Arafat Sanny Official

Arafat Sanny Official Hey

This is me

Tiring_biring_ghost

এক টুকরা খাবারের আশায় কিভাবে তাকায় আছে 💔💔💔
20/02/2024

এক টুকরা খাবারের আশায় কিভাবে তাকায় আছে 💔💔💔

যাকে ভালোবাসি' তাকে হারিয়ে ফেলার ভয় পাই সবসময়! সে একটু কম সময় দিলে বড্ড অভিমান, করি.!! তার মুখে অন্য কারো নাম শুনলে ...
20/02/2024

যাকে ভালোবাসি' তাকে হারিয়ে ফেলার ভয় পাই সবসময়! সে একটু কম সময় দিলে বড্ড অভিমান, করি.!! তার মুখে অন্য কারো নাম শুনলে খুব হিংসে হয় তার আদর না পেলে বুকের ভিতরে খুব কান্না পায় !! আসলে একটা মানুষকেই তো চাই খুব করে চাই! সব চেয়ে কাছ থেকে চাই' সবার চেয়ে বেশি আপন করে চাই! তাকে ছাড়া আর তার কাছ থেকে কিছু চাওয়ার নেই! তাকে চাই.....এই দুটোই সব থেকে অধিকারবোধ শব্দ যাকে ভালোবাসি তার নামে গোটা আকাশের সবগুলো তারায় রটিয়ে দিতে মন চাই।যে সে শুধু কেবল আমার! তাকে ছেড়ে দেওয়া সহজ না জীবনের বিনিময়ে হলেও ভালো-মন্দ সুখ অসুখ বিসুখ প্রয়জোন Q আয়োজন সব টুকুতেই তাকেই চাই..!!! সেই মানুষটা জন্য বড্ড স্বার্থপর হতে পারি ! এতো টুকো বুঝি সে কেবল আমার আমি তাকে অনেক ভালোবাসি ।।

মানুষ চাইলেই সবাইকে জীবনে জড়িয়ে নিতে পারে না। নিশ্চিত শুভাকাঙ্ক্ষী জানার পরেও আপন করতে পারে না অনেক মানুষদেরকেই। সকল মান...
19/02/2024

মানুষ চাইলেই সবাইকে জীবনে জড়িয়ে নিতে পারে না। নিশ্চিত শুভাকাঙ্ক্ষী জানার পরেও আপন করতে পারে না অনেক মানুষদেরকেই। সকল মানুষের নিজস্ব একটা গন্ডি থাকে, থাকে পাহাড়সম অনেক বাঁধা-বিপত্তি। তাছাড়া যেই মানুষগুলো প্রতিনিয়ত নিজের জীবনের চড়াই-উতরাই এর সাথে যুদ্ধ করে যায়, তাদের মতো মানুষদের কাছে ভালোবাসার মতো বিলাসিতার সময় থাকে না মোটেই। মজা মনে হলেও এটাই সত্য কথা। আর তাছাড়া যাকে নিয়ে ভবিষ্যৎ বোনার কোনো স্বপ্ন নেই। তার সাথে দু'দিন কথা বলে তার মনে আশার বীজ বোনাটা অ'ন্যায় কাজ। যেই অ'ন্যায় করলে মানুষের জন্য নিজেকে ক্ষমা করাটাই কঠিন হয়ে দাঁড়ায়। পৃথিবীতে সবাই সবার জন্য আসে না। তাই চাইলেই কাউকে জীবনে পাওয়া হয়ে যায় না। কিছু মানুষ সারাজীবনই হয়তো আমাদের মনের থাকে, কিন্তু তাদেরকে কখনোই নিজের করে পাওয়া হয় না। এতে কারোই দোষ থাকে না। তবুও এর জন্য ক'ষ্ট পেতে হয় অনেকটা। কিন্তু এই কষ্টটাই ভবিষ্যৎকে বাঁচিয়ে দেয় যত্ন করে। কারণ আজকে মায়াজালে পা বাড়িয়ে দিলে আজন্ম কষ্টকে নিজের সাথী বানিয়ে নিতে হবে। পরিবর্তনশীল এই পৃথিবীতে সবটাই তো বদলে যায়। একদিন এই পাগলামীটাও বদলে যাবে কালের স্রোতে। তীব্র চাওয়া সঠিক মানুষটাকেই এনে দিবে একসময় জীবনে। বর্তমানটা তখন ধুলোপড়া স্মৃতি হয়ে থাকবে।

