Useful Knowledge

Useful Knowledge Yesterday I was clever, so I wanted to change the world. Today I am wise, so I am changing myself.

কুরআনে বর্ণিত পূর্ববর্তী জাতি ও নবী-রাসুলদের ইতিহাসকোর্সের বৈশিষ্ট্য:কুরআনে বর্ণিত ঘটনাসমূহের বিস্তারিত বিবরণঐতিহাসিক স্...
13/04/2025

কুরআনে বর্ণিত পূর্ববর্তী জাতি ও নবী-রাসুলদের ইতিহাস

কোর্সের বৈশিষ্ট্য:
কুরআনে বর্ণিত ঘটনাসমূহের বিস্তারিত বিবরণ
ঐতিহাসিক স্থানগুলো মানচিত্র দিয়ে বোঝানো
ইতিহাস শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা
বর্তমানে ঘটনাগুলোর প্রাসঙ্গিকতা তুলে ধরা
প্রতিটি ঘটনা থেকে শিক্ষণীয় বিষয়গুলো জানা

কোর্স সংক্রান্ত তথ্য
📅 কোর্স শুরু: ১৯ এপ্রিল, ২০২৫
🖥️ মাধ্যম: অনলাইন, (জুম অ্যাপ)
📜 ক্লাসের দিন: শনি, সোম ও বুধবার
⏰ ক্লাসের সময়: রাত ৯:০০ টা
📕 শিক্ষক: উস্তায হাফিজুর রহমান
💲 কোর্স ফি: ১০০০ টাকা (পূর্ণ কোর্সের জন্য)

বিঃ দ্রঃ প্রতিটি ক্লাসের ভিডিও রেকর্ডিং ও প্রয়োজনীয় স্টাডি ম্যাটেরিয়ালস প্রদান করা হবে। কারণ বশতঃ কোন ক্লাস মিস হলেও রেকর্ডিংয়ের মাধ্যমে তা রিকোভার করা সম্ভব হবে ইনশাআল্লাহ। পুরুষ ও মহিলা উভয়ের জন্য কোর্সটি উন্মুক্ত।

তথ্য ও রেজিস্ট্রেশনের জন্য ওয়াটসঅ্যাপে মেসেজ দিন: 01728-842540

ইউজফুল নলেজ পরিবারের পক্ষ থেকে...সবাইকে ঈদ মোবারক
30/03/2025

ইউজফুল নলেজ পরিবারের পক্ষ থেকে...
সবাইকে ঈদ মোবারক

ঈদের চাঁদ দেখার সুন্নত ও সেই হারিয়ে যাওয়া উৎফুল্লতা..." 🌙আজকাল খুব কম মানুষকেই ঈদের চাঁদ দেখার জন্য আকাশের দিকে তাকাতে দ...
30/03/2025

ঈদের চাঁদ দেখার সুন্নত ও সেই হারিয়ে যাওয়া উৎফুল্লতা..." 🌙

আজকাল খুব কম মানুষকেই ঈদের চাঁদ দেখার জন্য আকাশের দিকে তাকাতে দেখা যায়। অথচ এটি একটি মহান সুন্নত, একটি ইবাদত, এবং আল্লাহর নিদর্শন নিয়ে চিন্তা করার সুযোগ। রাসূলুল্লাহ (ﷺ) চাঁদ দেখে এই দোয়াটি পড়তেন:

اَللّٰهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيْمَانِ، وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ، وَالتَّوْفِيقِ لِمَا تُحِبُّ وَتَرْضَى، رَبُّنَا وَرَبُّكَ اللّٰهُ

"আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল-আমনি ওয়াল ইমান, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা, রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ।"

(হে আল্লাহ! এই চাঁদকে আমাদের উপর নিরাপত্তা, ঈমান, সুস্থতা ও ইসলামের সাথে উদিত করুন। আমাদেরকে সেই কাজের তাওফীক দিন, যা আপনি পছন্দ করেন এবং যা আপনার সন্তুষ্টি অর্জন করে। আমাদের প্রতিপালক ও এই চাঁদের প্রতিপালক আল্লাহ।")

আমাদের বাবা-দাদার সময়ে ঈদের চাঁদ দেখার জন্য বাড়ির ছাদে, মসজিদের মিনারে সবাই মুখরিত হয়ে উঠত। ছোট্ট শিশুরা বাবা-মায়ের কাঁধে চড়ে চাঁদ খুঁজত, বড়রা দোয়া পড়তেন—"আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল-আমনি ওয়াল ইমান, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম..." (হে আল্লাহ! এই চাঁদকে আমাদের উপর নিরাপত্তা, ঈমান, সুস্থতা ও ইসলামের সাথে উদিত করুন)।

