বৈদিক গ্রন্থাগার

বৈদিক গ্রন্থাগার ❝ Unstoppable ❞

সত্যের পক্ষে কথা বললে, যেতে হয় কারাগারে!
10/04/2025

সত্যের পক্ষে কথা বললে,
যেতে হয় কারাগারে!

05/04/2025

সবাইকে রাম নবমীর শুভেচ্ছা 🕉️

"न हि ज्ञानेन सदृशं पवित्रम् इह विद्यते।"এই পৃথিবীতে জ্ঞানের চেয়ে পবিত্র আর কিছুই নাই।(৪.৩৮)সেই জ্ঞান যদি নিজ এবং ধর্ম র...
04/04/2025

"न हि ज्ञानेन सदृशं पवित्रम् इह विद्यते।"
এই পৃথিবীতে জ্ঞানের চেয়ে পবিত্র আর কিছুই নাই।(৪.৩৮)
সেই জ্ঞান যদি নিজ এবং ধর্ম রক্ষার্থে হয় তার গুরুত্ব তো সবার আগে।তারই ধারাবাহিকতায় আমাদের বৈদিক গ্রন্থাগার এর কার্যক্রম। নিজ ধর্মীয় জ্ঞান এবং সাধারণ জানাশোনার সবই আছে। যা থেকে আমাদের সনাতন ধর্মালম্বীদের ভিতরে জেগে থাকা বিভিন্ন প্রশ্নোত্তর এবং শাস্ত্রীয় আচার-আচরণ সবকিছুই দেওয়া আছে।
আহ্বান বইটি পৌঁছে গেছে রসুলপুর গীতা নিকেতন স্কুলে।

ও৩ম্ কৃণ্বন্তো বিশ্বমার্যম্

31/03/2025

ইসলাম ধর্ম গ্রহণ না করায় গুলি করে যুবককে হত্যা।
পাকিস্তানে সম্প্রতি ঘটেছে এমন নৃশংস হত্যা।বিস্তারিত কমেন্টে।

17/03/2025

অষ্টাঙ্গ যোগ কী, কত প্রকার ও কী কী?

"অষ্টাঙ্গ যোগ" আট ধাপবিশিষ্ট এক বিশেষ যোগপদ্ধতি। এখানে "অষ্ট" মানে আট এবং "অঙ্গ" মানে অঙ্গ বা ধাপ। এই আটটি ধাপ অনুসরণ করে একজন সাধক ধীরে ধীরে নিজের মন, ইন্দ্রিয়, এবং আত্মাকে নিয়ন্ত্রণ করে পরম সত্য বা আত্মসাক্ষাৎকার (সমাধি) লাভ করেন।
যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি।

১.যম (নৈতিক নিয়ম)__ যম হলো নৈতিক শৃঙ্খলা,এটি এমন কিছু নৈতিক বিধান যা মানুষের জীবন দাঁড়ায় পালন করা উচিত।
৫ টি মূল যম --
১.অহিংসা ২.সত্য ৩.অস্তেয় (যা আপনার নয় তা না নেওয়া।চুরি বা অসৎ উপায়ে অন্যের অধিকার হরণ না করা) ৪. ব্রহ্মচর্য (ইন্দ্রিয় সংযম করা বিশেষ করে কামনা-বাসনা নিয়ন্ত্রণ করা। বৃহত্তর অর্থে এটি মানসিক, শারীরিক ও বাক্যিক পবিত্রতা বজায় রাখা) ৫. অপরিগ্রহ (অপ্রয়োজনীয় ভোগবিলাস,সম্পত্তি আকাঙ্ক্ষা থেকে বিরত থাকা। নিজের চাহিদা সীমিত রাখা এবং লোভ ত্যাগ করা)

২.নিয়ম (ব্যক্তিগত শৃঙ্খলা)__ এটি ব্যক্তিগত আচরণ বা আত্মশুদ্ধির নিয়ম।
নিয়ম ৫ টি : শৌচ,সন্তোষ, তপঃ,স্বাধ্যায় ও ঈশ্বর প্রণিধান।

