Al Fatah Publications

Al Fatah Publications Al Fatah Publications was established in 1997 to meet the needs of students.

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা!বাজারে পাওয়া যাচ্ছেফাযিল স্নাতক (পাস) প্রথম বর্ষের উলূমুল হাদীস প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পত্র। ...
02/11/2025

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা!
বাজারে পাওয়া যাচ্ছে
ফাযিল স্নাতক (পাস) প্রথম বর্ষের
উলূমুল হাদীস প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পত্র।
নিকটস্থ লাইব্রেরি থেকে বইগুলো আজই সংগ্রহ করো।

২৩ অক্টোবর ২০২৫ তারিখে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড প্রণীতসর্বশেষ সিলেবাস ও মানবণ্টনের আলোকে ৪০০ নম্বরে প্রকাশিত হয়েছে ...
02/11/2025

২৩ অক্টোবর ২০২৫ তারিখে
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড প্রণীত
সর্বশেষ সিলেবাস ও মানবণ্টনের আলোকে ৪০০ নম্বরে প্রকাশিত হয়েছে
প্রশ্নপত্র সাজেশন্স উইথ মডেল টেস্ট ও উত্তরমালা
ইবতেদায়ি পঞ্চম শ্রেণি
পরীক্ষা ২০২৫।

কুরআনের হাফেযগণ এই উম্মাহর ভবিষ্যৎ -এমএ সাঈদ, এমডি আল ফাতাহ গ্রুপ আমার প্রিয় হাফেজে কুর‘আনগণ, তোমাদের চেহারা আজ কুরআনের ...
25/10/2025

কুরআনের হাফেযগণ এই উম্মাহর ভবিষ্যৎ -এমএ সাঈদ, এমডি আল ফাতাহ গ্রুপ

আমার প্রিয় হাফেজে কুর‘আনগণ, তোমাদের চেহারা আজ কুরআনের নূরে উদ্ভাসিত। তোমাদের মাসুম মুখগুলো দেখে মন ভরে গেছে, তোমরা বুকে ধারণ করেছ সেই মহাগ্রন্থ পবিত্র কুর‘আন, যা সমগ্র মানবজাতির জন্য পথপ্রদর্শক। তোমরা শুধু কুরআনের হাফেয নও; তোমরা এই উম্মাহর ভবিষ্যৎও। তোমরাই কুরআনের আলোকে জীবন গঠন করে সমাজকে আলোকিত করবে এটাই আমাদের প্রত্যাশা।
বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘হিফযুল কুর‘আন অ্যাওয়ার্ড ও কুর‘আন উৎসব ২০২৫’ অনুষ্ঠানে এসব কথা বলেন আল ফাতাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমএ সাঈদ।
তিনি আরও বলেন, প্রচলিত মাদরাসা শিক্ষাব্যবস্থাকে গতানুগতিক ধারা থেকে মুক্ত করে মাদরাসা শিক্ষার্থীদের একবিংশ শতাব্দীর বিজ্ঞান ও প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে অবদান রাখতে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন যে তাৎপর্যপূর্ণ অবদান রাখছে, তা নিঃসন্দেহে অতীব গুরুত্বের দাবিদার। আল কুরআনের সেবা এবং সমাজ বিনির্মাণে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের এ মহতি উদ্যোগের পাশাপাশি গুরুত্বপূর্ণ অবদান রাখছে, ‘আল ফাতাহ পাবলিকেশন্স’। ইসলামী শিক্ষা ও সংস্কৃতির ব্যাপক বিস্তারের মাধ্যমে সৎ, আদর্শ ও যোগ্য নাগরিক তৈরিতে ‘আল ফাতাহ’ বদ্ধপরিকর। ‘আল ফাতাহ’ পরিবারের পক্ষ থেকে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই।
এ সময় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা, হিফয মাদরাসা, গার্লস মাদরাসা, গার্লস হিফয মাদরাসা, তানযীমুল উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফিয স্কুলসহ ফাউন্ডেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে হিফয সমাপ্তকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান তিনি।

