কবিতা - Poem

কবিতা - Poem Paid PR/Post Share/Paid Feature
+8801743605500 (What's App)
https://wa.me/message/TFWQR7KHZ2YVA1 Submission
Business What's App
‪+8801743605500
(2971)

01/12/2025

তোমারে পাইয়া গেলে হয়তো আমার সুখের লগে আলিঙ্গন হয়তো, এক্ষান ঘর হয়তো। কিন্তু তোমারে হারাইয়া যে কত কি পাইলাম, দুঃখ চিনিলাম, আমি জানিলাম নির্ঘুম রাত কত দীর্ঘ হয়। প্রিয় কোনো কিছু হারিয়ে গেলে বুকের মধ্যে কেমন কেমন জানি মরের মতো যন্ত্রণা হয়। আমি জানিলাম কান্না লুকাইয়া কেমনে হাসতে হয়। তোমারে পাইয়া গেলে আমার এত কিছু যে না পাওয়ায় থেকে যেতো।

কারোর আসার কথা ছিল নাকেউ আসেনিতবু কেন মন খারাপ হয় ?-সুনীল গঙ্গোপাধ্যায়
01/12/2025

কারোর আসার কথা ছিল না
কেউ আসেনি
তবু কেন মন খারাপ হয় ?

-সুনীল গঙ্গোপাধ্যায়

30/11/2025

শেষ ইচ্ছে

ফাঁসির মঞ্চে দাঁড়ানো কালো কাপড়ের মুখোশ পরা মৃত্যুমুখী মানুষটি কখনো আর পৃথিবী দেখতে পায় না। তেমনি করে তোমাকেও আমার দেখা হয়নি।

কাছাকাছি থেকেও এতটাই দূরত্ব বেড়ে গেছে, যেন আমি তোমার কাছে অপরিচিত কেউ। কাউকে ফাঁসিকাঠে ঝোলানোর আগে তার শেষ ইচ্ছে জিজ্ঞেস করা হয়। কিন্তু আমি তোমার কাছে জীবিত থেকেই মৃত হয়ে রয়ে গেছি। শেষ ইচ্ছে তুমি জানতে চাওনি। কারণ তুমিও জানো, শেষ ইচ্ছে জিজ্ঞেস করলে তোমাকেই চাইতাম।

বিশ্বাস করো, আমি আর তোমাকে চাইব না। বড়জোর মনভরে তোমাকে দেখতে চাইতাম।

তুমি আছো মনপাজরে, মনা। 😭

লেখা: Rakibul Islam

30/11/2025

_কিছু মানুষ ঠিক অভিশাপের মত,জীবনে আসবে তারপর সব,তছনছ করে হারিয়ে যাবে!💔😅

30/11/2025

২০০১ এর ঘটনা। দেশে ভুল ডায়াগনোসিস হবার পর ব্যাংকক গিয়ে আমরা জানতে পেরেছিলাম আব্বার একটা দুরারোগ্য রোগ MND (মোটর নিউরন ডিজিজ) হয়েছে। অথচ দেশে ব্রেন স্ট্রোক বলা হয়েছিল।

ব্যাংকক বামরুনগ্রাদ হাসপাতালের ডাক্তাররা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছিলেন, এই রোগ পুরো নিরাময়ের কোন চিকিৎসা বিশ্বে কোথাও নেই৷ তবে আয়ু ২-৩ বছর দীর্ঘায়িত করার জন্য দুটো অপশন আছে।

একটা অপশন হল, ঔষধ ব্যাংকক আর ভারত হতে আনিয়ে নেয়া। ভাগ্য ভাল হলে দেশের দুই একটা ফার্মেসিতেও পাওয়া যেতে পারে। এই অপশনটা তুলনামূলকভাবে আমাদের সামর্থ্যের মধ্যে ছিল। আর অন্য ঔষধটা ছিল খুবই দামী, আমেরিকা হতে আনাতে হত। দীর্ঘকালীন সেবনের জন্য লাখ লাখ টাকার বাজেট প্রয়োজন ছিল। ২য় অপশন নিতে পারলে আব্বা হয়ত আরো কয়েক মাস বেশী বেঁচে থাকতে পারতেন।

