10/08/2025
যারা আমারে পার্সোনালি চিনেন তারা জানেন, আমি বাইক নিয়ে কি পরিমান পাগল।। এক কালে আমার লাইফের একটা বড় অংশ এই বাইক রিলেটেড কাজকর্ম করেই কাটাইছি।। বাইক গ্রুপ, ট্যুর, লেখালেখি অথবা আড্ডা সব ই এই বাইক নিয়েই ছিলো।
আজ যারা বড় বড় ভ্লগার তারা তখন সাইকেল চালাইতো যখন আমরা ৫০-১০০ বাইক নিয়ে ট্যুর এরেঞ্জ করতাম।। অথবা ৫-৭ লাখ টাকার প্রোগ্রাম আয়োজন করতাম, রিসোর্ট ভাড়া করে।।।
আচ্ছা সেই কথা বাদ দিয়ে এখন যা বলতে চাইতেছি তাতে আসি।।
এখন প্রতিটা কম্পানি একটা নির্দিষ্ট ফ্যান গ্রুপ রাখে / পুষে নিজের বাইক এর সুনাম করার জন্য৷ অনেকটা রাজনৈতিক দলের ছাত্র সংস্থার মত।৷ না এরা সরাসরি দলের অংশ, না দলের বাইরে।। এরা সবরকম সাপোর্ট পায় দল থেকে।। তবে দল এদের আবার সরাসরি স্বীকারও করে না।।। তো বাইক কম্পানি ও এই পলিসি এডোপ্ট করেছে।।।।
এই দল গুলার কাজ নির্দিষ্ট কোন বাইক কম্পানির বাইক নিয়ে হাইপ ক্রিয়েট করা, যদিও তারা খুব ভালো করেই জানে এই বাইক টা এই হাইপের যোগ্য না।।
তো হাইপ ক্রিয়েট করে কি হয়।৷ একটা সাধারন বাইক কে গ্লোরিফাই করা।। পাশের দেশের সাধারণ দামের বাইক কে অভার প্রাইজে বিক্রি করা কে বৈধতা দেওয়া।। আর সাধারণ একটা প্রোডাক্ট কে ফেক প্রিমিয়াম প্রোডাক্ট বলে প্রচারনা চালিয়ে, সাধারন মানুষ কে বোকাচোদা বানানো।।
তো নিশ্চই আপনি বুঝে গেছেন, এই কাজ যারা করে তারা টাকার বিনিময়েই এটা করে।। আবার তারা এমন একটা ভাব ধরে থাকে যে তারা সাধারণ বাইকার।।
কাউয়া কাউয়ার গোষত খায় না। কিন্তু এই বাইকার রা কাউয়া থেকে অধম।। এরা যদি নিজেদের কে প্রফেশনাল মডেল, প্রোডাক্ট প্রমোটর দাবি করতো, অথবা এটাও বলতো যে এটা প্রোমোশনের অংশ তাহলেও আমি মেনে নিতাম।। তারা এটা সরাসরি না বলে কাজ করে যায়। বাইকার দের ভেতর একটা বাবল ক্রিয়েট করে । এর ফলাফল পায় সাধারণ বাইকার। নিজের পকেট এর বেশি টাকা দিয়ে।।।
আচ্ছা নিচে দুইটা বাইকের ছবি দেওয়া আছে।।।
একটা বাইক কেন আসছে না, তার কোন উত্তর নাই।।।
আরেকটা বাইক সেই প্রমোশনের ঠেলায় প্রায় ৩ লাখে দাম গিয়ে ঠেকেছে।।
ব্যাপার না।। আপ্নারা ঠেলছেন, এতো দিন ইন্ডিয়ান বাইক আসমানে উড়েছে।। এখন চাইনিস বাইক উড়বে।। দিন শেষে আপ্নারা কিছু কামাই করবেন।।
আমরা মারা খাবো।।। ইন্ডিয়ান বাইকের তাও একটা মান সম্মান আছে, যে কম্পানি যেইডা বানায় সেইডা তার ই।।।তবে চাইনিস গুলার আর কি বলবো।
গুগল সার্চ করলে ওই বাইক ই সেম অন্য ব্রান্ড এর পাওয়া যাবে নিশ্চিত।।
তার পরেও আপ্নারা পাহাড় ঠেলেন ইউরোপীয় স্টান্ডার্ড।।🙏🫡😂