রাজবাড়ী বার্তা

রাজবাড়ী বার্তা রাজবাড়ী জেলার সব খবর

22/07/2025

রাজবাড়ীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

22/07/2025

কমলো রোগী দূর্ভোগ, রাজবাড়ী সদর হাসপাতালের ২৫০ শয্যা ভবনে আজ থেকে শুরু হলো বহি:বিভাগের টিকিট বিক্রি ---

রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী আব্দুস সালাম মিয়ার পোস্টার ছেঁড়া ও ঢেকে দেওয়ার অভিযোগ --রাজবাড়ী বার্তা ডট কম ঃ আ...
21/07/2025

রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী আব্দুস সালাম মিয়ার পোস্টার ছেঁড়া ও ঢেকে দেওয়ার অভিযোগ --

রাজবাড়ী বার্তা ডট কম ঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আব্দুস সালাম মিয়ার পোস্টার ছিঁড়ে ফেলার এবং পোস্টারের ওপর অন্য পোস্টার লাগানোর অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে গত রবিবার (২০ জুলাই) গভীর রাতে, জেলার গোয়ালন্দ বাজার, দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাট এলাকা এবং দৌলতদিয়া বাজারসহ বিভিন্ন স্থানে। অভিযোগ অনুযায়ী, অজ্ঞাত দুর্বৃত্তরা সালাম মিয়ার প্রচারণামূলক পোস্টার ছিঁড়ে ফেলে বা ঢেকে দেয়।
বিএনপির জেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী আব্দুস সালাম মিয়া বর্তমানে রাজবাড়ী-১ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী। ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায় অতিক্রম করে জেলা বিএনপিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। দীর্ঘদিন ধরেই তিনি দলীয় শৃঙ্খলার মধ্যে থেকে নিয়মতান্ত্রিকভাবে প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন।
তিনি জানান, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নিজের ছবি সম্বলিত পোস্টার জেলার বিভিন্ন এলাকায় লাগানো হয়েছিল। কিন্তু তা ছিঁড়ে ফেলা বা ঢেকে দেওয়ার মাধ্যমে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করা হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় আব্দুস সালাম মিয়া বলেন, “রাজনৈতিক চাওয়া-পাওয়া থাকবেই। কিন্তু তাই বলে কারো পোস্টার ছিঁড়ে দেওয়া বা তার উপর অন্য পোস্টার লাগানো খুবই দুঃখজনক। আমি বিষয়টি প্রমাণসহ কেন্দ্রীয় সাংগঠনিক টিমকে জানিয়েছি। আশা করি, বিএনপির সম্ভাব্য প্রার্থীরা এ ধরনের অপতৎপরতা থেকে দূরে থাকবেন এবং সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান বজায় রাখবেন।”
এ বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তারা এই ঘটনায় দোষীদের খুঁজে বের করে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

রাজবাড়ীর বড়পুলের মোঘল রেস্তোরাঁকে ৭০ হাজার টাকা জরিমানা --রাজবাড়ী বার্তা ডট কম ঃ রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকায় অবস্থিত...
21/07/2025

রাজবাড়ীর বড়পুলের মোঘল রেস্তোরাঁকে ৭০ হাজার টাকা জরিমানা --

রাজবাড়ী বার্তা ডট কম ঃ রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকায় অবস্থিত মোঘল রেস্তোরাঁকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ সোমবার (২১ জুলাই) বিকাল ৫টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মোঘল রেস্তোরাঁয় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান এবং মো. মিজানুর রহমান। এ সময় তাদের সহযোগিতায় ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আসিফুর রহমানসহ অন্যান্যরা।
রেস্তোরাঁটিতে অভিযান চালিয়ে দেখা যায়, খাদ্যদ্রব্য প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম রয়েছে।
এছাড়া মূল্য তালিকা প্রদর্শনে গাফিলতি, স্বাস্থ্যবিধি না মানা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ধারা ৩৭, ৪৩ ও ৫১ লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় মোঘল রেস্তোরাঁকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজবাড়ীতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোর নিহত --রাজবাড়ী বার্তা ডট কম ঃ রাজবাড়ীতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের...
21/07/2025

রাজবাড়ীতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোর নিহত --

রাজবাড়ী বার্তা ডট কম ঃ রাজবাড়ীতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত পরিচয়ের এক কিশোর (১৫) নিহত হয়েছে।
আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের আন্ধার মানিক এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ওই ট্রেনটি রাজবাড়ী রেলষ্টেশনের আসার পথে হঠাৎ করেই ট্রেনটির ছাদ থেকে ছিটকে পরে ওই কিশোর। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদও হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

রাজবাড়ী সদর ইউএনও অফিসে চেক জালিয়াতি করে ৭ লাখ টাকারবেশি আত্মসাৎ, অভিযুক্ত কর্মচারী মজির ড্রাইভার ও শিল্পী --রাজবাড়ী বার...
21/07/2025

