M Abdullah

M Abdullah welcome to my page

সকাল ভোরে ফ্লাইট..রাতে চলে এসেছে..এয়ারপোর্ট এর ভিতরেই গাছ তলায় একজন ঘুমিয়ে আছে আর একজন জেগে পাহারা দিতেছে..জেগে থাকা ...
06/11/2025

সকাল ভোরে ফ্লাইট..রাতে চলে এসেছে..এয়ারপোর্ট এর ভিতরেই গাছ তলায় একজন ঘুমিয়ে আছে আর একজন জেগে পাহারা দিতেছে..জেগে থাকা লোকটিকে জিজ্ঞেস করলাম..হোটেলে থাকতে পারতেন..প্রশ্নের উত্তরে বলল হোটেলে থাকতে অনেক টাকা লাগে..কোনরকম এখানে থেকে রাতটা পার করে দেবো..অভ্যাস আছে সমস্যা নাই 🙂

স্বামী হানিফ ১২০০ শত টাকা জুয়া খেলায় হেরে এসে, স্ত্রী কৈতরী বেগমের কাছে টাকা চায় আবার জোয়া খেলার জন্য,স্ত্রী কৈতরী বেগম ...
06/11/2025

স্বামী হানিফ ১২০০ শত টাকা জুয়া খেলায় হেরে এসে, স্ত্রী কৈতরী বেগমের কাছে টাকা চায় আবার জোয়া খেলার জন্য,স্ত্রী কৈতরী বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে, তাকে বেদম প্রহার করতে থাকে, যখন উপরে তুলে ছুড়ে ফেলে দেয়, তখন কষ্টের চোটে স্ত্রী কৈতরী বেগম প্রস্রাব করে দেয়, ঘরে নিয়ে মারতে থাকলে কৈতরী বেগম এক সময় মারা যায়,অনেকেই কটনাস্থলে উপস্থিত হয়ে দাড়িয়ে দেখেছেন ঘটনা,কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দিলে হয়ত কৈতরী বেগম বেচে যেত,কৈতরী বেগম হানিফের অষ্টম স্ত্রী, ঘটনাটি ঘটেছে বরগুনার পাথর ঘাটা 😭😭😭

বাংলাদেশে হাজারো পুরুষ আছে যারা কিনা ক্যাসিনোতে আসক্ত আছেন ক্যাসিনো এমন একটা গেম যা আপনার জীবন ধ্বংস করে দিবে চেষ্টা করবেন এগুলো থেকে বিরত থাকার জন্য

31/10/2025
*121*2*7*1 # কোড নাম্বার ডায়াল করলে সবাই ১১০ মিনিট করে পাবেন শুধু যাদের রবি আছে তারাই।
24/10/2025

*121*2*7*1 # কোড নাম্বার ডায়াল করলে সবাই ১১০ মিনিট করে পাবেন শুধু যাদের রবি আছে তারাই।

এটা আমার ওয়ার্ডের চিত্র।আমি রোগীর অনুমতি নিয়ে ছবিটা তুলেছিলাম।বাবা রোগী আর ছেলে দেখাশোনা করতে আসছে বাবার।আমি তাকে বলেছ...
22/10/2025

এটা আমার ওয়ার্ডের চিত্র।আমি রোগীর অনুমতি নিয়ে ছবিটা তুলেছিলাম।বাবা রোগী আর ছেলে দেখাশোনা করতে আসছে বাবার।আমি তাকে বলেছিলাম পাশের বেড খালি আছে আপনি সেখানে শুতে পারেন।

ছেলেটা বললো না আমি এখানেই শুই,কারণ আমি ঘুমিয়ে গেলে বাবা যাতে আমাকে হাত দিয়ে ডাকতে পারে। দূরে ঘুমালে বাবা যদি আমাকে ডাকে আর আমি শুনতে না পাই।

আলহামদুলিল্লাহ আমারও ছেলেমেয়ে আছে।আমি কখনোই অনেক বড় কিছু আশা করি না। আমি মনে প্রানে চাই আমার ছেলে মেয়ে এই ছেলেটার মত হোক।

-Khadija Islam

সংগৃহীত

কাল রাত ১০:০০ টা এর দিকে এই লোক উপর দিকে দু-হাত উঠিয়ে নিচের দিকে মাথানত করে বসে আছে..একটা পাঁচতলা বাসার নিচে..আমি দেখে হ...
22/10/2025

