Hasnain Anik

Hasnain Anik Motovlog / fitness / lifestyle

আওয়ামিলীগ এর আমলে মাঝে মাঝে নীলা মার্কেটে হাঁস খাইতে যাইতাম, যা  এখন ইউনুস সরকারের আমলে ওয়েস্টিন এর সমান।।।।
14/08/2025

আওয়ামিলীগ এর আমলে মাঝে মাঝে নীলা মার্কেটে হাঁস খাইতে যাইতাম, যা এখন ইউনুস সরকারের আমলে ওয়েস্টিন এর সমান।।।।

সাদা পাথর এর পাথর লুট করে কই বিক্রি করবে সেটা নিয়ে চিন্তায় ব্যস্ত, বিশিষ্ট পাথর পাচারকারী Riku Amir
14/08/2025

সাদা পাথর এর পাথর লুট করে কই বিক্রি করবে সেটা নিয়ে চিন্তায় ব্যস্ত, বিশিষ্ট পাথর পাচারকারী Riku Amir

যারা আমারে পার্সোনালি চিনেন তারা জানেন, আমি বাইক নিয়ে কি পরিমান পাগল।। এক কালে আমার লাইফের  একটা বড় অংশ এই বাইক রিলেটেড ...
10/08/2025

যারা আমারে পার্সোনালি চিনেন তারা জানেন, আমি বাইক নিয়ে কি পরিমান পাগল।। এক কালে আমার লাইফের একটা বড় অংশ এই বাইক রিলেটেড কাজকর্ম করেই কাটাইছি।। বাইক গ্রুপ, ট্যুর, লেখালেখি অথবা আড্ডা সব ই এই বাইক নিয়েই ছিলো।
আজ যারা বড় বড় ভ্লগার তারা তখন সাইকেল চালাইতো যখন আমরা ৫০-১০০ বাইক নিয়ে ট্যুর এরেঞ্জ করতাম।। অথবা ৫-৭ লাখ টাকার প্রোগ্রাম আয়োজন করতাম, রিসোর্ট ভাড়া করে।।।
আচ্ছা সেই কথা বাদ দিয়ে এখন যা বলতে চাইতেছি তাতে আসি।।
এখন প্রতিটা কম্পানি একটা নির্দিষ্ট ফ্যান গ্রুপ রাখে / পুষে নিজের বাইক এর সুনাম করার জন্য৷ অনেকটা রাজনৈতিক দলের ছাত্র সংস্থার মত।৷ না এরা সরাসরি দলের অংশ, না দলের বাইরে।। এরা সবরকম সাপোর্ট পায় দল থেকে।। তবে দল এদের আবার সরাসরি স্বীকারও করে না।।। তো বাইক কম্পানি ও এই পলিসি এডোপ্ট করেছে।।।।
এই দল গুলার কাজ নির্দিষ্ট কোন বাইক কম্পানির বাইক নিয়ে হাইপ ক্রিয়েট করা, যদিও তারা খুব ভালো করেই জানে এই বাইক টা এই হাইপের যোগ্য না।।
তো হাইপ ক্রিয়েট করে কি হয়।৷ একটা সাধারন বাইক কে গ্লোরিফাই করা।। পাশের দেশের সাধারণ দামের বাইক কে অভার প্রাইজে বিক্রি করা কে বৈধতা দেওয়া।। আর সাধারণ একটা প্রোডাক্ট কে ফেক প্রিমিয়াম প্রোডাক্ট বলে প্রচারনা চালিয়ে, সাধারন মানুষ কে বোকাচোদা বানানো।।
তো নিশ্চই আপনি বুঝে গেছেন, এই কাজ যারা করে তারা টাকার বিনিময়েই এটা করে।। আবার তারা এমন একটা ভাব ধরে থাকে যে তারা সাধারণ বাইকার।।
কাউয়া কাউয়ার গোষত খায় না। কিন্তু এই বাইকার রা কাউয়া থেকে অধম।। এরা যদি নিজেদের কে প্রফেশনাল মডেল, প্রোডাক্ট প্রমোটর দাবি করতো, অথবা এটাও বলতো যে এটা প্রোমোশনের অংশ তাহলেও আমি মেনে নিতাম।। তারা এটা সরাসরি না বলে কাজ করে যায়। বাইকার দের ভেতর একটা বাবল ক্রিয়েট করে । এর ফলাফল পায় সাধারণ বাইকার। নিজের পকেট এর বেশি টাকা দিয়ে।।।
আচ্ছা নিচে দুইটা বাইকের ছবি দেওয়া আছে।।।
একটা বাইক কেন আসছে না, তার কোন উত্তর নাই।।।
আরেকটা বাইক সেই প্রমোশনের ঠেলায় প্রায় ৩ লাখে দাম গিয়ে ঠেকেছে।।
ব্যাপার না।। আপ্নারা ঠেলছেন, এতো দিন ইন্ডিয়ান বাইক আসমানে উড়েছে।। এখন চাইনিস বাইক উড়বে।। দিন শেষে আপ্নারা কিছু কামাই করবেন।।
আমরা মারা খাবো।।। ইন্ডিয়ান বাইকের তাও একটা মান সম্মান আছে, যে কম্পানি যেইডা বানায় সেইডা তার ই।।।তবে চাইনিস গুলার আর কি বলবো।
গুগল সার্চ করলে ওই বাইক ই সেম অন্য ব্রান্ড এর পাওয়া যাবে নিশ্চিত।।
তার পরেও আপ্নারা পাহাড় ঠেলেন ইউরোপীয় স্টান্ডার্ড।।🙏🫡😂

Exhausted, but my heart’s full.
09/08/2025

Exhausted, but my heart’s full.

