কবিতা - Poem

কবিতা - Poem Paid PR/Post Share/Paid Feature
+8801743605500 (What's App)
https://wa.me/message/TFWQR7KHZ2YVA1 Submission
Business What's App
‪+8801743605500
(2980)

প্রিয় Maisha Afrin Riya,Content Team - Executive, কবিতা -Poem। কবিতা - Poem-এর পক্ষ থেকে আপনার জন্মদিনের অনন্ত শুভেচ্ছা!...
24/06/2025

প্রিয় Maisha Afrin Riya,

Content Team - Executive, কবিতা -Poem।
কবিতা - Poem-এর পক্ষ থেকে আপনার জন্মদিনের অনন্ত শুভেচ্ছা!
আপনার জীবন হোক আনন্দ, সুখ, সৃষ্টিশীলতা এবং সাফল্যে পরিপূর্ণ।
আপনার লেখার মাধ্যমে আপনি যে অনুপ্রেরণা জাগিয়ে তুলেন তার জন্য আমরা কৃতজ্ঞ।
আপনার আগামী দিনগুলো হোক আরও উজ্জ্বল ও সফল।
আপনার জন্মদিন উপলক্ষে আমাদের আন্তরিক শুভেচ্ছা রইল।

শুভেচ্ছান্তে,
কবিতা - Poem Team

আমার কখনও কাউকে বলতে ইচ্ছে করে না আমার সাথে থেকে যাও।  আমাকে ভালোবাসো। আমি বরং অনুভব করতে চাই কারও আমার সাথে থেকে যাওয়া...
24/06/2025

আমার কখনও কাউকে বলতে ইচ্ছে করে না আমার সাথে থেকে যাও। আমাকে ভালোবাসো। আমি বরং অনুভব করতে চাই কারও আমার সাথে থেকে যাওয়ার চোখে মুখে আনন্দ, উচ্ছ্বাস, প্রাপ্তি। আমি খুঁজি যেখানে ভালোবাসি কথাটা রোজ বলার প্রয়োজনীয়তা পড়ে না, কিন্তু দুজন মানুষই জীবনের প্রতিটি মুহূর্তে একে অপরের প্রতি গভীর ভালোবাসা অনুভব করে।

ভালোবাসা ব্যাপারটায় কখনই আমার জোর করতে ইচ্ছে করে না। ভালোবাসা বলতে আমি বুঝি নিরপেক্ষ স্বাধীনতা, একটা সচ্ছল জীবন, সৌহার্দপূর্ণ একটা সুন্দর সম্পর্ক।

দ্বিধা- দ্বন্দ্বের বিধ্বস্ত অনুভূতি আর অনিশ্চিয়তা নিয়ে আমার কাউকে ভালোবাসতে ইচ্ছে করে না। ভালোবাসলে আমি খুঁজি পাশে পাওয়ার নিশ্চয়তা, খুঁজি একটা সংসার, খুঁজি ভালোবাসার মানুষের কাছে নির্ভরতা, তার চোখে খুঁজে ফিরি আমার জন্য আগ্রহ, আকর্ষণ, কান্না, মায়া।

কথা দেওয়ার চেয়ে পাশে থাকার ব্যাপারটা আমার কাছে বরাবরই সুন্দর। জোর করে কিংবা দায়বদ্ধতায় আটকে থাকার চেয়ে আলাদা গন্তব্যে হেঁটে যাওয়া আমার কাছে শান্তিপূর্ণ । সম্পর্ক কিংবা সম্পর্কে থাকা মানুষটাকে যদি বোঝা মনে হয়, সেই বোঝা হালকা করে কারও জীবন যদি সহজ ভাবে এগিয়ে যায় তবে তাই হওয়া উচিত।

পারফেকশন নয়, মূল্যায়নটা আমি সবসময় খুঁজি। আমি চাই সম্পর্কগুলো উপভোগ্য হোক। একে অপরের সাথে আনন্দ নিয়ে বাঁচুক, দ্বিধাহীন ভাবে পাশের মানুষটাকে বলুক আমি ভালো আছি এই মানুষটার সাথে। এই যে ভালোথাকা এবং অপর পাশের মানুষটাকে ভালোথাকার সঠিক মূল্যটুকু দেওয়া- এই জিনিসগুলো সুন্দর। এই স্বচ্ছতা এবং সম্মানটুকু একজন মানুষের জীবনে অন্যতম সেরা প্রাপ্তি।❤️🌸

লেখক- মেহেদী হাসান শুভ্র

Happy Birthday Lionel Andrés Messi ❤️
24/06/2025

Happy Birthday Lionel Andrés Messi ❤️

24/06/2025

মহানুভবতা: শক্তির নীরব প্রকাশa

মহানুভবতা মানে নিজের হৃদয়কে বড় করে তোলা।
এটা এমন এক গুণ, যেখানে মানুষ প্রতিদান চায় না, প্রতিশোধ নেয় না—
বরং ক্ষমা করে, ভালোবাসে, এবং সহানুভূতি প্রকাশ করে।

