Moon & Star

Moon & Star -আমি অতিসাধারণ একজন মানুষ, সবার দোয়া এবং ভালোবাসা চাই ❤️
(3)

22/07/2025

অভিনন্দন বাংলাদেশ টিম 🏏

🎉 I earned the emerging talent badge this week, recognising me for creating engaging content that sparks an interest amo...
08/07/2025

🎉 I earned the emerging talent badge this week, recognising me for creating engaging content that sparks an interest among my fans!

Busy with easy work 🤣
05/07/2025

Busy with easy work 🤣

নিজেকে ভালো রাখার জন্য কিছু দরজা বন্ধ রাখাই শ্রেয়সবাইকে ধরে রাখতে হয় না।সব সময় সদয় থাকলে, মানুষ সেটা অধিকার ভাবতে শুরু ক...
03/07/2025

নিজেকে ভালো রাখার জন্য কিছু দরজা বন্ধ রাখাই শ্রেয়

সবাইকে ধরে রাখতে হয় না।
সব সময় সদয় থাকলে, মানুষ সেটা অধিকার ভাবতে শুরু করে।
একটা সময় বুঝেছি—নিজের মনের জানালা সব সময় খোলা রাখলে, ধুলা-বালি ঢুকবেই।
তাই এখন দরজা জানালা বুঝে খুলি। সম্পর্ক বুঝে রাখি।

আগে ভাবতাম, সম্পর্ক মানেই নিরন্তর খোঁজ নেওয়া, সময় দেওয়া, আপস করা।
এখন বুঝি—মানুষের কিছু আচরণ নিজের সম্মানের সাথে যায় না।

কিছু অভিজ্ঞতা শেয়ার করি:
★ একবান্ধবী ছিল, শুধু নিজের সুবিধামতো যোগাযোগ রাখত।
ওর প্রেমে ঝামেলা, তখন আমি therapist!
ওর বাড়ির সমস্যা, আমি lawyer!
কিন্তু আমি যখন একটু মন খারাপ করে বলি, “আজকে খারাপ লাগছে”—সে reply করে, “আমি একটু busy”।
অথচ ইনস্টায় দেখতে পাই, ক্যাফেতে বসে latte খাচ্ছে।
ব্যাস তার জন্য available হওয়া বন্ধ করে দিলাম।
আমি আর বিরক্ত হই না, কারণ বুঝে গেছি—কারো কাছে তুমি প্রয়োজন, কারো কাছে তুমি মানুষ।
আমি দ্বিতীয় দলে থাকতে চাই।
পরবর্তীতে অবশ্য শুনতে হয়েছিল তুমি অনেক বদলে গেছো 🤣🤣 লুল

✅ কী করা উচিত:
• নিজের ইচ্ছার বাইরে কাউকে খুশি করতে যেও না।
সম্মান তখনই থাকে, যখন তা আত্মসম্মান নষ্ট না করে।
• সময়মতো দূরত্ব তৈরি করো।
একবারের অপমান সহ্য করলে, মানুষ দ্বিতীয়বার সেটা অভ্যাস করে ফেলে।
• যারা কেবল নিজের প্রয়োজনে খোঁজ নেয়, তাদের জন্য আলাদা বাউন্ডারি রাখো।
ওদের কথা শুনো, হাসো, কিন্তু মন খুলে দিও না।
• ‘না’ বলাটা শিখে ফেলো—এটা আত্মরক্ষা।
‘না’ বললে অনেকে দূরে সরে যাবে, কিন্তু ওদের না যাওয়াটাই বিপদ।

❌ কী করা উচিত নয়:
• বেশি ভদ্র হতে গিয়ে নিজেকে ছোট করো না।
“ভদ্র” হবার চেষ্টায় অনেকেই নিজের অনুভূতির কবর দিয়ে ফেলে।
• যারা একবার আঘাত করেছে, তাদের বারবার সুযোগ দিও না।
‘দ্বিতীয় সুযোগ’ মানে অনেক সময় ‘দ্বিতীয়বার কষ্ট’।
• ভুল মানুষদেরকে ঠিক করার দায়িত্ব নিও না।
তুমি কাউন্সেলর নও, থেরাপিস্ট নও—তুমি একজন মানুষ, যার নিজের অনুভূতির যত্ন নেওয়াও জরুরি।
• নিজের অবস্থান বোঝাতে গিয়ে চোখে জল এনো না।
যে বোঝে না, সে কান্না দেখেও ব্যস্ত থাকবে অন্য কাজে।

