Life of Asfia

Life of Asfia thanks

★“আলেম ও যাহেদগণের অ*হমিকা, বাদশাহ ও আমিরগণের অ*হং*কার অপেক্ষা বেশি মা*রাত্মক”★
01/08/2025

★“আলেম ও যাহেদগণের অ*হমিকা, বাদশাহ ও আমিরগণের অ*হং*কার অপেক্ষা বেশি মা*রাত্মক”★

❣️আসসালামু আলাইকুম❣️ “বান্দার নফস প্রবল হলে অন্তর দুর্বল হয়, আর অন্তর সবল হলে নফস দুর্বল হয়ে যায়"।       হযরত বায়েজি...
30/07/2025

❣️আসসালামু আলাইকুম❣️
“বান্দার নফস প্রবল হলে অন্তর দুর্বল হয়, আর অন্তর সবল হলে নফস দুর্বল হয়ে যায়"।
হযরত বায়েজিদ রহ

 #কি  #ভাজি  #বলেন? 🫠🫠😋😋
29/07/2025

#কি #ভাজি #বলেন? 🫠🫠😋😋

🌹🌹খুব সুন্দর একটা ঘটনা, পড়লে অবশ্যই আপনাদের ভালো লাগবে।🌹 একদিন জাফর সাদেক রাহমাতুল্লাহ হযরত বায়েজিদ বোস্তামি রাহমাতুল্...
29/07/2025

🌹🌹খুব সুন্দর একটা ঘটনা, পড়লে অবশ্যই আপনাদের ভালো লাগবে।
🌹 একদিন জাফর সাদেক রাহমাতুল্লাহ হযরত বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে বললেন, বাবা বায়েজীদ! তাকের উপর থেকে অমুক কিতাবখানা নিয়ে আসো।
তিনি বললেন, হুজুর কিতাব খানা কোন তাকের উপর রয়েছে?
তাঁর কথা শুনে হযরত জাফর সাদেক রহমাতুল্লাহ সবিস্ময়ে বললেন, বায়েজিদ! এতদিন ধরে তুমি এ দরবারে থেকেও এখনো জানো না কোন তাকে রেখেছি কিতাবখানা?
🌹 হযরত বায়েজিদ রহমাতুল্লাহ বললেন, হুজুর! আমার এমনকি প্রয়োজন ছিল যে, আপনার সম্মুখে মাথা উঁচু করে আমি এদিকে সেদিকে তাকাবো? আমি তো এই দরবারে কোন কিছু দেখার জন্য আসিনি? তাঁর কথা শুনে জাফর সাদিক রাহমাতুল্লাহ বললেন, বাবা! তোমার এবাদত ও মনের বাসনা আল্লাহ পূরণ করেছেন। তুমি এখন বোস্তামএ ফিরে যেতে পারো।
🌹 স্বীয় পীরের নির্দেশে হযরত ভাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ তাঁর বৃদ্ধা মাতার সাথে সাক্ষাৎ লাভের জন্য বোস্তাম নগরীতে প্রত্যাবর্তন করলেন। যখন তিনি তার মাতার গৃহ দরজায় হাজির হলেন, তিনি শুনলেন তার, দুর্বল মাতা অনুচ্চসরে আল্লাহর দরবারে মোনাজাত করছেন, হে মাবুদ! আমার পুত্রের মঙ্গল কর। অলিদের মন তার প্রতি রাজি রাখো। তাদের দোয়া ফায়েজ নসিব কর। তাকে ধর্ম বলে বলীয়ান কর। হে মাবুদ! তুমি তার নেক আকাঙ্ক্ষা সফল করে দাও।
🌹 মাতার মোনাজাত শ্রবণ করে পুত্র বায়জিদ রহমাতুল্লাহ কেঁদে উঠলেন এবং দরজায় আঘাত করে তাঁকে ডেকে বললেন, আম্মা! আপনার হতভাগা পুত্রটি আপনার কোলে ফিরে এসেছে।
জননী দরজা খুলে কাঁদতে কাঁদতে বললেন, নয়নের মনি আমার! এত দেরি করে এলে? কেঁদে কেঁদে আমি যে প্রায় অন্ধ হয়ে গেছি। আর র্পিষ্ঠ আমার বাঁকা হয়ে গেছে।
📌📌 মজার মজার এরকম সুন্দর ঘটনা পেতে হলে আমার পেজটা ফলো করুন 🙏 🙏।

আসসালামু আলাইকুম “বি*বেকবান মানুষগুলো সব সময় পরাধীন কারণ তারা বিবেকের কাছেই ব*ন্দি।আর বি*বেকহী*ন মানুষগুলো স্বাধীন।"
28/07/2025

আসসালামু আলাইকুম
“বি*বেকবান মানুষগুলো সব সময় পরাধীন কারণ তারা বিবেকের কাছেই ব*ন্দি।আর বি*বেকহী*ন মানুষগুলো স্বাধীন।"