এই পৃথিবীতে সবাই জয় চায়।
কিন্তু সব জয় ভালো নয়, আর সব হার খারাপও নয়।
অনেক সময় সাময়িক জেতা মানে হয়—
কারও আত্মমর্যাদায় আঘাত হানা।
আবার সাময়িক হার মানে হতে পারে—
একজন মানুষের হৃদয় জয় করে নেওয়া।

কেউ তোমাকে কষ্ট দিলেও,
তুমি যদি প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দাও—
মানুষ ভাবতে পারে তুমি হেরে গেছো।
কিন্তু আসলে তুমি হারো না—
তুমি জিতো এমন এক উচ্চতায়,
যেখানে কেবল মহান মানুষরাই পৌঁছাতে পারে।

মহানুভবতা সেই শক্তি, যা চিৎকার করে না—
বরং নীরবে প্রমাণ করে:
"আমি চাইলে পারি, কিন্তু আমি হৃদয় দিয়ে দেখি।"
এটাই মানুষের সত্যিকারের জয়।

"সাময়িক জয়ের চেয়ে সাময়িক হার শ্রেয়।"

- আব্দুল মালেক

24/06/2025

আপনি যা ই করেন না কেন সব মানুষকে খুশি করতে পারবেন না। তাই সবাইকে খুশি করার মিথ্যা আশা ছেড়ে তাদের সৃষ্টিকর্তাকে খুশি করতে চেষ্টা করুন। আর এটাই সহজ এবং কল্যাণকর।

- ড. আবু আমিনাহ বিলাল ফিলিপ

সিনিয়র নির্বাহী লেখক রমিজ উদ্দীন খানআজ জীবন যাত্রার এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন —বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তিনি শুরু করে...
23/06/2025

সিনিয়র নির্বাহী লেখক রমিজ উদ্দীন খান
আজ জীবন যাত্রার এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন —
বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তিনি শুরু করেছেন এক অনন্য, শুভ ও শুভ্র যাত্রা।

🎊 এই বিশেষ মুহূর্তে কবিতা- Poem পরিবারের পক্ষ থেকে রমিজ উদ্দীন খানকে জানাই অন্তরের গভীর থেকে শুভেচ্ছা ও ভালোবাসা।

💖 জীবনের প্রতিটি সকাল হোক আরও অর্থবহ,
ভালোবাসা, শ্রদ্ধা ও সহানুভূতির বন্ধনে আপনার দাম্পত্য জীবন হোক প্রশান্তিময় ও সার্থক।

🌿
শুভ বিবাহ!
নতুন জীবনের পথে প্রতিটি পদক্ষেপ হোক আশীর্বাদে ভরপুর।
আপনার এই যাত্রা হোক কবিতার মতোই সুন্দর, ছন্দময় ও চিরন্তন।


সশ্রদ্ধ শুভেচ্ছায়,
Poem - কবিতা পরিবার।
যেখানে অনুভবের ভাষা খুঁজে পায় ছন্দ।

#কবিতা #শুভবিবাহ #রমিজউদ্দীনখান

এখন রাত আড়াইটা। এ ভদ্রলোক ও তার স্ত্রী পালাক্রমে রাত সাড়ে এগারোটা থেকে ট্রেনের মধ্যে তাদের ছয়/ সাত মাস বয়সী কন্যাকে নিয়ে...
23/06/2025

এখন রাত আড়াইটা। এ ভদ্রলোক ও তার স্ত্রী পালাক্রমে রাত সাড়ে এগারোটা থেকে ট্রেনের মধ্যে তাদের ছয়/ সাত মাস বয়সী কন্যাকে নিয়ে হাঁটছেন। হাঁটার সময় মেয়ে লাইট, ফ্যান দেখে মুগ্ধ হয়, মা বাবাও সমান মুগ্ধ হয়!

তিন ঘণ্টা ধরে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন কিন্তু মা বাবার চোখেমুখে বিরক্তি নেই!

কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদ ঠিকই বলেছেন, "বাবা মায়ের প্রথম সন্তান হচ্ছে একটা জীবন্ত খেলনা। এই খেলনার সবই ভালো। খেলনা যখন হাসে বাবা-মা হাসে। খেলনা যখন কাঁদে বাবা-মা'র মুখ অন্ধকার হয়ে যায়।" 🤍

- Collected

23/06/2025

😑

23/06/2025

আমিন🥹💗

সহজে পাইলে মানুষ হীরাকে ও কয়লা ভাবে:হাবিবুর আর্ট
22/06/2025

সহজে পাইলে মানুষ হীরাকে ও কয়লা ভাবে:

হাবিবুর আর্ট

বেঁচে থাকাই সবচেয়ে বড় প্রেম । অভাবই জীবনের সবচেয়ে নান্দনিক দুঃখ। 🙂লেখা - মেহেদী হাসান শুভ্র
22/06/2025

বেঁচে থাকাই সবচেয়ে বড় প্রেম । অভাবই জীবনের সবচেয়ে নান্দনিক দুঃখ। 🙂
লেখা - মেহেদী হাসান শুভ্র

Address

House/72, Road/3, Janata Housing Society, Ring Rd, Mohammadpur
Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801743605500

Alerts

Be the first to know and let us send you an email when কবিতা - Poem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কবিতা - Poem:

Share