BD Abdullah

BD Abdullah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BD Abdullah, Digital creator, Dhaka.
(9)

29/06/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

প্রিয় উস্তাদ ও তালিবুল ইলম ভাইয়েরা,

আজকে আমরা যে উদ্যোগটি নিয়েছি, তা শুধুমাত্র চাকরির জন্য নয়, বরং একটি আমানত ও খেদমত।

🔰 মাদরাসা শিক্ষক চাকরি ও নিয়োগ গ্রুপ

এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে নূরানী, নাজেরা, হিফজ, কিতাব বিভাগের শিক্ষকেরা সহজেই চাকরির খবর পাবে, আর মাদরাসা কর্তৃপক্ষও সহজেই তাদের জন্য উপযুক্ত শিক্ষক খুঁজে পাবেন ইনশাআল্লাহ।

https://facebook.com/groups/1927364098017330/

জুমার দিন ইসলাম ধর্মে একটি বিশেষ মর্যাদাপূর্ণ দিন। এই দিনকে "সপ্তাহের সেরা দিন" বলা হয়েছে এবং রাসুলুল্লাহ (সা.) এ দিনটি...
09/05/2025

জুমার দিন ইসলাম ধর্মে একটি বিশেষ মর্যাদাপূর্ণ দিন। এই দিনকে "সপ্তাহের সেরা দিন" বলা হয়েছে এবং রাসুলুল্লাহ (সা.) এ দিনটিকে অত্যন্ত গুরুত্ব দিতেন। জুমার দিনে কিছু গুরুত্বপূর্ণ আমল ও সুন্নাহ রয়েছে, যেগুলো পালন করলে মুসলমানদের জন্য বিরাট সওয়াবের ব্যবস্থা রয়েছে। নিচে জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল ও সুন্নাহসমূহ তুলে ধরা হলো:

১. গোসল করা (সুন্নাহ গোসল):

রাসুল (সা.) বলেছেন:
“যে ব্যক্তি জুমার দিন গোসল করে, ভালোভাবে পবিত্রতা অর্জন করে, এরপর মসজিদে যায় এবং ইমামের খুতবা শেষ না হওয়া পর্যন্ত চুপ থাকে—তার পূর্ববর্তী জুমা হতে এ জুমা পর্যন্ত ও অতিরিক্ত তিন দিনের গুনাহ মাফ করে দেওয়া হয়।”
(সহীহ মুসলিম, হাদীস: ৮৫৭)

২. সুন্দর পোশাক পরিধান ও সুগন্ধি ব্যবহার:

রাসুল (সা.) জুমার দিন সুন্দর ও পরিষ্কার পোশাক পরিধান করতে এবং সুগন্ধি ব্যবহার করতে উৎসাহিত করেছেন।

৩. তাড়াতাড়ি মসজিদে যাওয়া:

জুমার নামাজের জন্য যত তাড়াতাড়ি মসজিদে যাওয়া যায়, ততই উত্তম। সাহাবিদের মাঝে এই আমল খুব প্রচলিত ছিল।

৪. সূরা কাহফ পড়া:

রাসুল (সা.) বলেছেন:
“যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ পড়ে, তার জন্য দুই জুমার মধ্যকার সময় আলোকিত হয়ে যায়।”
(আল-হাকিম)

৫. দরূদ শরীফ পড়া:

জুমার দিনে বেশি বেশি দরূদ শরীফ পড়া সুন্নাহ। রাসুল (সা.) বলেন:
“তোমরা জুমার দিনে আমার ওপর অধিক পরিমাণে দরূদ পড়ো, কারণ তোমাদের দরূদ আমার নিকট পেশ করা হয়।”
(আবু দাউদ)

৬. খুতবা মনোযোগ সহকারে শোনা:

ইমামের খুতবা দেয়ার সময় চুপ থাকা এবং মনোযোগ দিয়ে শোনা ফরজের অন্তর্ভুক্ত।

৭. দোয়া করা (বিশেষ করে আসরের পর মাগরিবের পূর্বে):

