12/10/2024
রাজধানী ঢাকার সবুজহীন কংক্রিট ও যান্ত্রিক সভ্যতার বিষাদ থেকে সবুজের ছোঁয়া পেতে কার না ভালো লাগে? সবুজের মাঝে অটোতে করে ঘোরা কিংবা লাফালাফি সবই সম্ভব সেখানে। দু’পাশে সবুজ তারই মাঝে কালো পিচঢালা রাস্তায় অটোতে চড়ে গৌরীপ্রসন্ন মজুমদারের ভাষায় বলতে ইচ্ছে করছে- এই পথ যদি না শেষ হয়, তবে অনেক ভালো হতো।
এবারের ইপিসোডে আপনাদের বলব রাজধানী ঢাকা থেকে ১৩৪ কিলোমিটার দূরে সুরমা টি গার্ডেন দর্শনের গল্প। দিন যেয়ে দিন ঘুরে আসার আকর্ষণীয় স্থান এটি। চা বাগানের সবুজ ভেদ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গাছ। কখনো ভেবে দেখেছেন কী? চা বাগানের মাঝে বিশাল বিশাল দৈত্যের মতো গাছগুলো কেন দাঁড়িয়ে আছে? তারা কি শুধুই সৌন্দর্য বৃদ্ধির জন্য?? নাকি তাদেরও ভূমিকা রয়েছে চা গাছের সুন্দর ভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে??
চা গাছের মাঝের বড় গাছগুলোকে বলা হয় ছায়া প্রদানকারী বৃক্ষ, ইংরেজিতে যাকে বলে shade tree। পৃথিবীর ২৩ টি চা উৎপাদনকারী দেশের মধ্যে বাংলাদেশ নবম স্থান অধিকার করে আছে। আমাদের দেশের চা বাগানে যেসব shade tree দেখা যায় সেগুলোর নামও বেশ চমৎকার, যেমন- চাম কড়ই (Albizzia odoratissima), শিরিষ গাছ (Albizzia lebbeck), আম্লুকিয়া অথবা কালা শিরিষ (Albbizzia chinensis) ইত্যাদি।