤️❤️

নোয়াখালী সেনবাগ খাজুরিয়া গ্রামে..এক প্রসূতি মায়ের এক সাথে ছয় সন্তানের জন্মদান করেন..আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ
14/09/2025

নোয়াখালী সেনবাগ খাজুরিয়া গ্রামে..এক প্রসূতি মায়ের এক সাথে ছয় সন্তানের জন্মদান করেন..আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ

এক টুকরো জী*ব*ন্ত গল্প, যা চোখে পানি এনে দেবে কিন্তু শেষে মনটা ভরিয়ে দেবে একরাশ শান্তিতে। ❤️পাঁচ মাস আগের এক বি*ভী*ষি*কা...
14/09/2025

এক টুকরো জী*ব*ন্ত গল্প, যা চোখে পানি এনে দেবে কিন্তু শেষে মনটা ভরিয়ে দেবে একরাশ শান্তিতে। ❤️

পাঁচ মাস আগের এক বি*ভী*ষি*কা*ময় দিন। কোনো এক ন**র*প*শু তার সদ্যোজাত নিষ্পাপ শিশুটিকে পলিথিনে শক্ত করে মু*ড়ে ফেলে রেখে গিয়েছিল ঢাকার এক নোংরা ডাস্টবিনের কোণে। উদ্দেশ্য ছিল একটাই—পৃথিবীর আলো দেখার আগেই যেন শিশুটির নিঃশ্বাস চিরতরে থে*মে যায়। 😥

কিন্তু রাখে আল্লাহ, মারে কে?

আল্লাহরই হয়তো ইশারা ছিল, এক পথচারীর চোখে পড়ে পলিথিনের ভেতর থেকে আসা ক্ষী*ণ নড়াচড়া। কৌতূহলবশত খুলতেই তার সামনে ভেসে ওঠে এক দে*ব*শি*শু, মৃ*ত্যু*র সাথে পা*ঞ্জা লড়ছে মু*মূ*র্ষু অবস্থায়। 😭

দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। তারপর newborn ফাউন্ডেশনের তত্ত্বাবধানে শুরু হয় তার নতুন জীবন। ধীরে ধীরে সবার ভালোবাসা আর যত্নে শিশুটি হয়ে ওঠে এক মায়াবী রাজপুত্র/রাজকন্যা। তার হাসিতে যেন মুক্তো ঝরে, তার চাহনিতে কী যে জা*দু, যে-ই দেখে, সেই তার প্রেমে পড়ে যায়!

এরপরের ঘটনা এক কথায় অবিশ্বাস্য!

যে শিশুকে অ*বা*ঞ্ছি*ত ভেবে নি*ষ্ঠু*র*ভাবে ফেলে দেওয়া হয়েছিল, সেই শিশুটিকে সন্তান হিসেবে পাওয়ার জন্য আদালতে আবেদন জমা পড়ে পাঁচ হাজার! হাজার হাজার নিঃসন্তান দম্পতির আ*কু*তি ছিল শুধু একবার তাকে বুকে জড়িয়ে নেওয়ার।

অবশেষে, আদালতের নির্দেশে শত শত আবেদন যাচাই-বাছাই করে শিশুটিকে তুলে দেওয়া হয় এক সচ্ছল ও স্নেহপ্রবণ নিঃসন্তান দম্পতির হাতে। যে শিশুটির কোনো পরিচয় ছিল না, সে আজ পেয়েছে নিরাপদ আশ্রয়, পেয়েছে বাবা-মায়ের নিঃস্বার্থ ভালোবাসা। ✨

আল্লাহর পরিকল্পনা কতই না সুন্দর!
যে শিশুটিকে লোকচক্ষুর আড়ালে পৃথিবী থেকে স*রি*য়ে দিতে চেয়েছিল একদল পা*ষ*ণ্ড, আজ তাকে মানুষ করার জন্য, তার মুখে এক চিলতে হাসি ফোটানোর জন্য হাজারো মানুষের প্রতিযোগিতা করতে হলো। সুবহানাল্লাহ! 🙏

ওই দম্পতি তাদের পরিচয় গো*প*ন রাখতে চেয়েছেন, কারণ এই নির্মম সমাজ হয়তো একদিন শিশুটিকে তার জন্মপরিচয় নিয়ে প্রশ্নবিদ্ধ করবে। তারা চান, সবকিছুর ঊর্ধ্বে উঠে তাদের সন্তান যেন আর দশটা বাচ্চার মতোই সুন্দরভাবে, সম্মানের সাথে বেড়ে ওঠে।

আসুন, আমরা সবাই এই শিশুটির জন্য দোয়া করি। তার ভবিষ্যৎ যেন তার অতীতের চেয়ে হাজার গুণ সুন্দর হয়। আল্লাহ তাকে এবং তার নতুন পরিবারকে ভালো রাখুক।

✍️Adiba Sultana ema✨

ছেলের পান বাঁচাতে গিয়ে মা যখন স্টক করে মারা যায়  তার মা আর এই পৃথিবীতে নেই এই ছোট্ট নিষ্পাপ শিশুটি বুঝতে পারছে না। সে ...
14/09/2025

ছেলের পান বাঁচাতে গিয়ে মা যখন স্টক করে মারা যায়
তার মা আর এই পৃথিবীতে নেই এই ছোট্ট নিষ্পাপ শিশুটি বুঝতে পারছে না। সে টেনে তোলার চেষ্টা করছে।😭😭

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইরাক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ইরাকের বাগদাদ শহরে কর্মরত অবস্থায় ইন্তেকাল করেছেন ...
14/09/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইরাক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ইরাকের বাগদাদ শহরে কর্মরত অবস্থায় ইন্তেকাল করেছেন আল্লাহ পাক আমার ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন

আহারে মৃত্যু 😭💔😭 সবেমাত্র হাটা শিখেছে এতোটুকু একটা ছেলে বাচ্চা পানিতে পরে চলে গেলো দুনিয়া থেকে।সব মা বাবা তাদের সন্তানদে...
14/09/2025

আহারে মৃত্যু 😭💔😭 সবেমাত্র হাটা শিখেছে এতোটুকু একটা ছেলে বাচ্চা পানিতে পরে চলে গেলো দুনিয়া থেকে।
সব মা বাবা তাদের সন্তানদের দেখে শুনে রাখবেন...!!!!

আমি এই প্রথম কাউকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম স্বপ্নদ্রষ্টা নবাব সলিমুল্লাহর কবর জিয়ারত করতে 🤍🤲
14/09/2025

আমি এই প্রথম কাউকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম স্বপ্নদ্রষ্টা নবাব সলিমুল্লাহর কবর জিয়ারত করতে 🤍🤲

জয় বাংলা
13/09/2025

জয় বাংলা

কিছু মনে করবেন না প্রচারেই পসার🧐
13/09/2025

কিছু মনে করবেন না প্রচারেই পসার🧐

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when M Abdullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category