Sajol's Diary

Sajol's Diary Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sajol's Diary, Digital creator, Hatmagura, Madarganj, Jamalpur, Dhaka.

16/07/2024

আল্লাহর দোহাই লাগে মানুষ হয়ে মানুষ মারবেন না,🙏 হোক সে আন্দোলনকারী, বা পুলিশ কিংবা ছাত্রলীগ হোক। সে আমার ভাই, আমার বন্ধু, আপনজন! কারও না কারও মায়ের আদরের সন্তান। সংসারের একমাত্র অবলম্বন। কোনো মা বাবার আশার বাতিঘর ছেলে বড় হয়ে মানুষ হবে। সুখ ফিরে পাবে তারা আর সেই সন্তান যদি মানুষের হাতে মাইর খেয়ে মারা যায় তাহলে তাদের হৃদয়ের আর্তচিৎকারে আল্লাহর আরশ কেপে উঠবে।
এমন প্রাননাশের বাংলা দেখতে কষ্ট হচ্ছে আমরা উভয়ই আহত হচ্ছি মারা যাচ্ছি
মাবুদ আপনি সঠিক একটা ফায়সালা দেন দ্রুত।

সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই।

04/07/2024

বেশ্যা একটি গালি,
দেখেন মিলে কি না??

"অবৈধভাবে জ্ঞাত
আয় বহির্ভূত সম্পদ অর্জন করে যারা আজ সামাজিকভাবে প্রতিষ্ঠিত এরাই হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট বেশ্যা।"

কিন্তু বেশ্যা চরিত্রটা কি খুব খারাপ ?

✍️অর্থের বিনিময়ে যে নারী দেহ বেচে সে বেশ্যা।
✍️অর্থের বিনিময়ে যে নৈতিকতা বেচে সেও বেশ্যা।
✍️অর্থের বিনিময়ে যে ফাইলে সই করে সেও বেশ্যা।
✍️অর্থের বিনিময়ে যে চাকুরিতে নিয়োগ দেয় সেও বেশ্যা।
✍️অর্থের বিনিময়ে যে আসামীকে জামিন দেয় সেও বেশ্যা।
✍️অর্থের বিনিময়ে যে দলের পদ বেচে সেও বেশ্যা।
✍️অর্থের বিনিময়ে যে নমিনেশন বেচে সেও বেশ্যা।

😥তবে যার বেচার মত অবশিষ্ট আর কিছু থাকেনা
সেই নারী শুধু দেহ বেচে।
👉কার কাছে বেচে তার নাম কি???

কবি লিখেছেন:----------
😇বেশ্যা"😇
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম

সাধুর নগরে বেশ্যা মরেছে
পাপের হয়েছে শেষ,
বেশ্যার লাশ হবে না দাফন
এইটা সাধুর দেশ।
জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা, মরিলেই যত দোস?
দাফন কাফন হবে না এখন
সবে করে ফোস ফোস।
বেশ্যা তো ছিল খাস মাল, তোদের রাতের রানী,
দিনের বেলায় ভুরু কোচ কাও?
মরিলে দেওনা পানি!
সাধু সুনামের ভেক ধরিয়া দেখালি দারুন খেলা,
মুখোশ তোদের খুলবে অচিরে
আসবে তোদের বেলা।
রাতের আধারে বেশ্যার ঘর স্বর্গ তোদের কাছে,
দিনের আলোতে চিননা তাহারে?
তাকাও নাকো লাজে!
চিনি চিনি ভাই সব সাধু রেই হরেক রকম সাজ,
সুযোগ পেলেই দরবেশী ছেড়ে দেখাও উদ্দাম নাচ!
নারী আমাদের মায়ের জাতি বেশ্যা বানালো কে?
ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে?
গরীবের বৌ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি,
সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি।
স্বামী যখন মরলো ভাবির দুধের শিশু কোলে,
ভদ্র দেবর সুযোগ খোঁজে সহানুভূতির ছলে,
দিনের মত দিন চলে যায়,
হয় না তাতে দোষ
মরা লাশের সুযোগ পেয়ে মোল্লার রোষ।
মোল্লা সাহেব নায়েবে রাসুল ফতোয়া ঝারিশা কয়,
পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয়।
শুধাই আমি ওরে মোল্লা জানাযায় যত দোষ,
বেশ্যার দান নিয়াছো ঝোলিয়ে তুমি বেটা নির্দোষ?
বেশ্যার তবু আছে পাপ বোধ নিজেকে সে ভাবে দোষী,
তোমরা তো বেটা দিন বেচে খাও হচ্ছেয় খোদার খাসি।
আল্লাহর ঘর মসজিদে ও আছে বেশ্যার দান -কলেমা পড়েছে সে ওতো তবে নামেতে মোসলমান!
বেশ্যা নারী ব্যবসায় নারী পুরুষরা পুরুষরা সব সৎ?
জানি মোল্লা খুলবে না মুখ চাকরি যাওয়ার পথ!
আর কতকাল থাকবি অমন মুখোশ ধারীর দল,
আসবো এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল।
সত্যর

অবসরপ্রাপ্ত ডি আইজি অবসরের অনেক বছর পর তার শহরের একটি থানায় গেলো জিডি করতে। এক সময়ে যার টেলিফোন আসলে থানার ওসি sp এর বুক...
03/07/2024

অবসরপ্রাপ্ত ডি আইজি অবসরের অনেক বছর পর তার শহরের একটি থানায় গেলো জিডি করতে। এক সময়ে যার টেলিফোন আসলে থানার ওসি sp এর বুক কাফন শুরু হতো, ঐ দিন কেউ তাকে সালাম দিলো না, কেউ এগিয়ে এলো না, কারণ কেউ তাকে চিনতে পারেনি। থানায় যারা কাজ করছেন সবাই নতুন।আলাপের ফাঁকে তিনি নিজেকে পুলিশের সাবেক ডি আইজি হিসেবে পরিচয় দেন। পরিচয় পাওয়ার পর একজন অফিসার তাকে এক কাপ চা অফার করেন এবং কৌতূহলবশত জিজ্ঞেস করেন, " স্যার অবসরের পর আপনার দিনকাল কেমন যাচ্ছে?”

সাবেক ডি আইজি বলেন,"প্রথম ২/১ বছর খুব খারাপ লেগেছে। নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হয়েছে।এখন আমি বুঝতে পেরেছি, দাবা খেলা শেষ হওয়ার পরে রাজা এবং সৈনিকদের একই বাক্সে রাখা হয়। পদ, পদবী, উপাধি, শান-শাওকাত সবই অস্থায়ী। মানুষের ভালোবাসাটা স্থায়ী, বিনয় ও সদাচরণ দিয়ে যা অর্জন করতে হয়।”

*সময় যার যার জীবনের হিসেব বুঝিয়ে দেয়*

শুটিং এর মাঝে একসাথে সকলে....
09/05/2024

শুটিং এর মাঝে একসাথে সকলে....

Eid celebration with my family..... 🙂🎉🎊EID UL FITR ...2024....
12/04/2024

Eid celebration with my family..... 🙂🎉🎊

EID UL FITR ...2024....

Address

Hatmagura, Madarganj, Jamalpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sajol's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share