রাজবাড়ী সদর ইউএনও অফিসে চেক জালিয়াতি করে ৭ লাখ টাকার
বেশি আত্মসাৎ, অভিযুক্ত কর্মচারী মজির ড্রাইভার ও শিল্পী --

রাজবাড়ী বার্তা ডট কম ঃ চেক জালিয়াতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের দুই কর্মচারীর বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন-সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর শিল্পী খাতুন এবং জিপগাড়ির চালক মো. মজিবর রহমান মোল্লা।
এ ঘটনায় গত ১৬ জুলাই রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক স্বাক্ষরিত অভিযোগনামা ও কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ২ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৭ জুলাই পর্যন্ত সময়কালে মোট ৫টি চেক জালিয়াতির মাধ্যমে ৭ লাখ ৩৫ হাজার ৩০ টাকা আত্মসাৎ করেন এই দুই কর্মকর্তা।
জানাগেছে, ইতোমধ্যে শিল্পী খাতুন নিজের অপরাধ স্বীকার করে ৪ লাখ ৪৫ হাজার টাকা ফেরত দিয়েছেন উপজেলা পরিষদের কর্মচারীদের বেতনভাতা হিসাব নম্বরে। তবে এখনও ২ লাখ ৯০ হাজার টাকা ফেরত দেওয়া হয়নি। নোটিশে উল্লেখ করা হয়, ইউএনওর স্বাক্ষর ছাড়া চেক জালিয়াতির মাধ্যমে বিভিন্ন সময়ে শিল্পী খাতুন ও মজিবর রহমান একে অপরের যোগসাজশে টাকা উত্তোলন করে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করেন। ইউএনও অফিসীয় কাগজপত্র যাচাই করে এই অনিয়মের প্রমাণ পান।
আজ সোমবার বিকালে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক জানান, অর্থবছরের শেষ দিকে কিছু কাগজপত্রের মাধ্যমে ওই টাকার অসঙ্গতি দেখতে পাই। যে কারণে ওই ফেরৎ দেবার নির্দেশ দেন এবং তাদের কারণ দর্শনোর নোটিশ প্রদান করা হয়েছে। ১০ কার্যদিবসের মধ্যে এ জবাব দিতে বলা হয়েছে। এর পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ইউএনও-এর স্বাক্ষর জাল করা হয়েছে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তদন্ত চলছে। তদন্তের পর বলা সম্ভব হবে।

‘জারা ভাবী’ স্লোগান নিয়ে রাজবাড়ীতেআলোড়ন, কে এই তাসনিম জারা?রাজবাড়ী বার্তা ডট কম ঃ রাজবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি...
21/07/2025

‘জারা ভাবী’ স্লোগান নিয়ে রাজবাড়ীতে
আলোড়ন, কে এই তাসনিম জারা?

রাজবাড়ী বার্তা ডট কম ঃ রাজবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে একটি ব্যতিক্রমী স্লোগান- “জারা ভাবী জারা ভাবী”। এই স্লোগান শোনা মাত্রই অনেকের মনে প্রশ্ন জেগেছে: কে এই জারা ভাবী? কীভাবে তিনি রাজবাড়ীর ভাবী হলেন? কোথায় তার শ্বশুরবাড়ি?
রাজবাড়ী আমারও বাড়ি- লিখেছিলেন জারা ঃ
গত ১৭ জুলাই রাজবাড়ীতে অনুষ্ঠিত হয় এনসিপি’র পদযাত্রা। ওই পদযাত্রায় যোগ দিতে রাজবাড়ী আসার আগে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন ডা. তাসনিম জারা। সেখানে তিনি লেখেন- “রাজবাড়ী আমার শ্বশুরবাড়ি, মানে আমারও বাড়ি। ঢাকার পরে এখানেই আমার সবচেয়ে বেশি স্মৃতি জমে আছে। পদ্মায় নৌকা থেকে ইলিশ কিনেছি, বরাট বাজার থেকে গোদার বাজার ঘুরেছি মোটরসাইকেলে, দৌলতদিয়া থেকে কিনেছি নদীর টাটকা মাছ। এবার ফিরছি আরেক রকম ভালোবাসা নিয়ে।”
এই লেখার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে বাড়তে থাকে কৌতূহল।
খালেদ সাইফুল্লাহর স্ত্রী তাসনিম জারা ঃ
সরেজমিন অনুসন্ধানে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ভান্ডারিয়া গ্রামের সন্তান খালেদ সাইফুল্লাহর সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছেন ডা. তাসনিম জারা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তাদের পরিচয় হয় এবং পরে পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।
কে এই খালেদ সাইফুল্লাহ? জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ রাজবাড়ীর উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পাচ্ছেন। পদযাত্রার মঞ্চ থেকে তাকে রাজবাড়ীর ভবিষ্যৎ রাজনীতির কান্ডারী হিসেবেও ঘোষণা দেওয়া হয়।
তার বাবা মো. আলাউদ্দিন প্রামাণিক জানান, চার ভাইয়ের মধ্যে খালেদ তৃতীয়। বাড়ির পাশের ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিমে গোল্ডেন জিপিএ অর্জনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা করেন। এরপর স্কলারশিপ নিয়ে যান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে।

