My Tour BD

My Tour BD Promote,Business: [email protected]
YouTube: https://youtube.com/mytourbd
Website: http://mytourbd.com
(1)

22/07/2025

আজ (২২ জুলাই) সারাদেশে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সকল পরিক্ষা স্থগিত করা হয়েছে।
নোটিশ কমেন্টে 👇

"ঘাটের দিনগুলো"পূর্ব বেলাতেই সূর্য তার আলো ছড়িয়ে দিয়েছে নদীর শান্ত জলে। কুয়াশা কেটে গিয়ে এখন চারপাশ ঝকঝকে পরিষ্কার। এই ন...
20/07/2025

"ঘাটের দিনগুলো"

পূর্ব বেলাতেই সূর্য তার আলো ছড়িয়ে দিয়েছে নদীর শান্ত জলে। কুয়াশা কেটে গিয়ে এখন চারপাশ ঝকঝকে পরিষ্কার। এই নদীই যেন তাদের জীবনের কেন্দ্রবিন্দু।

ঘাটে আজও প্রতিদিনের মতো চেনা মানুষগুলো এসেছে—রফিক চাচা তার পুরোনো কাঠের নৌকাটা বেঁধে রেখেছেন সেতুর পাশে। তার নীল রঙের নৌকাটি, সময়ের আঁচে রং কিছুটা মলিন, কিন্তু এখনও মজবুত। সেতুর উপর রাখা সাইকেলটি রাহেলের—সে ঘাটে আসে প্রতিদিন সকালে কিছু সময় নিরিবিলিতে কাটাতে। সাইকেল পাশে রেখে সে বসে থাকে ঘাটের ধারে, চোখ মেলে তাকিয়ে থাকে জলে, যেন নদীর ঢেউয়ের মাঝে তার উত্তর খুঁজে পায়।

হঠাৎই ঝপ করে এক তরুণ নদীতে নেমে পড়ে—সে মিলন, গ্রামের ছেলেদের মাঝে সবচেয়ে হাসিখুশি। নদীতে স্নান করতেই যেন তার সব দুঃখ ধুয়ে যায়।

সেতুর অন্যপ্রান্তে বসে থাকা রফিক চাচা ধীরে ধীরে পানের খিলি চিবোতে চিবোতে বলেন,
"এই নদীটা শুধু পানি নয়, এইটা আমাদের সময়, আমাদের শৈশব, আমাদের ভালোবাসা।"

রাহেল হাসে।
"চাচা, নদীটা যেন ঘড়ির কাঁটার মতো। সব কিছু বদলায়, কিন্তু এই ঘাট আর নৌকা ঠিক আগের মতোই আছে।"

জীবনের ব্যস্ততার মাঝে এই ঘাট, এই নৌকা, আর এই সেতুই যেন এক টুকরো শান্তির ঠিকানা। যেখানে মানুষ আসে নিজেকে খুঁজতে, ফিরে যেতে চায় নিজের ভেতরের শিশুটির কাছে।
#নদীরঘাট #গ্রামেরজীবন #বাংলারপ্রকৃতি #নৌকারগল্প #ড্রোনছবি #গ্রামবাংলা

#ঘাটেরদিনগুলো #ছবিরগল্প

15/07/2025

Chawtoli forest🌳Sreemangal

15/07/2025

ফেনীর স্টেশন রোড

🌊 প্রকৃতির রূপ ও রুদ্ররূপ—এক ফ্রেমে ধরা 🌿এটি ফেনীর একটি ছোট খালের দৃশ্য। চারদিকে সবুজ গাছগাছালিতে ঘেরা নিরিবিলি এক প্রান...
12/07/2025

🌊 প্রকৃতির রূপ ও রুদ্ররূপ—এক ফ্রেমে ধরা 🌿

এটি ফেনীর একটি ছোট খালের দৃশ্য। চারদিকে সবুজ গাছগাছালিতে ঘেরা নিরিবিলি এক প্রান্ত, যেখানে খালের বুক চিরে শান্তভাবে বয়ে যাচ্ছে পানির স্রোত। মাছ ধরার দৃশ্যটিও চোখে পড়ার মতো—একজন জেলে হাতে জাকি জাল ফেলে অপেক্ষা করছেন প্রকৃতির কাছ থেকে তার ন্যায্য প্রাপ্তির আশায়।

কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে একটি কঠিন বাস্তবতা—বন্যা। টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পানির কারণে খাল-নদীগুলোর পানি দ্রুত বাড়ছে। অনেক নিচু এলাকা ইতোমধ্যেই পানিতে প্লাবিত হচ্ছে। মানুষের ঘরবাড়ি, ফসলের ক্ষেত, গবাদি পশু সব কিছুই এখন হুমকির মুখে। স্বস্তির বেপার হচ্ছে পানি দ্রুত স্লুইস গেট দিয়ে সমুদ্রে চলে যাচ্ছে। কিন্তু আবার বৃষ্টি হলে বন্যার আশঙ্কা আছে।

এখানে দাঁড়িয়ে একসঙ্গে দেখা যাচ্ছে প্রকৃতির দুই চেহারা—
☘️ একদিকে তার অপরূপ সৌন্দর্য,
🌊 অন্যদিকে তার প্রলয়ংকর শক্তি।

📸 প্রকৃতির এই চিত্র হৃদয়ে দাগ কেটে যায়—শুধু চোখের নয়, মন থেকেও।

#ফেনী #বন্যা২০২৫ #জাকি_জাল #প্রকৃতিররূপ #বাংলারখাল #গ্রামীণজীবন

Big shout out to my newest top fans! 💎 Ahmed Al-AminDrop a comment to welcome them to our community,
12/07/2025

Big shout out to my newest top fans! 💎 Ahmed Al-Amin

Drop a comment to welcome them to our community,

11/07/2025
11/07/2025

জোয়ারের পর ভাটা শুরু

11/07/2025

ফেনীর মুহুরী স্লুইস গেট থেকে সরাসরি, ১১ জুলাই ২০২৫

29/06/2025

Celebrating my 6th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

একটি বিশেষ আপডেট!আমাদের কাছে অনেকগুলা গিফট স্টকে আছে আমাদের ফ্যান দের দেয়ার জন্য। আমরা সেই গিফট গুলা আমাদের ফ্যানদের জন...
23/06/2025

একটি বিশেষ আপডেট!

আমাদের কাছে অনেকগুলা গিফট স্টকে আছে আমাদের ফ্যান দের দেয়ার জন্য। আমরা সেই গিফট গুলা আমাদের ফ্যানদের জন্য উপহার হিসেবে বিতরণ করব। আশা করি এই ছোট্ট প্রয়াসটি আপনাদের ভালো লাগবে এবং উপভোগ করবেন।

আপনি কি এখনও আমাদের টপ ফ্যান নন?

এখনই টপ ফ্যান হয়ে যান!
টপ ফ্যান হতে কোনো জটিল কাজ করতে হবে না—শুধু আমাদের পোস্টে লাইক, কমেন্ট বা শেয়ার করে নিয়মিত যুক্ত থাকলেই আপনি স্বয়ংক্রিয়ভাবে টপ ফ্যান হয়ে যাবেন। টপ ফ্যানদের জন্য My Tour BD সবসময়ই রেখে দেয় বিশেষ সুবিধা ও সারপ্রাইজ গিফট!

আরেকটি সারপ্রাইজ!
আমাদের YouTube চ্যানেলের লিংক কমেন্টে দেওয়া থাকবে। শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার স্ক্রিনশট আমাদের ইনবক্সে পাঠান। ইনবক্সে অবশ্যই লিখবেন—
✔️ আপনার নাম
✔️ ফোন নম্বর
✔️ কুরিয়ার ঠিকানা

আমরা দশজন সৌভাগ্যবানকে পাঠাবো দারুণ এক সারপ্রাইজ গিফট!
আর নিচের ছবিতে যারা আছেন তারা আমাদের এই মাসের টপ ফ্যান, আপনারা আপনাদের কুরিয়ার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠান। আমরা গিফট পাঠিয়ে দিবো।

আপনাদের সাড়া ও ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার পথ। পাশে থাকুন, ভালো থাকুন। 💛

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when My Tour BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to My Tour BD:

Share

Category