কিন্তু আজ? আমাদের নতুন প্রজন্ম অনেকেই জানে না চাঁদ দেখা সুন্নত, দোয়াটি কী, বা এই ছোট্ট আমলটির মাঝে কত বরকত নিহিত। মোবাইল ফোনের নোটিফিকেশনেই জানা যায় চাঁদ উঠেছে কিনা—প্রত্যক্ষ দেখা, দোয়া ও সেই উৎসব-উৎফুল্লতা এখন শুধুই স্মৃতি।

চাঁদ দেখা শুধু তারিখ নির্ধারণের বিষয় নয়—এটি একটি ইবাদত, একটি সংস্কৃতি, একটি সুন্নতের জীবন্ত চর্চা। এটি আমাদেরকে প্রকৃতির সাথে, আল্লাহর নিদর্শনের সাথে সংযুক্ত করে। আসুন, এই সুন্নতকে আবার জাগিয়ে তুলি—

🌙 এইবার ঈদের চাঁদ দেখার সময় পরিবার-বন্ধুদের সাথে ছাদে বা খোলা আকাশের নিচে হাজির হোন, দোয়া পড়ুন এবং অন্যদেরও উৎসাহিত করুন।

আপনার শৈশবে কি চাঁদ দেখার কোনও স্মরণীয় মুহূর্ত আছে? নিচে কমেন্টে শেয়ার করুন—আমাদের সবার স্মৃতিতে ফিরে আসুক সেই উৎসবের দিনগুলো! ❓

#চাঁদ_দেখার_সুন্নত #ইসলামি_সংস্কৃতি #হারানো_ঐতিহ্য

রমজানের দিনগুলোতে বেশী বেশী দোয়ায় হাত তুলি।  عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يجتهد في العشر...
24/03/2025

রমজানের দিনগুলোতে বেশী বেশী দোয়ায় হাত তুলি।
عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم
يجتهد في العشر الأواخر ما لا يجتهد في غيره -সহীহ মুসলিম, হাদিস নং ১১৭৫-
হযরত আয়েশা (রা.) বলেন: রাসূল (সা.) রমজানের শেষ দশকে এতবেশি ইবাদত করতেন, যা অন্য সময়ে করতেন না।

দোয়ায় আল্লাহর কাছে সব চাওয়া চাই

২২তম রমজান: বিজয়ের স্মৃতিরমজান মাস বিজয়ের মাস। ২২তম দিনে আমরা স্মরণ করি মক্কা বিজয়ের গৌরব। 'ইমাম ইবনুল কাইয়্যিম বলেছেন: ...
23/03/2025

২২তম রমজান: বিজয়ের স্মৃতি
রমজান মাস বিজয়ের মাস। ২২তম দিনে আমরা স্মরণ করি মক্কা বিজয়ের গৌরব।

'ইমাম ইবনুল কাইয়্যিম বলেছেন: 'রমজানে মুসলিমদের বিজয় আল্লাহর বিশেষ রহমতের নিদর্শন।'

আজ দোয়া করি, আমাদের জীবনেও ঈমানের বিজয় আসুক।

রমজানের শেষ দশকের ফজিলত ও গুরুত্ব হাদিস :حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِي يَعْفُورٍ ...
22/03/2025

রমজানের শেষ দশকের ফজিলত ও গুরুত্ব

হাদিস :

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِي يَعْفُورٍ عَنْ أَبِي الضُّحَى عَنْ مَسْرُوقٍ عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ الْعَشْرُ شَدَّ مِئْزَرَهُ وَأَحْيَا لَيْلَهُ وَأَيْقَظَ أَهْلَهُ

হযরত আয়িশাহ্ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, যখন রমাযানের শেষ দশক আসত তখন নবী (সা.) তাঁর লুঙ্গি কষে নিতেন (বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন) এবং রাত্র জেগে থাকতেন ও পরিবার-পরিজনকে জাগিয়ে দিতেন।

👉 আসুন, শেষ দশকে বেশি বেশি ইবাদত করি এবং পরিবারকে ইবাদতে শরিক করি।

#রমজান #ইবাদত #সুন্নত #রমজান_2025

04/02/2025

Address

Dhaka
1216

Telephone

+8801728842540

Website

Alerts

Be the first to know and let us send you an email when Useful Knowledge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Useful Knowledge:

Share