🌹🌹 প্রতিবেশীর হক ঃ🌹 হযরত বায়েজিদ রহমাতুল্লাহ র জনৈক ইয়া*হুদী প্রতিবেশী ছিল অত্যন্ত দরিদ্র। অভাবজনিত কারণে সে অধিকাংশ স...
27/07/2025

🌹🌹 প্রতিবেশীর হক ঃ
🌹 হযরত বায়েজিদ রহমাতুল্লাহ র জনৈক ইয়া*হুদী প্রতিবেশী ছিল অত্যন্ত দরিদ্র। অভাবজনিত কারণে সে অধিকাংশ সময় রুজির অন্বেষণে বিদেশে সফর করত। তার স্ত্রী পুত্র কন্যাদের নিয়ে খাওয়া পড়ায় খুবই কষ্ট ভোগ করত। রাত্রিবেলা তেল অভাবে তার গৃহে প্রায়ই প্রদীপ জ্বলতো না! ওই ইয়া*হুদীর একটি শিশুসন্তান ছিল। অন্ধকার গৃহে সারারাত শিশুটি কেঁদে কাটাতো। হঠাৎ পরিবারের দুরবস্থার কথা হযরত বায়জিদ রহমাতুল্লাহ জানতে পেরে তখন থেকে প্রতি রাতে ওই গৃহে আলো জ্বালাবার ব্যবস্থা করে দিতে লাগলেন।
🌹 কিছুদিন পর ওই গৃহের মালিক দেশে ফিরে এসে তার স্ত্রীর কাছে ঘটনা শুনে হযরত বায়েজিদ রহমাতুল্লাহ এর প্রতি শ্রদ্ধায় অভিভূত হয়ে পড়ল।! সে তার স্ত্রীকে লক্ষ্য করে বলল, দেখো! আমরা কেবল বাহ্যিক অন্ধকারেই নয় অভ্যন্তরীণ অন্ধকারের মধ্যেও দিন যাপন করতেছি। চলো আমরা তাঁর কাছে গিয়ে আমাদের ভিতরের অ*ন্ধকার দূর করে ফেলি। তখন ইয়া*হুদী তার স্ত্রীকে নিয়ে হযরত বায়েজিদ রহমাতুল্লাহ এর কাছে হাজির হয়ে এই আরজ করলো, হে মহাপুরুষ! আপনি আপনাদের ইসলামের আলো জ্বালিয়ে দিয়ে আমাদের মনের কালিমা ও আধার রাশি দূর করে দিন।
🌹 হযরত বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ ইয়া*হুদী দম্পতিকে ইসলাম ধর্মে দীক্ষিত করে তাদের
বাসনা পূরণ করলেন। সুবহানাল্লাহ।

📌📌 সুন্দর সুন্দর ঘটনা পড়তে চাইলে আমার পেজটি ফলো করে পাশে থাকবেন।🙏🙏🙏

27/07/2025
💝হজরত নুমান ইবনে বাশির (রা) থেকে বর্ণিত, তিনি বলেন রাসুল (সাঃ) কে বলতে শুনেছি, নিশ্চয় মানব দেহে এক টুকরা মাংশপিনন্ড আছে,...
26/07/2025

💝হজরত নুমান ইবনে বাশির (রা) থেকে বর্ণিত, তিনি বলেন রাসুল (সাঃ) কে বলতে শুনেছি, নিশ্চয় মানব দেহে এক টুকরা মাংশপিনন্ড আছে, যা পবিত্র হলে সমস্হ দেহ পবিত্র হয়ে যায়। যখন ঐ মাংসপিন্ড অপবিত্র হলে সমস্হ দেহ অপবিত্র হয়ে যায়। তোমরা শুনে রাখ ইহা হল কল্বব।

২.🌿মেসকাত শরিফ, ১৯৯পৃঃ মেরকাত ৫ম খন্ড ১৬৫ পৃ তাফছিরে রুহুল বয়ান, ৬ষ্ঠ খন্ড, ৫৪ পৃ, তাফছিরে মাজাহারী, ৪ থ,খন্ড ৩৪৭ পৃ , ইমাম বায়হাক্বী, শুয়াইবুল ঈমান, ১ম খন্ড, ৩৪০

🌹🌹অবাক করার মত ঘটনা। দেখুন তো আপনি আপনাকে কিভাবে পরিবর্তন করতে পারেন!📌📌 হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা বর্...
25/07/2025

