26/02/2024
#কেনো_ফ্রিল্যান্সিং_করবেন?
আপনি যদি মনে করেন আমি এমন একটি পেশা চাই যেখানে আমাকে সকাল ৮ থেকে রাত ৮ টা পর্যন্ত কোথাও না গিয়ে একটি ঘরে আবদ্ধ হয়ে কাজ করা যায় তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং।এই কাজের জন্য কোথাও যেতে হয়না, কোন অফিস লাগে না, নিজের ঘরে বসেই করা যায়।
আপনি কি পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছেন।চাকরি খোঁজার পরও কোন চাকরি মিলছে না🙎 তাহলে আপনার জন্যেই ফ্রিল্যান্সিং।
আমি বলছি না ফ্রিল্যান্সিং করলে চাকরির প্রয়োজন নেই চাকরির অবস্থান সম্পূর্ণ ভিন্ন অর্থ।তবে পুরোপুরি সমাজে বেকার হ্যাস-ট্যাগ না পেতে চাইলে ফ্রিল্যান্সিং শেখা উচিত।
চাকুরীর পাওয়ার গ্যারান্টি না থাকলেও এই কাজে একবার সফল হয়ে গেলে আজীবন আয় করা যায়।
এই সেক্টরে কারও অধিনস্ত হয়ে কাজ করতে হয় না ।যখন ইচ্ছা কাজ করা কিংবা না করার সুযোগ, তাই এটাতে নিজের স্বাধীনতার উপর চলা যায়।
প্রথম আলোর একটি প্রতিবেদনে দেখতে পাই পৃথীবিতে মানুষ দ্বারা যে সমস্ত কাজ সম্পন্ন হয়। সে সকল কাজের চাহিদা দিন দিন কমছে। আর প্রযুক্তি নির্ভর কাজের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তার মধ্যে অন্যতম পেশাটি হলো ফ্রিল্যান্সিং। তার চাহিদা দিন দিন বেড়েই চলেছে। মানুষ ঘড়ে বসেই দেশ বিদেশের সকল কাজ নির্দিষ্ট অর্থের বিনিময়ে করে দিতে পারছে।
ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা,আপনি চাইলে উইকেন্ডে Cox's বাজারে বসে থেকেও আপনার ফ্রিল্যান্সিং এর কাজ টি করতে পারবেন।কোন চাকরি করছেন চাকরির পাশাপাশি এই কাজ টি করতে পারছেন।
পড়াশোনা করছেন পড়াশোনার পাশাপাশি এই কাজটি চালিয়ে যেতে পারছেন নিজের হাত খরচের জন্য বাবা মার কাছে হাত পাততে হচ্ছে না।
আপনি কি একজন গৃহিণী আপনার অনেক পড়াশুনা জানা থাকা সত্ত্বেও পরিবারকে সময় দিয়ে অন্য কোন কাজ করতে পারছেন না। তাহলে আপনার জন্য আশীর্বাদ হতে পারে ফ্রিল্যান্সিং।আপনি আপনার পরিবারকে সম্পুর্ন সময় দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন।
মে সমস্ত প্রবাশি ভাইয়েরা আছেন নিজের কর্ম ঘন্টা শেষ হওয়ার পর অতিরিক্ত কাজের আশায় ঘুরছেন বা বাহিরে কোন কাজ পাচ্ছেন না আপনাদের জন্য ফ্রিল্যান্সিং একটি সর্বোত্তম মাধ্যম হতে পারে।
শুধুমাএ একটি সাধারণ লেপটপ বা স্মার্ট ফোন এবং internet হলেই এটি সম্ভব।
এতক্ষণ তো ফ্রিল্যান্সিং নিয়ে আলোচনা করলাম।এখন আসুন আপনাকে ফ্রিল্যান্সিং করার জন্য কি কি করতে হবে।
ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে যা করতে হবে শুধুমাত্র দক্ষতা অর্জন।ফ্রিল্যান্সিং এর যেকোন একটি নির্দিষ্ট বিষয়ের উপর নিজেকে দক্ষ করার মাধ্যমে একজন ফ্রিল্যান্সার হিসেবে কেরিয়ার গড়া সম্ভব। যেমনঃ ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন,ডাটা এন্ট্রি ইত্যাদি আরও অনেক স্কিল রয়েছে ফ্রিল্যান্সিং জগতে জানার ও শেষ নেই স্কিলের ও শেষ নেই।তবে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সহজ এবং ট্রেন্ডএবল হচ্ছে ডিজিটাল মার্কেটিং।
Digital Marketing কি? অল্প কথায় Digital Marketing হল ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করে ইন্টারনেট দুনিয়ায় পণ্য, প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচারনা বা বিজ্ঞাপন দেয়া।বিশেষ করে সোশ্যাল মিডিয়াগুলোতে বিজ্ঞাপন দেয়ার হার বর্তমানে সবচেয়ে বেশি।
এছাড়া ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ার টি মার্কেট প্লেস থেকে শুরু হয়।তাহলে মার্কেট প্লেস কি?
মার্কেট প্লেস হচ্ছে এক কথায় ফ্রিল্যান্সারদের বাজার। এখানে দুই প্রকৃতির ব্যক্তি অবস্থান করে।১.সেলার
২.বায়ার
আমরা যে বিষয়টি নিয়ে দক্ষতা অর্জন করেছি, সেই দক্ষতা টি আমরা সেলার হিসেবে সেল করবো বায়ারদের কাছে।অর্থ্যাৎ আমরা আমাদের দক্ষতা কে কাজে লাগিয়ে বায়ারের কাজ করে দেওয়ার মাধ্যমে সেই কাজের বিনিময়ে আমরা বায়ারের কাছ থেকে পেমেন্ট নিশ্চিত করবো।
মজার বিষয় হচ্ছে আমরা স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি যে সময় টা ফেসবুক, ইউটিউব এ নষ্ট করছি সেই সময় টি কাজে লাগিয়ে ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে গড়ে তুলে একটি স্মার্ট ইনকাম নিশ্চিত করা সম্ভব।
*** শেষ কথাঃ ফেইসবুক এ সারাদিন পরে না থেকে ফ্রিল্যান্সিং করুন। নিজে সমৃদ্ধ হোন, পরিবার ও দেশকে সমৃদ্ধ হতে সাহায্য করুন। ফ্রিল্যান্সিং ই পারে বেকারত্বের মতো অভিশাপ দূর করতে।