জুমার দিন একটি বিশেষ সময় রয়েছে, যখন বান্দা আল্লাহর কাছে যা চায়, আল্লাহ তা কবুল করেন। অনেক আলেম বলেন, এই মুহূর্তটি আসরের পর থেকে মাগরিবের আগের সময়।

     #বাংলা
07/05/2025



#বাংলা

06/05/2025



হত্যা করে সত্যকে দাবায় রাখা যায় না।শহীদদের রক্তই আলোর পথ দেখায়।৫ মে গণহত্যা — আমরা নই নিঃশব্দ! #৫মে_কালরাত্রি   #হেফাজতে...
05/05/2025

হত্যা করে সত্যকে দাবায় রাখা যায় না।
শহীদদের রক্তই আলোর পথ দেখায়।
৫ মে গণহত্যা — আমরা নই নিঃশব্দ!
#৫মে_কালরাত্রি
#হেফাজতের_শহীদ
#আমরা_ভুলিনি


সমাজে এঙ্গেজমেন্ট বা বাগদানের প্রচলন আছে। আমার কথা হলো, বিয়ের আগে কনেকে আংটি পরিয়ে রেখে দিতে হবে কেন?বিয়ের কথাবার্তা ...
05/05/2025

সমাজে এঙ্গেজমেন্ট বা বাগদানের প্রচলন আছে। আমার কথা হলো, বিয়ের আগে কনেকে আংটি পরিয়ে রেখে দিতে হবে কেন?

বিয়ের কথাবার্তা ফাইনাল হলে আকদ হয়ে গেলেই তো হয়। ওয়ালিমা বা অনুষ্ঠান না হয় পরে করা যাবে। এভাবে দীর্ঘ সময় আংটি পরিয়ে রাখাতে কয়েকটা গুরুতর সমস্যা হয় :

১। হবু বর-কনের মাঝে দিনের পর দিন রসালো ফোনালাপ চলতে থাকে। যেটা স্পষ্টতই হারাম।

২. ছেলে বিভিন্ন সময় মেয়ের বাড়িতে যায় দেখা করতে। মেয়ের সাথে কথা বলতে। এটাও তো নাজায়িয।

৩। অনেকসময় প্রতিবেশীরা বদনাম রটিয়ে বিয়ে ভেঙ্গে দেয়। শয়তানের কুমন্ত্রণা ও মানুষের বদনজরের কারণেও ভেঙে যেতে পারে বিয়ে। শুভ কাজে তো দেরি করা উচিত নয়।

৪। হবু বর হয়তো কনের ছবি দেখে দেখে সময় কাটায়। তার মনে সর্বক্ষণ একজন বেগানা নারীর কল্পনা-জল্পনা চলতে থাকে।

~আবুল হাসানাত কাসিম হাফি.

  #আলোরপথে #ইমানেরজাগরণ  #দ্বীনেরপথে  #হিদায়াতেরপথ  #কুরআনেরআলো  #ইসলামিকউক্তি    #তরুণদেরদ্বীন@সেরা ফ্যান
04/05/2025


#আলোরপথে
#ইমানেরজাগরণ

#দ্বীনেরপথে

#হিদায়াতেরপথ

#কুরআনেরআলো

#ইসলামিকউক্তি



#তরুণদেরদ্বীন
@সেরা ফ্যান

24/04/2025

আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই?

31/12/2024

২০২৪ সাল চলে যাচ্ছে। ২০২৫ সাল চলে আসতেছে এতে খুশি হওয়ার কিছু নেই। আমার হায়াতের কিছু অংশ চলে গেছে কিছুই করতে পারিনি।

12/12/2024

২৮ শত ফলোয়ারস আছে সবাই সাড়া দেয় না কেন। আপনারা কি নাই।

11/12/2024

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ সকাল সবাইকে

Address

Dhaka
1229

Telephone

+8801940612602

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD Abdullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD Abdullah:

Share