25/10/2025
আমি আপনি হয়তোবা ভুলে যাব, কিন্তু যে পরিবারগুলো গত ১৬ বছর ধরে দিল্লি পলাতক গণহত্যাকারী খুনি হাসিনার জুলুমের ভিক্টিম হয়েছে তারা কখনোই এই আওয়ামী জাহেলিয়্যাতকে একমুহুর্তের জন্যও ভুলে থাকতে পারবেনা। আজ সুমনের মা ব্যারিস্টার আরমানের কাছে ছেলের খোজ করছেন। আরমানকে নিজের ছেলের মতো মনে করেই নিজের ছেলেকে দেখেছে কিনা জানতে চেয়েছেন।
ভারতীয় মদদপুষ্ট আওয়ামী বাহিনীর হাতে গুম হওয়া সাজেদুল ইসলাম সুমনের বৃদ্ধ মায়ের অসহায় আর্তনাদ আমৃত্যু রয়ে যাবে। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগপর্যন্ত তাঁর সন্তানকে এভাবে হাহাকার নিয়ে খুঁজে বেড়াবেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৪ঠা ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিখোঁজ হন ঢাকা মহানগর ৩৮ (বর্তমান ২৫) নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমন। এর পর আর খোঁজ মেলেনি সাজেদুলের।
সম্প্রতি বিএনপি ঢাকা ১৪ আসনে সুমনের বোন তুলীকে মনোনয়ন দিয়েছে, জামাতে ইসলামী আরো আগেই ব্যারিস্টার আরমানকে মনোনয়ন দিয়েছে। আমজনতা মনে করে গুমের শিকার দুই পরিবারের এই ভালোবাসার সম্পর্ককে রক্ষার জন্য এই আসন নিয়ে বিএনপি এবং জামাতের একটি সমঝোতায় আসা উচিত।