10/12/2024
'ভালোবাসা কি
সত্যি বলতে ভালোবাসা attraction, attachment এসব নয়...... ভালোবাসা হলো একটা সুন্দর অনুভূতি..... যাকে তুমি ভালোবাসো, যার সাথে তুমি আছো তার মধ্যে নিজেকে খুঁজে পাওয়া..... তোমার কখনো মনেই হবে না যে ওই মানুষটা অন্য কেউ... Actually when you see your reflections in the person whom you loved, that is called Love....আর সত্যি বলতে ভালোবাসার কোনো সংজ্ঞা এখনও আবিষ্কৃত হয়নি, এর কোনো নির্দিষ্ট definition নেই..... সবার কাছে তার ভালোবাসার অর্থ আলাদা..... ভালোবাসার অর্থ টা এমন নয় যে যাকে ভালোবাসি তাকে পেতেই হবে, ভালোবাসার আর এক অর্থ হলো আপনার সেই প্রিয় মানুষটার খুশি, সে যেখানে যেভাবেই থাকুক না কেন সে ভালো থাকুক......যার কাছ থেকে তোমার পাওয়ার আশার চেয়েও দাওয়ার ইচ্ছা বেশি থাকবে....আর এখনকার ভালোবাসা গুলো হলো temporary fellings কে ভালোবাসার নাম দিয়ে বদনাম করা ...অনেকে তো এখনও এই অনুভূতি টাকে ভয় পায় তার কারন একটাই কখনো কেউ তার অনুভূতিগুলো কে নির্মমভাবে হত্যা করেছে..... তবে ভালোবাসা সুন্দর যদি আমরা সঠিক মানুষকে পেয়ে যাই....... এরকম হাজারো মানুষ অপেক্ষায় রয়েছে কোনো এক সঠিক মানুষের অপেক্ষায় যে তার মনের অন্ধকারে নতুন আলোর দিশা হয়ে আসবে!!❤️