Princess Yeana

Princess Yeana Not regular, just ridiculously real."
(4)

বাশকোরোল+ইলিশ = একেবারে জিভে জল আনা কেমিস্ট্রি! এই প্রথম বাশকোরোল রান্না করলাম আর নিজেই নিজের ভক্ত হয়ে গেলাম 😋🐟🔥
01/08/2025

বাশকোরোল+ইলিশ = একেবারে জিভে জল আনা কেমিস্ট্রি! এই প্রথম বাশকোরোল রান্না করলাম আর নিজেই নিজের ভক্ত হয়ে গেলাম 😋🐟🔥

কচি আমপাতায় রয়েছে প্রচুর পরিমানে,ভিটামিন সি,এ, খনিজ,শক্তিশালী আ্যান্টিঅক্সিডেন্ট,প্রচুর মিনারেল।কচি আমপাতা শরীরকে বিভিন্...
30/06/2025

কচি আমপাতায় রয়েছে প্রচুর পরিমানে,ভিটামিন সি,এ, খনিজ,শক্তিশালী আ্যান্টিঅক্সিডেন্ট,প্রচুর মিনারেল।কচি আমপাতা শরীরকে বিভিন্ন রোগ থেকে র'ক্ষা করে।

৪/৫ টি কচি আমপাতা ২ গ্লাস পানিতে ফুটিয়ে সারারাত রেখে দিয়ে,সকালে ছেকে আমপাতার সেদ্ধ পানিটা একগ্লাস করে খালিপেটে প্রতিদিন খেলে

*ডায়বেটিস/সুগার নিয়ন্ত্রণে রাখে
*কিডনির স্টো'ন প্র'সা'বের সাথে বেরিয়ে যায়
*ডা'য়রিয়া রক্ত আমা'শয় ভালো হয়
*হাই প্রেশার নিয়ন্ত্রণে থাকে
*ওজন নিয়ন্ত্রণে আনে পে'টের মে'দ কমায়
*পেটের যেকোন সমস্যা কো'ষ্ঠকা'ঠিন্য গ্যাস এসিডিটি দুর করে
*বাতের ব্যা'থা কমে,শ্বা'সক'ষ্ট আ্যা'জমা রো'গীদের জন্য উপকারি

*এছাড়াও আমপাতার সেদ্ধ পানি দিয়ে কুলকুচি করলে মুখের ঘা দাঁতে ব্যা'থা সেরে যায়

*আমপাতা পু'ড়িয়ে ছাই তৈরি করে শরীরে পো'ড়া/ক্ষ'ত আঁচিলের উপর লাগালে ভালো হয়ে যায়

28/06/2025

সুস্থ থাকার সিক্রেট টিপস:

১. নিয়মিত হাঁটাহাঁটি করো, এটা মস্তিষ্ক আর শরীর দুটোকে ফ্রেশ রাখে। 🚶‍♂️
২. পুষ্টিকর খাবার খাও — বেশি চিপস নয়, বেশি মিষ্টি নয়, বেশি করে সবজি আর ফল খান! 🥦🍎
৩. পর্যাপ্ত পানি পান করো, কারণ পানি ছাড়া শরীর টানটান! 💧
৪. ভালো ঘুম নিশ্চিত করো, রাতের বেলা মোবাইল ফোন থেকে দূরে থাকো! 😴📵
৫. স্ট্রেস কমাও, আর হাসো বেশি—হাসি ই হল সুস্থ থাকার টনিক! 😄

সুস্থতা মানেই জীবনের আসল বোনাস!
#সুস্থ_থাকো_হাসিখুশি_থাকো

উষনি শাক যেটা রসুন শাক/কালানাগুনি/উখলিপাতা/ওজন শাক/দরুখ বাকু/নাকফুল গাছ/ইলেকট্রিক প্ল্যান্ট নামেও পরিচিত,এটি একটি গুল্ম ...
28/06/2025

