রাজবাড়ী বার্তা

রাজবাড়ী বার্তা রাজবাড়ী জেলার সব খবর

প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে রাজবাড়ীতে সনাকের গণশুনানী অনুষ্ঠিত --রাজবাড়ী বার্তা ডট কম ঃ রাজবাড়ীতে প্রাত...
05/11/2025

প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে রাজবাড়ীতে সনাকের গণশুনানী অনুষ্ঠিত --

রাজবাড়ী বার্তা ডট কম ঃ রাজবাড়ীতে প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতে সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর ২০২৫) সকালে রাজবাড়ী সদর উপজেলার সিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ গণশুনানী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক রাজবাড়ীর সভাপতি প্রফেসর মোঃ নুরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ।
সনাক সদস্য সৌমিত্র শীল চন্দনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দিন খান, জেলা সাংস্কৃতিক পরিষদের সভাপতি বাচ্চু রহমান, সহকারী অধ্যাপক (অবঃ) শফিউদ্দিন, সনাক সদস্য কমল কান্তি সরকার ও মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
গণশুনানীতে শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী অংশ নেন। উপস্থিত নাগরিকগণ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণ, বিদ্যালয়ের আঙ্গিনা পরিচ্ছন্ন রাখা, প্রাত্যহিক সমাবেশ পুনরায় চালু, ধর্মীয় শিক্ষা ব্যবস্থা, স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ, কোচিং বন্ধ, সীমানা প্রাচীর নির্মাণ, বিদ্যালয় মাঠে গবাদি পশুর বিচরণ বন্ধ এবং শিক্ষার্থী ঝরে পড়া রোধসহ নানা সমস্যা তুলে ধরেন ও সমাধানের দাবি জানান।
প্রধান অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান অংশগ্রহণকারীদের প্রশ্ন ও সমস্যার বিষয়গুলো মনোযোগসহ শুনে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “স্থানীয় পর্যায়ে যেসব সমস্যা সমাধানের সুযোগ রয়েছে, সেগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেয়া হবে। আর যেসব সমস্যা কেন্দ্রীয় পর্যায়ের অনুমোদন বা নিয়োগের সঙ্গে সংশ্লিষ্ট, সেগুলোর বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষার মানোন্নয়নে শুধু সরকারি বরাদ্দ বা অবকাঠামোই যথেষ্ট নয়, বরং স্থানীয় নাগরিকদেরও স্কুল রক্ষণাবেক্ষণ ও পরিবেশ উন্নয়নে সহযোগিতা করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় গুণগত শিক্ষার পরিবেশ তৈরি সম্ভব।”
অন্যান্য বক্তারা বলেন, সন্তানের শিক্ষার প্রতি অভিভাবকদের বিশেষ করে বাবাদেরও আরও দায়িত্বশীল হতে হবে। তারা মনে করেন, বাড়িতে পড়াশোনার উপযোগী পরিবেশ সৃষ্টি করলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব।
গণশুনানীতে প্রায় ২৫০ জন অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় নাগরিক অংশগ্রহণ করেন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশদুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনদুর্নীতির বিরুদ্ধে একসাথে....পার্টিসিপেটরি অ্যাকশন...
05/11/2025

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ

দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন
দুর্নীতির বিরুদ্ধে একসাথে....
পার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেনইস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাক্টা)
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং শিক্ষার গুনগত মানোন্নয়নের লক্ষে গণশুনানী
তারিখ: ৫ নভেম্বর ২০২৫, স্থান: সিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, রাজবাড়ী

রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন ২৯ নভেম্বর, নির্বাচনের তফসিল ঘোষনা --রাজবাড়ী বার্তা ডট কম ঃ বাংলাদেশ রেড ক্রিসেন্...
04/11/2025

রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন ২৯ নভেম্বর, নির্বাচনের তফসিল ঘোষনা --

