Hasnain Anik

Hasnain Anik Motovlog / fitness / lifestyle

10/10/2025

#আমার

এই যে শাকিব খান কারে কপি করছে  এই ডা নিয়ে পাগ্লায় গেছে পুরা ফেসবুকের মানুষ জন।। তবে আমার ফ্রেন্ডলিষ্টের কেউ পাগ্লায় যায় ...
10/10/2025

এই যে শাকিব খান কারে কপি করছে এই ডা নিয়ে পাগ্লায় গেছে পুরা ফেসবুকের মানুষ জন।।
তবে আমার ফ্রেন্ডলিষ্টের কেউ পাগ্লায় যায় নাই৷।।
কেন?
কারন তারা জানে আমি আরো মাস খানেক আগে এইডা করে বাদ দিয়ে দিছি।।
🤣🤣🤣

আজ কয় দিন বাইকিং কমেডির, আমি খাইলে হালাল, তুই খাইলে দালাল।। আর ঝগড়াঝাটি  দেখতে দেখতে মনে হইতেছিলো কিছু একটা লিখি।।। কারন...
10/10/2025

আজ কয় দিন বাইকিং কমেডির,
আমি খাইলে হালাল, তুই খাইলে দালাল।।
আর ঝগড়াঝাটি দেখতে দেখতে মনে হইতেছিলো কিছু একটা লিখি।।। কারন এই চর্মচক্ষু অনেক এমন কিছুই দেখেছে যেটা অনেকে দেখেও নাই।।
পরে মনে হইলো এগুলা নিয়ে লিখলেই তো আমার লগে ঝগড়াঝাটি শুরু হইয়া যাবে গাজিপুর এর ভাই ব্রাদার দের ।। আর ইতিহাস সাক্ষি গাজিপুরে ভাইব্রাদার দের সাথে ঝগড়াঝাটি শেষ হয় এখন fz 25 দিয়ে। এগুলা করলে হুট করে একদিন দেখা যাবে, আমিও ক্রিসেন্টে এন্টারপ্রাইজ এ গিয়ে ডিস্কাউন্টে ইয়ামাহা কিনতেছি।।
সমস্যা হচ্ছে আমি তো এখন বাইক ট্যুর দেই না।।।
আরেক টা বাইক দিয়ে আমি কি করবো।।
তাই আর হুদাই এগুলা নিয়ে লিখলাম না।।।।।
যে য্যাম্নে পারেন কুপাইছে কুপাইতে থাকেন।।। আজ যারা ৪০/৫০ হাজার পায় তারা এক দিনে পায় নাই।।
অনেক শ্রম আছে।।।
আর আজ যে ডট কম ২০-২২ লাখ দাবি করে তারাও এক কালে হাজার এর কোঠায় ছিলো।।। এমন কি ফ্রিও.
আবার যদি কোন দিন আল্লাহ বাইকার হবার তৌফিক দান করে তবে, চিন্তা করবো হালাল ই থাকবো নাকি দালাল।।।
তবে কথা হচ্ছে পুরুষ মানুষ এর নেশা ৩ টা, মান( রেস্পেক্ট), মানি এবং মাইয়া।।
এর বাইরে কিছু নাই।।। এগুলা ছিটালে তুমি যতবড় আল্ফা মেল ই হও আটকাবাই।।
এর মাফ নাই।।।।।

হ্যাপি ফ্রাইডে।

09/10/2025



বাংলাদেশের সিসি লিমিট বাড়ার পর সব থেকে নো টেনশন কম্পানি হচ্ছে TVS, এরা না কোন বেশি সি সি বাইক এনেছে। না  বাইক আনার কোন ল...
07/10/2025

বাংলাদেশের সিসি লিমিট বাড়ার পর সব থেকে নো টেনশন কম্পানি হচ্ছে TVS, এরা না কোন বেশি সি সি বাইক এনেছে। না বাইক আনার কোন লক্ষন দেখা যাচ্ছে।৷
এরা সম্ভবত শুধু মাত্র এপাচি ৪ ভি বেচেই খুশি।। দেশের সব ভালো ভালো কম্পানি তাদের হায়ার সি সি নিয়ে বাজার দখলে ব্যস্ত।। TVS
বাংলাদেশ ঘুমে।।।
যেখানে অন্যান্য কম্পানি থেকে তাদের দারুন দারুন বাইক ছিলো। যেগুলা তারা আনলে হায়ার সি সি র একটা বড় মার্কেট শেয়ার ধরতে পারতো।। কিন্তু না,তারা নাক ডেকে ঘুমাচ্ছে।।
ঘুমাক আমাদের আর কি করার।।।
এর ভেতর সাম্নের ১৫ তারিখে ইন্ডিয়াতে TVS এটা লঞ্চ করবে।।।
আমরা দেখে যাবো এগুলা।।। দেশের TVS এর উচ্চপর্যায়ের লোক গুলা নাকে তেল দিয়ে ঘুমাক।।
তাদের কেউ ডিস্টার্ব কইরেন না।।।।

