
13/06/2025
আপনি বেড়াতে গিয়েছিলেন…
সন্ত্রাসবাদীদের গুলিতে নিঃশব্দে থেমে গেল আপনার সমস্ত হাসিমুখ।
অফিস থেকে ফেরা পথে ট্রেন ধরতে গিয়েছিলেন…
পা পিছলে এক মুহূর্তে হারিয়ে গেলেন — সব স্বপ্ন, সব অপেক্ষা।
IPL জয়ের আনন্দে মাতোয়ারা হয়ে মিছিলে গিয়েছিলেন…
কিন্তু পদদলনের ভিড়ে কেউ আর চিনতেই পারল না আপনাকে।
দুচোখ ভর্তি স্বপ্ন নিয়ে উড়ে যেতে বসেছিলেন বিমানে…
ভেবেছিলেন, নতুন জীবন শুরু হবে।
কিন্তু প্লেনটাই আর পৌঁছল না।
হোস্টেল ক্যান্টিনে বসে খাবার মুখে তুলতে যাচ্ছিলেন…
সেই শেষ খাবার, আপনি আর খেতে পারলেন না।
সাইড লোয়ার সিট পেয়েছিলেন…
কিন্তু শেষ যাত্রায় সেই সিট থেকেই নামানো হলো নিথর শরীর।
ভেবেছিলেন কারো হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নেবেন…
কিন্তু ঠাঁই হলো এক প্রেসার কুকারে… কিংবা ড্রামের ভিতর।
নতুন জীবন, নতুন আশা নিয়ে হানিমুনে গিয়েছিলেন…
কিন্তু ফিরে এল না আর কেউ, শুধু কফিন মোড়া শূন্যতা।
⸻
🕯 নিঃশ্বাসে আর কোনো নিশ্চয়তা নেই।
জীবনটা ভীষণ অস্থায়ী।
আজ আমরা আছি, কাল কে জানে?
তাই, টাকা সিন্দুকে না তুলে,
স্বপ্ন পূরণের খাতায় জমা রাখুন আপনার বাঁচা।
জমা রাখুন স্মৃতি, সাহস, ভালোবাসা।
🌸 আজ মরলে কাল দুদিন।
তারপর… সবাই আপনাকে ভুলে যাবে।
এই মুহূর্তটাই আসল। বাঁচুন, ভালোবাসুন, এখনই।