Open door

Open door Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Open door, Newspaper, Dhaka.

19/06/2023

**২৭ জুন একদিনের বাড়তি ছুটি মন্ত্রিসভায় অনুমোদন; ঈদুল আজহায় ছুটি হলো ৫ দিন

সাদকাতুল ফিতর এর হার নির্ধারণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন থেকে।
03/04/2023

সাদকাতুল ফিতর এর হার নির্ধারণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন থেকে।

23/03/2023
23/03/2023

──🦋ლ-ლ───

-রমজান মাসে শরীরের ওজন কমে না-!🙂--//বরং পাপের ওজন কমে-!🥰🥀

༉༎༉💚আলহামদুলিল্লাহ😽༉༎༉♡

──🦋ლ-ლ───

📿🤲🏾📿আল কুরআনের আলো📿🤲🏾📿সূরা  আন-নাহাল ১১২ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন-وَ ضَرَبَ اللّٰهُ مَثَلًا قَرۡیَۃً کَانَتۡ اٰمِن...
16/02/2023

📿🤲🏾📿আল কুরআনের আলো📿🤲🏾📿
সূরা আন-নাহাল ১১২ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন-
وَ ضَرَبَ اللّٰهُ مَثَلًا قَرۡیَۃً کَانَتۡ اٰمِنَۃً مُّطۡمَئِنَّۃً یَّاۡتِیۡهَا رِزۡقُهَا رَغَدًا مِّنۡ کُلِّ مَکَانٍ فَکَفَرَتۡ بِاَنۡعُمِ اللّٰهِ فَاَذَاقَهَا اللّٰهُ لِبَاسَ الۡجُوۡعِ وَ الۡخَوۡفِ بِمَا کَانُوۡا یَصۡنَعُوۡنَ ﴿۱۱۲﴾
আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন এক জনপদের যা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত, যেথায় আসতো সর্বদিক হতে প্রচুর জীবনোপকরণ; অতঃপর তারা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করল; ফলে তারা যা করত, তার জন্য আল্লাহ তাদেরকে আস্বাদন করালেন ক্ষুধা ও ভীতির স্বাদ। -সূরা আন-নাহাল (আয়াত-১১২)।
অধিকাংশ ব্যাখ্যাকারীগণ এই জনপদ বা শহর বলতে মক্কা বুঝিয়েছেন। অর্থাৎ, এই আয়াতে মক্কা ও মক্কাবাসীদের অবস্থা বর্ণিত হয়েছে। আর তা ঐ সময় ঘটেছিল যখন আল্লাহর রসূল (সাঃ) তাদের জন্য অভিশাপ দিয়ে বলেছিলেন, اللهم اشدد وطأتك على مضر واجعلها عليهم سنين كسني يوسف অর্থাৎ, হে আল্লাহ মুযার গোত্রকে কঠিনভাবে ধর এবং তাদের উপর এমন অনাবৃষ্টি এনে দাও যেমন ইউসুফ (আঃ)-এর যুগে মিসরে হয়েছিল। (বুখারী ৪৮২১, মুসলিম ২১৫৬নং) অতএব মহান আল্লাহ তাদের নিরাপত্তাকে ভয় এবং সুখকে ক্ষুধা দ্বারা পরিবর্তন করে দিয়েছিলেন। এমন কি তাদের অবস্থা এই পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে, তারা হাড় ও গাছের পাতা খেয়ে দিন যাপন করতে বাধ্য হয়েছিল। কিছু ব্যাখ্যাকারীর মতে এই জনপদ কোন নির্দিষ্ট গ্রাম নয়। বরং এটি উপমা স্বরূপ ব্যক্ত করা হয়েছে যে, অকৃতজ্ঞ লোকেদের এই পরিণাম হবে। তাতে তারা যে স্থানের বা যে কালেরই হোক না কেন। এই ব্যাপকতাকে অধিকাংশ মুফাসসিরগণ অস্বীকার করেন না। যদিও এর অবতীর্ণ হবার বিশেষ কারণ আছে। العبرة بعموم اللفظ، لا بخصوص السبب (তাফসীরে আহসানুল বায়ান)

█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█*জাতীয় পা‌র্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দা‌য়িত্ব পাল‌নে বাধা নেই, বিচারিক আদালতের দেয়া ...
05/02/2023

█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█
*জাতীয় পা‌র্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দা‌য়িত্ব পাল‌নে বাধা নেই, বিচারিক আদালতের দেয়া নি‌ষেধাজ্ঞা হাইকোর্টে স্থ‌গিত

█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█** জুনে বাংলাদেশে আসছে আর্জেন্টিনা দল; কাল বিস্তারিত সফরসূচি জানাবে বাফুফে
21/01/2023

█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█
** জুনে বাংলাদেশে আসছে আর্জেন্টিনা দল; কাল বিস্তারিত সফরসূচি জানাবে বাফুফে

