কবিতা - Poem

কবিতা - Poem Paid PR/Post Share/Paid Feature
+8801743605500 (What's App)
https://wa.me/message/TFWQR7KHZ2YVA1 Submission
Business What's App
‪+8801743605500
(2974)

আজ বিশ্ব ব্যর্থতা দিবস।©Promegraphy - প্রমিগ্রাফি
13/10/2025

আজ বিশ্ব ব্যর্থতা দিবস।
©Promegraphy - প্রমিগ্রাফি

মানুষ মানুষকে বাঁচায় মানুষই মানুষকে মা'রে।টাইপোঃ Promegraphy - প্রমিগ্রাফি
12/10/2025

মানুষ মানুষকে বাঁচায়
মানুষই মানুষকে মা'রে।
টাইপোঃ Promegraphy - প্রমিগ্রাফি

©জনি মাহমুদ
12/10/2025

©জনি মাহমুদ

12/10/2025

আপনি 'টাকা' নন যে সবার কাছেই প্রিয় হয়ে উঠবেন!আপনি মানুষ!সবার প্রিয় হয়ে উঠার জন্য আপনি জন্ম নেননি!

-প্রিয়া

হৃদয় থেকে তা বের করে দাও মাবুদ!©Promegraphy - প্রমিগ্রাফি
11/10/2025

হৃদয় থেকে তা বের করে দাও মাবুদ!
©Promegraphy - প্রমিগ্রাফি

11/10/2025

অক্টোবর-কি ভীষণ সুন্দর একটি মাস তাই না?

বাতাসে শিউলি ফুলের ঘ্রান, কখনো মাথার উপরে ঝকঝকে আকাশ, আবার কখনো কালো মেঘ, নির্মল আকাশের নিচে সাদা সাদা কাশফুল, নদীর জলে সাতার কাটা ফকফকা চাঁদ। আহ্! কি নিদারুণ ভাবে চারদিক ভরে উঠে।

অথচ অক্টোবর এলেই আমার কেমন অস্থির লাগে।

বুকের ভিতরটা ঘিরে ধরে হাহাকারে। আমার মনে কেবল তোমার অভাব ঘটপাক খায়। মনে পড়ে কোনো এক অক্টোবরের মতো তুমিও এসেছিলে, আমার ছিলে । তারপর কত অক্টোবর ফিরে ফিরে আসলো কিন্তু তুমি আর এলে না।

লেখা: হাবিব

আমি বিহীন সবকিছুই সুন্দর!টাইপোঃ Promegraphy - প্রমিগ্রাফি
11/10/2025

আমি বিহীন সবকিছুই সুন্দর!
টাইপোঃ Promegraphy - প্রমিগ্রাফি

11/10/2025

আম্মা কবুতর রান্ধে। দুই পিস বক্সে উঠায় রাখে৷
কলিজা রান্ধে, আগেই টিফিনে উঠায় ফেলে।

আমি কর্মস্থল থাইকা ফিরি। আম্মা বারান্দার গ্রিল ধইরা তাকায় থাকে। আমারে ফিরতে দেখা মাত্র ডাক দেয়৷ দৌড়াইয়া সিঁড়ি বাইয়া নামে। টিফিনবাক্স হাতে দিয়া বলে, খাইস। যা তাড়াতাড়ি গিয়া খা।
আমার মেডস পাতার ভর্তা পছন্দ। আম্মার নখে সমস্যা। তাও আম্মা পাটায় বাইটা সেই ভর্তা বানায়। আমারে বক্সে দিয়া বলে, খাইস।

একদিন আইসা দেখে আমি ভাত বসাইতেছি। চাউলে দুই একটা ধান। আম্মা বইসা বইসা সেই ধান বাইছা দিল। ধান পেটে গেলে সমস্যা। আমার জিরার গুঁড়া লাগবে। আম্মা বাজার থাইকা জিরা আনে৷ ধুইয়া শুকাইয়া গুঁড়া কইরা দেয়। ধইন্যার গুঁড়া লাগবে; আম্মা ব্লেন্ডার কইরা দেয়। জিরা ধইন্যা ব্লেন্ডার করলে আমার হাঁচি পায়। আম্মা জানে।