রাজবাড়ী বার্তা ডট কম ঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিপত্র অনুযায়ী রাজবাড়ী ইউনিটের বিশেষ সাধারণ সভা (ওজিএম) ও কার্যনির্বাহী কমিটি (২০২৫-২০২৭) নির্বাচন আগামী ২৯ নভেম্বর ২০২৫, শনিবার রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
ওইদিন সকাল ৯টায় বিশেষ সাধারণ সভা (রেজিস্ট্রেশন সকাল ৮টা ৩০ মিনিটে) এবং সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার (৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাচন কমিশনার মো. তবিবুর রহমান নির্বাচনী তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনী কার্যক্রমের সময়সূচি নিম্নরূপ-
কার্যক্রম তারিখ-সময়- খসড়া ভোটার তালিকা প্রকাশ ৫ নভেম্বর ২০২৫ (বুধবার) সকাল ১০টা, ভোটার তালিকায় আপত্তি গ্রহণ, ৬ নভেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) সকাল ১০টা-বিকাল ৪টা, ভোটার তালিকার আপত্তি নিষ্পত্তি ৮ নভেম্বর ২০২৫ (শনিবার) সকাল ১০টা-বিকাল ৪টা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৯ নভেম্বর ২০২৫ (রবিবার) সকাল ১০টা, মনোনয়নপত্র সরবরাহ, ১০ নভেম্বর ২০২৫ (সোমবার) সকাল ১০টা- বিকাল ৪টা, মনোনয়নপত্র দাখিল ১২ নভেম্বর ২০২৫ (বুধবার) সকাল ১০টা - বিকাল ৪টা, মনোনয়নপত্র বাছাই ১৩ নভেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) সকাল ১০টা-বিকাল ৪টা, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ১৫ নভেম্বর ২০২৫ (শনিবার) সকাল ১০টা, প্রার্থী তালিকায় আপত্তি গ্রহণ ১৬ নভেম্বর ২০২৫ (রবিবার) সকাল ১০টা-বিকাল ৪টা, আপত্তি নিষ্পতি ১৭ নভেম্বর ২০২৫ (সোমবার) সকাল ১০টা-বিকাল ৪টা, প্রার্থিতা প্রত্যাহার ১৮ নভেম্বর ২০২৫ (মঙ্গলবার) সকাল ১০টা-বিকাল ৪টা, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৯ নভেম্বর ২০২৫ (বুধবার) সকাল ১০টা, ভোটগ্রহণ ২৯ নভেম্বর ২০২৫ (শনিবার) সকাল ১০টা-বিকাল ৪টা এবং ফলাফল প্রকাশ ভোট গণনার পরপরই।
নির্বাচনে ভাইস-চেয়ারম্যান ও সেক্রেটারি পদে মনোনয়নপত্রের মূল্য ৫,০০০ টাকা, আর সদস্য পদে ৩,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়- একজন প্রার্থী সর্বাধিক তিনটি (ভাইস-চেয়ারম্যান, সেক্রেটারি ও সদস্য) মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন, তবে দাখিলের সময় কেবল একটি পদের জন্য মনোনয়ন জমা দিতে হবে।
ভোটদানে একজন আজীবন সদস্য ভাইস-চেয়ারম্যান ও সেক্রেটারি পদে একজন করে এবং সদস্য পদে সর্বাধিক পাঁচজন প্রার্থীকে ভোট দিতে পারবেন। পাঁচজনের কম বা বেশি ভোট দিলে সেই ব্যালট বাতিল গণ্য হবে।
ভোট গ্রহণ হবে গোপন ব্যালটের মাধ্যমে, এবং সর্বাধিক ভোটপ্রাপ্ত প্রার্থী বিজয়ী হবেন। সমান ভোট হলে প্রধান নির্বাচন কমিশনারের উপস্থিতিতে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে।
নির্বাচন কমিশনার মো. তবিবুর রহমান জানান, “বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রচলিত নিয়ম ও প্রথা মেনে রাজবাড়ী ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতির পদ থেকে খন্দকার গোলাম কবীরের পদত্যাগ --রাজবাড়ী বার্তা ডট কম : বীর মুক্তিযোদ্ধা খন্...
04/11/2025

রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতির পদ থেকে খন্দকার গোলাম কবীরের পদত্যাগ --

