Latiful Haque Litu

Latiful Haque Litu ট্রাভেল করতে পছন্দ করি। তাই দেশ-বিদেশের অনেক দর্শনীয় স্থান ঘুরি।

12/10/2024

রাজধানী ঢাকার সবুজহীন কংক্রিট ও যান্ত্রিক সভ্যতার বিষাদ থেকে সবুজের ছোঁয়া পেতে কার না ভালো লাগে? সবুজের মাঝে অটোতে করে ঘোরা কিংবা লাফালাফি সবই সম্ভব সেখানে। দু’পাশে সবুজ তারই মাঝে কালো পিচঢালা রাস্তায় অটোতে চড়ে গৌরীপ্রসন্ন মজুমদারের ভাষায় বলতে ইচ্ছে করছে- এই পথ যদি না শেষ হয়, তবে অনেক ভালো হতো।
এবারের ইপিসোডে আপনাদের বলব রাজধানী ঢাকা থেকে ১৩৪ কিলোমিটার দূরে সুরমা টি গার্ডেন দর্শনের গল্প। দিন যেয়ে দিন ঘুরে আসার আকর্ষণীয় স্থান এটি। চা বাগানের সবুজ ভেদ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গাছ। কখনো ভেবে দেখেছেন কী? চা বাগানের মাঝে বিশাল বিশাল দৈত্যের মতো গাছগুলো কেন দাঁড়িয়ে আছে? তারা কি শুধুই সৌন্দর্য বৃদ্ধির জন্য?? নাকি তাদেরও ভূমিকা রয়েছে চা গাছের সুন্দর ভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে??
চা গাছের মাঝের বড় গাছগুলোকে বলা হয় ছায়া প্রদানকারী বৃক্ষ, ইংরেজিতে যাকে বলে shade tree। পৃথিবীর ২৩ টি চা উৎপাদনকারী দেশের মধ্যে বাংলাদেশ নবম স্থান অধিকার করে আছে। আমাদের দেশের চা বাগানে যেসব shade tree দেখা যায় সেগুলোর নামও বেশ চমৎকার, যেমন- চাম কড়ই (Albizzia odoratissima), শিরিষ গাছ (Albizzia lebbeck), আম্লুকিয়া অথবা কালা শিরিষ (Albbizzia chinensis) ইত্যাদি।

21/05/2024

গত কয়েক বছর ধরেই বেশ জনপ্রিয়তা পেয়েছে বিভিন্ন ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড সেবাগুলো। অনেকেই সরাসরি ডলার না তুলে এই আন্তর্জাতিক ডেবিট বা ক্রেডিট কার্ডের বিপরীতে বৈধভাবে ডলার জমা করে নিচ্ছেন।

এই সেবার মাধ্যমে দেশ থেকে কার্ডে ডলার জমা করে বিদেশে নিয়ে গিয়ে সেখানে খরচ করা যায়। এমনকি প্রয়োজনে অন্যান্য বৈদেশিক মুদ্রাতেও পরিবর্তন করে নেওয়া যায়। তাছাড়া অনলাইন কেনাকাটার সুবিধা তো থাকছেই। এমনকি দেশের ভেতরে থেকেও বিশ্বের বিখ্যাত সব ই-কমার্স মার্কেটগুলো থেকে কোনো ঝামেলা ছাড়াই নানা সেবা ও পণ্য কেনা যায়।

বিদেশে চিকিৎসা ক্ষেত্রে খরচ করার জন্যও দেশি ব্যাংকের এই কার্ডগুলো বেশ উপকারী।
এলসি বা লেটার অফ ক্রেডিট মূলত যারা আমদানি বা রপ্তানি ব্যবসার সঙ্গে জড়িতে তাদের জন্য দরকারি। এই ক্ষেত্রে ডলার এনডোর্সের জন্য এলসি করা হয় ব্যাংকের মাধ্যমে। এটি মূলত সেই আমদানি বা রপ্তানি কাজের জন্য ডলার বিনিময়ে বৈধতা দানকারী সনদপত্র।

ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো অপেক্ষা মানি এক্সচেঞ্জারগুলোর ডলার এনডোর্সিংয়ের প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ। যে কোনো বৈধ পাসপোর্টধারী ওই দিনের রেট অনুযায়ী সমপরিমাণ টাকা দিয়ে ডলার তুলে নিতে পারবেন এই এক্সচেঞ্জারগুলো থেকে। এক্সচেঞ্জ ফি দেওয়া ছাড়া এখানে ব্যাংকের মতো ডকুমেন্টেশনের বাড়তি বিড়ম্বনা নেই।
তবে এই এনডোর্সমেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য নয়। ভিসার জন্য শুধু ব্যাংকের ডলার এনডোর্সমেন্ট গ্রহণযোগ্য।
অনেকেই অল্প কিছু টাকা বাঁচাতে গিয়ে এনডোর্স ছাড়া ডলার নিয়ে ইমিগ্রেশনে গিয়ে বিপদে পড়েন। কারণ প্রায়ই ক্ষেত্রে সেখানে ডলারের পাসপোর্ট এনডোর্সমেন্টটা চেক করা হয়। তাই সার্বিক দিক থেকে ঝক্কি-ঝামেলা মুক্ত থাকার জন্য ডলার পাসপোর্টে এনডোর্স করে নেওয়া উচিত।
ডলার এনডোর্সের পরিমাণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সুষ্পষ্ট নির্দেশনা রয়েছে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি বিদেশ গমনকালে এক বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার বা সমমানের বৈদেশিক মুদ্রা এনডোর্স করতে পারবেন। যারা ১২ বছরের নিচে রয়েছেন তারা এর অর্ধেক অর্থাৎ ৬ হাজার ডলার ব্যবহারের অনুমোদন নিতে পারবেন।
চিকিৎসার জন্য সর্বোচ্চ ১০ হাজার ডলারের অনুমোদন নেওয়া যাবে, তবে এর জন্য অবশ্যই উপযুক্ত কাগজপত্র দেখাতে হবে। এর চেয়ে বেশি প্রয়োজন হলে যথাযথ কারণ ও প্রমাণসহ যোগাযোগ করতে হবে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে।
বাংলাদেশ ব্যাংকের নিয়মানুসারে, ডুয়েল কারেন্সি আন্তর্জাতিক ক্রেডিট বা ডেবিট কার্ডের বিপরীতে পাসপোর্টের মেয়াদ যতদিন ততদিন থাকবে এনডোর্সমেন্টের মেয়াদ। তবে এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে-
খরচের পরিমাণ এনডোর্সকৃত ডলারের সর্বোচ্চ লিমিট অর্থাৎ ১২ হাজার অতিক্রম করতে পারবে না।
সম্পূরক কার্ডধারীরা বিদেশ ভ্রমণকালে তাদের ভ্রমণ কোটার আওতাতেই এই সুবিধা পাবেন।
তবে ভ্রমণ কোটার যে অংশটুকু বাকি থাকবে, তা ব্যবহারের জন্য পরের বছরে স্থানান্তর করা যাবে না।
এই সুবিধা প্রবাসী বাংলাদেশি বা শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নয়।
বাংলাদেশিদের জন্য যাবতীয় আন্তর্জাতিক লেনদেন সহজতর করার জন্যই এই ডলার এনডোর্সমেন্ট প্রক্রিয়া। অপেক্ষাকৃত সীমিত ডকুমেন্টেশনের আনুষ্ঠানিকতা থাকায় সোনালী ব্যাংক ও মানি এক্সচেঞ্জারগুলো এক্ষেত্রে সুবিধা দেওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে। এরপরেও প্রযোজ্য শর্তগুলো সতর্কতার সঙ্গে মেনে অগ্রসর হলে বেসরকারি ব্যাংকগুলো থেকেও পাওয়া যাবে কাঙ্ক্ষিত সেবা।

