30/03/2025
দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে
ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মীর সরফত আলী সপু,সাবেক টি সাবেক ভিপি ঢাকা কলেজ, সেচ্ছা বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বি.এন.পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মীর নেওয়াজ আলী নেওয়াজ, সাবেক ভিপি ঢাকা কলেজ, যুব বিষয়ক সহ সম্পাদক, জাতীয় নবাযী কমিটি বি.এন.পি।
সভাপতিত্ব করবেন: কাউসার আহাম্মেদ জজ সদস্য সচিব পদপ্রার্থ, কোতয়ালী থানা ব. এন.পি ও সাবেক সিনিয়র যুপ্ত আহবায়ক, সেচ্ছাসেবক দল কোতয়ালী থনা ডাঃ মঃ বঃ।
প্রচারে: কোতয়ালী থানা বি.এন.পি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