08/10/2025
এই ছোট্ট জীবনে বেশি মানুষের সাথে আর মায়া বাড়াতে চাই না ,মায়া মানুষ কে বিভ্রান্ত করে তার লক্ষ্য থেকে ।মায়ের দায়িত্ব অনেক বেশি গুরুত্ব আমার কাছে কবে ছেলে দুইটা বড় হবে আর কবে আমি মৃত্যুর কোলে ঢলে পড়বো এই অপেক্ষায় দিন গুনছি। মৃত্যু আমাদের জন্য নিশ্চিত একটা ঠিকানা তাই এই ঠিকানাকে আমি সবসময় মনে রাখি। প্রতিটা কাজে আগে চিন্তা করি আল্লাহ কি পছন্দ করে আর কি পছন্দ করে না। যতটা পারি মেনে চলার চেষ্টা করি সম্পূর্ণটা পারি না বাট যতটা পারি নিজেকে সৎ রাখার চেষ্টা করি। শুভ রাত্রি।
#শুভ ゚