আজ আমি যেমন?
• নিজের জায়গা বোঝাতে শিখেছি।
• ভালোবাসা দিতে আগে ভালোবাসা পাওয়ার যোগ্যতা দেখি।
• অপরাধবোধ ছাড়াই ব্লক করি, মিউট করি, দূরে যাই—কারণ সেটা আমার মানসিক স্বাস্থ্যের জন্য দরকারি।

🔚 সব সম্পর্ক পবিত্র নয়,
সব সম্পর্ক গুরুত্বপূর্ণ নয়,
সব সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়াও জরুরি নয়।

তোমার জীবনের প্রতিটা মানুষ যদি তোমার স্পেস, সম্মান আর সংবেদনশীলতা বুঝতে না পারে—তবে সেই সম্পর্ক শুধু নামমাত্র একটা বোঝা। ফেলে দাও সেটা ঘাড় থেকে।

জীবন ছোট, সময় অল্প। সব জায়গায় খুশি ছড়াতে গিয়ে নিজেকে ধ্বংস কোরো না।

নিজেকে ভালোবাসো, নিজের মনকে গুরুত্ব দাও।
কিছু দরজা বন্ধ রাখো—সেটা তোমার শান্তির জন্য।

কারো গায়ে লাগলে কর্তৃপক্ষ দায়ী নয়

Cousin ❤️
30/06/2025

Cousin ❤️

29/06/2025

গোটা একটা জেনারেশন পাগল হয়ে গেছে বিকাশে ২ হাজার টাকার জন্য! কপাল 😂😝

🧏‍♀️
28/06/2025

🧏‍♀️

Outing 🥰
26/06/2025

Outing 🥰

তাহসান-রোজা, মিথিলা-সৃজিত দম্পতিদের সুইমিং পুলে কিছু কিউট মোমেন্ট নিয়ে ফেইসবুক পাড়া উত্তপ্ত হচ্ছে দেখছি। সেখানে কমন কমেন...
25/06/2025