বয়সটা যতো বাড়ছে ততো বুঝতে শিখেছি- কঠিন বিপর্যয়ে নিজের পায়ে ভর করে মাটি আকড়ে ধরার মাঝে ততোটা সুখ লুকিয়ে থাকে, মানুষকে মন ...
18/02/2024

বয়সটা যতো বাড়ছে ততো বুঝতে শিখেছি- কঠিন বিপর্যয়ে নিজের পায়ে ভর করে মাটি আকড়ে ধরার মাঝে ততোটা সুখ লুকিয়ে থাকে, মানুষকে মন থেকে বিশ্বাস করার পরিণাম কতোটা নির্মম হয়, মুখে বলা মিথ্যের পিছনে লুকিয়ে থাকা সত্যের ইতিহাস, মানুষের চোখের ভাষা, কখন কোন জিনিসটা ছেড়ে দিতে হবে আর কখনই বা কোনটা আকড়ে ধরতে হবে শক্ত করে। শিখেছি কখন কোমল স্বরে জবাব দিতে হয় আর কখন গর্জে উঠে মুখের উপর কঠিনভাবে জবাব দিয়ে বুঝিয়ে দিতে হয় আমি অতোটাও দুর্বল নয় যতো আমায় ভাবা হয়। আমি বুঝেছি প্রতিশ্রুতির সৌন্দর্য, ভালোবাসার বিনিময়ে সম্মানের গুরুত্ব, প্রিয়জন আর প্রয়োজনের মধ্যে পার্থক্য, কে জ্বরের রাতের জলপট্টি আর কেই বা মুখ ফিরিয়ে নেওয়া বিশ্বাসঘাতক, সবসময় মন দিয়ে না ভেবে মগজ নিয়ে ভাবার প্রয়োজনীয়তা। ইত্যাদি ইত্যাদি.... এসব কিছু বুঝতে এবং শিখতে গিয়ে আমায় জীবনের চরম পর্যায়ের মুখোমুখি হতে হয়েছে, অন্ধকারে তলিয়েও গিয়েছে বারেবারে, বন্ধুমহল হারাতে হয়েছে, চুপচাপ হতে হয়েছে ভীষণভাবে। তবুও আমি থেমে যাই নি, লড়ে গেছি বিষাক্ত অতীতের সাথে। নিজের ছায়াকেই করেছি আপন কারণ ‘ওকেই’ পেয়েছি আলোর পথে। আর ও-ই আমায় মনে করিয়ে দেয়, আমায় দেওয়া আমার প্রতিশ্রুতির কথা। যা আমি পালন করতে সংকল্প করেছি দৃঢ়ভাবে।

সব শিক্ষা বই এর পাতা থেকে হয় না... || কিছু কিছু শিক্ষা : পরিস্থিতি আর- বাস্তবতা থেকে ও হয়..! 🙂🥀 বাস্তবতায় হোঁচট খেয়ে খেয়...
17/02/2024

সব শিক্ষা বই এর পাতা থেকে হয় না... || কিছু কিছু শিক্ষা : পরিস্থিতি আর- বাস্তবতা থেকে ও হয়..! 🙂🥀 বাস্তবতায় হোঁচট খেয়ে খেয়ে, আজ যেমন আমি হাটতে শিখেছি। ঠিক তেমনি মানুষের দেওয়া কষ্ট গুলো থেকেও এক দিন ধোঁকা খেতে খেতে, সফলতার দুয়ারে গিয়ে পৌছাবো, " ইন শাহ আল্লাহ " 😇🌸

খুব অল্প শব্দেও অনেক সময় আমরা কাছের মানুষটাকে আশ্বস্ত করতে পারি। অল্প কয়েকটা শব্দ। সে শুনতে চাইছে আপনার থেকে। শুধু আপন...
17/02/2024