উষনি শাক যেটা রসুন শাক/কালানাগুনি/উখলিপাতা/ওজন শাক/দরুখ বাকু/নাকফুল গাছ/ইলেকট্রিক প্ল্যান্ট নামেও পরিচিত,এটি একটি গুল্ম জাতীয় উদ্ভিদ,এই গাছের ফুল পাতা শিকরের নানাবিধ ওষুধি গুনাগুন রয়েছে।

*এই শাকের ফুল মুখে নিয়ে কিছুক্ষণ চিবালে দাঁতে ব্যা'থা ভালো হয়

*এই শাক খেলে অ্যাজ'মা,এলা'র্জি,বাতের ব্যা'থা কমে যায়
*উচ্চর'ক্তচাপ ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে
*স্টো'ক প্র'তিরো'ধ করে ক্যা'ন্সা'রের ঝুঁ'কি কমায়
*বিভিন্ন ব্যা'কটেরিয়া ভা'ইরাস ধ্বং'স করে ফ্লু য'ক্ষা দা'দ এসব থেকে র'ক্ষা করে

*অ্যান্টিএজিং উপাদানের জন্য এই উদ্ভিদ প্রসাধনীতেও ব্যবহার হয়

*উষনি শাক চুলের যত্নে উপকারি,এটা দিয়ে তেল তৈরি করলে বা এর রস লাগালে চুল পড়া কমায় মাথার ত্বক পরিষ্কার রাখে,চুলের গোড়া মজবুত করে,চুলের উজ্জ্বলতা বাড়ায়,অকালে চুল পাকা রোধ করে।

27/06/2025

বয়স বাড়তেছে ঠিকই… কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না!" 😩🤣

বয়সের সাথে যদি বেতনও বাড়ত, তাহলে বুড়ো হতে আপত্তি ছিল না!
আগে দাঁত উঠতো চকলেট খেয়ে, এখন পড়ে সিঁড়ি উঠতে গেলেই!
ছোটবেলায় ভাবতাম বড় হলে স্বাধীন হবো… এখন দেখি, স্বাধীন শুধু মোবাইলের ডাটা!

মাঝে মাঝে মনে হয়, বয়স বাড়ছে না… Life নামের সিরিয়ালের নতুন পর্ব আসতেছে শুধু! 📺😆

া_মায়া #বুড়ো_হইতেছি

বৃষ্টি মানেই শুধু ঠান্ডা হাওয়া আর ভেজা মাটি নয় এতে লুকিয়ে আছে এক বিস্ময়কর গন্ধ, যেটা আমাদের মন ছুঁয়ে যায়।বৃষ্টির প...
18/05/2025

বৃষ্টি মানেই শুধু ঠান্ডা হাওয়া আর ভেজা মাটি নয় এতে লুকিয়ে আছে এক বিস্ময়কর গন্ধ, যেটা আমাদের মন ছুঁয়ে যায়।বৃষ্টির পর মাটির যেই চেনা গন্ধটা নাকে আসে, তার নাম পেট্রিকর (Petrichor)।এই গন্ধটা আসে একধরনের ব্যাকটেরিয়া থেকে, যার নাম অ্যাক্টিনোমাইসেটিস (Actinomycetes)।

এই ব্যাকটেরিয়া শুষ্ক মাটিতে বসবাস থাকে।বৃষ্টি পড়লেই মাটি ভিজে যায়, আর তখনই ব্যাকটেরিয়াগুলো জিওসমিন (Geosmin) নামক এক রাসায়নিক নিঃসরণ করে।জিওসমিনই সেই পরিচিত গন্ধের জন্য দায়ী, যেটাকে আমরা “বৃষ্টির গন্ধ” বলি।
মানুষের ঘ্রাণেন্দ্রিয় এই জিওসমিনের প্রতি খুবই সংবেদনশীল অল্প পরিমাণেই আমরা সেটা টের পাই।এই গন্ধ শুধু ভালো লাগা তৈরি করে না,অনেকের মনে ফিরিয়ে আনে শৈশব, স্মৃতি, ছুটির দিন কিংবা প্রথম প্রেমের বৃষ্টি!এটা একধরনের মানসিক প্রশান্তি, যেন প্রকৃতি নতুন করে শুদ্ধ হতে শুরু করেছে।বিজ্ঞান আর প্রকৃতির এই মেলবন্ধনই আমাদের পৃথিবীকে করে তোলে আরও রহস্যময় আর সুন্দর।