🌹🌹অবাক করার মত ঘটনা। দেখুন তো আপনি আপনাকে কিভাবে পরিবর্তন করতে পারেন!
📌📌 হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা বর্ণনা করলে শেষ হবেনা, তারপরেও অব্যক্ত ঘটনা থেকে আজ আরেকটি ঘটনা তুলে ধরছি আপনাদের সামনে, আপনাদের ভালো লাগবে সেই বিশ্বাসে।
🌹 একদা বহু পরিজন বিশিষ্ট এক গৃহকর্তা খাদ্যের সংস্থানে ব্যর্থ হয়ে অত্যন্ত বিম*র্ষ বদনে গৃহে ফিরছিলেন। পথিমধ্যে হঠাৎ হযরত ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা। তাঁকে দেখে লোকটি বললেন, আপনাকে দেখে আমার খুবই ঈর্ষা হয়। তার কারণ কি জানেন? আপনার সংসার বলতে কিছু নেই। তাই সংসারের কোন চিন্তা ভাবনাও করতে হয় না। শুধু এক ভাবের উপর আছেন।, বেশ নিশ্চিন্ত নির্ভাবনার লোক।
পক্ষান্তরে, আমি যে কি দুর্ভাবনা নিয়ে দিন কাটাচ্ছি তা সাংসারিক ব্যক্তি হলে বুঝতে পারতেন। হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি কে লোকটির কথা শুনে বললেন, ভাই! আমি সারা জীবন যেটুকু নেট করেছি সব তুমি গ্রহণ করো এবং তোমার আজকের চিন্তা টুকু আমাকে দিয়ে দাও।
📌📌একদা খলিফা মুতাসিম বিল্লাহ হযরত ইব্রাহীম আদহাম রহমাতুল্লাহ কে জিজ্ঞেস করলেন ,আপনি অপরের জন্য কি করছেন আর নিজের জন্যই বা কি করছেন?
তিনি জবাব দিলেন, দুনিয়ার ভোগবিলাস কামিদের অনুকূলে আমি সেসব পরিত্যাগ করেছি, পরকালকামিদের দিকে চেয়ে আমি তা থেকে ফিরে গেছি, আমি শুধু দিদারে এলাহীর কামনাই তাঁর জিকিরে মগ্ন থাকা অবলম্বন করেছি।

🌹🌹ঘটনা গুলো ভালো লাগলে আমার পেজটি ফলো করে পাশেই থাকবেন। ধন্যবাদ।🙏🙏
#সত্য
#পথিক



📌📌অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে যিনি আমার ভিডিওটি ভালোবেসে উপহারটি পাঠিয়েছেন।👇👇👇👇👇👇👇👇👇
25/07/2025

📌📌অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে যিনি আমার ভিডিওটি ভালোবেসে উপহারটি পাঠিয়েছেন।
👇👇👇👇👇👇👇👇👇

আসসালামু আলাইকুম “যদি অন্যকে দোষারোপ না করে দুঃখ প্রকাশ করতে পারো, তবে সেটাই প্রকৃত ক্ষমা।”
25/07/2025

আসসালামু আলাইকুম
“যদি অন্যকে দোষারোপ না করে দুঃখ প্রকাশ করতে পারো, তবে সেটাই প্রকৃত ক্ষমা।”

সুন্দর একটি ঘটনাঃ♥️♥️শীতকালের কোন এক দিন হযরত উৎবা রহমাতুল্লাহ আলাইহে কে দেখা গেল, তিনি একটি মাত্র জামা পরিহিত অবস্থায় ...
24/07/2025

সুন্দর একটি ঘটনাঃ
♥️♥️শীতকালের কোন এক দিন হযরত উৎবা রহমাতুল্লাহ আলাইহে কে দেখা গেল, তিনি একটি মাত্র জামা পরিহিত অবস্থায় প্রতিবেশীর গৃহ দেয়াল এর কাছে অত্যন্ত উদ্বিগ্ন এবং বিমর্ষ বদনে দাঁড়িয়ে আছেন। শীতের মধ্যেও তার জামাতি ঘর্মসিক্ত হয়ে গিয়েছে। কেহ তাকে জিজ্ঞেস করল, আপনার এ অবস্থা কেন?
♥️♥️ তিনি উত্তরে বললেন, কিছুদিন আগে কয়েকটি লোক আমার গৃহে আতিথ্য গ্রহণ করেছিল। খাওয়া দাওয়ার পরে তারা হাতে তেল ও চর্বি ছারাবার উদ্দেশ্যে আমার প্রতিবেশীর অনুমতি ছাড়া তার এ দেয়াল থেকে কিছু মাটি নিয়ে তাতে হাতমর্দন করে পানি দিয়ে তা পরিষ্কার করেছিল। তিনি মার্জনা করেছেন কিন্তু তবুও এই দেয়ালের কাছ থেকে যাতায়াতকালের দেয়ালের সেই স্থানটির দিকে তাকালে আমার মনে উদয় হয় সেই অন্যায় জড়িত কাষ্ঠীর জন্য রোজ কিয়ামতে আল্লাহ আমাকে যদি প্রশ্ন করে বসেন যে, তোমার মেহমানেরাই এ কাজ করেছে, এ দায়িত্ব তোমার, তখন আমি এর জবাব কি দেব, এই ভয়ে আমার অবস্থায় এরুপ হয়ে যায়।

📌📌 তাহলে বুঝুন অপরের হকের ব্যাপারে গুরুত্ব কতটা? আর আমরা কিছু মনেই করি না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক।

Address

Bangladesh Bank Colony Faridabad Dhakah-1204
Dhaka

Telephone

+8801537163021

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life of Asfia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share