কণ্ঠে : নীলা

কণ্ঠে : নীলা voice Artist 💫
Deviser 🌿
Literature 🌻


তুমি যা সুপ্ত কষ্ট হৃদয়ে লালন করো আমি তা ব্যক্ত করি রঙীন শব্দে ✍️

বৃষ্টি হইছে তাই ভাবলাম সন্ধ্যায় মোমো বানাই।মোমো বানানোর পর আব্বুকে খাইতে দেয়ার পর আব্বু বললো জানস আম্মা এইগুলা আমি রাস্ত...
06/08/2025

বৃষ্টি হইছে তাই ভাবলাম সন্ধ্যায় মোমো বানাই।মোমো বানানোর পর আব্বুকে খাইতে দেয়ার পর আব্বু বললো
জানস আম্মা এইগুলা আমি রাস্তায় অনেক দেখি কিন্তু কিনা খাওয়ার সাহস হয় না।না জানি কতদাম।
কথাটা শুইনা বুকটা কেমন যে করসে বলার মতো নাই।
পৃথিবীর সব বাবা মা ভালো থাকুক।
---সংগৃহীত

25/07/2025

মানুষ একটা সময়ের পর বুঝিয়ে দেয় ,
থাকলেও চলবে না থাকলেও চলবে 💔

25/07/2025

মুখ খুললেই বিব্রতবোধ করি , অথচ তোমাকে বলবার কত কথা 💔

21/07/2025

📌বাসা থেকে বের হওয়ার সময় দোআ; We should always recite this Dua before going out;

''বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ওয়ালা হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ"

পড়ে বের হবেন সবসময়! আল্লাহ আমাদের সবাইকেই হেফাজত করুক! ❤️

21/07/2025

চ্যাটজিপিটকে জিজ্ঞেস করেছিলাম একটা বাচ্চা আগুনে পুড়ে মারা গেলে ঠিক কতটা কষ্ট পেতে পারে.?

উত্তর দিলো-

১। সাধারণত আমরা যে পিঁয়াজু ভাজি তখন তেলের তাপমাত্রা হয় ১৬০-১৮০° সেলসিয়াস। এতেই পিঁয়াজু টগবগ করে ফুটতে থাকে।

কিন্তু বিমান দূর্ঘটনার আগুন সাধারণত ৯০০-১২০০° সেলসিয়াস হয়। একটা বাচ্চা এ তাপমাত্রার আগুনে পুড়ে মারা যাওয়ার সময় পিঁয়াজু ভাজার চেয়ে ৯ গুণ বেশি ছটফট করতে থাকে।

তার মনে হতে থাকে তার পুরো শরীর উত্তপ্ত গরম তেলে কেউ ভাজতেছে।

২। পুড়ে যাওয়ার সময় শরীর থেকে মাংস গলে গলে পড়তে থাকে। তখন পুড়ে যাওয়া বাচ্চাটা অনুভব করতে থাকে তার শরীর থেকে কেউ বোধহয় ধারালো ছুরি দিয়ে একটু একটু করে মাংস কেটে নিচ্ছে।

৩। শরীরের সবগুলো হাড় একসাথে ভেঙে ফেললে যতটা কষ্ট হবে পুড়ে মারা যাওয়ার সময় একটা বাচ্চাও সেরকম কষ্ট অনুভব করতে থাকে। তার পুরো শরীর মোচড়াতে থাকে শুধু।

৪। অতিরিক্ত পুড়ে গেলে সবার আগে ফুসফুস পুড়ে যায়। তাই শ্বাস নেওয়া যায় না। তখন পুড়ে যাওয়া বাচ্চাটার কাছে হতে থাকে তাকে গভীর সমুদ্রে কেউ ১০-১৫ মিনিট যাবত চুবিয়ে রেখেছে।

একটুখানি বাতাসের জন্যে সে হাহাকার করতে থাকে শুধু।

একটু আগেই ডাক্তাররা প্রেস ব্রিফিং করে জানিয়েছে উত্তরায় যে কজন পুড়ে মারা গিয়েছে তাদের প্রায় সবাই ই শিশু। কেউ ক্লাস থ্রীতে পড়ে, নয়তো ফোরে। বয়স খুব বেশি হলে হবে নয় কিংবা দশ।

এরা সবাই ই উপরের দেয়া বর্ণনাগুলোর মতই নিদারুণ কষ্ট পেয়ে কুঁকড়ে কুঁকড়ে মারা গিয়েছে।

হাসপাতালেও পোড়া অর্ধমৃত একটা বাচ্চা মারা যাওয়ার আগে বারবার পানি পানি বলে চিৎকার করছিল। মনে হচ্ছিল যেন কত বছর ধরে পানি খায়নি। এরপর গোঙাতে গোঙাতেই মারা গেল বাচ্চাট।

না জানি কত কষ্ট পেয়ে মারা গিয়েছে বাচ্চাটা!

এই বাচ্চাগুলো হয়তো কোনদিন আগুনের এত কাছে যায়নি। হাতে আগুনের একটু ছোঁয়া লাগলেই মায়ের কাছে দৌঁড়ে ছুটে যেত। মা হাতে বরফ লাগিয়ে দিতো।

কিন্তু আজকে ওরা ৯০০-১২০০° সেলসিয়াসের মতো তীব্র তাপমাত্রা সহ্য করতে করতে মারা গেল। বরফ লাগিয়ে দেয়ার জন্যে মাকে কাছে পায়নি, বাবাকেও পায়নি।

এতটুকুন বাচ্চা হয়তো মারা যাওয়ার সময়ও মা মা বলেই চিৎকার করছিল, কিংবা চিৎকার করার সময়টাও পায়নি তার আগেই সবশেষ!

বেঁ*চে থাকলে তাদের এখন স্কুলের হোমওয়ার্ক করার কথা ছিল কিন্তু ফুলের মতো এই নিষ্পাপ বাচ্চাগুলো এত তীব্র যন্ত্রণা সহ্য করতে করতে কত অবলীলায় মা*রা গেল 😭

16/07/2025

দূরত্ব কেবলই পথের, আছো সর্বদা হৃদয়ে কাছাকাছি! ❤️‍🩹

14/07/2025

টিউশনে স্টুডেন্টকে বললাম চাঁদা দাও। স্টুডেন্ট আর ওর মা-বাবা মুখ হা করে তাকায় আছে। তারপর নিজেকে সামলিয়ে নিয়ে বললাম যে জ্যামিতি শিখাবো চাঁদা আর রুল কম্পাসটা দাও।🙂
-সংগৃহিত

11/07/2025

কদর আর কবর
মরার পরেই পাওয়া যায়!!!🩷✨

09/07/2025

পৃথিবীর সবচেয়ে বেশি তীব্র যন্ত্রণা হচ্ছে জীবিত মানুষ হারিয়ে ফেলা !

__হুমায়ুন আহমেদ

08/07/2025

অভিমানী জ্বর কি শুধু আমায় পোড়ায়? তোমায় পোড়ায় না? কথা বলার তৃষ্ণায় শুধু কী আমার গলা শুকায়? তোমার শুকায় না?

~নীলা 🌻

29/06/2025

বারবার বিরক্ত করার পরও সামনের চুলগুলাকে স্বযত্নে কানের পিছনে গুঁজে রাখি; যেমনটা রাখি আপনারেও।

28/06/2025

চারিদিকে সব আপন মানুষ, তবে প্রত্যেকে নিজ স্বার্থ পর্যন্ত সীমাবদ্ধ।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when কণ্ঠে : নীলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share