Kishor Alo - কিশোর আলো

Kishor Alo - কিশোর আলো কিশোরদের রঙিন পত্রিকা

বিশাল এই নামের অর্থ ‘ফেরেশতাদের শহর, অমরদের মহানগরী, নয়টি রত্নের জাঁকজমকপূর্ণ শহর, রাজার আসন, রাজপ্রাসাদের শহর, ঈশ্বরের...
23/11/2025

বিশাল এই নামের অর্থ ‘ফেরেশতাদের শহর, অমরদের মহানগরী, নয়টি রত্নের জাঁকজমকপূর্ণ শহর, রাজার আসন, রাজপ্রাসাদের শহর, ঈশ্বরের অবতারদের বাসস্থান এবং বিশ্বকর্মার দ্বারা ইন্দ্রের নির্দেশে নির্মিত শহর।’

এত বড় নাম কি কেউ বলতে পারে? মনে রাখে কীভাবে? আসলে থাইলান্ডের মানুষ পারে। এমনকি স্কুলের শিক্ষার্থীরাও নামটা বলে দিত...

23/11/2025

#কৌতুক

ছেলে বাবার কাঁধে বসে চুল টানছে।
বাবা: খোকা, চুল টানা বন্ধ করো।
খোকা: চুল টানছি না তো বাবা, আমার চুইংগামটা ফেরত নেওয়ার চেষ্টা করছি!

23/11/2025
বাঘ ও পান্ডার পোশাকধারী প্রতীকী প্রদর্শনী, জলবায়ু সুবিচার সংহতি দেয়ালসহ নানা সৃজনশীল উপায়ে তারা নিজেদের দাবি তুলে ধরেন।
23/11/2025

বাঘ ও পান্ডার পোশাকধারী প্রতীকী প্রদর্শনী, জলবায়ু সুবিচার সংহতি দেয়ালসহ নানা সৃজনশীল উপায়ে তারা নিজেদের দাবি তুলে ধরেন।

সম্মেলনের শেষে আয়োজকরা বিশ্বনেতাদের উদ্দেশে আহ্বান জানান, কপ৩০ যেন শুধু প্রতিশ্রুতিতে আটকে না থাকে, বরং ঝুঁকিপূ....

শিক্ষার্থীদের ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা হয়, যেন বয়স ও স্তর অনুযায়ী সবাই সমান সুযোগ পায়।
23/11/2025

শিক্ষার্থীদের ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা হয়, যেন বয়স ও স্তর অনুযায়ী সবাই সমান সুযোগ পায়।

১৯৯১ সালে ফরাসি গণিতবিদদের উদ্যোগে গঠিত হয় একেএসএফ। তখন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জনপ্রিয়তা বেড়েছে, কিন্তু...

নভেম্বর মানেই শীতের শুরু আর পরীক্ষার ভয়। সেই আমেজ নিয়ে ২২ নভেম্বর বিকেল ৩টায় কিশোর আলোর কার্যালয়ে অনুষ্ঠিত হয় ১০৪তম কিআড...
22/11/2025

নভেম্বর মানেই শীতের শুরু আর পরীক্ষার ভয়। সেই আমেজ নিয়ে ২২ নভেম্বর বিকেল ৩টায় কিশোর আলোর কার্যালয়ে অনুষ্ঠিত হয় ১০৪তম কিআড্ডা। সভার শুরুতেই আগের দিন ঘটে যাওয়া ভূমিকম্পে নিহত ব্যক্তিদের স্মরণে শোক প্রকাশ করেন কিশোর আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক আহমাদ মুদ্দাসসের। এরপর ভূমিকম্প নিয়ে আলোচনা করেন কিআড্ডার সঞ্চালক জাহিন যাইমাহ্‌ কবির। সভায় আহমাদ মুদ্দাসসের জানান, ভূমিকম্প হলে আতঙ্কিত না হয়ে কী করা উচিত। ‘ড্রপ, কাভার, হোল্ড অন’—ভূমিকম্পের সময় নিজের সুরক্ষা নিশ্চিত করার এই পদ্ধতি সম্পর্কে সবাইকে ধারণা দেন তিনি। আলোচনায় অংশ নেন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক। তিনি ঢাকার বহুতল ভবনগুলোর ভূমিকম্প-সহনশীলতা নিয়ে কথা বলেন। সবাইকে এই দুর্যোগে সুরক্ষিত থাকার পরামর্শ দেন তিনি। কিআর নিয়মিত লেখক মৃণাল সাহাও এ সময় নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। উপস্থিত পাঠকেরা নিজেদের অভিজ্ঞতার ঝুলি খুলে বসে এরপর। গম্ভীর আলোচনার রেশ কাটাতে গান শোনান ব্যান্ড ‘আপনঘর’-এর ভোকালিস্ট মিজান। তাঁর কণ্ঠে শোনা যায় দুইটি লোকসংগীত। অন্যবারের কিআড্ডায় একটি কুইজ থাকলেও এবার ছিল দুটি। অর্থাৎ ডাবল কুইজ, তাই পুরস্কারও ছিল ডাবল। শুধু কি তাই? টিফিন আয়োজনও ছিল দ্বিগুণ! সবশেষে দ্বিগুণ আনন্দ আর গ্রুপ ছবি তোলার মধ্য দিয়ে শেষ হয় নভেম্বরের কিআড্ডা।

ছবি : আব্দুল ইলা

ধাতব-জৈব কাঠামো হলো একধরনের বিশেষ আণবিক কাঠামো, যা এমনভাবে ডিজাইন করা যায় যে এর ভেতরে বিপুল গ্যাস, অণু বা অন্যান্য পদার...
22/11/2025

ধাতব-জৈব কাঠামো হলো একধরনের বিশেষ আণবিক কাঠামো, যা এমনভাবে ডিজাইন করা যায় যে এর ভেতরে বিপুল গ্যাস, অণু বা অন্যান্য পদার্থ রাখা যায়।

রবসন প্রথমে কাঠের বল ও রড দিয়ে শিক্ষার্থীদের জন্য পরমাণুর মডেল তৈরি করতে গিয়ে এ ধারণার সূত্রপাত করেন। তিনি দেখ.....

তাড়াহুড়া করে নামতে গিয়ে পদপিষ্ট হয়ে ও ওপর থেকে লাফ দিয়ে শতাধিক শ্রমিক আহত হয়েছেন।
22/11/2025

তাড়াহুড়া করে নামতে গিয়ে পদপিষ্ট হয়ে ও ওপর থেকে লাফ দিয়ে শতাধিক শ্রমিক আহত হয়েছেন।

যেকোনো ভূমিকম্পের পর এমন খবর পাওয়া যায়। আতঙ্কিত হয়ে বিভিন্ন ভবন থেকে বেরিয়ে আসতে গেলে হুড়োহুড়িতে বহু লোক আহত .....

Address

19 Karwan Bazar
Dhaka
1215

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+88028180078

Alerts

Be the first to know and let us send you an email when Kishor Alo - কিশোর আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kishor Alo - কিশোর আলো:

Share

Category

আমার পৃথিবী অনেক বড়

কিশোরদের রঙিন পত্রিকা। প্রকাশিত হয় প্রতি মাসের ৫ তারিখ