খুব অল্প শব্দেও অনেক সময় আমরা কাছের মানুষটাকে আশ্বস্ত করতে পারি। অল্প কয়েকটা শব্দ। সে শুনতে চাইছে আপনার থেকে। শুধু আপনার থেকেই। একবার চোখে চোখ রেখে, হাত ছুঁয়ে বলুন," আমি আছি তো।" ব্যস্, এতটুকু তেই তো হয়ে গেল। খুব বেশি বুঝিয়ে, খুব বেশী কিছু কিনে তাকে বলার দরকার নেই। ঠিক সময়ে অল্প করে হলেও ঠিক ঠিক কথা বলুন। রাস্তা পার হবার হাত ধরে টেনে নিয়ে বলুন," এদিক দিয়ে এসো।" এতটুকু ই। পরীক্ষায় রেজাল্ট খারাপ হয়েছে, বাড়িতে কেউ খুব বকা দিয়েছে, খুব পছন্দের জিনিসটা হারিয়ে গেছে। কাঁধে উপর তার মাথা টেনে নিয়ে বলুন," ভয় নেই। দুঃখে তোমায় মানায় না।" এতটুকু ই বলতে হয়। খুব বেশি বুঝতে কেউ চায় না। জীবনের ছোট ছোট অনুভূতি গুলো বুঝে নিতে হবে, বুঝিয়ে দিতেও হবে। রোদ ঝলমলে দিনে একসাথে দূরের দিকে চেয়ে, তারপর আবার চোখে চোখ রাখুন। এইখানে তো কথা বলার দরকার ও নেই। তবুও দেখবেন, আপনি আপনার মনের কথা সম্পূর্ণ বোঝাতে পেরেছেন। রোদের মধ্যে খুব আদর আছে। ও চাইছে জমে থাকা সমস্ত রাগ, অভিমান ভাঙিয়ে দিতে পারে। পূর্ণিমার রাতে বাড়ির ছাদে একসাথে বসে থাকতে পারেন, বসন্তের দিনে লাল কাঁকড় বিছানো পথ দিয়ে হেঁটে যেতে পারেন, একমুঠো বুনো ফুল তুলে আনতে পারেন, নদীর ঘাটে পা ডুবিয়ে বসে থাকতেও পারেন। এতটুকু তেই সব হবে। হ্যাঁ, একটা কথা কিন্তু মনে রাখতে হবে। নিয়ম করে প্রতিদিন ইচ্ছেমতো " ভালোবাসি" বলতেই হবে। অভিমান বা রাগ হলে, সেই বুকে নিয়েই বলুন। তবুও বলুন। বলে দেওয়া টাও অনেক সময় খুব বেশী দরকার।।

😅😅
16/02/2024

😅😅

2,800 বছর বয়সী হাসানলু প্রেমিকদের ইরানের একটি বিনের মধ্যে পাওয়া গেছে। মাটিতে চাপা দুটি কঙ্কাল একে অপরকে চুম্বন করতে দে...
16/02/2024

2,800 বছর বয়সী হাসানলু প্রেমিকদের ইরানের একটি বিনের মধ্যে পাওয়া গেছে। মাটিতে চাপা দুটি কঙ্কাল একে অপরকে চুম্বন করতে দেখা যাচ্ছে। লিঙ্গ বিরোধ ব্যতীত, ইতিহাসবিদরা নিশ্চিত নন কেন তারা বিনের মধ্যে এসেছিল - সম্ভবত তারা হাসানলুকে চূড়ান্ত বরখাস্ত করার সময় লুকিয়ে ছিল।

জীবন পাড়ে বসে আছি,কত যুগ ধরে কঙ্কালসার সম্পর্ক আগলে। একদিন বাঁচতে যে মুক্ত কুড়িয়ে এনেছিলাম সমুদ্র বক্ষ থেকে এ অপেক্ষা হয়...
15/02/2024

