
26/03/2025
মুক্তিযোদ্ধারা চার রাজাকারকে আটক করেছেন। একজন মুক্তিযোদ্ধার হাতে একটি পোস্টার দেখা যাচ্ছে, যেখানে লেখা, "রক্তের ঋণ রক্তে শুধবো, দেশকে এবার মুক্ত করবো।" ছবিটি কুষ্টিয়ায় ধারণ করেছিলেন আলোকচিত্রী আবদুল হামিদ রায়হান।
১৯৭১ সালে, ভলান্টিয়ার সার্ভিস কোরের ফটোগ্রাফার হিসেবে, তিনি শরণার্থী শিবির ও মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ শিবিরের প্রায় সাড়ে ৫০০ ছবি তুলেছিলেন। ছবিঘরে দেখুন তার তোলা কিছু দুর্লভ আলোকচিত্র।