Dhaka_Shariatpur

Dhaka_Shariatpur Hello my dear friends

আপনার মুল্যবান মতামত প্রকাশ করুন।😍😍
21/04/2025

আপনার মুল্যবান মতামত প্রকাশ করুন।😍😍

মার্চ ফর গাজা সফল ও সুন্দর হোক।বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের প্রার্থনাহেদায়েত না থাকলে ধ্বংস হোক জালিম রাষ্ট্র রক্ত পিপাস...
12/04/2025

মার্চ ফর গাজা সফল ও সুন্দর হোক।
বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের প্রার্থনা
হেদায়েত না থাকলে ধ্বংস হোক জালিম রাষ্ট্র রক্ত পিপাসু হিংস্র নেতানিয়াহুর দেশ ই/সরা/ইল।






26/03/2025

Alhamdulilla

08/08/2024
ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক সন্তানের জন্য একজন লজ্জাশীলা  মা দিতে পারবেন না।😷
24/09/2023

ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক সন্তানের জন্য একজন লজ্জাশীলা মা দিতে পারবেন না।😷

ইলিশ ঘাস খায় না,খড় খায় না, খৈল, ভুষি বা ফিডও খায় না!  ইলিশের জন্য চিকিৎসা খরচও নাই, ইলিশ চাষ করতে দিনমজুরও রাখা লাগে না!...
24/08/2023

ইলিশ ঘাস খায় না,খড় খায় না,
খৈল, ভুষি বা ফিডও খায় না!
ইলিশের জন্য চিকিৎসা খরচও নাই, ইলিশ চাষ করতে দিনমজুরও রাখা লাগে না!
ইলিশ ইউক্রেন-রাশিয়া থেকেও আসে না কিংবা ইলিশ পুকুরেও চাষাবাদ করা হয় না!
নদী বা সমুদ্র থেকে জাল টেনে ধরে আনা ইলিশের দাম
গরু, ছাগলের মাংস থেকেও অনেক বেশী।
এর জন্য দায়ী কে,,,???
ইলিশ আমাদের জাতীয় মাছ!
সাধারণ মানুষ যদি সিজনের সময়ও ছয় মাসে একবার ইলিশ মাছ খেতে না পারে তাহলে এমন জাতীয় মাছ দিয়ে আমরা কি করবো?

শরীয়তপুর সদর উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিশুকে অপহরণ করে তার পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। পরি...
01/08/2023

শরীয়তপুর সদর উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিশুকে অপহরণ করে তার পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। পরিবার মুক্তিপণ না দিয়ে বিষয়টি পুলিশকে জানালে অপহৃত শিশুটিকে হত্যা করে মাটিতে চাপা দিয়ে রাখেন তারা।

নিহত শিশু হৃদয় খান নিবিড় (১১) উপজেলার ডোমসার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খিলগাঁও এলাকার মনির খান ও নিপা আক্তার দম্পতির ছেলে। নিবিড় স্থানীয় শিশুকানন কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ। অপহরণকারীরা নিবিড়দের বাসায় ভাড়া থাকতেন বলে জানা যায়।

মঙ্গলবার (১ আগস্ট) সকাল ৬টার দিকে নিবিড়ের মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে সোমবার (৩১ জুলাই) বিকেলে অপহরণের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সোমবার বিকেলে স্কুল থেকে ফিরে খেলার জন্য বাড়ি থেকে বের হয় নিবিড়। এরপর তাকে আর খুঁজে পায়নি পরিবার। সন্ধ্যার দিকে নিবিড়ের মা নিপা আক্তারের মোবাইলে কল করেন অপহরণকারীরা। এ সময় ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করলে নিবিড়ের পরিবার থানা-পুলিশকে জানায়।

তথ্য-প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের চিহ্নিত করে পুলিশ। পরে মঙ্গলবার সকাল ৬টার দিকে নিবিড়ের বাড়ির ৫০০ মিটার দূরে পরিত্যক্ত জমিতে (এমকেবি ইটভাটার সংলগ্ন) মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করে।

নিবিড়ের মা নিপা আক্তার ও মামা ইকবাল খান বলেন, 'নিবিড়কে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যারা নিবিড়কে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ফাঁসি চাই।'

এ ঘটনায় পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে

(সংগ্রহীত)
বিঃদ্রঃ টাকার জন্য অনেক নিচে নামা যায়, ব্যাক্তিগত আক্রোশের জন্য মাইর পিট মামলা হামলা করা যায়, কিন্তু টাকার জন্য এমন একটা নাবালক বাচ্চাকে নির্মম ভাবে হত্যা করা যায়!

যে বা যারা করেছে এদেরকে হয়তো শাস্তি দেয়া যাবে, কিন্তু কোনো কিছুর বিনিময়ে মানুষ বানানো যবেনা।

কোন বিভাগের লোক বেশি কমেন্টে জানান।
13/07/2023

কোন বিভাগের লোক বেশি কমেন্টে জানান।

Address

Dhaka

Telephone

+8801745280058

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka_Shariatpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share