৩. আসন (শারীরিক স্থিতি) __ যাহাতে অনেকক্ষণ স্থির ভাবে স্বচ্ছন্দে বসিয়া থাকা যায় তাহার নাম আসন।

৪.প্রাণায়াম ( শ্বাস নিয়ন্ত্রণ) __ প্রাণায়ামের তিনটি অঙ্গ। ১.রেচক (বাহিরে শ্বাস ত্যাগ করা) ২.পূরক (শ্বাস গ্রহণ করা) ৩.কুম্ভক (বায়ুকে শরীরের মধ্যে অথবা বাহিরে নিরুদ্ধ করিয়া রাখা)।

৫.প্রত্যাহার (ইন্দ্রিয় সংযম)__ বিষয়ে প্রবৃত্ত ইন্দ্রিয় সমূহের বলপূর্বক প্রত্যাকর্ষণের নাম প্রত্যাহার। (প্রত্যাহারের সাধক ইচ্ছাকৃতভাবে চোখ,নাক, জিভ,ত্বক ইত্যাদি ইন্দ্রিয়ের মাধ্যমে বাইরের জগতের সব আকর্ষণ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে।এতে মন শান্ত হয় এবং সহজে ধ্যানে মনোযোগী হওয়া যায়।

৬.ধারণা (একাগ্রতা) __ হৃদপদ্মে, ভ্রুমধ্য, নাসাগ্রে বা কোন দিব্য মূর্তিতে চিত্ত আবদ্ধ রাখার নাম ধারণা।

৭.ধ্যান__ যে বিষয়ে চিত্তকে ধারণা করা যায় সেই বিষয়ে অবিচ্ছিন্ন তৈলধারার ন্যায় চিত্তের একতান প্রবাহের নাম ধ্যান।
ধ্যানে মনের প্রশান্তি বৃদ্ধি পায়, মানসিক চাপ হ্রাস,আধ্যাত্মিক উন্নতি, একাগ্রতা বৃদ্ধি, দেহ-মন ও আত্মার সংযোগ স্থাপন হয়।

৮.সমাধি (চূড়ান্ত ধ্যান) __ সমাধি হলো ধ্যানের পরিপক্ব অবস্থা। ধ্যানে সাধক কোন বিষয়ে গভীর চিন্তা করেন।তার সমাধিতে সেই চিন্তা, চিন্তাকারী এবং চিন্তার বিষয় সব মিলিয়ে একাকার হয়ে যায়। নিজের সত্তা হারিয়ে ব্রহ্মত্বে বিলীন হওয়া।

চিতা-ভস্ম দিয়ে খেলা হয় হোলি! হ্যাঁ, ঠিকই শুনছেন । ভারতের পবিত্র শহর বারাণসী বা বেনারসে খেলা হয় এই ব্যক্তিক্রমী হোলি উৎসব...
14/03/2025

চিতা-ভস্ম দিয়ে খেলা হয় হোলি! হ্যাঁ, ঠিকই শুনছেন । ভারতের পবিত্র শহর বারাণসী বা বেনারসে খেলা হয় এই ব্যক্তিক্রমী হোলি উৎসব, যার নাম— মাসান হোলি। কাশীর মহান জ্বলন্ত ঘাট বা মনিকার্ণিকা ঘাটে চলে চিতাভস্মের এই হোলি। প্রায় ৩৫০ বছর আগে এখানে প্রচলন হয় এই উৎসবের। কাশির সাধু, সন্ন্যাসীদের এই হোলি উৎসবের পিছনে রয়েছে এক কিংবদন্তী। বিশ্বাস করা হয়—ভগবান শিব দেবী পার্বতীর সঙ্গে বিবাহ শেষে ফাল্গুনী একাদশীর দিন কাশীর এই মনিকার্ণিকা ঘাটে আসেন এবং সেখানে ভূত, আত্মা ও অদৃশ্য শক্তির সঙ্গে মৃতদেহের ছাই নিয়ে হোলি খেলায় মেতে ওঠেন।

