
25/02/2025
প্রিয়জনের কাছেই যদি ম্যাচিউরিটি দেখাতে হয় তাহলে সেরকম প্রিয়জন না থাকাই ভালো!
প্রিয়জন মানে হলো নিজের মতো একজন, যার কাছে নিজেকে আলাদা করে স্মার্টনেস দেখাতে হবে না, মেলে ধরতে হবে না।
যার সামনে নিজের ম্যাচিউরিটি মেইনটেইন করতে গিয়ে আলাদা কোন কিছু করার প্রয়োজন নেই, যার কাছে নিজের বাচ্চাভাবটা দেখালেও কখনো নাটক বলবে না, আবার কখনও শাসন করলেও ভুল বুঝবে না, এমন ।♥️🥀🌹