১ম অপশনের ঔষধ দিয়ে চিকিৎসা আমরা কষ্টেসৃষ্টে ম্যানেজ করতে পারলেও ২য় পদ্ধতি পুরোই আমাদের ক্যাপাসিটির বাইরে ছিল। একটা দোতলা বাড়ি ছাড়া আমাদের আর কোন সম্পত্তি ছিল না বিক্রি করার মত। তাই বাড়ি বিক্রি করে চিকিৎসা ব্যয় মিটানো ছাড়া আর কোন উপায় ছিল না। ধারকর্জ করারও তো একটা সীমা আছে।

আমরা ৩ ভাইবোন আলোচনা করে বাড়ি বিক্রির জন্য সম্মতি দিয়ে দিলাম, কারণ আব্বার হায়াতের বিনিময়ে বাড়ি ধরে রাখার গ্লানি আমরা কেউ নিতে চাইনি।

ওই পরিস্থিতিতে কে কি সিদ্ধান্ত নিত জানি না, আব্বা আর আম্মা বাড়ি বিক্রি করে চিকিৎসা করাতে শেষ পর্যন্ত রাজি হননি। যুক্তি ছিল, এতেও পুরো সুস্থ হবার কোন সম্ভাবনা নেই। কিছুটা অসুস্থ অবস্থায়, হুইল চেয়ারে কিংবা বিছানায় শুয়ে কয়েকমাসের আলো-বাতাস কিনে বিশেষ কোন লাভ নেই।

আর সন্তানদের হয়ত একেবারে শূণ্য হাতে আব্বা এই পৃথিবীতে রেখে যেতে চাননি। আব্বার ওই কয়েক মাস আগে চলে যাওয়ার সিদ্ধান্তের উপর আমরা পুরো পরিবার এতবছর দাঁড়িয়ে আছি। নইলেও হয়ত দাঁড়াতাম তবে আমাদের পথচলা এত মসৃণ হত না।
আব্বা পরে ২০০৩ এর ২৮ নভেম্বর ইন্তেকাল করেন।

২য় অপশনের মেডিসিন সেবন করলেই বেশীদিন হায়াত পেতেন, এটা হয়ত কল্পনা প্রসূত ভাবনা, কিন্তু এখানে উনার স্যাক্রিফাইসটাই আমাদের কাছে বড়।

কোভিড কালীন পরিস্থিতিই আমাদের দেখিয়ে দিয়েছে, মানুষ কিছুদিন বেশী বেঁচে থাকার জন্য নিজের বাবা-মা, ভাইবোন কিংবা সন্তান সবাইকেই মুহূর্তে ত্যাগ করতে পারে।

আমাদের আব্বা আম্মাদের অনেক ত্যাগ আর পরিশ্রমের উপর আমরা সবাই বেঁচে থাকি, প্রতিষ্ঠিত হই... কিন্ত উনাদের এই ত্যাগ স্বীকার, আমরা কেউই মনে রাখি না, রাখতেও চাই না!!

Atique UA Khan

©জনি মাহমুদ
30/11/2025

©জনি মাহমুদ

30/11/2025

মানুষ কী আর ইচ্ছে করে নিজেকে দুখী ভাবে?
কোনো মানুষই নিজেকে দুখী কিংবা অসুখী ভাবতে চায় না। কোনো না কোনোভাবে, যে কোনো কিছুকে আঁকড়ে ধরে নিজেকে সুখী ভাবতে চায়।

পৃথিবীর সবচেয়ে দুখী মানুষটাও সুখী হতে চায়, নিজেকে সুখী ভাবতে চায়। দুঃখ নিয়ে কেউ আজীবন কাটিয়ে দিতে চায় না।

মানুষ নিজেকে অসহায় তখনই ভাবে, যখন তার আর নিজেকে সুখী ভাবার কোনো অবলম্বন থাকে না! পৃথিবীর সমস্ত দুঃখ বইবার শক্তি যার আছে, সে মানুষটাও সামান্য দুঃখ পেয়ে বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে ফেলে! মানসিক ভাবে ভেঙ্গে পড়ে অল্প আঘাতেই।

