Copycat's Artistry

Copycat's Artistry "বসে থেকে সময় নষ্ট না করে, কাউকে অনুকরণ করে যদি ভালো কিছু শেখা যায় তাহলে অনুকরণ করাই ভালো।" 🙃

অংশগ্রহণ করার দারুন সুযোগ। 😍
11/08/2025

অংশগ্রহণ করার দারুন সুযোগ। 😍

ধৈর্য্য সহকারে পুরোটা পড়বেন আশা রাখছি।

🎨 "The Artisan's Atelier Contest 1"

💰 প্রাইজ মানি: কমপক্ষে ১০,০০০৳!
**থিম:** Art Lover or Art Creator — Everyone is Welcome!

শিল্প ভালোবাসেন, কিন্তু নিজে আঁকতে পারেন না?
তবুও আপনি আমাদের কনটেস্টে অংশ নিতে পারবেন।

✅ **অংশগ্রহণের নিয়ম:**

1️⃣ Follow দিন আমাদের দুটি পেইজে:
🔸 The Artisan's Atelier
🔸 রংবাড়ি -RongBaari

2️⃣ এই পোস্টটি **পাবলিক করে শেয়ার করুন**, যাতে আপনার বন্ধুরাও অংশ নিতে পারে।

3️⃣ এই পোস্টের কমেন্টে আর্টপ্রেমী বন্ধুকে মেনশন করুন। (১০ বা তার বেশি হলে ভালো হয়)

4️⃣ উপরোক্ত তিনটি ধাপ শেষ করে, Artisan's Atelier গ্রুপে জয়েন হয়ে একটি পোস্ট দিন — নিচের যেকোনো একটি অপশনে অংশগ্রহণ করুন।

🔷 **Option A – Art Creator**
▪️ নিজের আঁকা ১টি ছবি পোস্ট করুন। অবশ্যই আপনার সিগনেচার থাকতে হবে। সিগনেচার যেনো বোঝা যায়।
▪️ ইচ্ছেমতো সুন্দর করে ক্যাপশন দিন
▪️ শেষে দিন এই হ্যাশট্যাগ:
** **

🔷 **Option B – Art Lover**
▪️ আপনার প্রিয় যেকোনো আর্টিস্টের ১টি আঁকা ছবি পোস্ট করুন।
▪️ তাঁর নাম/আইডি/পেইজ পোস্টে উল্লেখ করুন
▪️ সুন্দর করে লিখুন কেন ছবিটি আপনার প্রিয়
▪️ শেষে দিন এই দুটি হ্যাশট্যাগ:



(আমি আপনাদের সুবিধার্থে কয়েকজন আর্টিস্টের সাথে কথা বলে অনুমতি নিয়ে রেখেছি। তারা তাদের আঁকা ছবি এই প্রতিযোগীতায় ব্যবহারের অনুমতি দিয়েছেন। এই কয়জন আর্টিস্টের মধ্য থেকে যিনি আপনার প্রিয়, যার আর্ট আপনার পছন্দ সেই আর্ট পোস্ট করবেন। যার আর্ট পোস্ট করবেন অবশ্যই তার নাম ১০০/% উল্লেখ করবেন।
যাঁরা অনুমতি দিয়েছেন। তাঁরা হলেন-
১। paint_your_dreams66
২। Mahimart
৩। Nury's Craft
৪। Fahi's art

🔥 আর যদি আপনি অন্য আর্টিস্টের আঁকা ছবি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি নিজ দায়িত্বে তার কাছ থেকে পারমিশন নিবেন। আপনাকে যে অনুমতি দিয়েছে তার প্রমাণ স্বরূপ পারমিশন নেওয়ার স্ক্রীনশর্ট আমাদের ইনবক্সে দিবেন। অনুমতি ব্যতীত কারো আর্ট ব্যবহার করা নিষেধ। )

🔥যেকোনো একটা অপশনে অংশ নিতে পারবেন। Option A or Option B

---

🏆 **পুরস্কার (মোট ১১ জন বিজয়ী):**

🥇 **Judge’s Choice (Option A Only)**

▪️ ১ম: ২০০০৳
▪️ ২য়: ১৫০০৳
▪️ ৩য়: ১০০০৳
মোট: ৪৫০০৳

🎯 শুধুমাত্র Option A অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিচারকদের রায়ে নির্ধারিত হবে।

