17/02/2024
খুব অল্প শব্দেও অনেক সময় আমরা কাছের মানুষটাকে আশ্বস্ত করতে পারি। অল্প কয়েকটা শব্দ। সে শুনতে চাইছে আপনার থেকে। শুধু আপনার থেকেই। একবার চোখে চোখ রেখে, হাত ছুঁয়ে বলুন," আমি আছি তো।" ব্যস্, এতটুকু তেই তো হয়ে গেল। খুব বেশি বুঝিয়ে, খুব বেশী কিছু কিনে তাকে বলার দরকার নেই। ঠিক সময়ে অল্প করে হলেও ঠিক ঠিক কথা বলুন। রাস্তা পার হবার হাত ধরে টেনে নিয়ে বলুন," এদিক দিয়ে এসো।" এতটুকু ই। পরীক্ষায় রেজাল্ট খারাপ হয়েছে, বাড়িতে কেউ খুব বকা দিয়েছে, খুব পছন্দের জিনিসটা হারিয়ে গেছে। কাঁধে উপর তার মাথা টেনে নিয়ে বলুন," ভয় নেই। দুঃখে তোমায় মানায় না।" এতটুকু ই বলতে হয়। খুব বেশি বুঝতে কেউ চায় না। জীবনের ছোট ছোট অনুভূতি গুলো বুঝে নিতে হবে, বুঝিয়ে দিতেও হবে। রোদ ঝলমলে দিনে একসাথে দূরের দিকে চেয়ে, তারপর আবার চোখে চোখ রাখুন। এইখানে তো কথা বলার দরকার ও নেই। তবুও দেখবেন, আপনি আপনার মনের কথা সম্পূর্ণ বোঝাতে পেরেছেন। রোদের মধ্যে খুব আদর আছে। ও চাইছে জমে থাকা সমস্ত রাগ, অভিমান ভাঙিয়ে দিতে পারে। পূর্ণিমার রাতে বাড়ির ছাদে একসাথে বসে থাকতে পারেন, বসন্তের দিনে লাল কাঁকড় বিছানো পথ দিয়ে হেঁটে যেতে পারেন, একমুঠো বুনো ফুল তুলে আনতে পারেন, নদীর ঘাটে পা ডুবিয়ে বসে থাকতেও পারেন। এতটুকু তেই সব হবে। হ্যাঁ, একটা কথা কিন্তু মনে রাখতে হবে। নিয়ম করে প্রতিদিন ইচ্ছেমতো " ভালোবাসি" বলতেই হবে। অভিমান বা রাগ হলে, সেই বুকে নিয়েই বলুন। তবুও বলুন। বলে দেওয়া টাও অনেক সময় খুব বেশী দরকার।।