জুলাই আন্দোলনের বিজয় উৎসব,  আনন্দ করতে বোকা★দা রা মানিক মিয়ায়।।।আর চালাক চো★দা রা কক্সবাজার 😆😆😆নিজের বউ রেখে এরা অন্যের ...
05/08/2025

জুলাই আন্দোলনের বিজয় উৎসব, আনন্দ করতে বোকা★দা রা মানিক মিয়ায়।।।
আর চালাক চো★দা রা কক্সবাজার 😆😆😆
নিজের বউ রেখে এরা অন্যের বউ নিয়ে ঘুরে কেন 🙄🙄

এক মাত্র শেখ হাসিনার প্রোডাক্ট যেটার বিরুদ্ধে গত এক বছরে কোন মামলা হয় নাই। আগেও আদরে ছিলো এখনো আদরে আছে।।।বিলাই আসলেই এক...
05/08/2025

এক মাত্র শেখ হাসিনার প্রোডাক্ট যেটার বিরুদ্ধে গত এক বছরে কোন মামলা হয় নাই। আগেও আদরে ছিলো এখনো আদরে আছে।।।
বিলাই আসলেই একটা কুতাবাসা 🥰

আমরা সাধারণত এক হর্সপাওয়ারকে (HP) ঘোরার স্বাভাবিক ক্ষমতায় হিসেবে জানি। শুনতে লজিক্যাল মনে হলেও আসলে ব্যাপারটা তেমন নয়...
04/08/2025

আমরা সাধারণত এক হর্সপাওয়ারকে (HP) ঘোরার স্বাভাবিক ক্ষমতায় হিসেবে জানি। শুনতে লজিক্যাল মনে হলেও আসলে ব্যাপারটা তেমন নয়। দৌড়ানোর সময় একটি ঘোড়া কয়েক সেকেন্ডের জন্য ১২ থেকে ১৫ হর্সপাওয়ার পর্যন্ত শক্তি দিতে পারে। অর্থাৎ, নামের সাথে বাস্তবতার তফাৎ বেশ বড়।

হর্সপাওয়ার আসলে শক্তি মাপার একটি একক। গাড়ির ইঞ্জিনের ক্ষমতা বোঝাতে আমরা বেশি এটা ব্যবহার করি। কিন্তু প্রাণীর শক্তিও এই মাপে ধরা যায়। হিসাবটা হলো ২৪৯ কেজি ওজন এক ফুট দূরে এক সেকেন্ডে সরানোর মতো ক্ষমতা। সংখ্যায় প্রায় ৭৪৬ ওয়াট।

১৮শ শতাব্দীর দিকে স্কটিশ প্রকৌশলী জেমস ওয়াট স্টিম ইঞ্জিন বিক্রি করছিলেন। তখনকার দিনে অনেক কাজই হত ঘোড়ার ওপর নির্ভর করে। তাই তিনি চাইলেন এমন একটা মাপকাঠি তৈরি করতে যা দিয়ে মানুষ বুঝতে পারবে স্টিম ইঞ্জিন ঘোড়ার চেয়ে বেশি কাজে লাগে। কিছুটা শিথিল গণনা করে তিনি দেখালেন, একটা ঘোড়া সারাদিনে প্রায় ১ হর্সপাওয়ার শক্তি দিতে পারে। লক্ষ্য করুন, এটা গড় ক্ষমতা, সর্বোচ্চ নয়।

আমরা মূলত এখানেই বুঝতে ভুল করি। জেমস ওয়াটের দেওয়া গড় ক্ষমতাকেই আমরা ঘোরার আসল ক্ষমতা মনে করি। ১৯৯৩ সালের নেচার জার্নালে প্রকাশিত এক গবেষণায় বিজ্ঞানীরা হিসাব করে দেখেন ৬০০ কেজি ওজনের একটি সুস্থ ঘোড়া তাত্ত্বিকভাবে ২৪ হর্সপাওয়ার পর্যন্ত দিতে পারে।

যদিও বাস্তবে ঘোড়া টানা বা দৌড় প্রতিযোগিতায় ১২ থেকে ১৪.৯ হর্সপাওয়ারই দেখা গেছে। আর সেটাও কয়েক সেকেন্ডের জন্য। ১৯২৫ সালের আইওয়া স্টেট ফেয়ারের প্রতিযোগিতার তথ্যও এই পরিসংখ্যানকে সমর্থন করে।

তুলনায়, একটা সাধারণ গাড়ির শক্তি গড়ে ১৮০-২০০ হর্সপাওয়ার। তাই ‘একটি ঘোড়ার শক্তি = এক হর্সপাওয়ার’ আসলে একটা ঐতিহাসিক মার্কেটিং ফর্মুলা যা তখনকার যুগে কার্যকর ছিল। কিন্তু বাস্তবে ঘোড়া তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। (বিজ্ঞান্বেষী)

সূত্র: আইএফএল সায়েন্স

আহা লাদাখ 😍😍
31/07/2025

আহা লাদাখ 😍😍

লাদাখের রাস্তায় আবেগে শুয়ে পড়েছিলাম।

জীবন টা বেদনার।।
31/07/2025

জীবন টা বেদনার।।

আহা লাদাখ ট্যুর।।।
29/07/2025

আহা লাদাখ ট্যুর।।।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasnain Anik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share