জীবন পাড়ে বসে আছি,কত যুগ ধরে কঙ্কালসার সম্পর্ক আগলে। একদিন বাঁচতে যে মুক্ত কুড়িয়ে এনেছিলাম সমুদ্র বক্ষ থেকে এ অপেক্ষা হয়তো তারই জন্য। এ পাড় স্যাতস্যাতে। আসে নি কখনো রোদ ভুলে ,চেষ্ঠাও করেছিলাম অনেক, সুরাহা হয় নি। আসলে দুটো অসম মন, মনোমালিন্য, হাজার অভিযোগ যেখানে থাকে সেখানে কখনো শক্তপোক্ত ঘর তৈরি হয় না। তবুও মানুষ ঘর বাঁধার স্বপ্ন দেখে! অবশ্য কিছু ব্যতিক্রমী ও থাকে। জীবনে প্রেম এলো অবেলায় ।সেই প্রথম সুখকে ছোঁয়া প্রজাপতির ডানায়। রোদ্দুরে কাটিয়েছি ফুল যতদিন ফুটেছিল। এক সময় সেই ফুলও ঝরে গেল। সে আমাকে রঙীন করে আঁকত। সেই রং আমার প্রতিদিনের জীবনকে অভিশপ্ত করে তুলত। গালিগালাজ, ভাঙ-চূড় চলত প্রতিদিন। তাও জীবনের পাড় ধরে হেঁটেছি। ক্লান্ত হয়েছি থেমে যাই নি কখনো। তাকে কখনো বলা হয় নি ওরে, তোর রংয়ে আমি বিবর্ণ হই! এখন সে নাগালের বাইরে বলার তো কোন প্রশ্ন নেই। শরীরের প্রতিটি স্তরে ইচ্ছা করেই জমিয়েছি পলি ভালোবাসাকে মেঝের ওপর বসে কাঁদতে দেখে। সেও আর কোনদিন জোর করে নি। আমিও বেঁচে গেলাম। এখন আর কারো প্রতি কোন অভিযোগ রাখি না। চোখ শুধু খোলা আকাশে দিকে, ভালোবাসা নয়, শুধু একটু ভালো থাকা, শুধু ভালো থাকা।

একটা অসমাপ্ত ভালোবাসার গল্প.. 😶🥀 কিছু মানুষকে না আমরা কখনোই হারাতে চাইনা.! জীবন থেকে চলে যেতে দেই না। তাদের ছাড়া আমরা আম...
15/02/2024

একটা অসমাপ্ত ভালোবাসার গল্প.. 😶🥀 কিছু মানুষকে না আমরা কখনোই হারাতে চাইনা.! জীবন থেকে চলে যেতে দেই না। তাদের ছাড়া আমরা আমাদের দুনিয়াটা চিন্তাই করতে পারি না। কিন্তু, হটাৎ করেই যখন তারা - চলে যায় তখন আমরা অনেক কাঁদি। অসহ্য যন্ত্রণা নিয়ে তাদের সামনে অনুরোধ করি.. 🙂 এমন অনেক কিছুই করি, যাতে - তারা আবারো আমাদের লাইফে ফিরে আসে.....!!....🥹 কিন্তু, | তারা আর কখনোই ফিরে আসে না। যানেন..? তারা যেতে - যেতে আমাদের কি শিখিয়ে যায়..? তারা এটা শিখিয়ে যায় যে - আপনার জীবনের খুশি, আপনার জীবনের ভালো থাকার চাবিটা, অন্য কারোর হাতে দিতে নেই। নয়তো তাঁরা চলে যাওয়ার পর, আপনার সব কিছুই হারিয়ে যাবে।🥺🖤 আমি তাকে একটা সুখের ঠিকানার রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম। সে আমাকে শিখিয়ে দিয়ে গেছে ভালোবাসা কি.? শিখিয়েছে ভালোবাসা অল্প হলেও কি ভাবে ভালো থাকা যায়। আর সে এই অল্প সময়ে আমার দুনিয়া হয়ে উঠেছিলো। খুবই অল্প সময় ছিলো আমার পাশে..!! কিন্তু আমার এই অনিশ্চিত জীবনে তার কোন নিশ্চয়তা দিতে পারি নাই। তাই আমি তার সেই দিনের আকুতি চিৎকার শুনেও বার বার ফিরিয়ে দিয়েছি। তার আত্নচিৎকারে শুধু একটা শব্দ ছিলো আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও.. || কিন্তু আমি তার জন্য কিছুই করতে পারিনি। আমার কুড়িয়ে পাওয়া ভালোবাসা টুকু আবারও হারিয়ে ফেললাম... 😭🥀 #ছলনাময়ী #মায়াবিনি

Address

Dhaka

Telephone

+8801685439812

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arafat Sanny Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share