Bubly's Daily life

Bubly's Daily life আল্লাহ সর্ব শক্তিমান।�

প্রিয়জনের কাছেই যদি ম্যাচিউরিটি দেখাতে হয় তাহলে সেরকম প্রিয়জন না থাকাই ভালো!প্রিয়জন মানে হলো নিজের মতো একজন, যার কাছ...
25/02/2025

প্রিয়জনের কাছেই যদি ম্যাচিউরিটি দেখাতে হয় তাহলে সেরকম প্রিয়জন না থাকাই ভালো!
প্রিয়জন মানে হলো নিজের মতো একজন, যার কাছে নিজেকে আলাদা করে স্মার্টনেস দেখাতে হবে না, মেলে ধরতে হবে না।
যার সামনে নিজের ম্যাচিউরিটি মেইনটেইন করতে গিয়ে আলাদা কোন কিছু করার প্রয়োজন নেই, যার কাছে নিজের বাচ্চাভাবটা দেখালেও কখনো নাটক বলবে না, আবার কখনও শাসন করলেও ভুল বুঝবে না, এমন ।♥️🥀🌹

30/01/2025

'অভিমান' যার তার উপর করা যায় না৷ অভিমান করতেও 'যোগ্য মানুষ' দরকার,যে অভিমান বুঝে৷ আমাদের সমস্যা হলো আমরা এমন সব মানুষের উপর অভিমান করে বসি যার আসলে 'ঠ্যাকা' পড়ে নাই অভিমান ভাঙ্গানোর। সে তার মতো থাকে,আমরা অভিমান করে বোকার মতো বসে থাকি। অভিমান এর পরের ব্যাপার টা আরো ভয়ংকর! যার উপর অভিমান করি,সে অভিমান না বুঝলে নিজের উপর ই রাগ উঠে,নিজেকে অসহায় লাগে৷ এই ফিলিংস টা খুব বাজে!

28/01/2025

মানুষকে আমি অনেক কাছ থেকে দেখেছি😇😇
বিশ্বাস করেন মানুষ দূর থেকেই অনেক বেশি সুন্দর 🤔🤔

26/01/2025

শুভ রাত্রি

জীবনের ৫টি তিক্ত সত্য1. বাবা-মা ছাড়া এই পৃথিবীতে কেউ তোমার নয়।2. একজন দরিদ্র মানুষের কোন বন্ধু নেই।3. লোকেরা ভাল ধারণার ...
22/01/2025

জীবনের ৫টি তিক্ত সত্য

1. বাবা-মা ছাড়া এই পৃথিবীতে কেউ তোমার নয়।

2. একজন দরিদ্র মানুষের কোন বন্ধু নেই।

3. লোকেরা ভাল ধারণার লোকদের পছন্দ করে না, তারা এমন লোকদের পছন্দ করে যারা দেখতে সুন্দর।

4. মানুষ অর্থকে সম্মান করে, মানুষকে নয়।

5. আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন সে আপনাকে সরচেয়ে বেশি কষ্ট দেবে।

22/01/2025

এক শুভ সকাল আর শুভ রাত্রি ভালো লাগে না!
নতুন কিছু কও দেখি।❤️

জন্মদিনে তারা আনন্দ পেলেই আমি আনন্দিত হই।প্রথম পর্বে জন্মদিন পালন।😀❤️
19/01/2025

জন্মদিনে তারা আনন্দ পেলেই আমি আনন্দিত হই।
প্রথম পর্বে জন্মদিন পালন।😀❤️

14/01/2025
দিনের বিবর্ণ মুখোশ ছুড়ে ফেললেই রাত গভীর হয়—আশোলে মানুষের পক্ষে বিরতিহীন অভিনয় সম্ভব নয় ।—সব্যসাচী
14/01/2025

দিনের বিবর্ণ মুখোশ ছুড়ে ফেললেই রাত গভীর হয়—আশোলে মানুষের পক্ষে বিরতিহীন অভিনয় সম্ভব নয় ।

—সব্যসাচী

Address

Khilgaon
Dhaka

Telephone

+8801973782895

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bubly's Daily life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category