16/03/2024
আসসালামু আলাইকুম।
ধরেন আপনি একটা ল্যাপটপ কিনবেন। এই বিষয়টা নিয়ে আপনি আপনার কনো এক বন্ধুর সাথে ম্যাসেঞ্জার এ আলোচনা করলেন অথবা গুগল এ সার্চ করলেন। তারপর আপনি যখন ফেসবুক এ ঢুকবেন তখন দেখবেন আপনার টাইমলাইনে বিভিন্ন ধরণের ল্যাপটপের এড আসা শুরু করবে। এতে করে আপনার অনেক উপকার হবে। কারণ যেহেতু আপনি ল্যাপটপ কিনবেন সেহেতু আপনি ল্যাপটপের অনেক তথ্য, অফার সম্পর্কে জানতে পারছেন, বিভিন্ন ব্র্যান্ড সম্পর্কে জানতে পারছেন। কিন্তু আপনি একটা ব্যাপার খেয়াল করবেন আপনার বন্ধুর সাথে আলোচনা করার আগে বা গুগল এ সার্চ করার আগে আপনার টাইমলাইনে এই ধরণের এড আসত না।
আপনার সাথে ঘটে যাওয়া এমন ঘটনা আমাদের সকলের সাথেই কম বেশি হয়। একটু ভালোভাবে খেয়াল করলে আপনিও বুঝবেন। এরকম হওয়ার পিছনে কারণ হচ্ছে ডিজিটাল মার্কেটিং।
ব্যাপারটা একটু বিশ্লেষণ করে বলি, আপনি যখনি সার্চ করেছেন, ঠিক তখনি একজন ডিজিটাল মার্কেটার আপনাকে টার্গেট করেছে। যার ফলে আপনার টাইমলাইনে এই ধরণের এড নিয়ে আসতে পেরেছে। ধরেন আপনার মত আরো ১০০ জন একই দিনে ল্যাপটপ লিখে সার্চ করেছে। ওই মার্কেটার তখন আপনি সহ ১০১ জনকেই টার্গেট করে একটা গ্রুপ তৈরি করে রাখবে। এরপর এই গ্রুপে থাকা ১০১ জনের টাইমলাইনে এড শো করাবে। শুধু একবার না ২৪ ঘন্টায় ৩ থেকে ৪ বার ১০১ জনের টাইমলাইনে নিয়ে যাবে। এখন আপনি ল্যাপটপ কিনবেন কেউ একজন বার বার আপনার সামনে তার ভালো কোয়ালিটি ল্যাপটপ শো করাইতেছে। যদি দেখেন ল্যাপটপের কোয়ালিটি অনেক ভালো, আপনার মনের চাওয়া পাওয়ার সাথে মিলে যাইতেছে। তাহলে ত আপনি কিনেই ফেলবেন। কি কিনবেন না? আপনি না কিনেন বাকি ১০০ জনের মধ্যে পাঁচ জন কিনবে। পাঁচ জন না কিনুক ২ জন ত কিনবেই। ২ জন কেনার পর বাকি ৯৯ জন কে কি ছেড়ে দিবেন। না তাদের কে আপনি ছেড়ে দিবেন না তাদের জন্য বিকল্প ব্যবস্থা আছে। এই বিকল্প ব্যবস্থা নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। একজন ডিজিটাল মার্কেটার কিভাবে এই টার্গেটিং এর কাজগুলো করে আমি আপনাদেরকে একদম শূন্য থেকে দেখাবো ইনশাআল্লাহ। আপডেট পাওয়ার জন্য পেজ এ লাইক দিয়ে রাখুন।
ধন্যবাদ।