বর্তমান বিশ্ব যু' দ্ধে বিশ্বাসী।তাই কখনও অনাকাঙ্ক্ষিত যু' দ্ধের সম্মুখীন হলে কিভাবে আত্ম রক্ষা  করবেন।সতর্কতা :  ভারত এব...
16/05/2025

বর্তমান বিশ্ব যু' দ্ধে বিশ্বাসী।তাই কখনও অনাকাঙ্ক্ষিত যু' দ্ধের সম্মুখীন হলে কিভাবে আত্ম রক্ষা করবেন।
সতর্কতা :
ভারত এবং পাকিস্তান দুটিই পরমাণু শক্তিসম্পন্ন দেশ। তাই যদি কোনো কারণে পরমাণু যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় এবং পাকিস্তান পরমাণু বোমা ব্যবহার করে, তাহলে আমাদের প্রস্তুত থাকতে হবে। কিন্তু রেডিয়েশন থেকে বাঁচার উপায় কী? চলুন জেনে নিই।

রেডিয়েশনের বীভৎসতা
*********************
পরমাণু বোমার বিস্ফোরণের সময় প্রচণ্ড তাপ এবং পারমানবিক শক্তি নির্গত হয়, কিন্তু এরপর যে রেডিয়েশন ছড়িয়ে পড়ে, তা অনেক বেশি ক্ষতিকর। এই রেডিয়েশন কয়েক কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে যায় এবং মানুষের শরীরে প্রবেশ করলে মারাত্মক ক্ষতি করে। এটি ক্যানসার, ত্বকের রোগ এবং অন্যান্য মারাত্মক অসুখের কারণ হতে পারে। হিরোশিমা ও নাগাসাকির ঘটনায় দেখা গেছে, বিস্ফোরণের চেয়ে রেডিয়েশন এর কারণে বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

রেডিয়েশন থেকে বাঁচার উপায়
💥💥💥💥💥💥💥💥💥💥
যদি কোনো দেশ পরমাণু হামলা করে, তাহলে বাঁচার জন্য খুব কম সময় হাতে থাকে। তাই দ্রুত এবং সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি।
নিচে কিছু গুরুত্বপূর্ণ উপায় দেওয়া হল:

1) নিরাপদ আশ্রয়ে যান:
বিস্ফোরণের পর রেডিয়েশন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তাই দূরে পালানোর চেষ্টা না করে যত তাড়াতাড়ি সম্ভব কোনো বন্ধ ঘরে বা বাড়ির ভেতরে আশ্রয় নিন। বেসমেন্ট বা কংক্রিটের দেয়ালওয়ালা ঘর সবচেয়ে নিরাপদ।

2)পরবর্তী ২৪ ঘণ্টা বাইরে যাবেন না: রেডিয়েশন এর মাত্রা প্রথম ২৪ ঘণ্টা সবচেয়ে বেশি থাকে। তাই এই সময় বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন।

3)পরনের কাপড় খুলে ফেলুন: আপনি যে কাপড় পরে আছেন, তাতে রেডিয়েশন লেগে থাকতে পারে। তাই দ্রুত কাপড় খুলে একটি প্লাস্টিকের ব্যাগে বন্ধ করে দিন। এই ব্যাগ মানুষ বা পশুদের নাগালের বাইরে রাখুন।

4)ভালো করে স্নান করুন:
সাবান দিয়ে ভালো করে স্নান করুন। তবে শরীর খুব জোরে ঘষবেন না। চোখ, নাক এবং কানপরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন।

5)পানীয় জল ও খাবার সুরক্ষিত রাখুন:
যে খাবার বা জল বাইরে খোলা ছিল, তা ব্যবহার করবেন না। বন্ধ বোতলের পানীয় জল বা প্যাকেটজাত খাবার গ্রহণ করুন।

