30/03/2025
বিশ্ববিদ্যালয় ১ম বছরের ছাত্র রাহাত, গান লেখা ও সুর করা তার কলেজ জীবন এর শখ, এখন সে একজন প্রতিষ্ঠিত সং রাইটার হবে বলে তুমুল চর্চায় মগ্ন, লেখা পড়ার পাশা পাশি। রোদেলার সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেবার সময় থেকেই পরিচয় এবং ফেসবুক বন্ধু, এ কি শুধু বন্ধুত্ব নাকি অন্য কিছু গল্পের বাকি অংশে প্রকাশ হবে ধীরে ধীরে…একটা গেস গেম হয়ে যাক - গানের টাইটেল দেখে দুই লাইনে গল্পটা কি হতে পারে জানাতে পারেন। অপেক্ষায় রাহাত ও রোদেলা…সবাইকে ঈদ মুবারক 🌙