md saddam hossen minhaj ツ

md saddam hossen minhaj ツ 💫🥀

পোস্ট শুধু বিনোদনের জন্য। কেউ সিরিয়াসলি নিবেন না। ধন্যবাদ।🖤🌸

💫🥀

এ বছরের শেষ জু'মা আজ!!আল্লাহ্ তায়ালা আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন!! #আমিন-اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَ...
27/12/2024

এ বছরের শেষ জু'মা আজ!!
আল্লাহ্ তায়ালা আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন!!
#আমিন
-اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّد (ﷺ)
আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নাবিয়্যিনা
মুহাম্মাদ (ﷺ)..🌸🤍

22/12/2024

বাংলাদেশ আমি তোমাকে ভালোবাসি!❤️
রাহাত ফতেহ আলী খান 🇧🇩🤝🇵🇰

Success knows no bounds for Bangladesh! 🇧🇩Keep winning! 🏆(Admin)
20/12/2024

Success knows no bounds for Bangladesh! 🇧🇩
Keep winning! 🏆

(Admin)

একটা বাচ্চা টিনএজ মেয়েকে রে/প করলো ১২০ দিন টানা। চোখ উপ/ রায়া ফেলে দিল।মেয়ে চলে যাওয়ার আগে মা কে বলে " আম্মা আমার কাছে হ...
18/12/2024

একটা বাচ্চা টিনএজ মেয়েকে রে/প করলো ১২০ দিন টানা। চোখ উপ/ রায়া ফেলে দিল।মেয়ে চলে যাওয়ার আগে মা কে বলে " আম্মা আমার কাছে হোসেনের(অভিযুক্ত) চোখ আইন্না দাও আমার দ/ম যাওনের আগে দেইক্ষ্যা যাইতাম চাই"। আহারে দুনিয়া । তবুও আমরা চুপ।
আহারে মানুষ লজ্জা।

17/12/2024

সূরা ইউসুফ আমাদের শিক্ষা দেয় যে স্বপ্ন সত্যি হতে পারে ইনশাআল্লাহ। জীবন যতই কঠিন হোক, আশা হারাবেন না।

তাঁর দিকে ফিরে যেতে থাকো, দোয়া করতে থাকো, এবং তাঁর নিখুঁত পরিকল্পনা বিশ্বাস করতে থাকো।

17/12/2024

একজন সাহাবী জাহাজে সফর করছেন। সফরকালে তিনি সুঁই দিয়ে সেলাই করছেন। হঠাৎ তাঁর সুঁইটি পানিতে পড়ে যায়।

তিনি আল্লাহর কাছে দু’আ করেন, “হে আল্লাহ! আমার সুঁই পানিতে পড়ে গেছে। আপনি তো জানেন এই সুঁইটি আমার কতো প্রয়োজন। আমার জন্য সুঁই ফিরে পাওয়া অসম্ভব। কিন্তু, আপনার পক্ষে সবই সম্ভব। হে আল্লাহ! আমাকে সুঁইটি ফিরিয়ে দিন!”

দু’আ শেষ হতেই পানির ওপর সুঁই ভেসে আসে আর তিনি উঠিয়ে নেন।

সেই সাহাবীর নাম আবু রাইহানা রাদিয়াল্লাহু আনহু।

[ইবনুল জাওযি (রহ.), সিফাতুস সাফওয়া: ৩/২৬৬]

14/12/2024

হয় জমি দাও না হয় টাকা দাও🙂

10/12/2024

'ভালোবাসা কি

সত্যি বলতে ভালোবাসা attraction, attachment এসব নয়...... ভালোবাসা হলো একটা সুন্দর অনুভূতি..... যাকে তুমি ভালোবাসো, যার সাথে তুমি আছো তার মধ্যে নিজেকে খুঁজে পাওয়া..... তোমার কখনো মনেই হবে না যে ওই মানুষটা অন্য কেউ... Actually when you see your reflections in the person whom you loved, that is called Love....আর সত্যি বলতে ভালোবাসার কোনো সংজ্ঞা এখনও আবিষ্কৃত হয়নি, এর কোনো নির্দিষ্ট definition নেই..... সবার কাছে তার ভালোবাসার অর্থ আলাদা..... ভালোবাসার অর্থ টা এমন নয় যে যাকে ভালোবাসি তাকে পেতেই হবে, ভালোবাসার আর এক অর্থ হলো আপনার সেই প্রিয় মানুষটার খুশি, সে যেখানে যেভাবেই থাকুক না কেন সে ভালো থাকুক......যার কাছ থেকে তোমার পাওয়ার আশার চেয়েও দাওয়ার ইচ্ছা বেশি থাকবে....আর এখনকার ভালোবাসা গুলো হলো temporary fellings কে ভালোবাসার নাম দিয়ে বদনাম করা ...অনেকে তো এখনও এই অনুভূতি টাকে ভয় পায় তার কারন একটাই কখনো কেউ তার অনুভূতিগুলো কে নির্মমভাবে হত্যা করেছে..... তবে ভালোবাসা সুন্দর যদি আমরা সঠিক মানুষকে পেয়ে যাই....... এরকম হাজারো মানুষ অপেক্ষায় রয়েছে কোনো এক সঠিক মানুষের অপেক্ষায় যে তার মনের অন্ধকারে নতুন আলোর দিশা হয়ে আসবে!!❤️

