14/03/2024
আমি আবার ক্লান্ত পথচারী,এই কাটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারি, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুঁতে গিয়েও যেন হাতের নাগালে না পাই এভাবে হেরে যাই যে ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা সব, আলগা থেকে তাই খসে পড়েছি প্রায় কেমন যেন আলাদা আলাদা সব