কাল রাত ১০:০০ টা এর দিকে এই লোক উপর দিকে দু-হাত উঠিয়ে নিচের দিকে মাথানত করে বসে আছে..একটা পাঁচতলা বাসার নিচে..আমি দেখে হতভম্ভ হয়ে গেলাম..কাছে গিয়ে বললাম..ভাই এখানে এভাবে বসে আছেন কেনো..তিনি নিচের দিকে মাথা রেখেই উত্তর দিলো যে..আমার পেটে ক্ষুধা..পকেটে টাকা নেই..আমার বয়স বেশি না..দেখতে যুবকের মতো..তাই কেউ ভি-ক্ষা দিবে না..আল্লাহ-তো বলছে বান্দা তোর রিযিকের ব্যবস্থা আমি করবো..ক্ষুধার জন্য আমি আর হাঁটতে পারতেছিনা..তাই আল্লাহর কাছে খাবার চাচ্ছি..আমি বললাম..প্রিয় ভাই আল্লাহ আপনার রিযিক পাঠাইছে আসুন আমার সাথে খাবারের ব্যবস্থা হয়ে গেছে..তিনি এতো খুশি হয়ে উঠলেন..এবং বললেন..সৃষ্টিকর্তা আপনি মহান..আমি আপনাকে ভালোবাসি..এবং বারবার মাটিতে সিজদা দিতে থাকলো..সত্যি রিযিকের মালিক আল্লাহ..নয়তো আমি কেনো ঐখানে গেলাম আজ..তাও আবার রাতে..আল্লাহ তুমি মহান..আমিও আপনাকে ভালোবাসি..আমার পকেটে তার রিযিক ছিলো সেটা মহান সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানতো না..আলহামদুলিল্লাহ🤲

মধ্যরাতে মা অ-সু-স্থ হওয়ায় ভোরের আলো ফুটতেই দুই ছেলে এভাবেই মাকে কাঁধে করে নিয়ে ছুটে চলছে হাসপাতালে..কালীগঞ্জ..লালমনিরহা...
22/10/2025

মধ্যরাতে মা অ-সু-স্থ হওয়ায় ভোরের আলো ফুটতেই দুই ছেলে এভাবেই মাকে কাঁধে করে নিয়ে ছুটে চলছে হাসপাতালে..কালীগঞ্জ..লালমনিরহাট তিস্তা চর এলাকার চিত্র এটি..

বর্ষায় নাও..শুকনায় পাও..এভাবেই যেন চলছে তিস্তার মানু্ষের জীবনযাত্রা..শুকনো ও বর্ষা দুই মৌসুমেই তিস্তা যেন এ অঞ্চলের মানুষের অ-ভি-শা-প 🙂

- সুমন

অবশেষে বি-চ্ছে-দ হলো আবু ত্বহা আদনান দম্পতির..খবর টা আমার হৃদয়ে র-ক্ত জড়িয়েছে..কেয়ামত হয়ে যাবে যাক..তাও কারো বি-চ্ছে-দ ন...
21/10/2025

অবশেষে বি-চ্ছে-দ হলো আবু ত্বহা আদনান দম্পতির..খবর টা আমার হৃদয়ে র-ক্ত জড়িয়েছে..কেয়ামত হয়ে যাবে যাক..তাও কারো বি-চ্ছে-দ না হোক 🙂

প্রবাসীর লা*শ...একজন কে বলছিলাম,ভাই লা*শগুলো  পু*ড়ে যাবে,উনি বললেন,"হুর মিয়া লা*শ নিয়ে পইড়া আছেন,জীবিত মানুষ বাচঁতেছে না...
19/10/2025