02/04/2024

সময়ের সাথে সাথে নারীদের ফ্যাশনে পরিবর্তন এলেও মলিন হয়নি জামদানির জৌলুস। দেশে বিভিন্ন ধরনের শাড়ি তৈরি হলেও ডিজাইন, নান্দনিকতা এবং আভিজাত্যের বিচারে শীর্ষে থাকবে জামদানি। আর এই ঐতিহ্যের উপর ভর করেই দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে ‘ডেমরা বাজার জামদানি হাট’। এবারের পর্বে আমাদের গন্তব্য রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তান থেকে মাত্র ১৫ মিনিট দূরুত্বে ২০০ বছরের পুরনো জামদানির হাটে।
একসময় বাঙালি নারীর প্রধান পোশাক ছিল শাড়ি। সময়ের সাথে সাথে নারীদের ফ্যাশনে পরিবর্তন এলেও মলিন হয়নি জামদানির জৌলুস। দেশে বিভিন্ন ধরনের শাড়ি তৈরি হলেও ডিজাইন, নান্দনিকতা এবং আভিজাত্যের বিচারে শীর্ষে থাকবে জামদানি।

আর এই ঐতিহ্যের উপর ভর করেই দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে ‘ডেমরা বাজার জামদানি হাট’। রাজধানীর অদূরে ডেমরা থানায় অবস্থিত, প্রায় ২০০ বছরের পুরনো এই হাট দেশের সবচেয়ে প্রাচীন জামদানির হাট। ডেমরা চৌরাস্তা থেকে উত্তর দিকে লতিফ বাওয়ানি জুট মিল সড়ক ধরে এগোলেই ডেমরা বাজার। এখানেই বালু নদের পারে গড়ে উঠেছে ডেমরা বাজার জামদানি হাট।

হাট থেকে জামদানি কিনতে চাইলে আপনাকে সেখানে হাজির হতে হবে কাকডাকা ভোরে। কারণ প্রতি বৃহস্পতিবার রাত ৩টা থেকে পরদিন শুক্রবার সকাল ১০টা পর্যন্ত থাকে এই হাট। রাতে হাট শুরু হওয়ার কারণ জানতে চাইলে স্থানীয়রা বলেন, দূর-দূরান্ত থেকে আগত ব্যবসায়ীদের সুবিধার জন্যই এই ব্যবস্থা; যাতে তারা সকাল সকাল হাট শেষ করে বাড়ি ফিরতে পারেন।
দেশের সবচেয়ে প্রাচীন জামদানির হাট হলেও ডেমরা বাজার জামদানি হাটের আয়তন খুব বড় নয়। একসময় এই হাট বসতো ডেমরা বাজারের ঠিক মাঝখানে। হাটে ক্রেতার সংখ্যা বেশি হলে তা ডেমরা মধ্য বাজার পর্যন্ত ছড়িয়ে পড়তো। কিন্তু রোদ-বৃষ্টিতে ব্যবসায়ীদের দুর্ভোগের কথা বিবেচনা করে ১০-১৫ বছর হলো এখানে চালাঘর উঠিয়ে দিয়েছে সরকার। বর্তমানে সেখানেই জড়ো হন ক্রেতা-বিক্রেতারা।

Connect me with WhatsApp
27/03/2024

Connect me with WhatsApp

23/01/2024

#ভারতীয়ভিসা #ভারতীয়টুরিস্টভিসা #ভারতীয়ভিসাপেতেকেনএতদেরিহচ্ছে #ভারতীয়চিকিৎসাভিসা #ভারতেরটুরিস্টভিসা #ভারতীয়ভিসাচেক #ভারতীয়ভিসাআবেদন #ভারতীয়ভিসা #ভারতীয়ভিসাপাওয়ারনতুননিয়ম #কিকিকারণেভারতীয়ভিসাবাতিলহয়

Address

North Kutubkhali
Dhaka
1204

Telephone

+8801516149296

Website

Alerts

Be the first to know and let us send you an email when Latiful Haque Litu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Latiful Haque Litu:

Share