
17/06/2025
“ইসরায়েলের হামলায় ক্ষুব্ধ ইরান, রাষ্ট্রপতির তীব্র প্রতিক্রিয়া। সাহার ইমামির সাহসিকতা বিশ্ববাসীকে অভিভূত করেছে।”
রাষ্ট্রীয় টেলিভিশনের ওপর ইসরায়েলের হামলা: ইরানি প্রেসিডেন্টের কঠোর নিন্দা
📍 তেহরান, ১৭ জুন ২০২৫
ইরানের রাষ্ট্রপতি এক বিবৃতিতে বলেছেন, “ইসরায়েলি শাসকগোষ্ঠীর দ্বারা ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ‘নেটওয়ার্ক নিউজ’–এর ওপর সরাসরি সম্প্রচারের সময় হামলা চালানো হয়েছে। এই নিন্দনীয় ঘটনা ছিল আন্তর্জাতিক সব আইন লঙ্ঘন করার একটি স্পষ্ট দৃষ্টান্ত।”
তিনি বলেন, “এই বর্বর হামলা ছিল সেই অবৈধ সরকারের নগ্ন সহিংসতা ও লাগামছাড়া বর্বরতার আরেকটি দৃষ্টান্ত যা বিশ্ববাসীর চোখের সামনে খুলে গেছে।”
🔹 রাষ্ট্রপতি সাহসী নারী সাংবাদিক সাহার ইমামি-র প্রশংসা করে বলেন, “এই বীর সাংবাদিক যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন, তা ইরানি জাতির প্রতিরোধ এবং আত্মমর্যাদার ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।”