প্রবাসীর লা*শ...
একজন কে বলছিলাম,ভাই লা*শগুলো পু*ড়ে যাবে,
উনি বললেন,"হুর মিয়া লা*শ নিয়ে পইড়া আছেন,জীবিত মানুষ বাচঁতেছে না"
কিন্তু বিশ্বাস করেন,হাজার কোটি টাকার সম্পদের চেয়ে ওই একটি নিথর দেহ আমাকে অস্থির করে তুলছিল। বাক্সবন্দি যে লাশের অপেক্ষায় তার এতিম বাচ্চা,বিধবা স্ত্রী কিংবা পরম প্রিয় মা-বাবা সেই লাশ তারা শেষ বারের মতো ছুঁয়ে দেখতে পারলো না।
নিজের মাতৃভূমির মাটিতে সাড়ে তিন হাত যায়গা সে পেলো না। এর চেয়ে বিষাদের বেদনা আর কি হতে পারে.?
আমার ছোট চাচা বাক্সবন্দি হয়ে এসেছিলেন অনেক বছর হয় অথচ এই বাক্সগুলো দেখলে আমি আঁতকে উঠি।চোখে ভেসে উঠে একটা সোনালি স্বপ্নের সমাধি।তছনছ হয়ে যাওয়া একটা সোনার সংসার।হাজার স্বপ্ন নিয়ে উড়াল দেওয়া এক যোদ্ধার রক্তাক্ত কফিন আমার চোখে ভেসে উঠে।

পাগলীর কোলে নবজাতক, শিশুর জন্ম,, নেই বাবার পরিচয় 💔শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার খড়িয়া ক...
19/10/2025

পাগলীর কোলে নবজাতক, শিশুর জন্ম,, নেই বাবার পরিচয় 💔
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের লংগর পাড়া উচ্চবিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে জন্ম নেয় এক কন্যাশিশু।
শিশুটির জন্ম দেন মানসিক ভারসাম্যহীন এক নারী।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে ওই নারীকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। শনিবার সন্ধ্যায় তাঁর প্রসব বেদনা উঠলে আশপাশের কিছু মানুষ সহযোগিতা করেন। পরে নবজাতক কন্যা শিশুর জন্ম হয়।

বর্তমানে মা ও শিশু দুজনই জীবিত আছেন, তবে চিকিৎসা ও আশ্রয়ের প্রয়োজন রয়েছে।
এখনো জানা যায়নি শিশুটির পিতা কে — ফলে স্থানীয়দের মধ্যে দুঃখ ও কৌতূহল উভয়ই ছড়িয়েছে।

💔 মানবতার দায়িত্ব থেকে —
👉 কেউ যদি পারেন, মা ও শিশুর পাশে দাঁড়ান।
#মানবতা #শেরপুর #শ্রীবরদী #নবজাতক

ডাকসুঃ  ২৮ এ ২৩  শিবির ✌️জাকসুঃ  ২৫ এ ২০ শিবির ✌️চাকসুঃ  ২৬ এ ২৪ শিবির✌️ রাকসুঃ  ২৩ এ ২০ শিবির ✌️
17/10/2025

ডাকসুঃ ২৮ এ ২৩ শিবির ✌️
জাকসুঃ ২৫ এ ২০ শিবির ✌️
চাকসুঃ ২৬ এ ২৪ শিবির✌️
রাকসুঃ ২৩ এ ২০ শিবির ✌️

একটা ১৩ বছরের মুসলিম মেয়ে..মাদ্রাসাপড়ুয়া..তাকে ধরে নিয়ে তিনদিন লাগাতার *** করেছে এক কা-ফে-রে-র বা-চ্চা..গাজীপুরের আলেম-উ...
16/10/2025

একটা ১৩ বছরের মুসলিম মেয়ে..মাদ্রাসাপড়ুয়া..তাকে ধরে নিয়ে তিনদিন লাগাতার *** করেছে এক কা-ফে-রে-র বা-চ্চা..গাজীপুরের আলেম-উলামা..বিশেষত কালিয়াকৈরের তাওহিদি জনতা এটার সুষ্ঠু সুরাহা করতে না পারলে নিজেদের মুসলিম বলে পরিচয় দিয়েন না..অবশ্যই কারো কোনো পাতা ফাঁ-দে পা দেয়া যাবে না..তাই বলে এসব ঘটনা চুপচাপ সহ্য করে গেলে..মানুষ হিসেবে আমাদের নূন্যতম আত্মমর্যাদাটুকুও থাকে কি..

মেয়েটার হেঁচকিতোলা কা-ন্না দেখে গায়ের র-ক্ত টগবগ করতেছে..এই আমাদের গর্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ..এখানে আমরা ইসলাম কায়েমের স্বপ্ন দেখি..একজন বলতে গেলে নাবালেগ বোনের পাশে দাঁড়াতে পারে না যে ১৫-১৬ কোটি মুসলিম..তারা কি আদৌ মুসলিম 🙂

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when M Abdullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category