ভারত ও পাকিস্তান এর মধ্যে বর্তমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে আমাদের এই ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা দরকার। 'অপারেশন সিন্দুর' এর মাধ্যমে ভারত দেখিয়েছে যে, তারা সন্ত্রাসের নামে কঠোর হঠকারী পদক্ষেপ নিতে প্রস্তুত।

ইতিহাসের পাতায় লেখা থাকবে— পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবু গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি।মি...
06/04/2025

ইতিহাসের পাতায় লেখা থাকবে— পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবু গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি।

মিশরের বুক চিরে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী, যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে। অথচ, পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল।

সৌদি আরব, আরব আমিরাত ছিল তেলের সাগর তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য, কিন্তু, গাজার অ্যাম্বুলেন্সগুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল নিঃশব্দে, নিরূপায়। নিরবতা যেনো তাদের একমাত্র আর্তনাদ।

সর্বোচ্চ আশা-প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়ে ছিল তুরস্কের দিকে। নেতৃত্বের স্বপ্নে বিভোর, ‘উম্মাহ’র দাবি করা মুখপাত্র। তবু, গাজার জন্য তারা কিছুই করলো না। না রসদ-সামগ্রীর সাহায্য, সামরিক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তায় কূটনৈতিক আগ্রাসন..

গোটা বিশ্বের মুসলমানদের ছিল ৫০ লাখ সৈন্য, ছিল ট্যাংক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী, ছিল আধুনিক প্রযুক্তি এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা— কিন্তু, গাজার আকাশে একটাও ছায়া পড়েনি। গাজার দিকে কেউ হাঁটেনি।

সবকিছু থাকবে ইতিহাসে। গাজার মতোই– কাশ্মীর, উইঘুর, রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা। তবে, সবচেয়ে করুণভাবে লেখা থাকবে– 'তারা চুপ ছিল। সবাই নিরব ছিল। মৃত্যুর চেয়েও গভীর ছিল সে নীরবতা।'

রা ফা - পৃথিবীর বৃহত্তর ক’বরস্থান।

যেখানে শুধু মানুষের ক’বর নয়, দা’ফন হয়েছে বিশ্ব মানবতাও।

মু’না’ফিকের খাতায় নাম রেখো না, ইয়া রব। আমরা নিরূপায়। উপায় বের করে দাও।

03/04/2025

সিয়ামের পর পুরস্কার স্বরূপ এলো ঈদ—আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন ও রহমত বর্ষণ করুন!
゚viralシfypシ゚viralシalシ

সময়ের প্রবাহে জীবন এগিয়ে চলে, আর এর পথচলায় কিছু প্রিয় মুখ একে একে হারিয়ে যায়। তবে তারা হারিয়ে যায় না, রয়ে যায় ...
28/03/2025

সময়ের প্রবাহে জীবন এগিয়ে চলে, আর এর পথচলায় কিছু প্রিয় মুখ একে একে হারিয়ে যায়। তবে তারা হারিয়ে যায় না, রয়ে যায় আমাদের হৃদয়ে স্মৃতির মৃদু আলো হয়ে, ভালোবাসার অনুরণন হয়ে।
প্রতিটি বিদায় দুঃখের হলেও, তাতে লুকিয়ে থাকে ভালোবাসার এক অনন্ত রেশ। যারা চলে যান, তারা থেকে যান আমাদের গল্পে, আমাদের হাসিতে, আমাদের প্রতিদিনের নিঃশ্বাসে। জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ভালোবাসা—তা চিরকালীন।
হে আল্লাহ, এই পবিত্র রমজানের শেষ প্রহরে, তুমি সকল মৃত বাবা-মাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ স্থান দান করো। তাদের কবরকে নূরের আলোয় ভরে দাও, তাদের সকল ভুল-ত্রুটি ক্ষমা করো, এবং পরকালে তাদের জন্য শান্তি ও রহমতের দরজা খুলে দাও। আমিন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Princess Yeana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Princess Yeana:

Share