Tablig News24

Tablig News24 দাওয়াত ও তাবলীগ বিষয়ে উম্মাতে মুসল?

17/07/2025

নিজের জীবনের দিকটা পরিবর্তন করি, দুনিয়ামুখি জীবনকে আখেরাতেমুখি করি।

হযরত মাওলানা ইবাদুল্লাহ সাহেব রাইবেন্ড (দাঃবাঃ)

06/07/2025

মাওলানা সাদ সাহেব শিকাগো ইজতেমায় আবারো আ-ম বাইআত নেন, সেটাও আবার হযরতজী মাওলানা ইলিয়াস সাহেব (রহঃ) এর সিলসিলায়, অথচ তিনি কোনভাবেই এই সিলসিলায় ইজাযত প্রাপ্ত নন, এটা এক ধরনের বড় খেয়ানত।

মাওলানা যুবায়রুল হাসান সাহেব রহ. এর ইনতিকালের পর মাওলানা সাদ সাহেব কোনো ধরনের পরামর্শ না করেই নিযামুদ্দিনে আম বাইআত শুরু করে দেন।

বিস্ময়ের বিষয় হলো, তিনি লোকদেরকে হযরতজি মাওলানা ইলয়াস সাহেব রহ. এর হাতে বাইআত করাতেন; অথচ তিনি নিজে হযরতজি রহ. এর ইযাজত পাননি।

এরচেয়েও বড় বিস্ময়ের বিষয় হলো, ১৯৯৫ সালের মাশওয়ারার সময় মাওলানা সাদ সাহেবই বাইআতের বিরুদ্ধে সবচেয়ে বেশি বিরোধিতা করেছিলেন। (সম্ভবত এর কারণ হলো, ওই সময় হযরত মাওলানা যুবায়রুল হাসান সাহেব রহ. জীবিত ছিলেন, যিনি হযরতজি মাওলানা ইনআমুল হাসান সাহেব রহ. ও শায়খুল হাদিস হযরত মাওলানা যাকারিয়া সাহেব রহ.- দু'জনের কাছ থেকেই ইজাযত লাভ করেছিলেন।

তখন যদি বাইআত শুরু হতো তাহলে সাধারণ মানুষের সিংহভাগ তাঁরই শরণাপন্ন হতো।) মজার বিষয় হলো, মাওলানা যুবায়রুল হাসান সাহেব রহ.-এর ইনতিকাল পর্যন্ত মাওলানা সাদ সাহেব বাইআতকে নিষ্প্রয়োজনীয় কাজ বলতেন।
--- আকাবির উলামা ও মুরব্বীদের দিকনির্দেশনা।

"ফাতেহ এমারিকা" "আমেরিকা বিজয়ী"😄কথিত আমীর সাহেব, মাওলানা সাদ সাহেব কাল শিকাগো গিয়েছেন, তাহার অন্ধ ভক্তবৃন্দরা সামাজিক যো...
01/07/2025

"ফাতেহ এমারিকা" "আমেরিকা বিজয়ী"😄

কথিত আমীর সাহেব, মাওলানা সাদ সাহেব কাল শিকাগো গিয়েছেন, তাহার অন্ধ ভক্তবৃন্দরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন "ফাতেহ এমারিক"" আমেরিক বিজয়ী" না মানে অনেক হাসি আসলো দেখে, ভাবলাম আপনারাও একটু দেখেন😊

আবার আরেকজন ভক্তবৃন্দ লিখেছেন, স্বঘোষিত আমীর সাহেব যখন মধ্যপ্রাচ্যে ভ্রমণকরেছেন সেই দিনেই নাকি শান্তির সূচনা হয়🤣

মানে একটা তো সীমা থাকে তাইনা, সাদপন্থি বা সাদিয়ানীদের কোন সীমানাই নাই।

08/02/2025
26/01/2025

প্রস্তুত বিশ্ব ইজতেমার ময়দান,🥰
তুরাগ তীর লাখো মুসল্লির জমায়েতের অপেক্ষায়।🥰

এবারের টঙ্গী বিশ্ব ইজতেমা ২ পর্বে,
১ম পর্ব,
৩১৷ জানুয়ারি ১,২ ফেব্রুয়ারী ২০২৫
২য় পর্ব,
৩,৪,৫ ফেব্রুয়ারী ২০২৫

07/01/2025

জনাব ওয়াসিফুল ইসলাম ও তার ছেলে উসামা ইসলামের তবলীগের নামে বিভিন্ন শাইখদের কাজ থেকে মিথ‍্যা বলে চাদা উঠিয়ে টাকা মেরে খাওয়ার প্রকাশ‍্য প্রমাণ এই শাইখ আইমান।

যিনি নিজে সাদপন্থিদের শীর্ষ নেতা ওয়াসিফ ভাইকে লাখ লাখ টাকা চাদা দিয়েছেন, কখনো হাসপাতালের নামে, কখনো কাকরাইলের নামে।

ভারতের দিল্লীর মাওলানা সাদ সাহেবের অনুসারীদের বাংলাদেশি সন্ত্রাসী সাদপন্থিদের শীর্ষ নেতা বাপ ছেলে অর্থাৎ জনাব ওয়াসিফুল ইসলাম ও তার ছেলে উসামা ইসলামের তবলীগের নামে বিভিন্ন শাইখদের কাছ থেকে টাক চাদা নিয়ে মেরে খাওয়ার বাস্তব প্রমান এই শাইখ আইমান

08/12/2024

এইবার মাওলানা সাদ সাহেবের ছেলেও বাবার ন‍্যায়
নবীজি ﷺ এর গোস্ত রুটির ওলিমা নিয়ে আপত্তিকর সেই বক্তব্য দিলেন।