আপনাদের ভালোবাসায় গত ২৮ দিনে রাজবাড়ী জেলার সবচেয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “ রাজবাড়ী বার্তা”-এর পোষ্ট, রিলস আর ভিডি...
20/07/2025

আপনাদের ভালোবাসায় গত ২৮ দিনে রাজবাড়ী জেলার সবচেয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “ রাজবাড়ী বার্তা”-এর পোষ্ট, রিলস আর ভিডিওতে ১ মিলিয়ন ভিউ পার করেছে। আপনাদের ভালোবাসায় আমরা পুলকিত, অভিভূত। সত্য সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। সকল পাঠককে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ----
আশা করি সংগেই থাকবেন।
ধন্যবাদ।
#রাজবাড়ী'র সকল পাঠক, শ্রোতা,শুভাকাঙ্ক্ষীদের।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বালিয়াকান্দিতে শহীদ সাগরের প্রথম মৃত্যুবার্ষিকী পালন --রাজবাড়ী বার্তা ডট কম : রাজবা...
19/07/2025

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বালিয়াকান্দিতে শহীদ সাগরের প্রথম মৃত্যুবার্ষিকী পালন --

রাজবাড়ী বার্তা ডট কম : রাজবাড়ীর বালিয়াকান্দিতে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ সাগর আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার নেতৃবৃন্দ। শনিবার (১৯ জুলাই) বিকেলে তার গ্রামের বাড়ি বালিয়াকান্দির নারুয়া ইউনিয়নের টাকাপোড়া গ্রামে এ কর্মসূচি পালিত হয়।
শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠানে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সদস্য সচিব রাশিদুল ইসলাম রাশেদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলতাফ হোসেন সাগর, মুখপাত্র মোহাম্মদ রাজিব মোল্লা, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রাফি, যুগ্ম সদস্য সচিব মোঃ মইন শিকদার, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ তাহরাত হোসাইন ও মাহাদী রাকিবুল হাসান, সংগঠক সাফওয়ান সিজান, সদস্য সাইদ বিন আবির। তাদের সঙ্গে ছিলেন শহীদ সাগরের বাবা তোফাজ্জেল হোসেন এবং স্থানীয় সাধারণ জনসাধারণ।

রাজবাড়ী-১ আসনে খেলাফত মজলিসের রিকশা প্রতীকে প্রার্থীতা পেলেন মাওলানা ইলিয়াস মোল্লা --রাজবাড়ী বার্তা ডট কম : আগামী জাতীয় ...
19/07/2025

রাজবাড়ী-১ আসনে খেলাফত মজলিসের রিকশা প্রতীকে প্রার্থীতা পেলেন মাওলানা ইলিয়াস মোল্লা --

রাজবাড়ী বার্তা ডট কম : আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনের জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থীতা ঘোষনা করা হয়েছে। প্রার্থী করা হয়েছে, বাংলাদেশ খেলাফত মজলিস রাজবাড়ী জেলার আমীর আল্লামা ইলিয়াস মোল্লাকে।
এদিকে মনোনয়ন ঘোষণার পর থেকেই বিভিন্ন মহল থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ তার প্রার্থিতা ও নেতৃত্বের প্রতি আশাবাদ ব্যক্ত করছেন।

পরিচয় খুজতে সকলের সহযোগিতা চাইছে পুলিশ,রাজবাড়ীতে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার -রাজবাড়ী বার্তা ডট কম :...
19/07/2025

পরিচয় খুজতে সকলের সহযোগিতা চাইছে পুলিশ,
রাজবাড়ীতে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার -

রাজবাড়ী বার্তা ডট কম : রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া রেল স্টেশন সংলগ্ন রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৭৫ বছর। তার পরনে ছিল একটি চেক লুঙ্গি। পরিচয় শনাক্ত না হওয়ায় মরদেহটি বর্তমানে অজ্ঞাত হিসেবে রাখা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন রাজবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সামসুজ্জোহা। তিনি জানান,
“মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার পরিচয় শনাক্তে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “যদি কেউ এই ব্যক্তিকে চিনে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত রাজবাড়ী থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।” পুলিশ প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে।

18/07/2025

সাংবাদিক আহসান হাবিব টুটুলকে মাদক দিয়ে ফাঁসানো এবং নির্যাতনের বর্ণনা দিলেন মেয়ে হাবিবা

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when রাজবাড়ী বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রাজবাড়ী বার্তা:

Share