Copy post

Copy post Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Copy post, Digital creator, Barguna, Dhaka.

মুরগীর রান স্বামীর প্লেটে তুলে দিয়ে শাশুড়ী বললো " মুরগীর রান ছেলেকে না দিয়ে আমায় দিছো কেন?ওর রান খুব পছন্দের "আমি হতভম্ব...
05/03/2024

মুরগীর রান স্বামীর প্লেটে তুলে দিয়ে শাশুড়ী বললো " মুরগীর রান ছেলেকে না দিয়ে আমায় দিছো কেন?ওর রান খুব পছন্দের "

আমি হতভম্ব হয়ে তাকালাম স্বামীর দিকে।স্বামী ইতস্তত হয়ে মাকে বললো

" মা,আমি কি এখনো ছোট আছি? একটা হলেই হলো "

মা হেসে বললো " সে কি আমি বুঝিনা? ছোট থেকেই মুরগীর রান ছাড়া তুই কোনো মাংসই নিতিস না।বুঝলে বৌমা,ছেলেটা আমার রান ভিষণ পছন্দ করে "

খাওয়া শেষে ঘুমাতে গিয়ে স্বামীকে জিগ্যেস করলাম " তুমি রান পছন্দ করো! তাহলে এতোদিন কেন বলতে রান তোমার পছন্দ না? "

স্বামী ভ্যাবাচ্যাকা খেয়ে বললো " আরেহ বাদ দাও না "

" না দিবো না।আগে বলো কেন এমন বলেছিলে?আমি রান পছন্দ করি সেজন্য? "

স্বামী প্রতিত্তোরে শুধু হাসলো।সঙ্গে সঙ্গে আমার কান্না পেয়ে গেলো।আমি রান পছন্দ করি জন্য লোকটা সবসময় রান আমার প্লেটে তুলে দিতো আর বলতো রান ওনার পছন্দ না।

কি আশ্চর্য্য! এতো ছোটখাটো বিষয় গুলোতেও লোকটার দায়িত্ববোধ এতো প্রখর?

জড়িয়ে ধরে বললাম " কেন এতো যত্ন করো? "

" ভালোবাসি যে "

" ভালোবাসলে সেক্রিফাইজ করতে হয় বুঝি?আগে বাবা একই কাজ করতো,নিজে না খেয়ে আমায় দিতো।আমার জন্য কেনো তোমরা সবাই সেক্রিফাইজ করো?"

" এটাকে সেক্রিফাইজ বলে না "

" তাহলে কি বলে? "

" তুমি এখনো ছোট।বড় হও,বুঝবা "

" বিয়ের ১৬ বছর হয়ে গেলো।এখনো আমি ছোট আছি? "

" আমার কাছে তুমি সেই ছোট্ট মেয়েটিই রয়ে গেছো।তাই তো এতো যত্ন করি "

" আর তুমি আমার কাছে এখনো সেই রহস্যময় পুরুষ, যাকে বুঝতে গেলে এ জীবন কম পড়ে যাবে "

গল্প. Copy post

আজকে আমার স্টুডেন্ট ১২ আর ৭ যোগ অংক করার সময় দেখি পায়ের আঙ্গুল সহ গুনতেছে। তারপর আমি বলি আঙ্গুল গুনো কেন? দাগ দিয়ে করো। ...
24/02/2024

আজকে আমার স্টুডেন্ট ১২ আর ৭ যোগ অংক করার সময় দেখি পায়ের আঙ্গুল সহ গুনতেছে।
তারপর আমি বলি আঙ্গুল গুনো কেন?
দাগ দিয়ে করো। স্টুডেন্ট বলে আমার এইটা সহজ লাগে। তারপর আমি চালাকি করে ২৫ আর ২৭ যোগ করতে দিলাম। ওমা দেখি টেবিলের নিচে গিয়ে আমার পায়ের আঙ্গুলসহ গোনা ধরছে! 🙂

.সেদিন দেখি জামাই যেন কার সাথে ম্যাসেজিং করছে। ম্যাসেজ করা পযর্ন্ত ঠিক ছিল কিন্তু সে ম্যাসেজের পাশাপাশি মিটমিট করে হাসছে...
24/02/2024

