
26/07/2025
আসুন, চূড়ান্তকে বাঁচাই - "মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন"
গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অসাধারণ প্রযোজনা ‘মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন’ দেখার সৌভাগ্য হলো। রেজা আরিফ স্যারের নির্দেশনায় সপ্তদশ শতকের ধর্মযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই নাটক।
সব সন্তানকে হারিয়েও মাদার কারেজ কখনো কারেজ হারায় না।
অভিনয়, আলো, সংগীত, কস্টিউম—সব মিলিয়ে ছিল নিখুঁত এক অভিজ্ঞতা।
এই প্রযোজনা আয়োজিত হয়েছে নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী চূড়ান্ত সাহার দুরারোগ্য ক্যান্সার চিকিৎসার সহায়তায়।
মাদার কারেজের সেই অটল সাহস চূড়ান্ত দা'কেও ফিরে আসার শক্তি দিক।
সকল শিল্পী ও কলাকুশলীদের প্রতি অফুরান ভালোবাসা ও শ্রদ্ধা। ❤️