Teesta TV

Teesta TV Teesta Television wants to spread - World wide information, technology, current affairs, Daily news and magazines etc.

which is also a National and International Television Network for the people of Bangladesh and also the world wide people in e-Media.

“ইসরায়েলের হামলায় ক্ষুব্ধ ইরান, রাষ্ট্রপতির তীব্র প্রতিক্রিয়া। সাহার ইমামির সাহসিকতা বিশ্ববাসীকে অভিভূত করেছে।”রাষ্ট্রীয়...
17/06/2025

“ইসরায়েলের হামলায় ক্ষুব্ধ ইরান, রাষ্ট্রপতির তীব্র প্রতিক্রিয়া। সাহার ইমামির সাহসিকতা বিশ্ববাসীকে অভিভূত করেছে।”

রাষ্ট্রীয় টেলিভিশনের ওপর ইসরায়েলের হামলা: ইরানি প্রেসিডেন্টের কঠোর নিন্দা

📍 তেহরান, ১৭ জুন ২০২৫

ইরানের রাষ্ট্রপতি এক বিবৃতিতে বলেছেন, “ইসরায়েলি শাসকগোষ্ঠীর দ্বারা ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ‘নেটওয়ার্ক নিউজ’–এর ওপর সরাসরি সম্প্রচারের সময় হামলা চালানো হয়েছে। এই নিন্দনীয় ঘটনা ছিল আন্তর্জাতিক সব আইন লঙ্ঘন করার একটি স্পষ্ট দৃষ্টান্ত।”

তিনি বলেন, “এই বর্বর হামলা ছিল সেই অবৈধ সরকারের নগ্ন সহিংসতা ও লাগামছাড়া বর্বরতার আরেকটি দৃষ্টান্ত যা বিশ্ববাসীর চোখের সামনে খুলে গেছে।”

🔹 রাষ্ট্রপতি সাহসী নারী সাংবাদিক সাহার ইমামি-র প্রশংসা করে বলেন, “এই বীর সাংবাদিক যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন, তা ইরানি জাতির প্রতিরোধ এবং আত্মমর্যাদার ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।”

28/04/2025
ক্যাম্পাস সহিংসতা আজও কেরে নিচ্ছে কতো প্রাণ। আবরার, তোফাজ্জল , পারভেজের মতো আর কতো প্রাণ ঝরবে ?                         ...
21/04/2025

ক্যাম্পাস সহিংসতা আজও কেরে নিচ্ছে কতো প্রাণ। আবরার, তোফাজ্জল , পারভেজের মতো আর কতো প্রাণ ঝরবে ?

ভূমিকম্পের পর ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা।
28/03/2025

ভূমিকম্পের পর ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা।

বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান।
26/03/2025

বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান।

কেরাণীগঞ্জে দলবেঁধে ধর্ষণের পর হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড।
25/03/2025

কেরাণীগঞ্জে দলবেঁধে ধর্ষণের পর হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড।

ক্যান্টনমেন্টে আওয়ামীলীগের পূণর্বাসনের প্রস্তুতি চলছে।
21/03/2025

ক্যান্টনমেন্টে আওয়ামীলীগের পূণর্বাসনের প্রস্তুতি চলছে।

দীর্ঘ সাড়ে নয় মাস পর পৃথিবীতে অবতরণ করেছেন মহাকাশে আটকে পড়া নভোচারীরাদীর্ঘ সাড়ে নয় মাস মহাকাশে আটকে থাকার পর সফলভাবে ...
19/03/2025

দীর্ঘ সাড়ে নয় মাস পর পৃথিবীতে অবতরণ করেছেন মহাকাশে আটকে পড়া নভোচারীরা

দীর্ঘ সাড়ে নয় মাস মহাকাশে আটকে থাকার পর সফলভাবে পৃথিবীতে ফিরে এসেছেন চারজন নভোচারী। তাঁদের মহাকাশযান আজ স্থানীয় সময় সকাল ৭:৪৫ মিনিটে প্রশান্ত মহাসাগরের নির্দিষ্ট অবতরণস্থলে পৌঁছায়।

কীভাবে আটকে পড়েছিলেন?