তাহসান-রোজা, মিথিলা-সৃজিত দম্পতিদের সুইমিং পুলে কিছু কিউট মোমেন্ট নিয়ে ফেইসবুক পাড়া উত্তপ্ত হচ্ছে দেখছি।
সেখানে কমন কমেন্ট, এত বড় মেয়ের বাবা-মা এসব কি শুরু করেছে????
আচ্ছা বলুন তো, একটা মানুষকে একটা সম্পর্কে আসলে তাকে তার বাকী সব পরিচয় কেন ভুলে যেতে হবে বা লুকিয়ে ফেলতে হবে??
যে মেয়েটা বিয়ের আগে উচ্ছল প্রাণবন্ত ছিলো, বিয়ের পর কেন তাকে শান্ত হয়ে যেতে হবে? কেন নিজের অওরা ভুলে যেতে হবে?
বা মা হবার পর কেন যে নিজের জীবন উপভোগ করতে পারবে না? মাতৃত্বের সাথে নারীর দাম্পত্য জীবনের সুখের বিবাদ কোথায়? কিংবা বিয়ের সাথে তার কুমারী জীবনের সং*ঘর্ষ কোথায়?
কেন আমাদের দেশে মানুষকে তার নিজের জীবন উপভোগ করতে দেখে মানুষ সহ্য করতে পারে না??
একজন মানুষ, হোক নারী বা পুরুষ, সে কারোর বাবা-মা বা সন্তান হবার পাশাপাশি সে কারোর স্বামী বা স্ত্রী বা সে নিজেই একজন ইন্ডিভিজুয়াল মানুষ।
তার নিজের ইন্ডিভিজুয়ালিটি বা দাম্পত্য জীবন উপভোগ করলে তার সন্তানরা বরং ভালো ম্যাসেজ পায়,কিভাবে জীবনকে সাজাতে হয়, জীবনকে হেলদিলি উপভোগ করতে হয়, সেটা শেখে।
বরং বছরের পর বছর একটা মৃ**ত দাম্পত্য জীবনে থেকে টক্সিক সম্পর্ককে বাচ্চাদের সাথে সাথে বড় করলে সেই বাচ্চারা তাদের নিজের জীবনেও সেই টক্সিসিটির ছায়া টেনে আনে।
একটা ফেইলড ম্যারেজে থাকার চেয়ে একা থাকা বা নতুন করে জীবন শুরু করা সবসময় বুদ্ধিমানের কাজ।
একটা টক্সিক রিলেশনে থেকে, নিজেদের জীবন এবং বাচ্চাদের জীবন বিষিয়ে তুলে বাঙালী যে "মহানতার" এপিটোমে হয়, সেটা
শুনতেই ভালো লাগে।
যে বা যারা সে জীবন যাপন করে বা করতে বাধ্য হয়,তাদেরকে জিজ্ঞেস করুন। তারা জানে এ জীবন কত অসহ্য।
আমি কাছ থেকে দেখেছি অনেক অনেক দম্পতিদের।
আমি আমার এক নানা-নানুকে দেখেছি সারাদিন
বিশ্রীভাবে একে অন্যকে ছোট করতো।
কি যে টক্সিক তাদের ঘরের পরিবেশ ছিলো।
নানাভাই এত বড় একটা চাকরী করতেন, এত সম্মানি ব্যক্তি ছিলেন অথচ দেশের ভালো ভালো স্কুল- বিশ্ববিদ্যালয়ে পড়েও
তার সন্তানগুলো মানুষ হয়নি।
এই দেশটায় মানুষ শুধু বড় বড় কথাই বলে, ভালো কাজ বা বড় কাজে কেউ নেই।
আর কেউ ভালো থাকলে লোকের গায়ে ফোস্কা পড়ে যায়।
দুজন ভালো মানুষ আলাদা আলাদাভাবে ভালো মানুষ হতেই
পারে।
কিন্তু দুজন ভালো মানুষ একসাথে ভালো থাকবে, এমন কোন আঈন তো নেই।
ভালো থাকাটাই বড় কথা।
আর যারা বলেন, ব্রোকেন ফ্যামিলির বাচ্চারা মানুষ হয় না, হ্যা কিছুটা ঝ*ড় তো তাদের উপর দিয়ে যায়ই কিন্তু ওরা ম্যাচিওর হয়,নিজেকে সামলাতে শিখে যায়।
কিন্তু বাইরে থেকে অল গুড দেখানো আর ভেতরে দূষিত সদরঘাট যে পরিবারগুলো, সে পরিবারের বাচ্চারা কেমন হয় জানেন??
ওরা ঝড়ে পড়া কাকের মতো হয়। ভীত। দুর্বল। হাজার রকমের পারসোনালিটি ডিজর্ডার তাদের উপর ভর করে।
বিষাক্ত বাতাসে,বিষাক্ত মাটিতে বেড়ে ওঠা একটা গাছের
মতোই হয়। দুর্বল অথবা নিজেও বিষাক্ত হয়ে বেড়ে
ওঠে।
সমাজে কোন কন্সট্রাক্টিভ কথা নাই।
খালি আছে অন্যের জীবন নিয়ে সমালোচনা, অন্যের দিকে আঙ্গুল তোলা, অন্যের পোশাক, অন্যের লাইফস্টাইল
নিয়ে আলোচনা। মোরাল পুলিসিং।
অথচ নিজের জীবনের ভিটায় তাদের ঘুঘু চড়ে আছে, সে খবর নাই।
যেদিন এই দেশের কিছু মানুষ নিজের চরকায় তেল
দেয়া শিখে যাবে,নিজের নাকটা নিজের বিজনেসে ব্যস্ত রাখবে, সেদিন আর অন্যের ঘরের দুর্গন্ধ তাদের লম্বা নাকে লাগবেনা।
জাতী হিসেবে আমাদের অনেক
সমস্যার মধ্যে একটা সমস্যা হলো
আমাদের বিবেকের নাক অতি লম্বা। শুধু অন্যের ঘরের
ঘুলঘুলি দিয়ে উঁকি মারতে চলে যায়।

written by: sultana papri

তুমি আর আমি 🥰
20/06/2025

তুমি আর আমি 🥰

হাসিখুশি আমি 🥰
16/06/2025

হাসিখুশি আমি 🥰

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moon & Star posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category