19/09/2023
হঠাৎ করেই চোখ বন্ধ করে আল্লাহ কে বলুন! ইয়া রব আমি আপনাকে ভিষণ ভালোবাসি! নিশ্চয়ই আপনি ও আমাকে ভালোবাসেন! আপনাকে ভালোবাসি মুখে ঠিকই বলি! কিন্তু কাজে কর্মে প্রকাশ করতে পারি নাহ! কিন্তু এটা সত্য, এক ইলাহ মানে আমি আপনাকে বুঝি! আমি জানি আমার এত এত নিকৃষ্ট কর্মের পরও আমাকে আপনি ভালোবাসেন! তাওবার দরজা খুলা রেখেছেন!আমি জানি আপনি আমাকে ভালোবাসেন বলে এখনো নিয়ামত দিয়ে যাচ্ছেন!অহ্ আমার আল্লাহ আপনার প্রতি আমার যে টুকু ভালোবাসা আছে অইটুকু ভালোবাসার উপর আপনি সন্তুষ্ট হয়ে যান! অতঃপর আমাকে হ্মমা করে দিন!🌸