এই নভোচারীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) গবেষণা মিশনে অংশ নিতে গিয়েছিলেন। কিন্তু মহাকাশযানের কারিগরি ত্রুটি ও বিভিন্ন জটিলতার কারণে তাঁদের পৃথিবীতে ফেরার সময়সূচি একাধিকবার পিছিয়ে যায়।

উদ্ধার অভিযান

নাসা ও স্পেসএক্স-এর যৌথ প্রচেষ্টায় অবশেষে তাঁদের ফিরিয়ে আনা সম্ভব হয়। মহাকাশযান অবতরণের পরপরই উদ্ধারকারী দল তাঁদের গ্রহণ করে এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে।

নভোচারীদের অভিজ্ঞতা

ফিরে এসে একজন নভোচারী বলেন, "মহাকাশে অতিরিক্ত সময় কাটানো আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল, তবে এটি ছিল এক অসাধারণ অভিজ্ঞতা।" অন্য একজন জানান, "পৃথিবীর মাধ্যাকর্ষণ আবার অনুভব করা সত্যিই দারুণ লাগছে।"

ভবিষ্যৎ পরিকল্পনা

নাসার কর্মকর্তারা জানিয়েছেন, মহাকাশযানের কারিগরি সমস্যা বিশ্লেষণ করে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মহাকাশ গবেষণার নতুন দিগন্ত উন্মোচনে আরও নিরাপদ মিশনের পরিকল্পনা চলছে।

(Teesta TV প্রতিবেদক)

আমদানি ব্যয় অনুসারে ভোজ্যতেলের যৌক্তিক দাম ২০২৫সালে কতো আপনি জানেন কি???
18/03/2025

আমদানি ব্যয় অনুসারে ভোজ্যতেলের যৌক্তিক দাম ২০২৫সালে কতো আপনি জানেন কি???

না ফেরার দেশে কানজয়ী বেলজিয়ান অভিনেত্রী এমিলি দ্যকেনমাত্র ৪৩ বছর বয়সেই থেমে গেল জনপ্রিয় বেলজিয়ান অভিনেত্রী এমিলি দ্যকেনে...
18/03/2025

না ফেরার দেশে কানজয়ী বেলজিয়ান অভিনেত্রী এমিলি দ্যকেন

মাত্র ৪৩ বছর বয়সেই থেমে গেল জনপ্রিয় বেলজিয়ান অভিনেত্রী এমিলি দ্যকেনের জীবন। বিরল ক্যানসারের সাথে দীর্ঘদিন লড়াই করে শেষ পর্যন্ত পরাজিত হলেন তিনি। গত ১৬ মার্চ, ফ্রান্সের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী শিল্পী। তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

১৯৯৯ সালে মাত্র ১৭ বছর বয়সে এমিলি দ্যকেন আলোচনায় আসেন "রোজেটা" চলচ্চিত্রের মাধ্যমে। দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রামরত এক কিশোরীর চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের মুগ্ধ করেন তিনি। অসাধারণ অভিনয়ের জন্য ৫২তম কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন, যা তাকে রাতারাতি আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়।

এরপর তিনি একাধিক সিনেমায় অভিনয় করেন এবং ফরাসি ও বেলজিয়ান সিনেমা জগতে শক্ত অবস্থান তৈরি করেন। তবে তার জীবন ছিল নানা চ্যালেঞ্জে ভরা। কয়েক বছর আগে এক বিরল ধরনের ক্যানসারে আক্রান্ত হন তিনি। চিকিৎসা চললেও শেষ পর্যন্ত সুস্থ হয়ে ওঠা সম্ভব হয়নি।

তার অকাল প্রয়াণে বিশ্ব সিনেমা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শ্রদ্ধা জানিয়ে আবেগঘন পোস্ট করছেন। এমিলি দ্যকেনের মৃত্যু শুধু বেলজিয়ান চলচ্চিত্রের জন্য নয়, পুরো বিশ্ব সিনেমার জন্য এক অপূরণীয় ক্ষতি।