গুলশানের নতুনবাজারে আমেরিকান দূতাবাস।প্রায় ৪০ বছর আগের ছবি।
07/01/2023

গুলশানের নতুনবাজারে আমেরিকান দূতাবাস।
প্রায় ৪০ বছর আগের ছবি।

নয়াপল্টনে সমাবেশের অনড় অবস্থান থেকে সরে এসেছে বিএনপি। ১০ ডিসেম্বরের গণসমাবেশের জন্য বিএনপি কমলাপুর স্টেডিয়াম মাঠ চেয়েছে।...
08/12/2022

নয়াপল্টনে সমাবেশের অনড় অবস্থান থেকে সরে এসেছে বিএনপি। ১০ ডিসেম্বরের গণসমাবেশের জন্য বিএনপি কমলাপুর স্টেডিয়াম মাঠ চেয়েছে। আর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে সমাবেশের অনুমতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু। বুলু সাংবাদিকদের বলেন, ‘বিএনপির পক্ষ থেকে কমলাপুর স্টেডিয়ামে সমাবেশ করার প্রস্তাব দেওয়া হয়। এরপর ডিএমপি আমাদের মিরপুর বাঙলা কলেজ মাঠও যুক্ত করতে বলে। আমরা এখন দুটি জায়গাই পরিদর্শন করব। এরপর কোথায় সমাবেশ হবে তা জানানো হবে।’

পৃথিবীর মোট ফুটবলের শতকরা ৭০% তৈরী হয় পাকিস্তানের শিয়ালকোটে (Sialkot)। এবছর ফিফা বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হবে পাকিস্তানে...
24/11/2022

পৃথিবীর মোট ফুটবলের শতকরা ৭০% তৈরী হয় পাকিস্তানের শিয়ালকোটে (Sialkot)। এবছর ফিফা বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হবে পাকিস্তানে তৈরি ফুটবল দিয়ে। পাক-পাঞ্জাবের উত্তরে এই শহরেই তৈরি হয়েছে রাশিয়া বিশ্বকাপের সমস্ত ফুটবল।
শুধু রাশিয়া বিশ্বকাপ না, শিয়ালকোট বরাবরই পৃথিবীর ফুটবল তৈরির কারখানা। ১৯৯০ সাল থেকে প্রায় প্রতিটি বিশ্বকাপেই ফুটবল গিয়েছে শিয়ালকোট থেকে। শুধু ফুটবল বিশ্বকাপ না, এই মুহূর্তে শিয়ালকোটে বানানো ফুটবলেই খেলা হয় চ্যাম্পিয়নস লিগ, জার্মান বুন্দেসলীগা ও ফরাসি লিগ।
২০১০ সাল পর্যন্ত বিশ্বকাপ খেলা হত হাতে সেলাই করা ফুটবলে। তখনও ফুটবল যেত পাকিস্তান থেকেই। কিন্তু সেলাই করা ফুটবলে এখন আর খেলা হয় না। এখন এসেছে থার্মো বন্ডেড ফুটবল। তবে নতুন প্রযুক্তিতেও সেরা ফুটবল তৈরি হয় শিয়ালকোটেই।
শিশুশ্রম ব্যবহার করা হচ্ছে, এই অভিযোগে ২০০৬ সালে শিয়ালকোটের সমস্ত বরাত বাতিল করেছিল ক্রীড়া-সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা নাইকি। অভিযোগ ছিল, সেলাইয়ের কাজে ব্যবহার করা হচ্ছে শিশুদের ছোট ছোট হাত। তবে থার্মো-বন্ডেড ফুটবলে সেই ঝামেলা নেই। নতুন প্রযুক্তিতে অনেকটাই কমেছে শিশুশ্রমের ব্যবহার।
শিয়ালকোটে ফুটবল তৈরির শুরু অনেকটা কাকতালীয় ভাবেই। ভারতে বসবাসকারী ব্রিটিশদের কাছে ফুটবল বরাবরই ছিল জনপ্রিয় খেলা। তাঁদের জন্য জাহাজে করেই ইংল্যান্ড থেকে ফুটবল আসত ভারতে। অনেক সময়ই ফুটবল আসতে দেরি হত।
১৮৮৯ সালে শিয়ালকোটের এক ব্রিটিশ সেনা তাঁর খারাপ হয়ে যাওয়া ফুটবলটি সারাতে দেন স্থানীয় মুচিকে। তাঁর কাজ দেখে মুগ্ধ হয়ে তাঁকে একটি ফুটবল বানানোর বরাত দেন তিনি। শিয়ালকোটে বানানো প্রথম ফুটবল সেটিই। তারপর থেকেই শুরু ফুটবল মাঠে শিয়ালকোটের একক আধিপত্য।

লেখা: Ahmed Rafique Barki

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Open door posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Open door:

Share

Category