21/03/2024
নিজের সুন্দর ছবি দেবেন না, কারণ অনেকের সুন্দর সাজার ক্ষমতা নেই, আপনার মত সুন্দর জামা কাপড়ও নেই।
বিয়ে বা বন্ধু/বান্ধবীর ছবি দেবেন না, অনেকেরই বিয়ে বা ওইসব করা হয়ে ওঠেনি কখনো। এই খবরদার কাপল ছবি একদমই দিবেন না অনেকের কষ্ট হয়।
খাবারের ছবি দেবেন না, কারণ অনেকেই খেতে পান না। নিজের রান্নার ছবি তো প্রশ্নই ওঠেনা কারণ রান্নাটা একটা আর্ট, আর্ট শেয়ার করতে হয়না মানুষ কষ্ট পায়।
বেড়াতে যাবার ছবি দেবেন না, কারণ প্রচুর মানুষের বেড়াতে যাবার ক্ষমতা নেই।
বিজ্ঞান সংক্রান্ত বা আক্রান্ত কোনো খবর দেবেন না, অনেকেই সায়েন্স না পেয়ে আর্টস পড়েন।
খেলার খবর নিয়ে কোনো মাতামাতি বা খিল্লি করবেন না, কারণ অনেকেরই খেলা দেখার বা খেলার (সে যাই হোক না) ক্ষমতা নেই।
মুভি সিরিজ নিয়ে মাতামাতি করবেন না। সবার উপভোগ করার ক্ষমতা থাকেনা।আরে টিভি ল্যাপটপই নাই অনেকের!
কোনো ছবিই দেবেন না, কারণ প্রচুর মানুষের ক্যামেরা ফোন নেই।
ফেসবুকিং করবেন না অনেকেরই নেটওয়ার্কিং করার সুব্যবস্হা নেই।
মনে থাকে যেন, কোনোভাবেই আনন্দ করার অধিকার আপনার নেই, কারণ পৃথিবী জুড়ে প্রচুর মানুষ দুঃখে আছেন। লজিক ভুল হলে জানাবেন না, কারণ বেশিরভাগেরই লজিক্যাল সেন্স নেই।
আপনার প্রোফাইল আপনার না এটি জনগণের। পরিবারের সবাইকে নিয়ে দুঃখ বিলাস করবেন, কিছু শেয়ার করতে একান্তই ইচ্ছা করলে শুধু দুঃখ শেয়ার করবেন।
এই কেউ হাসবেন না! বিবেক বলতে কিছু নেই আপনাদের! একদম হাসি হবে না।
প্লিজ আজ থেকে বেঁচে থাইকেন না, কারণ অনেক মানুষই মরে গেছে।
Cp