গুড নাইট।।

এক জীবনের জন্য আসলে কতো কি পেতে হয়? সেন্টমার্টিনের এই দম্পত্তি যেন নতুন করে এক শিক্ষা দিলেন। সেন্টমার্টিনের পশ্চিমপাড়া...
28/09/2025

এক জীবনের জন্য আসলে কতো কি পেতে হয়? সেন্টমার্টিনের এই দম্পত্তি যেন নতুন করে এক শিক্ষা দিলেন।
সেন্টমার্টিনের পশ্চিমপাড়ার বাসিন্দা সুলতান আহমদ ও হাজেরা বেগম দম্পত্তি। জীবনে ঢাকা তো দূরে থাক চট্টগ্রামেও যাননি।
জীবনে তাঁরা সর্বোচ্চ কক্সবাজারেই গেছেন মাত্র তিনবার। তাও আবার জরুরী চিকিৎসার প্রয়োজনে। নয়তো সারাজীবন কাটিয়ে দিয়েছেন ৮ কিলোমিটারের একটি ছোট্ট দ্বীপ আর অসীম সাগরেই।
একসময় সুলতান আহমদ সাগরে মাছ ধরতেন। এখন ৯০ বছর বয়স তাঁর। বয়সের কারণে সাগরে আর মাছ ধরতে যাননা। তাঁর সাত মেয়ের সবার বিয়ে হয়েছে। সুলতান ও হাজেরাকে তাঁদের মেয়েরাই এখন দেখাশোনা করেন।
বছরের বেশির ভাগ সময়ই সেন্ট মার্টিন দ্বীপে নৌ চলাচল বন্ধ থাকে। আর সচরাচর দ্বীপের বাইরেও যান না দ্বীপের বাসিন্দারা। একান্ত প্রয়োজনে কেউ কেউ উপজেলা সদর টেকনাফে যাতায়াত করেন।
তবে সুলতান ও তাঁর স্ত্রী হাজেরা টেকনাফেও মাত্র কয়েকবার গেছেন। বড় বড় শহর দেখা হয়নি তাঁদের। তবু এ নিয়ে আক্ষেপ নেই তাঁদের।
প্রথম আলোর প্রতিবেদক লিখেছেন, 'সেন্ট মার্টিন দ্বীপের এই বৃদ্ধ দম্পতির জীবনে আনন্দ আর সুখের উপলক্ষের কমতি নেই। মাছ ধরা, খেতের ফসল তোলা বা পারিবারিক-সামাজিক যেকোনো উপলক্ষ ঘিরে আনন্দ খুঁজে নিয়েছেন তাঁরা। ঢাকা-চট্টগ্রাম না গেলেও প্রতিবছর ওই দুই শহর থেকে আসা পর্যটকের সঙ্গে দেখা হয় তাঁদের। শহরের মানুষেরা কেমন, বুঝতে পারেন তাঁদের দেখেই।'
যখন তাঁদের জিজ্ঞেস করা হলো, কেন জাননি? জবাবে তাঁদের সহজ-সরল উত্তর ছিলো, 'প্রয়োজন হয়নি তাই!'
নাগরিক জীবনের অনেক বিনোদনের সঙ্গে পরিচয়ই নেই এই দম্পতির। টেলিভিশন দেখেন না তাঁরা। স্মার্টফোন দেখেছেন দুই একবার। রিল বা ভিডিওর সঙ্গে পরিচয়ও নেই তাঁদের।
কি জানেন জিজ্ঞেস করতেই সুলতান বললেন, 'যা যা শেখার নিজের বাবার কাছ থেকে শিখেছি। মাছ ধরা, চাষ করা, জাল বোনা, মেরামত, নৌকা বাওয়া সবকিছু। সবচেয়ে কঠিন কাজ সাগরে টিকে থাকা। ঝড়ের সঙ্গে পাল্লা দেওয়া। সে সবও ভালোই রপ্ত করেছি। । সাগরের কোন আচরণের কী অর্থ সেটা জানি।
তবে সুলতানের জীবনেও কৌতূহল রয়েছে। কথার এক ফাঁকে তিনি প্রথম আলোর প্রতিবেদককে বলেই ফেললেন, ‘এই দ্বীপে কোনো শেয়াল নেই। শেয়াল কেমন, আমরা জানি না। বাবা কক্সবাজারে দেখছিলেন কয়েকবার। আমাদের কাছে গল্প করেছেন। কিন্তু আমরা ভাইবোনেরা দেখিনি। হুক্কাহুয়া ডাকও শুনিনি।’
সুলতানের জীবনটা দেখে অমর দুটো লাইনই কেবল মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, "Life isn't a race. We all have our own experiences and circumstances that help determine how it goes !"