.সেদিন দেখি জামাই যেন কার সাথে ম্যাসেজিং করছে। ম্যাসেজ করা পযর্ন্ত ঠিক ছিল কিন্তু সে ম্যাসেজের পাশাপাশি মিটমিট করে হাসছে।বিষয়টা খুবই সন্দেহজনক।উঁকি দিয়ে দেখার চেষ্টা করলাম কিন্তু পারলাম না।তারপর আস্তে আস্তে পাশে গিয়ে বসলাম।পাশে গিয়ে দেখি সে একটা মেয়ের সাথে চাটিং করছে।আমাকে দেখে বলতে লাগলো-
বুঝলে সাদিয়া হাসবেন্ড -ওয়াইফ ওর মধ্যে সম্পর্ক থাকবে বন্ধুত্ব সুলভ।কখনও কোন কিছু গোপন থাকবে না।এই ধরো আমি কটা প্রেম করলাম কার সাথে ডেটে গেলাম। কাকে কি ম্যাসেজ করলাম সবকিছুই তোমার সাথে শেয়ার করব আর তুমি শুনে খুব মজা পাবে।
ওহ আচ্ছা।এই গুলো বুজি মজা পাওয়ার মতো কাজ।
হ্যাঁ। অবশ্যই। দেখো আমরা তো স্বামি-স্ত্রী।চাইলেই কি আর সহজে আলাদা হতে পারব বলো।কলেজে যেমন বন্ধু-বান্ধবি সম্পর্ক।কোন কিছু গোপন থাকে না।আমাদের সম্পর্কটা ঠিক তেমন হবে বুজেছো।
মনে মনে বললাম হুম খুব ভালো করে বুঝেছি।মজা আমিও দেখাতে পারি। শুধু অপেহ্মা করো।
আরে তুমি এখনো মন খারাপ করে আছো।কাছে আসো একটা জিনিস দেখাই।আমরাতো এখন বন্ধু।
তুমি সিওর আমরা এখন বন্ধু।
তা আবার বলতে।সম্পর্ক ভালো রাখতে হলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত।
হুম।
এই দেখো এই মেয়েটা কয়দিন যাবৎ মেসেজ করছে।ভারি মিষ্টি মেয়েটা।কত সুন্দর ম্যাসেজ করে।
হুম তাইতো দেখছি।
তুমি আবার কষ্ট পেলে নাকি।আরে আমরাতো এখন বন্ধু।কলেজে থাকাকালিন একটা মেয়েকে দেখে ক্রাশ খেয়েছিলাম।মেয়েট
াকে পটানোর জন্য সারাদিন মেয়েটার বাসার সামনে দাঁড়িয়ে ছিলাম।পরে মেয়েটা তার পোশা কুকুর দিয়ে তাড়া করে বাড়ি থেকে বেড় করেছিল।বলেই জামাইয়ের কি হাসি।যেন সে কথাটা বলে খুব মজা পেয়েছে।আমিও তার সাথে তাল মেলানোর জন্য একটু হাসলাম।দেখি আরো কিছু বের হয় নাকি।
বুজলে সাদিয়া বন্ধু ছাড়া জীবনের কোন অর্থই নেই।
আমি আর কিছু বললাম না চুপ করে সব দেখছি।কত মেয়েকে লাভ লেটার লিখেছে কত মেয়ের হাতে থাপ্পর খেয়েছে সবকিছুই বলতে লাগলো।
বলা পযর্ন্ত বিষয়টা ঠিক ছিল এখন দেখি সে নতুন নতুন অনেক গুলো মেয়ের সাথে প্রেম করছে।আর প্রেম করার গল্পগুলোও আমাকে বেশ আগ্রহ নিয়ে বলছে।আমি যেন কিছু বলতে না পারি তাই কথায় কথায় আমরাতো এখন বন্ধু বানীটা শোনাচ্ছে।এতক্ষন সব সহ্য করেছি আর পারছি না।এবার মজা দেখাতেই হবে।রাতে খাবার টেবিলে ডাকতে লাগলাম-
ওই মেহেদি খেতে আয়-
দেখি জামাই আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে।
আরে তুই এভাবে তাকিয়ে আছিস কেন আমরাতো এখন বন্ধু।নে ভাত খা।একটু ক

শুধুমাত্র খাওয়ার লোভে ফ্রেন্ডের ডেটিং- এ বসে ওদের নাটক সহ্য করি🙂
23/02/2024

শুধুমাত্র খাওয়ার লোভে ফ্রেন্ডের ডেটিং- এ বসে ওদের নাটক সহ্য করি🙂

ঠিক আছে না প্রিয়
23/02/2024

ঠিক আছে না প্রিয়

Dream!, 💔🙂
23/02/2024

Dream!, 💔🙂

23/02/2024

আমার পাশে এক মেয়ে বসে পরীক্ষা দিছিল! পরীক্ষা শেষে প্রতিদিনই বলতো সব উত্তর দিয়েছি। আমাকে জিজ্ঞেস করলে মান সম্মানের খাতিরে বলতাম আমিও সব উত্তর দিয়েছি।

শেষ পরীক্ষায় মেয়েটা বলল, গোল্ডেন না থাকলেও অন্তত ১০০% A+ থাকবেই। আমি কম কিসে! আমি বললাম, আমার গোল্ডেন থাকার কথা।

রেজাল্টের কয়েকদিন পরে মেয়েটার সাথে দেখা।

আমি: কি খবর? কেমন আছেন? রেজাল্ট কি?

সে: ভাল আছি; A+ আসছে। আপনার কি খবর?

আমি: আপনার মতই (বাস্তবে আমি ফেল) কোথায় ভর্তি হবেন?

সে: আশাতো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনার?
আমি: ইনশাআল্লাহ, বুয়েট অথবা বুটেক্স।

সে: ওকে! ভাল থাকেন।
আমি: ওকে।

দুঃখের কপাল!

