Life of Asfia

Life of Asfia thanks

❣️আপনারা সবাই কেমন আছেন? একটু ব্যস্ততার জন্য ফেসবুকে একটিভ থাকতে পারিনা। এজন্য দুঃখিত।
22/10/2025

❣️আপনারা সবাই কেমন আছেন?
একটু ব্যস্ততার জন্য ফেসবুকে একটিভ থাকতে পারিনা। এজন্য দুঃখিত।

📌📌জীবন দাতা একজন মানুষের জীবন কি থামানোর জন্য আর একজন মানুষকে রেখেছেন?
21/09/2025

📌📌জীবন দাতা একজন মানুষের জীবন কি থামানোর জন্য আর একজন মানুষকে রেখেছেন?

📌📌যে পুরুষ চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় যে তার কাছে টাকার চেয়ে মূল্যবান আর কিছুই নেই। তাহলে অতি মূল্যবান ভালোবাসা যা ...
03/09/2025

📌📌যে পুরুষ চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় যে তার কাছে টাকার চেয়ে মূল্যবান আর কিছুই নেই। তাহলে অতি মূল্যবান ভালোবাসা যা সৃষ্টিকর্তার তরফ থেকে সেটা ইনভেস্ট না করাটাই ভালো।

02/09/2025

📌📌চকলেট কেক 🥰🥰

শুভ দুপুর
02/09/2025

শুভ দুপুর

🔰🔰 হযরত আবু সুলাইমান রহমাতুল্লাহ বলেন, একদা প্রচন্ড শীতের রাত্রে আমি মসজিদে নামাজ আদায়ের পর দোয়ার জন্য আল্লাহর দরবারে ...
29/08/2025

🔰🔰 হযরত আবু সুলাইমান রহমাতুল্লাহ বলেন, একদা প্রচন্ড শীতের রাত্রে আমি মসজিদে নামাজ আদায়ের পর দোয়ার জন্য আল্লাহর দরবারে হাত উঠালাম, তখন অত্যাধিক শীতের প্রকোপে একখানা হাত প্রকাশ্যে বের করে আপুর হাতখানা কাপড়ের নিচে ঢেকে রেখে মোনাজাত করলাম। সে রাত্রেই নিদ্রাযোগে আমি স্বপ্নে দেখলাম, আল্লাহ তাআলা আমাকে বলেন, হে আবু সুলাইমান! তুমি তোমার যে হাতখানা বের করে মোনাজাত করেছ সে হাতের পাওনাটা দিয়ে দিয়েছি। যদি অপর হাতখানা বের করে রাখতে তাহলে তো আর পাওনা ও পেতে। সুবহানাল্লাহ।
🔰 এই আওয়াজ শুনে তৎক্ষণাৎ আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে, কোন প্রতিবন্ধকতাতে আর কোনদিন এরূপ কার্য করব না।
🔰 তিনি বলেন একতা ঘুমের মধ্যে আমি এক রূপসী হুর কে দেখতে পেলাম। সে আমাকে বলল, ওহে! তুমি কি আরামে দিন কাটাচ্ছ! এদিকে আমি প্রায় ৫০০ বছর যাবত পর্দার আড়ালে সেজেগুজে তোমার বিরহে দিন গুনছি।
🔰 তিনি আরো বলেন যে, আমি আরেকদিন ঘুমের মধ্যে দেখলাম, এক অপূর্ব রূপসীহুর আমার দিকে তাকিয়ে অপরূপ ভঙ্গিতে হাসছে। তার অপূর্ব রূপের কথা বর্ণনা করা দুষ্কর। আমি তাকে জিজ্ঞেস করলাম, ওহে! তোমারে রূপ রাশি কোথা থেকে এলো? সে জবাব দিল, তুমি এক রাত্রে কয়েক ফোটা অশ্রু ঝড়িয়ে ছিলে। সে অশ্রু ঝরানোর ফলেই আমার রূপ এত বৃদ্ধি পেয়েছে। গুনাহগারদের চোখের পানিতে হুরদের চেহারা কুসুমের রঙে রঞ্জিত হয়।
সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করার তৌফিক দিন।

🌹শুভ দুপুর🌹
27/08/2025

🌹শুভ দুপুর🌹

🔰🔰 হযরত আবু সুলাইমান দাঁড়ায়ী রহমাতুল্লাহ আলাইহি বলেন,আল্লাহ আরিফ দেরকে স্বপ্নের মাধ্যমে এমন দরজা দান করেন, অনারীফদের ন...
23/08/2025

