Keno Islam

Keno Islam Islam encompasses a comprehensive system of moral, social, and legal principles known as Sharia

26/02/2025

পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত

24/02/2025

রাসুল (সা.) বলেন, “সত্যবাদী হও, কারণ সত্য নৈতিকতা বৃদ্ধি করে।” (বুখারি)

24/02/2025

ঈমান ও তাকওয়া সংক্রান্ত হাদিস
রাসুল (সা.) বলেন, “তোমাদের মধ্যে সর্বোত্তম হলো সে, যার চরিত্র সর্বোত্তম।” (বুখারি)

রমজান মাসের আমল
20/02/2025

রমজান মাসের আমল

20/02/2025

রমজান মাসের বিশেষ দোয়া

হজরত সালমান (রা.) বলেন, একবার নবী করিম (স.) শাবান মাসের শেষদিন ভাষণ দেন। সেই ভাষণে তিনি বলেন, ‘তোমরা রমজান মাসে ৪টি কাজ খুব বেশি করে করবে। দুটি কাজ দ্বারা তোমাদের প্রভুকে সন্তুষ্ট করতে পারবে। আর দুটি কাজ না করে তোমাদের রক্ষা নেই। যে দুটি কাজ দ্বারা তোমরা প্রভুকে সন্তুষ্ট করতে পারবে তা হলো- তোমরা আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিতে থাকবে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবে। যে দুটি কাজ না করে তোমাদের রক্ষা নেই তা হলো- তোমরা জান্নাত প্রার্থনা করবে এবং জাহান্নাম থেকে মুক্তি কামনা করবে।’ (সহিহ ইবনে খুজাইমা: ১৮৮৭)

উপরোক্ত হাদিসের ভিত্তিতে ৪টি দোয়া হলো—

১) أشهد أن لا إله إلا الله ‘আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ’ অর্থ: আমি স্বাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই।

২) أستغفر الله ‘আস্তাগফিরুল্লাহ’ অর্থ: আমি আল্লাহর কাছে মাফ চাই।

৩) أسألك الجنة ‘আসআলুকাল জান্নাহ’ অর্থ: আমি আল্লাহর কাছে জান্নাত চাই।

৪) أعوذ بك من النار ‘আউজু বিকা মিনান নার’ অর্থ: আমি তোমার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাই।

বি.দ্র: এই দোয়ার বাক্যগুলো মিলিয়ে একত্রেও পড়া যাবে, আবার ইচ্ছে করলে আলাদা আলাদাও পড়া যাবে।

19/02/2025

রমজান মাসের আমল :
রমজান মাসে সিয়াম পালন ফরজ। সকল আমলের আগে গুরুত্বপূর্ণ সিয়াম পালন করা। মহান আল্লাহ তাআলা বলেন- ‘সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি মাসটিতে উপস্থিত হবে, সে যেন তাতে সিয়াম পালন করে।’ [সুরা আল-বাকারাহ : ১৮৫]
সিয়াম পালনের ফযিলত সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, যে ব্যক্তি ইমানের সঙ্গে একনিষ্ঠভাবে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য রমজানে সিয়াম পালন করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। [সহিহ বুখারি : ২০১৪]

রমজান মাসে বেশি বেশি পড়বেন
19/02/2025

রমজান মাসে বেশি বেশি পড়বেন

08/01/2025

Address

Mohammadpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Keno Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share