‘হিফযুল কুর‘আন অ্যাওয়ার্ড ও কুর‘আন উৎসব ২০২৫’ অনুষ্ঠানে তামিরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদিনের সভাপতিত্বে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী আহমাদ বিন ইউসুফ আল আজহারি, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যানসহ প্রমুখ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

23/10/2025

বন্ধুরা! আল ফাতাহ 'আলিম স্টাডি সিরিজ ২০২৭'- এখন বাজারে।
তোমাদের সাফল্যকে নিশ্চিত করতে সেরা সহায়ক হবে এই সিরিজটি।

আলিম স্টাডি সিরিজে রয়েছে-
📙সর্বশেষ সিলেবাসের আলোকে রচিত।
📙পরিমার্জিত মানবণ্টন অনুযায়ী প্রশ্নাবলির বিন্যাস।
📙এক্সক্লুসিভ সুপার সাজেশনসমৃদ্ধ।
📙প্রতিটি প্রশ্নের সহজ ভাষায় সমৃদ্ধ উত্তর প্রদান।
📙নতুন পরীক্ষাপদ্ধতির আলোকে একাধিক মডেল টেস্ট।
📙Exclusive Study সংযোজন।
তোমার সাফ্যল্যে নিশ্চিত করতে আজই সংগ্রহ করো নিকটস্থ লাইব্রেরি থেকে।

দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান 'আল ফাতাহ পাবলিকেশন্স'-এ আকর্ষণীয় পদে ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ!বিডিজবস ...
22/10/2025

দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান 'আল ফাতাহ পাবলিকেশন্স'-এ আকর্ষণীয় পদে ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ!
বিডিজবস লিঙ্ক থেকে আবেদন করুন বা সিভি ই-মেইল করুন।
🔗 আবেদনের লিঙ্ক (বিডিজবস): https://hotjobs.bdjobs.com/jobs/alfatah/alfatah1.htm
📧 ই-মেইল: [email protected]
আবেদনের শেষ তারিখ: ২০ নভেম্বর ২০২৫
(বিস্তারিত জানতে সংযুক্ত ছবিটি দেখুন)

সুপ্রিয় শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ,ইবতেদায়ি ৫ম শ্রেণি বৃত্তি পরীক্ষার ফরমপূরণ শুরু হচ্ছে  আজ (২২/১০/২৫) থেকে ।ফর...
22/10/2025

সুপ্রিয় শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ,
ইবতেদায়ি ৫ম শ্রেণি বৃত্তি পরীক্ষার ফরমপূরণ শুরু হচ্ছে আজ (২২/১০/২৫) থেকে ।
ফরমপূরণের জন্য বোর্ড নির্ধারিত ফি : ৬০০ টাকা।
ফরমপূরণের সময় : ২২/১০/২৫ থেকে ২৯/১০/২৫ পর্যন্ত।
ফরম পূরণের লিংক : ebmeb.gov.bd
বিস্তারিত জানতে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি দেখুন।

22/10/2025
🎓 আলিম, এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের 🌸💐 প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। 💫📚 তোমাদের সফলতার এই ধারা অব্য...
16/10/2025

🎓 আলিম, এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের 🌸
💐 প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। 💫
📚 তোমাদের সফলতার এই ধারা অব্যাহত থাকুক 🌿
✨ এই কামনায় — আল ফাতাহ গ্রুপ 🌺

সংস্কারের মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠন করতে হবে-এমএ সাঈদ,এমডি আল ফাতাহ গ্রুপ২০২৪ এর জুলাই-আগস্টে কেবল রাজনৈতিক পট পরিবর্ত...
14/10/2025

সংস্কারের মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠন করতে হবে-এমএ সাঈদ,এমডি আল ফাতাহ গ্রুপ