---

🥈 **People’s Choice (Option B Only)**

▪️ ১ম: ২০০০৳
▪️ ২য়: ১০০০৳
▪️ ৩য়: ৫০০৳
মোট: ৩৫০০৳

🎯 Option B পোস্টে সর্বোচ্চ লাইক ও কমেন্টের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ হবে।
তাই পোস্টটি শেয়ার করে সাপোর্ট বাড়ান!
**লাইক, কমেন্টকারীকে অবশ্যই গ্রুপের সদস্য হতে হবে। তাই গ্রুপে মেম্বার ইনভাইট দিন।**
প্রতিযোগিতা চলাকালীন গ্রুপ প্রাইভেট থাকবে — যেন কেউ বট আইডি ব্যবহার করে লাইক বা কমেন্ট বাড়াতে না পারে।
** লাইক ও কমেন্টকারীর আইডি/পেইজ কমপক্ষে তিন মাসের পুরোনো হতে হবে।**

---
🥉 **Lucky Draw**

(Option A বা B থেকে যারা বিজয়ী হতে পারবেন না, তাঁদের নিয়ে লাকি ড্র অনুষ্ঠিত হবে)

▪️ ৫ জন বিজয়ী
▪️ প্রত্যেকে পাবেন ৫০০৳
**মোট: ২৫০০৳**

🎯 Judge’s বা People’s Choice-এ বিজয়ী না হলেও, লাকি ড্র-এ জেতার সুযোগ রইলো!

---

🎁 **Surprise Reward!**
যারা কনটেস্টে অংশগ্রহণ করবেন এবং এই ক’দিন গ্রুপে একটিভ থাকবেন,
তাঁদের মধ্যে থেকে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী আগ্রহী হলে ৩০ জন পাবেন **একটি ফ্রি হ্যান্ডপেইন্টিং ওয়ার্কশপ (কাপড়ে পেইন্টিং শেখানো হবে)** 🎨

---

📅 **কনটেস্ট সময়সীমা:**
🗓️ ৫ আগস্ট রাত ১০টা – ২০ আগস্ট (রাত ১১:৫৯ পর্যন্ত)

🟨 বিজয়ীর নাম ঘোষণা: ২২ আগস্ট, সন্ধ্যা ৭:৩০
🟩 প্রাইজমানি প্রদান: ২৩ আগস্ট, দুপুর ১২টার মধ্যে বিকাশে

⚠️ বিজয়ী হওয়ার পর ২২ তারিখ রাতেই The Artisan's Atelier পেইজে ইনবক্সে বিকাশ নম্বর পাঠাতে হবে
২৩ তারিখ সকাল ১১টার পর পাঠানো নম্বর গ্রহণযোগ্য হবে না।

---

⚠️ গুরুত্বপূর্ণ তথ্য:

🔸 কমপক্ষে ৫০ জন অংশগ্রহণকারী না হলে কনটেস্ট বাতিল করা হতে পারে
🔸 সব নিয়ম ঠিকভাবে না মানলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে
🔸 বিকাশে সেন্ড মানি খরচ ছাড়া প্রদান করা হবে। অর্থাৎ ২০০০/- বলেছি এটাই দেওয়া হবে। বেশি বা কম নয়। আর প্রাইজমানি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যার যা পছন্দ অনুযায়ী কিনে নিবে। আর্ট ম্যাটারিয়ালস বা যার যা দরকার কিনে নেবে।
🔸 কতৃপক্ষ কনটেস্টের স্বচ্ছতা বজায় রাখতে যেকোনো সিদ্ধান্ত নিতে পারবে এবং প্রয়োজনে কনটেস্ট স্থগিত করতে পারবে।

---

✍️ **তাহলে আর দেরি কেন?
Art ভালোবাসেন? নিজের মতো করে তা প্রকাশ করুন!
আজই অংশ নিন — হয়তো পরবর্তী বিজয়ী আপনি!** 🎉

🔖 *এই কনটেস্ট Meta বা Facebook-এর দ্বারা স্পন্সর, অনুমোদিত বা
পরিচালিত নয়। এটি The Artisan's Atelier-এর নিজস্ব উদ্যোগ।*

Address

Dhaka

Telephone

+8801540113984

Website

Alerts

Be the first to know and let us send you an email when Copycat's Artistry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Copycat's Artistry:

Share