10/05/2023
গত ৭ তারিখ বাসা থেকে ২ কিলো দূরে বিদাতী পাড়ায় এক মাহফিল আয়োজন করা হলো। বক্তা হিসেবে ছিদ্দিকি সাহেবের দাওয়াত ছিলো।
খবর পেলাম ওনি আসতে পারবে না। মাহফিল কর্তৃপক্ষ এসে আমাকে জানালো, ছিদ্দিকি সাহেব না আসলে বিদাতীদের উপহাসে এলাকায় টেকা মুশকিল হবে।
ছিদ্দিকি সাহেবকে কল দিলাম। প্রোগ্রামে আসছেন না কেন?
ওনি বড় করে নিশ্বাস ফেলে বললেন, ভাই, কষ্টের কথা কাকে বলি- পিরোজপুরে ১০টা মামলা। প্রতি মাসে এগুলোর হাজিরা দিতে দিতে ক্লান্ত। আজ দিনের ২টা পর্যন্ত আমি পিরোজপুরে। তাহলে চট্টগ্রাম গিয়ে কিভাবে প্রোগ্রাম করি!/?
বললাম, আপনারও মামলা? কই কখনোতো শুনিনাই। তাতো প্রচারও করেননা।
ওনি বললেন, আমি সুখ বিতরণ করি। দুঃখ রবের নিকট বলি।
পরে ওনাকে পিরোজপুর থেকে চট্টগ্রাম আসতে বাধ্য করি। ওনি এসে বয়ান করে গেলেন।
এহসান গ্রুপের যে মামলাগুলো ছিদ্দিকির বিরুদ্ধে দেয়া হলো, এটা এক তরফা। কারণ আমি নিজে এহসান গ্রুপের ২টি প্রোগ্রামে উপস্থিত ছিলাম। দেশের টপ পজিশনের সব বক্তাদের তারা দাওয়াত করতো। দারুল উলুম দেউবন্দ, কারাচীসহ দেশের শীর্ষ সব আলিমদের দিয়ে তারা প্রচারণা চালিয়েছে।
আমি আমার নিজ কান দ্বারা শ্রবণ করেছি প্রতিটা বক্তার মুখে এহসান গ্রুপের ফজিলত। বিশেষকরে ২ জন আলোচক, এহসান গ্রুপের সাথে সম্পৃক্ত থাকা ফরজেরমত সৌয়াব এমন তাকীদ দিয়ে বয়ান করতে শুনেছি।
কারো বয়ানের ভিডিও প্রচার করলো না। প্রচার করলো শুধু ছিদ্দিকিরটা।
কারো বিরুদ্ধে মামলা হলো না, ১০টা মামলা করলো মরা ছিদ্দিকির বিরুদ্ধে।
গরুকে যখন জবেহ করা হয়, তখন সে হাত পা নাড়িয়ে তার ব্যথা কষ্ট প্রকাশ করতে জানে। তাই সবার অন্তরে গরুর প্রতি মায়া কাজ করে।
কিন্তু পিপড়া মারা যাবার সময় ব্যথা প্রকাশ করতে জানেনা, তাই তার প্রতি মায়াও কাজ করেনা।
অথচ প্রাণ বিয়োগের ব্যথা পিপড়া আর হাতির একই রকম।
আমাদের কিছু আলেমে দ্বীন মজলুম। তারা তাদের মামলা হা"মলার কথা প্রকাশ করতে জানে। বলতে জানে। তাই তাদের প্রতি মনে ভালোবাসা কাজ করে। সদা দুআ করি।
ছিদ্দিকির বিরুদ্ধেও ১০টা মামলা, এটা নতুন জানলাম। সে কোথাও এটা বলেনা। তথা প্রকাশ করতে জানেনা। তাই সবাই তাকে দালাল বলে।
রবের নিকট আর্জি-
কারাবন্দি সব আলেম,
মামলায় জর্জরিত সব মজলুমদের,
আল্লাহ তাআলা মুক্ত করুন।
© @মাহমুদ_বিন_মাদানি