05/03/2024
মুরগীর রান স্বামীর প্লেটে তুলে দিয়ে শাশুড়ী বললো " মুরগীর রান ছেলেকে না দিয়ে আমায় দিছো কেন?ওর রান খুব পছন্দের "
আমি হতভম্ব হয়ে তাকালাম স্বামীর দিকে।স্বামী ইতস্তত হয়ে মাকে বললো
" মা,আমি কি এখনো ছোট আছি? একটা হলেই হলো "
মা হেসে বললো " সে কি আমি বুঝিনা? ছোট থেকেই মুরগীর রান ছাড়া তুই কোনো মাংসই নিতিস না।বুঝলে বৌমা,ছেলেটা আমার রান ভিষণ পছন্দ করে "
খাওয়া শেষে ঘুমাতে গিয়ে স্বামীকে জিগ্যেস করলাম " তুমি রান পছন্দ করো! তাহলে এতোদিন কেন বলতে রান তোমার পছন্দ না? "
স্বামী ভ্যাবাচ্যাকা খেয়ে বললো " আরেহ বাদ দাও না "
" না দিবো না।আগে বলো কেন এমন বলেছিলে?আমি রান পছন্দ করি সেজন্য? "
স্বামী প্রতিত্তোরে শুধু হাসলো।সঙ্গে সঙ্গে আমার কান্না পেয়ে গেলো।আমি রান পছন্দ করি জন্য লোকটা সবসময় রান আমার প্লেটে তুলে দিতো আর বলতো রান ওনার পছন্দ না।
কি আশ্চর্য্য! এতো ছোটখাটো বিষয় গুলোতেও লোকটার দায়িত্ববোধ এতো প্রখর?
জড়িয়ে ধরে বললাম " কেন এতো যত্ন করো? "
" ভালোবাসি যে "
" ভালোবাসলে সেক্রিফাইজ করতে হয় বুঝি?আগে বাবা একই কাজ করতো,নিজে না খেয়ে আমায় দিতো।আমার জন্য কেনো তোমরা সবাই সেক্রিফাইজ করো?"
" এটাকে সেক্রিফাইজ বলে না "
" তাহলে কি বলে? "
" তুমি এখনো ছোট।বড় হও,বুঝবা "
" বিয়ের ১৬ বছর হয়ে গেলো।এখনো আমি ছোট আছি? "
" আমার কাছে তুমি সেই ছোট্ট মেয়েটিই রয়ে গেছো।তাই তো এতো যত্ন করি "
" আর তুমি আমার কাছে এখনো সেই রহস্যময় পুরুষ, যাকে বুঝতে গেলে এ জীবন কম পড়ে যাবে "
গল্প. Copy post