যারা শুধু একদিক থেকেই নয়, সমস্ত দিক থেকেই অসুখী, তারা কখনোই নিজেকে সুখী ভাবতে পারে না, শত চেষ্টাতেও না।

আপন কিংবা কাছের মানুষগুলোর দেয়া আঘাত এবং যন্ত্রণায় পৃথিবীর সবচাইতে সুখী মানুষটাও ভেঙ্গে পড়ে, নিজেকে দুখী ভাবতে থাকে। যারা নিজেকে দুখী ভাবে না, তারা মূলত দুঃখ পায়নি কখনো।

মানুষ তার মনের দিক থেকে কতটা অসুখী তা কেবল সে জানে! আর এই দুঃখটা বয়ে বেড়াতে যখন বাধ্য হয়, তখন সে নিজেকে স্রেফ সান্ত্বনা দিতে বলে, “ দুঃখ ভালোবাসি! ” দুঃখ ভালোবাসার কিংবা ভালো লাগার জিনিস নয়। এই অনুভূতি জীবনের স্বাদ একেবারেই নষ্ট করে দেয়! আর তারপর? মানুষ যতই নিজেকে সুখী ভাবার চেষ্টা করুক না কেন, সুখ পাওয়ার কোনো অবলম্বন না থাকলে আমৃত্যু নিজেকে কেবল অসহায় ভাবে, নিজেকে বড্ড তুচ্ছ মনে করে!

লেখায়:- মোঃ ফাহাদ মিয়া

সর্বহারা হয়েও যদি তোমাকে পেতাম, তাহলে হয়তো আমার সর্বোচ্চ পাওয়া হয়ে যেত!” 😌🌸
29/11/2025

সর্বহারা হয়েও যদি তোমাকে পেতাম, তাহলে হয়তো আমার সর্বোচ্চ পাওয়া হয়ে যেত!” 😌🌸

-তারপর তুমি হাত ছেড়ে দিলে, আর আমি পুরো পৃথিবীটা হারিয়ে ফেললাম.!😥💔
29/11/2025

-তারপর তুমি হাত ছেড়ে দিলে, আর আমি পুরো পৃথিবীটা হারিয়ে ফেললাম.!😥💔

একজন মেয়েও স্বপ্ন দেখে, পরিবারের জন্য কিছু করতে। কিন্তু স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি শেষ করে যখন চাকরির পথে হাঁটতে চায়,...
28/11/2025

একজন মেয়েও স্বপ্ন দেখে, পরিবারের জন্য কিছু করতে। কিন্তু স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি শেষ করে যখন চাকরির পথে হাঁটতে চায়, অনেক সময় গাইডলাইন, সামাজিক রীতিনীতি বা অন্যান্য বাঁধা তাকে আগাতে দেয় না। আর যখন সেই মেয়ে পরিবারের গৃহিণী হয়, তখনও তার মনেই থাকে পরিবারের জন্য কিছু করার আকাঙ্ক্ষা। তবু একজন গৃহিনী সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরও প্রায়শই শুনতে হয়, ‘তুমি সারাদিন কী করো?’ কারণ যে পরিশ্রম তিনি করছেন, তা যদিও পরিবারের জন্য অমূল্য, তবে অর্থোপার্জনের হিসেবে ধরা হয় না। এই সমাজের দৃষ্টিতে তাই কখনো তাঁর কাজকে পর্যাপ্ত মূল্যায়ন করা হয় না।

SR Dream It ,এর ভিডিওতে আপুটার কথাগুলো সত‍্যিই মন ছুঁয়ে গেলো, পরিবারের জন‍্য কিছু করতে চাওয়ার সবার ইচ্ছাপূরন হোক।

আপনার এমন কোন গল্প থাকলে শেয়ার করতে পারেন।

সেসব ভালো তোমার হোক!টাইপোঃ Promegraphy - প্রমিগ্রাফি
28/11/2025

সেসব ভালো তোমার হোক!
টাইপোঃ Promegraphy - প্রমিগ্রাফি

Address

Upton Park
Dhaka
E61DX

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801743605500

Alerts

Be the first to know and let us send you an email when কবিতা - Poem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কবিতা - Poem:

Share