আমাদের ব্রজহোলি বা রঙ, আবীর দিয়ে খেলা হোলির সঙ্গে মাসান হোলির মূল পার্থক্য হলো, এই মাসান হোলিতে থাকে না কোনো রং বা আবীর, কিংবা কোনো বস্ত্র। এখানে অংশগ্রহণ করা সাধু-সন্ন্যাসীরা প্রথমেই ভাং, গাজা ও মদিরার একটি বিশেষ ভোগ প্রদান করেন ভগবান শিবের উদ্দেশ্যে। এরপর মনিকার্ণিকা ঘাটে জমায়েত হয়ে বাদ্যযন্ত্রের উৎসবমুখর পরিবেশে চিতা থেকে সংগৃহীত ছাঁই বাতাসে উড়িয়ে দেন। কাছের মানুষকে যারা এই মহাশ্মশানে শেষ বিদায় দিতে আসেন, তারাও এই উৎসবে সামিল হয়ে কিছুক্ষণের জন্য দুঃখ ভুলে যান।

কিন্তু জীবনের মোহ-মায়ার ঊর্ধ্বে পরম সত্য হলো, জীবনের প্রকৃত রং ধূসর বা ছাঁই। জন্মের পূর্বে এবং জন্মের পরে আমরা দেহহীন থাকি। কিন্তু দেহের এই জীবন থেকে মৃত্যুর পরেও আমাদের যে পুনঃপুনঃ জন্মচক্র, সেখান থেকে মুক্তি কিভাবে?! এই পুনর্জন্মের চক্র থেকে মুক্তির আশায়ই মৃতদেহের ছাঁই উড়িয়ে উদযাপিত হয় মাসান হোলি।

কারণ জীবনের শেষ রং চিতাভস্মই।

ফটো কার্টেসি: সুমিত কুমার,
বিশেষ কৃতজ্ঞতা স্বীকার: The Divine Origin

10/03/2025

সনাতন শাস্ত্র মতে নারীর প্রতি নির্যাতন বা ধর্ষণের শাস্তি:-
✍️ "পুরুষাণাং কুলীনানাং নারীণাং.... হরণে বধং অর্হতি"।। - মনুস্মৃতি-৮/৩২৩
অর্থাৎ, নারী অপহরণকারীদের মৃত্যুদণ্ড হবে।

✍️ " পরদারাভিমর্ধেষু প্রবৃত্তান্নৃন্মহীপতিঃ। উদ্বেজনকরৈর্দন্ডৈশ্চিহ্নয়িত্বা প্রবাসয়েৎ"
-মনুস্মৃতি- ৮/৩৫২
অর্থাৎ, যারা নারীদের ধর্ষণ করে বা উত্ত্যক্ত করে বা ব্যভিচারে প্ররোচিত করে, তাদের এমন শাস্তি দিতে হবে যাতে তা অন্যদের মধ্যে ভীতি সঞ্চার করে এবং কেউ তা করতে আর সাহস না পায়।

✍️ "যস্ত্বা ভ্রাতা পতির্ভূত্বা জারো ভূত্বা নিপদ্যতে।
প্রজাং যস্তে জিঘাংসতি তমিতো নাশয়ামসি ॥"
-অথর্ববেদ ২০।৯৬।১৫
অনুবাদঃ হে স্ত্রী ! যে ব্যভিচারী পুরুষ ছলে ভাই কিংবা স্বামী হয়ে ধর্ষণ করে এবং এভাবে তোমার গর্ভস্থ সন্তানকে গর্ভপাতরূপে হত্যা করে তাকে এই জীবনেই আমরা রাজ্যাধিকারীগণ বিনষ্ট করি ।

✍️ "পরদারাভিমর্ষেষু প্রবৃত্তান্ নূন্ মহীপতিঃ। উদ্বেজনকরৈদণ্ডৈশ্চিহ্নয়িত্বা প্রবাসয়েৎ।।"
-মনুস্মৃতি ৮।৩৫২
অনুবাদঃ যে সব লোক পরদারসম্ভোগে প্রবৃত্ত হয় রাজা তাদের নাক-কান-ছেদন প্রভৃতি এমন উদ্বেগজনক দণ্ডের দ্বারা চিহ্নিত ক'রে দেবেন যা দেখে সকলে ভীত হয়; সেই অবস্থায় তাদের দেশ থেকে বহিষ্কৃত ক'রে দেবেন।