08/12/2024

People see what you do, but Allah sees why you do it.

On the Day of Judgment, our deeds will be weighed—not by quantity but by sincerity.

The Prophet ﷺ said:

"Actions are judged by intentions." (Bukhari & Muslim)

Do it for Allah, and it will carry weight, even if it’s as small as giving half a date to charity.

08/12/2024

Surah Al-Duha reminds us:

Even in moments of despair, Allah has not abandoned you.

He is always closest to you and He is the Best of planners.

06/12/2024

স্লিপ করে পরে গিয়ে স্টুডেন্ট এর পা ভেঙে গেছে।
মাসও শেষ।
স্টুডেন্ট এর মা বললো, বাসায় এসে বেতন টা নিয়ে যান।
আপাততো পড়া বন্ধ থাক। পা ভালো হলে তখন থেকে আবার পড়বে।

আমিও বেতন নিতে গেছি। ইচ্ছে ছিলো স্টুডেন্ট এর যেহেতু পা ভাঙ্গছে, বাসা গিয়ে কিছু সান্ত্বনা দিবো।
সৌজন্যতামুলক কথা বার্তা বলবো একটু। খোঁজ খবরও নিবো।

মেইন গেটে কলিং বেল দিলাম। স্টুডেন্ট এর মা মেইন গেটে এগিয়ে আসলো।
ছোট্ট একটা পকেট গেট ছিলো।
শুধু হাত ঢুকানো যায়।
সেটার ফাঁক দিয়ে আমাকে দেখলো,

আর বললো..
ওহ স্যার আপনি।
আচ্ছা একটু দাঁড়ান।
পরে টিউশনির বেতন সেই পকেটে গেটের ফাঁক দিয়ে আমার হাতে দিলো।
আর বললো...
এই যে স্যার আপনার বেতন টা নেন।

ঠিক সেই সময়ে পৃথিবীর সব চাইতে নিকৃষ্ট আর অসহায় মনে হচ্ছিলো নিজেকে।
মনে হচ্ছিলো এই পৃথিবীতে প্রাইভেট টিউটর দের কোনো দাম নাই।

একজন ফকির কেও মানুষ ভিক্ষা দিলে ভালো মতো দেয়। ওভাবে পকেট গেট দিয়ে কেউ ভিক্ষাও দেয় না।
সেখানে আমি তো উনাদের বাসার শিক্ষক।

যাই হোক, টিউশন জীবন বড় একটা অভিশপ্ত জীবন।
এটাই সত্য। 🙂

06/12/2024

'রিভেঞ্জ অফ ন্যাচার' বলে একটা কথা আছে, যে যাই করুক না কেনো সময় মত তার ফল পাবে!❤

04/12/2024

এই সমাজ সব সময় যোগ্য মানুষকে খুঁজে,অযোগ্য মানুষকে যোগ্য হওয়ার সুযোগ করে দেয় না!

04/12/2024

03/12/2024

২০২৪ আমাকে যা দিয়েছে তার চাইতে দ্বিগুণ কেড়ে নিয়া গেছে!
যেটা আমি কখনোই ভুলবো না; তাই নভেম্বর আর ডিসেম্বর নিয়া আমার কোনো মাথা ব্যাথা নাই ভাইই।

03/12/2024

ALLAH WILL ACCEPT YOUR DUAS IN A BEAUTIFUL WAY!

Have some faith.

02/12/2024

Normalise saying "Astagfirullahi wa atubu ilaihi" the moment you feel jealous, get evil thoughts, feel disappointed and hurt.

Trust me, all the negativity will flee and you will feel normal and Allah will become happy with you.

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when md saddam hossen minhaj ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category