আব্বা জাম্বুরা আনছে৷ ভীষণ মিষ্টি। আম্মা সেই জাম্বুরা নিয়া দুপুর থাইকা বসা। আমি কখন ফিরব। কখন আমারে জাম্বুরা খাওয়াবে। আব্বা, বড় মাছ আনলে, আমার জন্য চাইর পিস আলাদা। এইগুলা শুধু তুই খাইবি। দেশি মুরগীর চামড়া আমার পছন্দ। আমার মা সেই চামড়া প্রসেস করে আমার জন্য।
বাসায় গেলে কলা মুখের সামনে ধইরা বলে, কলা খা। দুইডা কলা খা।
এমন না যে বাসায় আমি খাই না। যথেষ্টই খাই। আম্মার ধারণা আমি খাইনা।

আম্মা ঢাকায় আজকে মাসখানেক। আমারে গ্রিলের ফাঁক দিয়া কেউ ডাকে না। আমি বাড়ির ফিরার সময় আমার কইলজা ফাইট্টা কান্দা আসে। আমি তিনতলার বারান্দায় তাকাইলে আমার দুনিয়া খাঁ খাঁ করে।

ঢাকায় বৃষ্টি হয়। আম্মা ফোন দিয়া বলে, এইখানে বৃষ্টি। আমি ফোনে কথা বলার সময় যদি বলি, এই তো রান্না করি। আম্মার অসহ্য লাগে। বলে এত রান্নাবাড়া কি? সকালের যা আছে তা দিয়া খাইয়া ফেল। আমি বলি, বাবুরার জন্য মুরগী রান্ধি। আম্মা আমার ছেলেমেয়েরে ফোন কইরা বলে, তোরা আমার মাইয়ারে জ্বালাইস না। সারাদিন আমার মাইয়াডা চাকরি কইরা আসে। ওরে ঘুমাইতে দিস।

আম্মা যখন কল দেয় ফোনস্ক্রিনে আম্মার ফোন নাম্বার ভাসে। আমার তখন চিল্লাইয়া বলতে ইচ্ছা করে, এই দেখ সবাই, দুনিয়াতেও আমার বেহেশত আছে।

- Tridha Anika

10/10/2025

অনুশোচনার যন্ত্রণা ঠিক কত টা ভয়াবহ জানেন?

আপনি খুব বেশি অভিমান থেকে যখন আত্মহত্যা করার উদ্দেশ্যে গলায় দড়ি দিলেন।
পায়ের নিচ থেকে ভিত্তি টুকু সরিয়ে দিলেন,ঠিক সেই মুহূর্তে আপনি সব কষ্ট ভুলে গিয়ে আপনার সোনালী দিন গুলো কে মনে করতে থাকলেন,হায়রে বেঁচে থাকার কি আকুলতা তখন।
আপনি বাঁচতে চান,কিন্তু পারছেন না।
হায় আল্লাহ! এ কেমন যন্ত্রণা।
বিনা দোষে মানুষ কে কষ্ট দিয়ে সেই মানুষ টা কে হারিয়ে ফেলার পর হিউম্যান সাইকোলজি অনুযায়ী একটা মানুষের মধ্যে ঠিক ততটাই যন্ত্রণা অনুভূত হয়...

~Jannatul Ferdous Priya

তোমার সাথে আমার দেখা না হলেই ভালো হতো।টাইপোঃ Promegraphy - প্রমিগ্রাফি
10/10/2025

তোমার সাথে আমার দেখা না হলেই ভালো হতো।
টাইপোঃ Promegraphy - প্রমিগ্রাফি

10/10/2025

সম্ভবত আমার মা!
লেখা- মাঈন উদ্দিন আহমেদ

Address

House/72, Road/3, Janata Housing Society, Ring Rd, Mohammadpur
Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801743605500

Alerts

Be the first to know and let us send you an email when কবিতা - Poem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কবিতা - Poem:

Share