( সংগৃহীত)

আর তোমরা ভাবো কইত্তে কই পাকিস্তানী হানিয়া আমির এর দাম বেশি।। হানিয়া আমির এতো গুলা জামাই আর বফ জোগার করার পরও যেদিন এমন চ...
28/09/2025

আর তোমরা ভাবো কইত্তে কই পাকিস্তানী হানিয়া আমির এর দাম বেশি।।
হানিয়া আমির এতো গুলা জামাই আর বফ জোগার করার পরও যেদিন এমন চাহিদা থাকবে সেদিন আইসো, তুলনা করতে।।।।
কই পরী মনি কই হানিয়া আমির 🤣😶‍🌫️

এই যে ছবি টা দেখছেন, সেটা দেখে আমাদের দেশের, এক শ্রেনীর মানুষের ভেতর, বিশেষ করে পুরুষ মানুষের ভেতর মারাত্মক প্রতিক্রিয়া ...
23/09/2025

এই যে ছবি টা দেখছেন, সেটা দেখে আমাদের দেশের, এক শ্রেনীর মানুষের ভেতর, বিশেষ করে পুরুষ মানুষের ভেতর মারাত্মক প্রতিক্রিয়া স্মৃষ্টি হয়েছে।। তার ফল ই হচ্ছে এই ট্রোল, উক্ত মহিলার প্রতি ক্ষোভ, আর নোংড়া কথা বলে করা পোষ্ট।।।

এই যুগেও এসেও অনেক পুরুষ মনে করে তারা মারা গেলে তাদের স্ত্রী তাদের দু:খে আজীবন সাদা শাড়ি পড়ে কাটায় দিবে।। সাদা শাড়ি যদি নাও বা পড়ে তার পরেও দু:খ দু:খ মুখ করে আজীবন অপেক্ষা করবে মৃত্যুর।।।
কেন ভাই আপনাদের এই চিন্তা আসে?
যখন আপনি মরে গেছেন তার মানে এই দুনিয়ার সাথে আপ্নার সম্পর্ক শেষ।। যে মানুষ টা বেচে আছে তার তো দুনিয়ার সাথে লেনাদেনা শেষ হয়নি।।
হয়তো তার সামনে অনেক দিন বাকি।।৷ এই বাকি পথ পাড়ি দিতে কেউ যদি নতুন করে সম্পর্কে জরায় তাতে দোষ কি??
এ এমন এক সমাজ ব্যবস্থা আমরা বানিয়েছি যেখানে আপনি চাইলেই একা এক জীবন কাটিয়ে দিতে পারবেন না।।আর কেউ যদি পারেও তবে সেটা এক্সেপসনাল কেস।।।
দিন শেষে কর্মব্যস্ত এ লাইফে আমাদের কাউকে না কাউকে লাগেই, কথা শুনতে অথবা সারা দিনের গল্প শোনাতে।।
এই সাভাবিক মানবিক জিনিস টা আমরা কিভাবে অবজ্ঞা করতে পারি।।
আজ যদি এই মহিলা এই পুরুষ কে পছন্দ করে, কাল যদি বিয়ে করে আবার নতুন করে সংসার শুরু করে সেখানে আমার আপ্নার তো দু:খ পাবার বা সমালোচনা করার তো অধিকার নাই।।
এর থেকে তো বরং আমাদের খুশি হওয়া উচিৎ যে একটা মানুষ নতুন করে বেচে থাকার অবলম্বন পেয়েছে।।
এটাই মানবিকতা, এটাই সামাজিক শিক্ষা এটাই আমাদের মানুষ হিসেবে প্রত্যাশিত আচরন।।।

09/09/2025
ট্রেন্ড এ গা ভাষায় দিলাম।
09/09/2025

ট্রেন্ড এ গা ভাষায় দিলাম।

বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে ভীতিকর পরীক্ষাগুলোর একটি হলো জন ক্যালহুনের 'ইউনিভার্স ২৫'। এই পরীক্ষার মাধ্যমে ইঁদুরদের আচরণ পর...
06/09/2025

বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে ভীতিকর পরীক্ষাগুলোর একটি হলো জন ক্যালহুনের 'ইউনিভার্স ২৫'। এই পরীক্ষার মাধ্যমে ইঁদুরদের আচরণ পর্যবেক্ষণ করে মানবসমাজকে বোঝার চেষ্টা করা হয়েছিল।

এই পরীক্ষায় ইঁদুরদের জন্য বানানো হয় এক নিখুঁত পরিবেশ- অফুরন্ত খাবার, পানি, বাসা বানানোর উপকরণ, খেলার জায়গা- সবকিছু ছিল হাতের নাগালে। শুরুতে সবকিছু স্বাভাবিকভাবে চলল, আর জনসংখ্যা দ্রুত বাড়তে লাগল।