সম্পাদনা: তিস্তা টিভি।

08/03/2025

বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল বাচ্চা মেয়েটা। ফিরতে রাত হয়ে যাবে বিধায় বড় বোন বলেছিল এর পরদিন বাড়িতে যেতে। বড় বোন কিছুক্ষণের জন্যে বাইরে গিয়েছিল।

মেয়েটা বোনের রুমে গুটিসুটি হয়ে শুয়ে ছিল এককোনায়। দুলাভাইও ছিল রুমে। বড়বোন ভেবেছিল তার হাসবেন্ড যেহেতু আছে তাহলে আর কোন সমস্যা হবে না।

তারপর দুপুরের দিকে বড় বোন বাসায় এসে দেখে রুমে লাইট নিভানো, ঘুটঘুটে অন্ধকার। তড়িঘরি করে লাইট জ্বালিয়ে দেখে তার আদরের ছোট বোনটা এলোমেলোভাবে পড়ে আছে, চেহারাটা ফ্যাকাশে।

বড় বোন বুঝতে পারেনা কি হয়েছে তার আদরের বোনটার সাথে। অনেকক্ষণ পর যখন বুঝতে পারে তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে।

বড় বোন শাশুড়িকে হাতজোড় করে তার বোনটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে। কিন্তু শাশুড়ি নিষেধ করছিল ঘটনাটা যাতে জানাজানি না হয়,হলে না-কি মানসম্মানে কমতি পড়বে তাদের।

তারপর বহু কষ্টে শাশুড়িকে রাজি করিয়ে বড় বোন তার ছোট বোনটাকে নিয়ে আসে মাগুড়া হাসপাতালে। কোনরকম দায়সারা ভাবে হাসপাতালে দিয়েই শাশুড়ি পালিয়ে যায় সেখান থেকে।

হাসপাতালে আনার পর বাচ্চা মেয়েটার অবস্থা আরও বেশি গুরুতর হয়ে পড়ে। ব্যথায় কাতরাচ্ছিল শুধু। বাচ্চা মেয়ে বয়স আর কত হবে? সাত কিংবা আট।

যৌনতার কিছুই বুঝে না, পুতুল নিয়ে খেলার বয়স তার।

মেয়ের মা এবং বোনের সন্দেহ দুলাভাই সজীব এবং শ্বশুর হিটুর প্রতি। জোরালো সন্দেহ দুলাভাই সজীবের প্রতি যেহেতু তার রুমেই ছিল বাচ্চা মেয়েটা।

তৌহিদী জনতা এখন এই বাচ্চা মেয়েটার কি দোষ দিবে? তার তো ওড়না পড়ার বয়সও হয়নি।
ওড়না পড়ার বয়স হলে নাহয় ওড়নার দোহাই দিয়ে দায়সারা যেত।

তারা কি এবারেও ধ* র্ষ কের পক্ষ নিয়ে ফুলের মালা দিয়ে বরন করে আনবে?

মেয়ের মা এবং বোন মিলেই এখনও অসহায়ের মত পড়ে আছে হাসপাতালে। তাদেরকে সাহায্য করতে কোন তৌহিদী জনতা আসেনি, আসেনি কোন নারীবাদী সংগঠন।

বাচ্চা মেয়েটার মুখে অক্সিজেন মাস্ক লাগানো। ব্যথায় একটু পর পর ককিয়ে উঠতেছে শুধু। বড় বোন একপাশে হাতে ধরে দাড়িয়ে আছে। মা মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আশ্বাস দিচ্ছে - সব ঠিক হয়ে যাবে মা।

বুড়িগঙ্গার জীবন বৈচিত্র্য যেন সময়ের প্রবাহ।
19/02/2025

বুড়িগঙ্গার জীবন বৈচিত্র্য যেন সময়ের প্রবাহ।

Address

Dhaka
5400

Telephone

+8801717395690

Website

Alerts

Be the first to know and let us send you an email when Teesta TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Teesta TV:

Share