এই কিছু দিন পূর্বে ভারতের ভোপালে হওয়া মাওলানা সাদ সাহেবের ফ‍্যামিলি (পারিবারিক) ইজতেমায় তার ছেলে ইউসুফ তার বয়ানে এই বক্তব্য দেয়,

সে তার বাবার ন‍্যায় ইসরাফ অতিরিক্ত খরচ থেকে বেচে থাকা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে উদাহরণ দেয়
নবীজি ﷺ এর হযরত যয়নাব (রাদিঃ) এর বিয়ের ওলিমায় গোস্ত রুটির আয়োজনে।

ছেলে ইউসুফ পরিষ্কার তাহার এই বক্তব্য বুঝিয়েছে যে নবীজি ﷺ গোস্ত রুটির ওলিমা করেছেন বিধায় নবীজি ﷺ কে সেই ওলিমাতে কষ্ট হয়েছে ( নাউযুবিল্লাহ )।

24/11/2024

সাদিয়ানীদের শীর্ষ ব‍্যক্তিদের একজন হলেন জনাব জিয়া বিন কাশেম সাহেব, আপনারা উনার মুখের ভাষা একটু খেয়াল করুন, মনে হচ্ছে যেন সন্ত্রাসীলীগের কোন বড় ক‍্যাডার কথা বলতেছে, তাহার বেয়াদবি, হুমকি-ধমকি, গালিগালাজ...

উনি কি জঘন্য ভাষায় উলামায়ে কেরামের জামাত বিশেষ করে হযরত আকদাস হযরত মুফতী আব্দুল মালেক সাহেব হুযুর (খতিব বাইতুল মোকাররম মসজিদ) (দাঃবাঃ) এর ব‍্যাপারে কটাক্ষ ও চরম পর্যায়ের বেয়াদবি করেছেন,

সাদপন্থিরা প্রত‍্যেক বারই আহলে হক্কের জবান বন্ধ করতে চেয়েছে জোর জুলুমকে হক্কের মুখ চেপে ধরে, এটাই তাহাদের (সাদপন্থি ফেরকার) জন্ম থেকে স্বভাব।

ওয়াসিফুল ইসলামের সহযোগী সাভারের মাওলানা জিয়া বিন কাশিম, সাভারের একজন আলেমকে তিনি কল করে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছেন, আর সেই সাথে মাওলানা আব্দুল মালেক সাহেবকে (দা.বা.) নিয়ে কটাক্ষ করছেন।

কথোপকথনের এক পর্যায়ে মাওলানা জিয়া সেই আলেমকে অশালীন ভাষায় গালমন্দ করেন।

তাবলীগকে ব্যবহার করে নিজের অসৎ আধিপত্য বিস্তারে ওয়াসিফুল ইসলাম তার যেসব সহযোগীদেরকে ব্যবহার করছেন, জনাব জিয়া বিন কাশেম সাহেব তাদের একজন।

বর্তমানে কথিত 'এতাআতি' (ওয়াসিফ মতাদর্শী) সাথীদের মুরুব্বী এই জিয়া বিন কাশেম সাহেব। 'এতাআতি' সাথীদের ইজতেমার মজলিসে নিয়মিত বয়ানকরনেওয়ালা তিনি।

মাওলানা জিয়ার মত এই লোকদেরকে ব্যবহার করে ওয়াসিফুল ইসলাম তাবলীগের ময়দানে কায়েম করেছেন এক সন্ত্রাসবাদী রাজত্ব।

'এতাআতি' সাথীরা যদি একবার ভেবে দেখতো যে, তারা প্রকৃতপক্ষে কাদের এতাআতে আছে!

বি:দ‍্য- জনাব জিয়া বিন কাশেম সাহেবের সাথে সাভারের সেই মাওলানা সাহেবের এই কল রেকর্ডিং বছর চারেক পূর্বের, তখন তাহারা ফ‍‍্যাসিস্ট সরকারের সাহায্যে আহলে ইলম ও তবলীগের সাথিদের অনেক বেশি চাপের মধ্যে রাখতো।

20/11/2024

দাওয়াতের তবলীগের মোবারক মেহনত এটা মাদারিসে ইসলামিয়ার থেকেই এসেছে,এই সব (দ্বীনের মেহনত) হচ্ছে দ্বীনি মাদারিসের সন্তানাদি

আর এই সব দ্বীনি মেহনত ও ফিকরের বুনিয়াদ ও মূল হলো দ্বীনি মাদারিস।

মুতাকাল্লিমে ইসলাম হযরত মাওলানা ইলিয়াস গুম্মান সাহেব (দাঃবাঃ) বাংলাদেশের সিলেটে একটি বয়ানের মধ্যে উল্লেখ করন...

17/11/2024

ইনশাআল্লাহ ২০২৫ সালের বিশ্ব ইজতেমা ৩১ জানু-২য় ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে আকাবিরীন উলামা ও আহলে শূরা হযরতদের তত্ত্বাবধানে।

16/11/2024

"আমীর হওয়ার লোভ তাকে (মাওলানা সাদ সাহেবকে) এমন চেপে বসেছে যে তাকে উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বের করে দিয়েছে"

হযরত মাওলানা উমায়ের কোব্বানী সাহেব নকশবন্দি (দাঃবাঃ) এর বক্তব্য

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Tablig News24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tablig News24:

Share

Tablig News24 - দাওয়াত ও তাবলীগ বিষয়ক সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ

Tablig News24 - দাওয়াত ও তাবলীগ বিষয়ক সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা করাই এই গ্রুপের মুখ্য উদ্দেশ্য। দাওয়াত ও তাবলীগ বিষয়ে উম্মাতে মুসলিমার এই ফিৎনার জামানায় সঠিক দ্বীনি রাহবারি প্রাপ্তি আমাদের প্রত্যাশা।