19/02/2024
কাউকে গালির বদলে গালি দিও না🙅, লজ্জার বদলে লজ্জা দিও না🚫, কষ্টের বদলে কষ্ট দিও না🙅♂️।
যদিও তোমার প্রতিশোধ নেওয়ার অধিকার রয়েছে, কিন্তু এই অধিকার প্রয়োগের চেয়ে মাফ করে দেওয়া উত্তম।
তুমি যদি চুপ করে থাকো, কোন উত্তর না দাও এবং এর ফলে তোমার ভিতরে কষ্ট হয়, ক্রোধের সৃষ্টি হয়, আর তুমি যদি তা হজম করো, ধৈর্য্য ধারন করো, তাহলে এ সম্পর্কে আল্লাহ তায়ালা ওয়াদা করেছেন .. 'ধৈর্য্য ধারনকারীদের আল্লাহ তাআলা বেহিসাব পুরুষ্কার দিয়ে থাকেন❤️।' -সূরা আয-যুমার ১০।
ইনশাআল্লাহ সবাই মেনে চলবে❤️ ।
সুবাহানআল্লাহ। collected❤️