"পশুমাংসং দাহয়েৎ পাপং শয়নে তপ্ত আয়সে।
অভ্যাদধ্যুশ্চ কাষ্ঠানি তত্র দহ্যেত পাপকৃৎ।।"
--(মনুস্মৃতি--- ৮।৩৭২,বিশুদ্ধ -৮/২১৭)--
অনুবাদঃ সেই রূপে যে পুরুষ তাহার স্ত্রীকে পরিত্যাগ করিয়া পরস্ত্রী বা বেশ্যাগমন করে বা অন্য স্ত্রীলোককে ধর্ষণ করে, সেই পাপীকে উত্তপ্ত লৌহ পালঙ্কে শায়িত করিয়া বহুলোকের সম্মুখে জীবিত অবস্থায় ভস্মীভূত করিবে।
এছাড়াও যাজ্ঞবল্ক্য সংহিতায় বলা আছে,
অর্থাৎ, যদি কোন পুরুষ কোন নারীকে ধর্ষণ করে তাহলে তার পুরুষাঙ্গ ও অন্ডঃকোষ কর্তন করতে।
-(যাজ্ঞবল্ক্য সংহিতা ১৩/২৮,২৯)
"एष धर्मोऽखिलेनोक्तो वेतनादानकर्मणः ।अत ऊर्ध्वं प्रवक्ष्यामि धर्मं समयभेदिनाम् ।।"8/218
★যে স্ত্রী স্বজাতির অহঙ্কারে
স্বামীকে ত্যাগ করে পরপুরুষের সাথে
ব্যভিচার করে, সেই মহিলাকে বহু
লোকের সামনে কুকুর দষ্ট(কুকুরের
কামড়ের দ্বারা) করে হত্যা করা হবে।
✔ ---(মনুসংহিতা ৮/৩৭১, বিশুদ্ধ -৮/২১৮)
"परदाराभिमर्शेषु प्रवृत्तान्नॄन्महीपतिः ।उद्वेजनकरैर्दण्डैश्छिन्नयित्वा प्रवासयेत् "।।8/352
অর্থাৎ, যারা নারীদের ধর্ষণ করে বা উত্যক্ত করে বা তাদের ব্যাভিচারে প্ররোচিত করে তাদের এমন শাস্তি দিতে হবে যাতে তা অন্যদের মধ্যে ভীতি সঞ্চার করে এবং কেউ তা করতে আর সাহস না পায়।” (মনুসংহিতা ৮/৩৫২)
"पुरुषाणां कुलीनानां नारीणां च विशेषतः ।मुख्यानां चैव रत्नानां हरणे वधं अर्हति "।।8/323
অর্থাৎ, নারী অপহরণকারীদের মৃত্যুদণ্ড হবে।” (মনুসংহিতা ৮/৩২৩)
"कूटशासनकर्तॄंश्च प्रकृतीनां च दूषकान् ।स्त्रीबालब्राह्मणघ्नांश्च हन्याद्द्विट्सेविनस्तथा ।।"9/232
অর্থাৎ, যারা নারী, শিশু ও গুণবান পণ্ডিতদের হত্যা করে, তাদের কঠিনতম শাস্তি দিতে হবে।” (মনুসংহিতা ৯/২৩২)
🌿✍️ নারী সে তো দেবী। আমাদের সমাজে নারীদের সম্মান প্রতিষ্ঠায় বৈদিক শাস্ত্র প্রামাণিক দলিল। ধর্ষণ বর্তমান সময়ের অন্যতম ব্যাধিস্বরুপ। এ সমস্যা উৎপাটন করে সমাজকে কলঙ্কমুক্ত করতে হবে। সনাতন শাস্ত্র সবসময় মানবসমাজের দিশারি স্বরুপ। তাই আসুন বেদ এর দিকে ফিরে আসি৷ আপন করি বৈদিক ধর্ম।

🌿🙏 --------------ওঁ শান্তি শান্তি শান্তি
কৃতজ্ঞতায় : শাস্ত্রপৃষ্ঠা

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বৈদিক গ্রন্থাগার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বৈদিক গ্রন্থাগার:

Share

Category