🔰🔰 হযরত আবু সুলাইমান দাঁড়ায়ী রহমাতুল্লাহ আলাইহি বলেন,
আল্লাহ আরিফ দেরকে স্বপ্নের মাধ্যমে এমন দরজা দান করেন, অনারীফদের নামাজের মধ্যেও তা লাভ হয় না। আরিফদের বাতি নিচক্ষু যখন সম্মিলিত হয, তখন তাদের জাহিলি চক্ষু বন্ধ হয়ে যায়। অর্থাৎ জাহেরী চোখদারাও তখন তারা শুধু আল্লাহ ব্যতীত অন্য কিছুই দেখতে পায় না।
তিনি বলেন আল্লাহর নৈকট্য তখনই লাভ হয় যখন দিন দুনিয়াকে আল্লাহর হাতে ছেড়ে দেয়া হয়। তিনি বলেন, মারেফাত চুপ থাকার অতি নিকটবর্তী।
যার অন্তর আল্লাহর নূরে আলোকিত তার অন্য কিছুরই প্রয়োজন নেই। যে বাজাতে কষ্ট সহ্য করে তার মুক্তির জন্য উছিলা হয়ে যায়।
তিনি বলেন, ধৈর্য অপেক্ষা উত্তম কোন বস্তুই নেই, তবে ধৈর্যের দুটি প্রকার আছে—
১. যে কাজের প্রতি আকাঙ্ক্ষা নেই তাতে ধৈর্য ধারণ করা।
২. কাজের জন্য মন প্রবল প্রত্যাশী অথচ আল্লাহর বিধান এটা নিষিদ্ধ, এরূপ ক্ষেত্রে ধৈর্য ধরে থাকা।
তিনি বলেন, আল্লাহপাক এরশাদ করেছেন, যে বান্দা আমার নিকট লজ্জা প্রকাশ করে, রোজ কিয়ামতে আমি তার যাবতীয় দোষ ত্রুটি আবৃত করে রাখবো।
তিনি বলেন, যদি তোমার প্রিয় বন্ধু ও বিরক্তিবশত তোমার মতের বিপরীত কোন কথা বলে, তবে তাকে কোনরূপ ভালো মন্দ বলবে না,। কেননা হতে পারে,সে তখন তোমার প্রতি অধিকার তোর কঠিন বাক্য প্রয়োগ করে বসবে।

🥰🥰তন্দুরি চিকেন করলাম সেই সাথে বাটার নান।🥰🥰
21/08/2025

🥰🥰তন্দুরি চিকেন করলাম সেই সাথে বাটার নান।🥰🥰

🥀আসসালামু আলাইকুম 🥀             🥰শুভ সকাল🥰 ভালো কিছু কথা দিয়ে শুরু করি দিনটি।❤️❤️ হযরত আবু সুলাইমান রহমাতুল্লাহি বলেন, ...
21/08/2025

🥀আসসালামু আলাইকুম 🥀
🥰শুভ সকাল🥰
ভালো কিছু কথা দিয়ে শুরু করি দিনটি।

❤️❤️ হযরত আবু সুলাইমান রহমাতুল্লাহি বলেন, খোদা থেকে দূরে নিয়ে যায় এমন সব বস্তুকে যে দূরে ছুড়ে দেয় তাকে জাহেদ বা ত্যাগী লোক বলে। জোহরের নিদর্শন হলো নিকৃষ্ট বস্তুর মোকাবেলায় উৎকৃষ্ট বস্তুর দিকে মনের লালসা না হওয়া।
শুধু মুখে ত্যাগ স্বীকার করা ও স্বর্ণরপেক্ষ অপেক্ষা বহু মূল্যবান।
দুনিয়াবি মহব্বত যে কোন গুণাহর জন্মদাতা।
❤️তিনি বলেন যে, তাসাউফ এর অর্থ হলো, যেকোনো আপদ বিপদকে আল্লাহর মর্জি বলে মনে করে আল্লাহ ব্যাতিত সবকিছুকেই পরিত্যাগ করা।
ক্ষুধা উপবাস ইবাদতের জন্য জরুরি বস্তু।
❤️পার্থিব বিষয়াদি নিয়ে অধিক ভাবনাচিন্তা করা পারলৌকিক বিষয়ের উপর পর্দার ন্যায়।
ধৈর্যে জ্ঞান তো চিন্তা বাড়ে আর জিকিরে আল্লাহর ভয় বাড়ে।
চোখে রোদনের অভ্যাস এবং অন্তরের চিন্তার অভ্যাস কর।
❤️আল্লাহকে চিনতে হলে মন থেকে অন্য সব চিন্তা ঝেড়ে ফেলতে হবে।
যে উপদেশ দাতা খোজে, সে যেন দিবারাত্রি পরিবর্তনের প্রতি নজর করে।
❤️বান্দা যতক্ষণ পর্যন্ত এবাদতে লিপ্ত থাকে, ফেরেশতাগণও ততক্ষণ বেহেশতের বাগিচায় তাদের এক একটি ইবাদতের বিনিময়ে এক একটি বৃক্ষরোপণ করতে থাকে। যখন বান্দা ইবাদত থেকে ফারেগ হয়ে যায় তখন ফেরেশতা গণ অবসর নেয়।
যে এবাদত দ্বারা দুনিয়াতে স্বাদ পাওয়া যায় না, সেই বাজারদের আখেরাতেও প্রতিদান মিলবে না। স্বাদ প্রাপ্তি হলো কবুলিয়তের আলামত লক্ষণ।
❤️জাহেরদিকের শেষ সিড়ি মুতাওয়াক্কেলিনদের প্রথম সিঁড়ি।

🌹 শুভ দুপুর 🌹
20/08/2025

🌹 শুভ দুপুর 🌹

🌹এবারের জন্য চিকেন শর্মা 🌹
19/08/2025

🌹এবারের জন্য চিকেন শর্মা 🌹

Address

Bangladesh Bank Colony Faridabad Dhakah-1204
Dhaka

Telephone

+8801537163021

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life of Asfia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share