২০২৪ এর জুলাই-আগস্টে কেবল রাজনৈতিক পট পরিবর্তন নয়, গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের আর্থ-সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে হবে। পরিবর্তন আনতে হবে আমাদের মন-মানসিকতা ও চিন্তা-চেতনায়। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে আমাদেরকে সোচ্চার হতে হবে। মানসিক ও বৈষয়িক সংস্কার সাধনের মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠন করতে হবে। এক্ষেত্রে দেশের সচেতন নাগরিক হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ঐতিহ্যবাহী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার ডিবেটিং ক্লাবের আয়োজনে 1st MDC National Debate Festival 2025 অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন আল ফাতাহ গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব এমএ সাঈদ।

তিনি আরও বলেন, এদেশের মাদরাসার শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের প্রাণপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান আল ফাতাহ পাবলিকেশন্স এই মহৎ আয়োজনে অংশ নিতে পেরে আনন্দিত ও কৃতজ্ঞ। আশা করি, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় মুক্তবুদ্ধি ও প্রগতিশীল চিন্তাশক্তিকে কাজে লাগিয়ে মাদরাসার শিক্ষার্থী এবং আলেমগণ সমাজ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসাইন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম, শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্গত কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোঃ মনিরুজ্জামান ভুঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি মোঃ আবু সাদিক কায়েম এবং শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা। #

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি
06/10/2025

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

২০২৭ সালের আলিম পরীক্ষার্থীদের জন্য বের হয়েছেআলিম স্টাডি সিরিজ ২০২৭।সকল বিষয়ের সেরা প্রিপারেশন নিতে নিকটস্থ লাইব্রেরী থে...
05/10/2025

২০২৭ সালের আলিম পরীক্ষার্থীদের জন্য বের হয়েছে
আলিম স্টাডি সিরিজ ২০২৭।
সকল বিষয়ের সেরা প্রিপারেশন নিতে
নিকটস্থ লাইব্রেরী থেকে আজই সংগ্রহ করো ।
আলিম সিরিজের বৈশিষ্ট্যসমূহ :
• ২০২৭ সালের আলিম পরীক্ষার্থীদের প্রস্তুতির সেরা উদ্ভাবন হিসেবে সম্পূর্ণ অভিনব আঙ্গিকে প্রণীত।
• কেন্দ্রীয় পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য সম্ভাব্যতা নির্দেশপূর্বক অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী ও Forum of teaching Scholars (FTS)-এর সার্বিক তত্ত্বাবধানে প্রণীত এক্সক্লুসিভ সুপার সাজেশন প্রদান।
• পরীক্ষার্থীদের জন্য কমনোপযোগী গুরুত্বপূর্ণ আয়াত ও আয়াতসংশ্লিষ্ট প্রশ্নোত্তর নির্ভুলভাবে উপস্থাপন এবং তারকা চিহ্ন (★/*) দ্বারা সম্ভাবনার হার বিভাজনকরণ।
• প্রতিটি প্রশ্নের চাহিদা অনুযায়ী যথাযথ উত্তর প্রদান এবং অপ্রাসঙ্গিক ও বাহুল্য আলোচনা সম্পূর্ণরূপে পরিহার।
• প্রতিটি প্রশ্নোত্তর পরীক্ষার্থীদের সামর্থ্য অনুযায়ী পরীক্ষার সময় ও মানবণ্টনের প্রতি লক্ষ রেখে সহজ, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন।
• প্রতিটি উত্তরের মান গ্রেডিং পদ্ধতির পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্তির উপযোগী।
• বাজারে প্রচলিত অন্যান্য বইয়ের তুলনায় এটি সর্বাধিক প্রশ্নোত্তর সমৃদ্ধ ও সর্বশেষ তথ্যবহুল নির্ভুল বই।
• দেশের শীর্ষস্থানীয় মাদরাসাসমূহের নির্বাচনি পরীক্ষার প্রশ্নোত্তর সংযোজন।
• বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্নাবলির নির্ভুল সমাধান সন্নিবেশিত।

Address

Zinix Garden, 260/1 Malibagh
Dhaka
1217

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 18:00

Telephone

+880258317050

Alerts

Be the first to know and let us send you an email when Al Fatah Publications posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Fatah Publications:

Share

Category