রাজবাড়ী বার্তা ডট কম : বীর মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম কবীর রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতা ও বার্ধক্যের কারণে দলের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা তার পক্ষে সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) জেলা জাতীয় পার্টির সভাপতি বরাবর পাঠানো এক পদত্যাগপত্রে খন্দকার গোলাম কবীর উল্লেখ করেন- “আমি দীর্ঘদিন ধরে রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছি। কিন্তু শারীরিকভাবে অনেকদিন ধরে অসুস্থ। বয়সজনিত কারণে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করা আর আমার পক্ষে সম্ভব নয়। তাই সহ-সভাপতি পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি তার পদত্যাগপত্রে অনুরোধ জানান, এটি যেন পদত্যাগপত্র হিসেবে বিবেচিত হয়।
খন্দকার গোলাম কবীর রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা এবং এলাকায় তার পরিচিত রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজবাড়ী জেলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।

২৯ নভেম্বর রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন, তফশিল ঘোষনা --রাজবাড়ী বার্তা ডট কম :  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির...
03/11/2025

২৯ নভেম্বর রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন, তফশিল ঘোষনা --

রাজবাড়ী বার্তা ডট কম : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিপত্র অনুযায়ী রাজবাড়ী ইউনিটের বিশেষ সাধারণ সভা (ওজিএম) ও কার্যনির্বাহী কমিটি (২০২৫-২০২৭) নির্বাচন আগামী ২৯ নভেম্বর ২০২৫, শনিবার রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

03/11/2025

২৩৭টি আসনে নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। রাজবাড়ী ১ এ খৈয়ম। #বিএনপি #রাজনীতি #ভাইরালভিডিওシ #বাংলাদেশ

Big shout out to my newest top fans! 💎Benzir Ahmed Sabbir, Shanto Hossain, Md Ahamed Nurul, Kayes Kayes, MD Majed Sordar...
03/11/2025

Big shout out to my newest top fans! 💎

Benzir Ahmed Sabbir, Shanto Hossain, Md Ahamed Nurul, Kayes Kayes, MD Majed Sordar, Mokaddesh Hossain, Md Suhan Khan, Emon Rahman, MD Sojib Biswas, Nazmul Haque, Zainul Abedeen, Suchona Akter, স্বপ্নের রাজবাড়ী, Narayan Kumar Saha, Kutub Uddin, Tasfiya Binte Athoi, Labonno Pori, প্রতীক্ষার প্রয়াস, Anik Das, Meghla Akash, Rajaul Sheike Rinku, Abdul Ahad, HàšĂñ Ķháñ HâşÂñ, Akram Sheikh, Abdul Kayum Fakir, Tuhin Ahmed, Md Sumon, MD Shamim Islam, Md Kamal Khan, Md Saiful Islam, Harun-or Roshid, Md Alauddin Shake, Ahmed Badol, Mustafiz Liton, Ashraf Uddin Palash, Mominul Hoque Suorov, MD Arop Vi, Vorer Shishir, Md Suzon, চুন্নু মৃধা ব্যাবসাহী, Nazmul Hossain Emon, Abu Bokor Siddiq, Anaija Hasan

Drop a comment to welcome them to our community,

রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন পেলো খৈয়মরাজবাড়ী বার্তা ডট কম ঃ রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন রাজবাড়ী জেলা বিএনপির...
03/11/2025

রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন পেলো খৈয়ম

রাজবাড়ী বার্তা ডট কম ঃ রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত তালিকা অনুযায়ী, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে সংসদ সদস্য পদে লড়বেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া; বগুড়া-৬ আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান; ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রাজবাড়ী-১ আসনে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন পেলো খৈয়ম-----রাজবাড়ী বার্তা ডট কম ঃ রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন রাজবাড়ী জেলা বি...
03/11/2025

রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন পেলো খৈয়ম-----

রাজবাড়ী বার্তা ডট কম ঃ রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত তালিকা অনুযায়ী, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে সংসদ সদস্য পদে লড়বেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া; বগুড়া-৬ আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান; ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রাজবাড়ী-১ আসনে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের আজ তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন----
02/11/2025

রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের আজ তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন----

01/11/2025

রাজবাড়ীতে হচ্ছে বৃষ্টি

01/11/2025

Address

Rajbari Barta, Opposite Of Rajbari Press Club
Dhaka
7700

Alerts

Be the first to know and let us send you an email when রাজবাড়ী বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রাজবাড়ী বার্তা:

Share