পরের বছর আমি আবার পরীক্ষা দিতে গিয়ে দেখি সেই মেয়েটা আমার আগে এসে বসে আছে, পরীক্ষা দেওয়ার জন্য। 🙂

23/02/2024

এক বিয়েতে গেছিলাম, আমার সামনের চেয়ারে একটা সুন্দরী মেয়ে বসা ছিল, খাওয়ার মাঝে মেয়েটি বলে উঠলো 'ব্রো ফ্লাওটা দিন তো' 🙄

আমি টেবিলের উপর নিচ কোথাও খুঁজে পেলাম না৷ মনে হয় নতুন আইটেম এটা৷

পরে আবারো বললো 'প্লিজ ব্রো ফ্লাওর বোউউলটা দিন না আজব!'

এখন একটু লজ্জা পেলাম৷ নিজেকে ক্ষ্যা*ত মনে হচ্ছে৷ পরে না বুঝে মাংসের বাটি দিতেই বলে উঠলো 'আউচ!! এটা না ফ্লাও'

এরপর আমি ধু*র্বাল! বলে খাওয়া শুরু করলাম৷ মনে মনে ভাবতে লাগলাম মেয়েটা মনে হয় বড়লোক সে এখন আমাকে 'ডিসগাসিটং ইডিয়ট' বলতেছে৷ 🙁

খাওয়া দাওয়া শেষ করে বাড়ি আসে গুগল করে দেখি ফ্লাও মানে পোলাও! 😨🙂

21/02/2024

- সকালে ইচ্ছে করেই ঘুম থেকে দেড়ি করে উঠেছি🥱
নাহলে ফুল ভেবে কখন কে শহিদ মিনারে নিয়ে চলে যেতো ঠিক নাই😌

21/02/2024

-ট্রেনে চরে ঢাকায় যাচ্ছিলামস , মাঝ রাস্তায় কিছু হিজড়া ট্রেনে উঠেই বলতেছে টাকা দাও।

-আমি বললাম আমার কাছে কোন টাকা নেই।

-টাকা না থাকলে ট্রেনে উঠলে কেমন করে।

-আমার বাবা আমাকে ট‍্রেনে উঠাই দিয়ে আবার চলে গিয়েছে।

-ওহ। ( কথাটি বলেই ২টা হাত তালি দিল)

-মনে ভাবলাম যাক খুশি হয়েছে' ওনাকে আরো খুশি করার জন্যে আমিও আরো ২টা হাত তালি দিলাম"

-এর পরে সবাই আমাকে এতোটা ভালোবাসা দিছে' সেই ভালোবাসা উপভোগ করতে।

'এখন আমি হাসপাতালে ইমাজেন্সিতে আছি '

"ফানি গল্প : ২টা হাত তালি।

মন ছুয়ে যাওয়া গল্প পেতে সবাই আমাদের নতুন গল্পের পেজ টা ফলো করুন 🫵 copy post

21/02/2024

*** মীমকে পটাতে গেছিলাম ***

ফেইসবুকে মীমকে পটাতে গেছিলাম। তারপর যেটা হলো

আমি:- হাই, মীম।

মীম:- হ্যালো।

আমি:- কেমন আছো..?

মীম:- ভালো, আপনি?

আমি:- জ্বী, ভালো। কি করেন?

মীম:- শুয়ে আছি। আপনি কি করেন?

আমি:- আমিও শুয়ে আছি। আচ্ছা আপনি কোন class এ পড়েন?

মীম:- class 9

আমি:- bf আছে?

মীম:- নাহ

আমি:- আমার বাপের অনেক টাকা বুঝছো?

মীম:- ওহ।

আমি:- টাকায় আমার ছিনিমিনি করে।

মীম:- ওহ, আচ্ছা।

আমি:- ২ টা বাইক আর ২ টা Dslr ও আছে।

মীম:- omg তাই নাকি?

আমি:- হ্যা। রিলেশন করবা?

মীম:- আসলে আমার এত বড়লোক ছেলে পছন্দ না।

আমি:- তো কেমন ছেলে পছন্দ?

মীম:- কবিতা পারেন? আমার কবি টাইপের ছেলে পছন্দ।

আমি:- আরে, কবি রিপন ভিডিও আমার খালাতো ভাই। আর আমি কবিতা পারবো না?

মীম:- সত্যি?

আমি:- হ্যাঁ।

মীম:- তাহলে একটা কবিতা বলে propose করেন দেখি।

আমি:- ওকে।

মীম:- বলেন।

আমি:- বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে গল্প করবো আমি সারারাত।

মীম:- ওয়াও nice.আরেকটা বলেন দেখি।

আমি:- মীম ডিম আন্ডা

কলের পানি ঠান্ডা, চুলার পানি গরম মীমের নাই শরম। কাউয়া পারছে ডিম আই লাভ ইউ মীম

মীম:- আর কোনো দিন মেসেজ দিবি না।

আমার ভুলটা কি,, ও কবিতা বলে propose করতে বলছে তাই তো করলাম 🙄🤔🙄

©
মন ছুয়ে যাওয়া গল্প পেতে সবাই আমাদের নতুন গল্পের পেজ টা ফলো করুন 🫵 copy
Post

Address

Barguna
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Copy post posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share