কিন্তু সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দিল ভয়ানক পরিবর্তন। ইঁদুররা আক্রমণাত্মক হয়ে উঠল, একা হয়ে গেল, আর নিজেদের এলাকা নিয়ে লড়াই শুরু করল। মেয়ে ইঁদুররা ক্রমশ একা থাকতে শুরু করল, আক্রমণাত্মক আচরণ দেখাল এবং প্রজননে আগ্রহ হারাল। জন্মহার কমে গেল, আর ছোট ইঁদুরদের মৃত্যুহার বেড়ে গেল।

এরপর দেখা দিল নতুন এক শ্রেণী- সুন্দর ইঁদুর। এরা মেয়ে ইঁদুরদের সঙ্গে মেলামেশা করত না, লড়াই করত না, শুধু খেত আর ঘুমাত। শেষমেশ এদের সঙ্গেই যুক্ত হলো একা থাকা মেয়ে ইঁদুররা, আর তারা সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠল।

কালক্রমে শিশু ইঁদুরদের মৃত্যুহার পৌঁছায় ১০০%-এ, আর জন্মহার নেমে আসে শূন্যে। খাবারের কোনো অভাব না থাকা সত্ত্বেও শুরু হয় সমকামিতা ও স্বজাতি ভক্ষণ।

ক্যালহুন এই পরীক্ষা ২৫ বার করেছেন। প্রতিবারই ফলাফল একই- অতিরিক্ত ভিড়, ভেঙে পড়া সামাজিক কাঠামো, আর শেষমেশ বিলুপ্তি।

জন ক্যালহুন তার পরীক্ষার শেষে বলেছিলেন- যখন কোনো সমাজে মানুষের সংখ্যা সামাজিক ভূমিকাগুলোর চেয়ে বেশি হয়ে যায়, তখনই শুরু হয় সহিংসতা, বিশৃঙ্খলা ও ভাঙন।

আরও ভয়ংকর বিষয় হলো, ইঁদুরদের ভিড় থেকে সরিয়ে নিলেও তারা তাদের অস্বাভাবিক আচরণ বদলাতে পারেনি। যেন তাদের ভেতরেই পচন ধরে গিয়েছিল, যেখানে আর নতুন করে সমাজ গড়ে তোলার ক্ষমতাই ছিল না।

এই পরীক্ষাকে প্রায়ই এক সতর্কবার্তা হিসেবে ব্যবহার করা হয়- জনসংখ্যা বিস্ফোরণ ও এর ফলে সম্ভাব্য সামাজিক পতনের ঝুঁকি বোঝাতে।
আমাদের দেশেও আমরা সম্ভবত এখন এই অবস্থার দারপ্রান্তে আছি।। আমাদের দেশের মানুষের বর্বরোতা এখন সর্বোচ্চ সীমায় পৌঁছেছে।। দেশের সেরা সুন্দর পুরুষ নির্বাচিত হওয়া এডলফ খান নামের ছাইয়া, এবং একই সাথে একই রকম অনেক ফেসবুক সেলিব্রেটির উত্থান। এর সাথে ফেসবুক খুল্লেই এখন দেখি হ**ত্যা ধর্ষ&ন, চোখ তুলে নেবার ভিডিও৷ গতকাল দেখলাম কবর থেকে লা*শ তুলে পেট্রোল ঢেলে পুরিয়ে দিলো।।।। এতো এই ইউনিভার্স ২৫ এর মানব আচরন ই।।।

তবে অনেক,সমালোচকরা বলেন, এই ফলাফলকে সরাসরি মানবসমাজের সঙ্গে মেলানো যায় না। কারণ মানুষ ও ইঁদুরের মধ্যে সামাজিক কাঠামো, মানিয়ে নেওয়ার ক্ষমতা আর আচরণের ধরনে বিশাল পার্থক্য আছে। আমিও চাই আমাদের এ আচরন না হোক।। আমরা সুস্থ হয়ে উঠি জাতীগত ভাবে।।।

সুত্র :

A series of rodent experiments showed that even with abundant food and water, personal space is essential to prevent societal collapse, but Universe 25's relevance to humans remains disputed.

একদিন অনেক টাকা পয়সা হইলে এই মাল টা কিনতে চাই।।।আমাকে ভুল ভাব্বেন না।আমি পিছনের ঘোড়াটার কথা বলছি 🥰🥰🥰
05/09/2025

একদিন অনেক টাকা পয়সা হইলে এই মাল টা কিনতে চাই।।।
আমাকে ভুল ভাব্বেন না।
আমি পিছনের ঘোড়াটার কথা বলছি 🥰🥰🥰

Address

Mohammodpur Dhaka
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasnain Anik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share